ᴍꜱ ᴍᴀʀᴜꜰ

ᴍꜱ ᴍᴀʀᴜꜰ ┏━━━━━°�•°�°•━━━━━┓
☆ অন্যের সাফল্যে খুশি হতে
শিখুন, আল্লাহ আপনাকেও দিতে
দেরি করবেন না।-🥰
┗━━━━━°�•°�°•━━━━━┛
(13)

20/06/2025
29/04/2025

শুভ সকাল বন্ধুরা
কেমন আছেন সবাই??

09/04/2025

ফলো টু ফলো ✅🥰

"পুরুষ মানুষ সহজে কাঁদে না... কারণ পুরুষের চোখে জল মানায় না... জন্মের পর তাদের মাথায় ঢুকিয়ে দেয়া হয় যতো কষ্টই হোক তোমার ...
03/10/2024

"পুরুষ মানুষ সহজে কাঁদে না... কারণ পুরুষের চোখে জল মানায় না... জন্মের পর তাদের মাথায় ঢুকিয়ে দেয়া হয় যতো কষ্টই হোক তোমার চোখে জল আনা যাবে না !!
নারীরা হুটহাট কেঁদে উঠতে পারে... নারীরা রাগে কাঁদে, অভিমানে কাঁদে, কষ্টেও কাঁদে... কিন্তু পুরুষ কখনো অভিমান কিংবা রাগে কাঁদে না... নারীর চোখের জলে ছলনা থাকলেও পুরুষের চোখের জলে কোনো ছলনা নেই !!
তবুও যদি কোনো পুরুষ কাঁদে তবে বুঝতে হবে সে বড় কষ্টটাই পেয়েছে এবং সে আসলেই কাঁদতেছে... পুরুষ কান্নার অভিনয় করতে পারে না... পুরুষের কান্নার দৃশ্য ভয়াবহ... পুরুষের কান্নার কারণ তীব্রতর হয় !!
তবুও পুরুষেরা কাঁদে... পুরুষ কাঁদে চারদেয়ালের আড়ালে... পুরুষ কাঁদে বারবার ইন্টার্ভিউ বোর্ডে ব্যর্থ হয়ে সার্টিফিকেটের দিকে তাকিয়ে... পুরুষেরা কাঁদে সংসারের চাহিদা না মেটাতে পেরে... পুরুষেরা কাঁদে বাবা-মায়ের চাহিদা পূরণ করতে না পেরে... পুরুষেরা কাঁদে প্রেমিকা হারালে !!
পুরুষ মানুষ নিজের জন্য যতটা না কেঁদেছে তার চেয়েও বেশি কেঁদেছে অন্য কারোর মন রক্ষার জন্য... পরিবার, বাবা মা, ছেলেমেয়ে কিংবা প্রেমিকার আবদার পূরণ করার জন্যও পুরুষের চোখের জল মাটিতে ফেলতে হয় যা অনেক প্রেমিকাই জানেনা !!
ইতিহাস বলে যে নারী ইচ্ছাকৃতভাবে পুরুষের চোখের জলের কারণ হয়েছে সেই নারী জীবনে খুব একটা সুখী হতে পারেনি... এটা নয় কোনো পুরুষের অভিসাপ, এটা পুরুষের চোখের জলের কারণ আর দীর্ঘশ্বাস !!
নারীরা বেঁচে থাকে বাবা কিংবা স্বামীর উপর ভরসা করে... আর সেই নারীর জন্যই যদি কোনো পুরুষের কাঁদতে হয় তাহলে সেটা সেই নারীর জন্যই অমঙ্গল... পুরুষের চোখের জল বিফলে যায় না, প্রকৃতিই তার প্রতিদান দেয় !!
তবুও পুরুষেরা বীর... দিনশেষে একটা পরিবার, বাবা মা কিংবা একটা নারীর বেঁচে থাকার শক্তি... পুরুষকে কাঁদিয়ে যে নারী জীবনে বড় হতে চেয়েছে তার সারাজীবন ভাঙতে ভাঙতে গেছে... কারণ একটা নারীর জীবনে স্রষ্টার পরেই একজন পুরুষের স্থান !!"
©সংগৃহীত

___একটা সুন্দর- সাজানো জীবন নষ্ট করার জন্য একটা ভুল মানুষই যথেষ্ট।এতোটা সহজ না জীবনে সঠিক মানুষ খুঁজে পাওয়া, আমরা হয়তো...
28/08/2024

___একটা সুন্দর- সাজানো জীবন নষ্ট করার জন্য একটা ভুল মানুষই যথেষ্ট।এতোটা সহজ না জীবনে সঠিক মানুষ খুঁজে পাওয়া, আমরা হয়তো মনে করি ঐ মানুষটা সুন্দর , সে খুব ধনী তাকে বিয়ে করলে সুখে হবো । সুন্দর আর টাকা দেখে নয় ঐ মানুষটার মধ্যে মনুষ্যত্ব আছে কিনা সেটা দেখতে হবে ।

ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। আজ সোমবার এসকল গেট খুলে দেওয়া হয়। এ...
26/08/2024

ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। আজ সোমবার এসকল গেট খুলে দেওয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে ১১ লাখ কিউসেক পানি। বাঁধ খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদসহ বাংলাদেশেও।

বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দেওয়া হচ্ছে বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

বন‍্যার পানি কমছে শুনে আশ্রয় কেন্দ্র থেকে খুশিতে বাড়ি ফিরে দেখে ঘরের কিছুই নেই। 😭😭😭😭😭 #ফেনীবন্যা
26/08/2024

বন‍্যার পানি কমছে শুনে আশ্রয় কেন্দ্র থেকে খুশিতে বাড়ি ফিরে দেখে ঘরের কিছুই নেই। 😭😭😭😭😭
#ফেনীবন্যা

দুইদিন আগে ২৪ ব্যাচ এর শিক্ষার্থী, গতকাল আনসার আজকে রিকশাওয়ালা 🙂লোকেশন - শাহবাগ (২৬ আগষ্ট)
26/08/2024

দুইদিন আগে ২৪ ব্যাচ এর শিক্ষার্থী, গতকাল আনসার আজকে রিকশাওয়ালা 🙂

লোকেশন - শাহবাগ (২৬ আগষ্ট)

26/08/2024

সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে আনসার বিলুপ্তের দাবী উঠছে, আপনি এই দাবী সমর্থন করেন?

এমন দেশ কি আগে কেউ দেখেছিল২৫.০৮.২৪ছবিতে উল্লিখিত চাচার নাম মো.দেলোয়ার হোসেন, পেশায় তিনি একজন রিকশাচালক।  আজকে টিএসসিতে ন...
25/08/2024

এমন দেশ কি আগে কেউ দেখেছিল
২৫.০৮.২৪
ছবিতে উল্লিখিত চাচার নাম মো.দেলোয়ার হোসেন, পেশায় তিনি একজন রিকশাচালক। আজকে টিএসসিতে নিজের কষ্টার্জিত ২২০০০ টাকা আমাদের হাতে তুলে দিয়েছেন।
গণত্রাণে সংগৃহীত প্রত্যেকটা নোটের উল্টোপিঠেই রয়েছে এমন অসংখ্য গল্প।

বিকাল ৫ টা পর্যন্ত টিএসসিতে সংগৃহীত নগদ অর্থের পরিমাণ ৮৩লক্ষ ৯০ হাজার টাকা।
(ব্যাংক একাউন্ট , চেক, মোবাইল ব্যাংকিং, ২ টাকার নোট, ৫ টাকার নোট এবং কয়েনগুলো বাদে)
সত্যি চোখের পানি অজান্তেই পড়ে গেল❤️🇧🇩❤️

কতটা অমায়িক হইলে একটা মানুষ এই রকম ভয়াবহ বন্যায় একটা শব্দ উচ্চারণ করলো না। অথচ, হুট করে এসে বললো তোমাদের জন্য ১'হাজার কো...
25/08/2024

কতটা অমায়িক হইলে একটা মানুষ এই রকম ভয়াবহ বন্যায় একটা শব্দ উচ্চারণ করলো না।
অথচ, হুট করে এসে বললো তোমাদের জন্য ১'হাজার কোটি টাকা ফান্ড করলাম।💗

Address

Dhaka

Telephone

+8801610254540

Website

Alerts

Be the first to know and let us send you an email when ᴍꜱ ᴍᴀʀᴜꜰ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share