Kanamachhi.com

Kanamachhi.com "ক্রেতা নয় পাঠক চাই"

"ক্রেতা নয় পাঠক চাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন ধারণার অনলাইন বুকশপ ‘কানামাছি ডট কম’ এর আত্মপ্রকাশ। পাঠক, লেখক ও প্রকাশক- এই ত্রিভূজের মধ্যে শক্ত বন্ধন রচনা করার জন্য 'কানামাছি ডট কম' কিছু নতুন পদক্ষেপ নেব। 'কানামাছি ডট কম' পাঠকের অভিরুচি অনুসারে সেরা বইটি বেছে নিতে সহায়তা করবে। পাঠকের বয়স পেশা ও ভৌগোলিক অবস্থান বিবেচনায় কোন বই পড়লে তিনি আরও উৎকর্ষিত হতে পারবেন, সে ব্যাপারেও 'কানামাছি ডট কম'

সহযোগিতা করতে প্রস্তুত। ‘কানামাছি ডট কম’ শুধু বই বিপণনে সীমাবদ্ধ থাকতে চায় না, পাঠ্যাভাস বৃদ্ধির আন্দোলনেও সামিল হতে চায়। ‘কানামাছি ডট কম’ প্রতিষ্ঠিত লেখকের পাশাপাশি সম্ভাবনাময় লেখকদের সামনে নিয়ে আসার চেষ্টা করবে। ‘কানামাছি ডট কম’ হতে চায় পাঠকের একটি আস্থার নাম। দ্রুততম সময়ে স্বাচ্ছন্দ্য সেবাদানই 'কানামাছি ডট কম' লক্ষ্য। এ যাত্রায় আপনাকে সাথে পাবার আশা রাখি।

১০ টি বইয়ের সমন্বয় একটি সেট ।বাংলা একাডেমির জানা অজানা সিরিজ ।
25/04/2025

১০ টি বইয়ের সমন্বয় একটি সেট ।
বাংলা একাডেমির জানা অজানা সিরিজ ।

25/04/2025
12/04/2025
উপন্যাস সমগ্র কাজী নজরুল ইসলাম কবি প্রকাশনী মূল্য ৪১০ টাকা।
06/11/2024

উপন্যাস সমগ্র
কাজী নজরুল ইসলাম
কবি প্রকাশনী
মূল্য ৪১০ টাকা।

ঐতিহাসিক উপন্যাস লেখার কিছু ঝুঁকি থাকে। সবচেয়ে বেশি ঝুঁকি থাকে যখন চরিত্রগুলো বাস্তব হয়। ঐতিহাসিক উপন্যাসের মূল উপাদান য...
14/10/2024

ঐতিহাসিক উপন্যাস লেখার কিছু ঝুঁকি থাকে। সবচেয়ে বেশি ঝুঁকি থাকে যখন চরিত্রগুলো বাস্তব হয়। ঐতিহাসিক উপন্যাসের মূল উপাদান যদি শুধুই সময় হয়ে থাকে, এবং শুধু সময়কে ধারণ করার অভিপ্রায় থেকে লেখক লিখতে চান তাহলে তার ঝুঁকি কম। সাধারণ চরিত্রের সমাবেশ ঘটিয়ে সময়ের অভিপ্রায় ও গতিবিধি পর্যবেক্ষণ করে তার রেখে যাওয়া ছাপ ও অভিঘাত তুলে ধরার জন্য তিনি ইচ্ছেমতো কাল্পনিক চরিত্রের সমাবেশ ঘটাতে পারেন। কিন্তু ঐতিহাসিক উপন্যাসের মূল উপাদান যদি ঐতিহাসিক চরিত্র হয়ে থাকে তাহলে ঝুঁকি অনেক বেশি। এ ক্ষেত্রে সময় অবধারিতভাবেই নির্দিষ্ট। আগের অবস্থায় চরিত্র ছিল অনির্দিষ্ট। এ ক্ষেত্রে চরিত্রগুলো নির্দিষ্ট, ঐতিহাসিক, সুপরিচিত, সুবিদিত এবং বহুল চর্চিত। এরকম চরিত্র নিয়ে, জানা ঘটনা নিয়ে, বহুল চর্চিত বিষয় নিয়ে ফিকশন লেখা সহজ কথা নয়। বলা বাহুল্য, এ ধরনের রচনার সবগুলো উপাদানই হলো নন-ফিকশনাল কিন্তু লেখক লিখতে বসেছেন ফিকশন। চরিত্রের প্রকৃত রূপ ঠিক রেখে এ ধরনের বিষয় নিয়ে ফিকশন লেখা অনেক ঝুঁকিপূর্ণ। এই দুঃসহ-ঝুঁকিপূর্ণ কাজ করতে অনেক মেধার প্রয়োজন হয়।
লেখক মোস্তফা কামাল এই ঝুঁকিপূর্ণ এবং দুঃসহ কাজটি নিজ দায়িত্বে কাঁধে তুলে নিয়েছেন। এই গুরুদায়িত্ব তাঁকে দিয়ে যে মহান কাজটি করাল তাতে কয়েকটি কাজ সাধিত হলো। যেমন, বাংলা সাহিত্য একটি উপন্যাস পেল। যে উপন্যাসে তথ্যের কোনো নৈরাজ্য নেই, আবেগের বাহুল্যতা নেই, কাউকে বড়ো করে দেখানোার কপট মাহাত্ম্য নেই, কাউকে ছোট করে দেখানোর নির্লজ্জ কপটতা নেই, ইতিহাসের মোড় ঘুড়িয়ে দেওয়ার গোপন অভিসন্ধি নেই, সর্বোপরি ইতিহাসের উপাদান নিয়ে কপট ধর্ম প্রচার নেই। তিনি আসলে ফিকশন রচনা করতে চেয়েছেন। আর তাতে ইতিহাসের সত্য, যাপনের সত্য, চরিত্রের সত্য ও ক্ষমতার চরিত্র নিয়ে দেখাতে চেয়েছেন ইসলামের এক নাজুক সময়কে।
পাঠক যদি নির্ভেজাল তথ্যের আলোকে ওই সময়টাকে যাপন করতে চান, মর্মোদ্ধার করতে চান ওই সময়ের চরিত্রের, তাহলে এ উপন্যাসের সঙ্গে যাপন করতে পারেন। সে-যাপন শিল্প ও সত্যের আলোকে আলোকিত হয়ে উঠবে।
কারবালা উপাখ্যান
লেখক: মোস্তফা কামাল
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৪
সময় প্রকাশন
প্রচ্ছদ: মেধা রোশনান সারওয়ার

সত্যজিৎ ভারতীয় সিনেমাকে প্রথম করে তোলেন আন্তর্জাতিক। তারপর ক্রমে হয়ে ওঠেন বিশ্ব সিনেমার ধ্রুবতারা। এই গ্রন্থে এক অনুসন্ধ...
03/10/2024

সত্যজিৎ ভারতীয় সিনেমাকে প্রথম করে তোলেন আন্তর্জাতিক। তারপর ক্রমে হয়ে ওঠেন বিশ্ব সিনেমার ধ্রুবতারা। এই গ্রন্থে এক অনুসন্ধানী সাংবাদিকের মতো লেখক সন্ধান করেছেন সত্যজিৎ-নির্মাণের নানা পর্বকে। যার মধ্যে অমোঘভাবে উঠে এসেছে সত্যজিৎ-জীবনের নানা সময় এবং তাঁর চলচ্চিত্র নির্মাণের নানা তথ্য, তত্ত্ব ও বিশ্লেষণ। যা এক সময় এক অচেনা অজানা সত্যজিতের সঙ্গে পাঠককে পরিচয় করিয়ে দেয়। সত্যজিৎ আন্তর্জাতিক। সেই আন্তর্জাতিকতার সূত্রসন্ধানও এই গ্রন্থের আরেক লক্ষ্য। সত্যজিতের সিনেমার সঙ্গে বড় হওয়া, বন্ধুবান্ধব, নিজেকে তৈরি করার দিনগুলো, সেই সমসাময়িক সময় এবং রাজনীতি সব মিলিয়ে শেষ অবধি তাঁর জীবন ও কর্মের অনেক অচেনা বাঁকের সন্ধান দেয় এ বই। যা যেকোনো সত্যজিৎ-আগ্রহী বা চলচ্চিত্রপ্রেমীর কাছেই সংগ্রহযোগ্য। #কবিপ্রকাশনি

সেকালের "ডাকাত সমগ্র "মূল্য ৪০০ টাকা ডিসকাউন্ট ৩৫ %
30/09/2024

সেকালের "ডাকাত সমগ্র "

মূল্য ৪০০ টাকা
ডিসকাউন্ট ৩৫ %

Harry Potter full set (1-8)premium print
30/09/2024

Harry Potter full set (1-8)

premium print

হিটলারের উপর লেখা তিনটি বই আমার বন্ধু হিটলার ৫০০/-ডায়েরী এডলফ হিটলার ৩৫০ /-মাইন ক্যাম্ফ৫০০ /-৩০% ডিসকাউন্ট
26/09/2024

হিটলারের উপর লেখা তিনটি বই

আমার বন্ধু হিটলার
৫০০/-
ডায়েরী এডলফ হিটলার
৩৫০ /-
মাইন ক্যাম্ফ
৫০০ /-
৩০% ডিসকাউন্ট

ওয়েস্টার্ন থ্রিলার ভয়ংকর শত্রুঅনিস দাস অপু মূল্য ২৫০ ডিসকাউন্ট ২৫%
25/09/2024

ওয়েস্টার্ন থ্রিলার
ভয়ংকর শত্রু
অনিস দাস অপু
মূল্য ২৫০
ডিসকাউন্ট ২৫%

ধ্রুপদী চলচ্চিত্র মালা সত্যজিৎ রায় লেখক : চন্ডী মুখোপাধ্যায় মূল্য ৫০০ টাকা ২৫% ডিসকাউন্ট
17/09/2024

ধ্রুপদী চলচ্চিত্র মালা
সত্যজিৎ রায়
লেখক : চন্ডী মুখোপাধ্যায়
মূল্য ৫০০ টাকা
২৫% ডিসকাউন্ট

Address

Flat-S-2, House-42, Road-8, Block-E, Niketon, Gulsan/1
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Kanamachhi.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kanamachhi.com:

Share