Islamic Video Creator

Islamic Video Creator মানুষ যতবার হোঁচট খায়,
ততবার মাটির নিকটবর্তী হয়।

“ ইমতিয়াজ মাহমুদ ”

ইন্দোনেশিয়ায় সরকারের বিরুদ্ধে বিক্ষোভে একজন মা যোগ দিয়েছিলেন, জুলাই ২০২৪ এই যেমন বাংলাদেশের মায়েরা যোগ দিয়েছিলো ফ্যাস...
31/08/2025

ইন্দোনেশিয়ায় সরকারের বিরুদ্ধে বিক্ষোভে একজন মা যোগ দিয়েছিলেন, জুলাই ২০২৪ এই যেমন বাংলাদেশের মায়েরা যোগ দিয়েছিলো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে।

ছবি দেখে মনে হচ্ছে— মি. তাহেরের সাথে মিটিং করতে গেছেন ড. ইউনুসের নেতৃত্বে জামায়াতের নেতৃবৃন্দ
31/08/2025

ছবি দেখে মনে হচ্ছে— মি. তাহেরের সাথে মিটিং করতে গেছেন ড. ইউনুসের নেতৃত্বে জামায়াতের নেতৃবৃন্দ

৭১ এ ইসলামপন্থীদের একটা বড় অংশ পাকিস্তানের অখন্ডতার পক্ষে থাকার কারণ ছিল। কারণ তারা ভেবেছিল, যদি বাংলাদেশ বিচ্ছিন্ন হয়, ...
31/08/2025

৭১ এ ইসলামপন্থীদের একটা বড় অংশ পাকিস্তানের অখন্ডতার পক্ষে থাকার কারণ ছিল।

কারণ তারা ভেবেছিল, যদি বাংলাদেশ বিচ্ছিন্ন হয়, তাহলে ভারত বাংলার মুসলমানদেরকে শেষ করে দেবে।

রেসপেক্টফুলি, তারা ভুল ছিলেন।

১৯৭১-এর পরে গুনে গুনে ৫৪ বছর চলে গেছে।

অথচ বাংলার মুসলিম এখানেই আছে, এ মাটিতেই আছে।

আজও এখানে তাকবির ধ্বনিত হয়। আজও এখানে কুরআন-সুন্নাহর চর্চা হয়। আজও কালিমার পতাকা এ মাটিতে ওড়ে।

আজও শেকল ভেঙে বের হয়ে আসে সত্যের সৈনিক।

ভারতও তাদের মতই ভেবেছিল, মাথার দুইপাশে ব্যথা থেকে বাঁচতে পাকিস্তান ভাগ করতে হবে।

অথচ এই মাটি এখনও তাদের মাথাব্যথার কারণ।

তারা বারবার চেষ্টা করেছে তাদের এজেন্ট বসাতে। মুজিব, এরশাদ, হাসিনা...

বাংলার মানুষ বারবার লাথি মেরে তাদেরকে বিদায় করেছে।

এটা সত্য, আমাদের পূর্ণাঙ্গ বিজয় আসে নি।

সাথে এটাও সত্য, দিন যত যাচ্ছে, এ মাটিতে ইসলাম শক্তিশালী হচ্ছে।

এ মাটিতে ইসলামকে যতবার মুছে দেওয়ার চেষ্টা হয়েছে, ততবার ইসলাম ফিরে এসেছে আরো অনেক বেশি শক্তিশালী হয়ে।

হে ভারত! হে আওয়ামী লীগ!

"তোমরা রিয়েলিটি মাইন্যা নাও"

তোমরা আবার ফিরতে পারো। হয়তো বসেও যেতে পারো আবার ক্ষমতায়।

তোমাদেরকে আমরা সেভাবেই লাথি মেরে বিদায় করবো যেভাবে করেছিলাম তোমাদের বাপকে। তোমাদের নেত্রীকে।

ইনশাআল্লাহ।

মাশাআল্লাহ ২০২৫ এর সবচেয়ে বেশি সুন্দর ছবি।📸🕌🌈
30/08/2025

মাশাআল্লাহ ২০২৫ এর সবচেয়ে বেশি সুন্দর ছবি।
📸🕌🌈

ইনশাআল্লাহ ভালো কিছু আসবে..!
30/08/2025

ইনশাআল্লাহ ভালো কিছু আসবে..!

বিপ্লবী দিন গুলা জুলাই ২০২৪  #জুলাই  #বাংলাদেশ
29/08/2025

বিপ্লবী দিন গুলা জুলাই ২০২৪
#জুলাই #বাংলাদেশ

আমাদের চোখের সামনেই গাজ্জাহর মুসলিমরা আজ জঘন্যতম বর্বরতার শিকার হয়ে ধংস হয়ে যাচ্ছে..!😥
27/08/2025

আমাদের চোখের সামনেই গাজ্জাহর মুসলিমরা আজ জঘন্যতম বর্বরতার শিকার হয়ে ধংস হয়ে যাচ্ছে..!😥

আলহামদুলিল্লাহ রমজানের বাকি আর মাএ ৬ মাস।
27/08/2025

আলহামদুলিল্লাহ রমজানের বাকি আর মাএ ৬ মাস।

শাইখ মুফতী হারুন ইজহার ভাইকে যখন তারাবীর পরে গ্রেফতার করতে র‍্যাব বাসায় আসে তখন আমার ভাগিনা, ভাগ্নি কাঁদতে ছিল। আমার ভাগ...
25/08/2025

শাইখ মুফতী হারুন ইজহার ভাইকে যখন তারাবীর পরে গ্রেফতার করতে র‍্যাব বাসায় আসে তখন আমার ভাগিনা, ভাগ্নি কাঁদতে ছিল। আমার ভাগ্নি পর্দার আড়াল থেকে বলতেছিল, তার কী দোষ, কেনো তাকে গ্রেফতার করছেন? এই পর্যন্ত তিনবার গ্রেফতার হচ্ছেন। আর কতবার করবেন?

তাদের থেকে বিদায় নেয়ার জন্য ড্রয়িং রুম থেকে পাশের রুমে পর্যন্ত যেতে দেয়া হয়নি। খুব দ্রুত করে জামাটা পরতে পেরেছিলেন নিজের বুদ্ধিতে। র‍্যাব সেটাও পরতেও সুযোগ দিচ্ছিল না৷ ভাগিনা যখন বাবাকে জড়িয়ে ধরতে গেল র‍্যাব বুট জুতার লাথি মেরে তাকে দূরে ফেলে দেয়৷ তাঁকে এক প্রকার নিজের স্ত্রী, ছোট ছোট সন্তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়।

আজ তৌহিদ আফ্রিদির মতো একটা ইউটিউবারের জন্য তোমাদের মন কাঁদছে৷ অথচ কত আলেম এইভাবে অপদস্ত হয়ে গ্রেফতার হয়েছিলেন তাদের খবর কেউ রেখেছিল?

- মাসুদ চৌধুরী

কট 🤡🤡
25/08/2025

কট 🤡🤡

قُلْ يَا عِبَادِيَ ٱلَّذِينَ أَسْرَفُوا عَلَىٰٓ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ ٱللَّهِ ۚ إِنَّ ٱللَّهَ يَغْفِر...
25/08/2025

قُلْ يَا عِبَادِيَ ٱلَّذِينَ أَسْرَفُوا عَلَىٰٓ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ ٱللَّهِ ۚ إِنَّ ٱللَّهَ يَغْفِرُ ٱلذُّنُوبَ جَمِيعًا ۚ إِنَّهُ هُوَ ٱلْغَفُورُ ٱلرَّحِيمُ

"বলুন, হে আমার সেই বান্দারা, যারা নিজেদের প্রতি সীমালঙ্ঘন করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গোনাহ মাফ করে দেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।"
— সূরা আজ-জুমার (৩৯:৫৩)

Address

Dhaka Bangladesh
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Video Creator posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category