Md Shakil Hossain

Md Shakil Hossain Student, Teacher, Critic & Activist.
(1)

13/10/2025
13/10/2025

জাবির ২১নং ছাত্র হলের ৪০৩ নম্বর কক্ষে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান (বিএমবি) বিভাগের ৫৪ ব্যাচের শিক্ষার্থীদের ডেকে লাইনে দাঁড় করিয়ে র‍্যাগ দিয়েছে একই বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থীরা, যা বিশ্ববিদ্যালয়ে অধ্যাদেশ ও আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
© Video: Mortuza Rafi

আত্মনির্ভরতার নতুন দিগন্ত: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়শাকিল, জাবি প্রতিনিধি – পদ্মা টাইমস.কমসন্ধ্যা নামলেই জাহাঙ্গীরনগর ব...
03/10/2025

আত্মনির্ভরতার নতুন দিগন্ত: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

শাকিল, জাবি প্রতিনিধি – পদ্মা টাইমস.কম

সন্ধ্যা নামলেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া এলাকায় ভিড় জমে ওঠে এক ব্যতিক্রমী বাজারে। সেখানে টেবিল সাজিয়ে বসে শিক্ষার্থীরা বিক্রি করছে নানান সামগ্রী— হাতে তৈরি গহনা, পোশাক, বই কিংবা ঘরে বানানো খাবার। তাদের এই ছোট ছোট উদ্যোগ যেন হয়ে উঠেছে আত্মনির্ভরতার নতুন দিগন্ত।

বর্তমান সময়ে টিউশন পাওয়া প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে। অনেক শিক্ষার্থীকে পড়াশোনার পাশাপাশি জীবিকার চিন্তায় পড়তে হয়। তবে জাবির শিক্ষার্থীরা বসে না থেকে নিজেদের মেধা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে এগিয়ে আসছে। এভাবে তারা যেমন আয় করছে, তেমনি গড়ে তুলছে আত্মবিশ্বাস ও স্বাবলম্বী হয়ে ওঠার মানসিকতা।

ক্রেতারাও এ উদ্যোগকে দেখছেন প্রশংসার চোখে। তাদের মতে, ছাত্রজীবনেই যারা কাজের মর্যাদা বুঝে নেয়, ভবিষ্যতের পথচলায় তারাই হবে আসল সফল মানুষ।

জাহাঙ্গীরনগরের ক্যাফেটেরিয়ার ভ্রাম্যমাণ দোকানগুলো তাই শুধু কেনাবেচার জায়গা নয়—এগুলো হয়ে উঠেছে ছাত্রজীবনের সংগ্রাম, স্বপ্ন আর স্বাবলম্বী হওয়ার প্রতীক।

৫১তম আবর্তনের শিক্ষার্থী আরিফ বলেন, “আমাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে সাভার বা নবীনগর যেতে হতো। কিন্তু বর্তমানে এ ধরনের উদ্যোগ নেওয়ার ফলে একদিকে যেমন আমাদের সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে, তেমনিভাবে আমাদের শিক্ষার্থীরা ব্যবসার মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। এ ধরনের স্টলে কমসমেটিকস সামগ্রী থেকে শুরু করে হাতে বানানো নানারকম শৈল্পিক জিনিসপত্র বিক্রি করা হয়, যা জাহাঙ্গীরনগরের ঐতিহ্যকে ধারণ করে।"

এ বিষয়ে এক উদ্যোক্তা জানান, " প্রথম বর্ষে টিউশনি না পাওয়ায় পড়াশোনার খরচ চালাতে বেশ সমস্যায় পড়তে হয়েছিল। পরে মাথায় আসে হাতে তৈরি নানান শৈল্পিক জিনিসপত্র বিক্রির ধারণা। টিউশনের কিছু জমানো টাকা দিয়ে ছোটো আকারে ব্যবসা শুরু করি ধীরে ধীরে সবার ইতিবাচক সাড়া পেতে থাকি বিক্রির পরিমাণ ও বাড়তে থাকে। বর্তমানে প্রতি শুক্রবার, শনিবার ও ছুটির দিনে মিনি স্টল বসিয়ে এসব পণ্য বিক্রি করছি। এতে একদিকে যেমন পড়াশোনার খরচ মেটানো সহজ হচ্ছে, অন্যদিকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছি।"

উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীদের পূজা উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ছুটির দিনেও এসব উদ্যোক্তাগণ স্টল নিয়ে বসেন।

02/10/2025

মহিলাটি জিয়া উদ্যানে গিয়ে বলেছেন, এখানে জিয়াউর রহমান এর লাশ নেই। শুধু কফিন আছে।

এটি তার বাকস্বাধীনতা, তিনি সেটা বলতেই পারেন। সেটা নিয়ন্ত্রণ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী আছে!

বিএনপির এক নেতা বা কর্মী ঐ মহিলা কে লাথি মা-রেন এই কথার জন্য, যা ভিডিওতে স্পষ্ট।

একজন মহিলাকে এইভাবে লাথি মা-রা এক ধরনের বেয়াদবি। আশা করি এই লোকটিকে অতিদ্রুত গ্রেপ্তার করা হবে।

This is not the Bangladesh we want to see. This is a cri-me. Don't do this.

~ সাজনুল সায়েফ

পূজায় হিন্দু কর্তৃক ৮ বছরের মুসলিম শিশু ধ*র্ষিত❗গাজীপুরের সুরাবাড়ি এলাকায় আশ্রয়ণ প্রকল্পের পূজামণ্ডপে পূজা অর্চনা চলছিল...
02/10/2025

পূজায় হিন্দু কর্তৃক ৮ বছরের মুসলিম শিশু ধ*র্ষিত❗

গাজীপুরের সুরাবাড়ি এলাকায় আশ্রয়ণ প্রকল্পের পূজামণ্ডপে পূজা অর্চনা চলছিল। এর পাশেই কয়েকজন শিশু খেলা করছিল। তখন আট বছরের এক মেয়েকে ডেকে ঘরে নিয়ে যায় হিন্দু ধর্মাবলম্বী ভজেন্দ্র সরকার। মেয়েটিকে মুখ বেঁধে ধর্ষণ করা হয়। মেয়েটি ছিল মুসলিম।

শিশুটির স্বজন ও বড় ভাইসহ স্থানীয়রা ভজেন্দ্র সরকারের ঘর থেকে গামছা দিয়ে মুখবাঁধা অবস্থায় রক্তাক্ত মেয়েটিকে উদ্ধার করে।

পরে সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে কাশিমপুর থানায় ধ*র্ষণ মামলা করেন। পুলিশ ল*ম্প"ট ভজেন্দ্রকে গ্রেফতার করেছে।

ছবিতে হাতকড়া পরানো ধ*র্ষণে অভিযুক্ত ভজেন্দ্র সরকার। এই ধ*র্ষণের খবর বাড়িয়ে ফাঁপিয়ে ফুলিয়ে সোশাল মিডিয়ায় প্রতিক্রিয়া তুলবে না। কারণ, এরা মুসলমান দরিদ্রদের সন্তান। এরা এলিট কিংবা সুশীলদের কেউ না।

আমরা প্রতিবাদ না করলে এই অবলা মেয়েরা এবং তাঁদের পরিবার বিচার পাবে না। রাষ্ট্র দৃষ্টান্তমূলক বিচার করবে না। সুষ্ঠু তদন্তপূর্বক এই ধ*র্ষ"কের ফাঁ*সি চাই।

19/09/2025

পরিবর্তন হোক নিজেকে দিয়েই

17/09/2025

নোংরা রাজনীতি বন্ধ করেন নয়তো আপনারাও বিলুপ্তি প্রায় হয়ে যাবেন।

অনেকে বলছেন ক্যাম্পাসের রাজনীতি আর জাতীয় রাজনীতি এক না।  মনে রাখবেন ক্যাম্পাসের ছাত্র-ছাত্রীরা জাতীয় নাগরিক। তারা দেশের ...
15/09/2025

অনেকে বলছেন ক্যাম্পাসের রাজনীতি আর জাতীয় রাজনীতি এক না। মনে রাখবেন ক্যাম্পাসের ছাত্র-ছাত্রীরা জাতীয় নাগরিক। তারা দেশের বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে। তারা তাদের পরিবার আত্মীয় স্বজন, পাড়াপ্রতিবেশি, বন্ধু বান্ধবী দের কিছুটা হলেও ইনফ্লুয়েন্স করতে পারবে।তারা হচ্ছে পুরো দেশের স্যাম্পল হিসেবে কাজ করছে। ভবিষ্যতে রাজনীতির বিরাট পড় পরিবর্তন লক্ষ্য করবে দেশবাসী। মানুষ আর ভয়ভীতির রাজনীতি খায়না। মানুষ সবাই সচেতন। দেশের অধিকাংশ পরিবার আর্থিকভাবে সচ্ছল তাদের কাছে কোটি টাকা দিয়েও ভোট কিনতে পারবেন না। ভালো কাজ দিয়ে তাদেরকে জয় করে নিতে হবে। অন্যথায় কালের আবর্তনে আপনারা হারিয়ে যাবেন। আপনার দলের কার্যক্রম সবকিছু মানুষ ঘরে বসে দেখছে। মানুষের জন্য রাজনীতি করুন।মানুষ আপনাদের পাশে থাকবে।

🌿 Freshers’ Reception 2025 🌿আজ আমাদের কলেজে অত্যন্ত সাফল্যের সাথে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এ আয়োজনে প্রধান অতিথি ...
15/09/2025

🌿 Freshers’ Reception 2025 🌿

আজ আমাদের কলেজে অত্যন্ত সাফল্যের সাথে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোলাম মোস্তফা (সাধারণ সম্পাদক, সাভার থানা বিএনপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আরিফ হোসেন (চেয়ারম্যান, সাভার ইউনিয়ন পরিষদ) এবং প্রফেসর মোঃ এনামুল হক (ডেপুটি ডিরেক্টর, ইস্টার্ন ইউনিভার্সিটি)। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব হাজী মোঃ শহীদুল ইসলাম (সভাপতি, সাভার সেন্ট্রাল মডেল কলেজ)।

অত্র প্রতিষ্ঠানের একজন ইংরেজি শিক্ষক হিসেবে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রায় ২৫ মিনিটের বক্তব্য প্রদান করার সুযোগ পাই, যেখানে তাদের শিক্ষাজীবন, লক্ষ্য ও দায়িত্ব সম্পর্কে দিকনির্দেশনা দেওয়ার চেষ্টা করেছি।

গত ২.৫ বছর ধরে এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করার সুযোগ পেয়েছি এবং এ সময়ে আমার হাত ধরে তিনটি ব্যাচের যাত্রা শুরু হয়েছে। আজকের দিনটি আমার জন্য এক নতুন অভিজ্ঞতা এবং অনুপ্রেরণার উৎস হয়ে রইলো।

নবীন শিক্ষার্থীদের প্রতি আমার আন্তরিক শুভকামনা রইলো—তাদের শিক্ষাজীবন হোক আলোকিত, সমৃদ্ধ এবং সফলতায় পূর্ণ।



জানতে ইচ্ছে হয়।আচ্ছা চুয়াডাঙ্গা বাসির স্প্রিট হারিয়ে গেলো কি? জুলাই পরবর্তী এখনো এসব অনিয়ম চুয়াডাঙ্গার আনাচে-কানাচে রয়ে ...
14/09/2025

জানতে ইচ্ছে হয়।
আচ্ছা চুয়াডাঙ্গা বাসির স্প্রিট হারিয়ে গেলো কি? জুলাই পরবর্তী এখনো এসব অনিয়ম চুয়াডাঙ্গার আনাচে-কানাচে রয়ে গেছে। আপনারা সহ্য করতেছেন কিভাবে ভাই? সংস্কার কেউ করে দিবে না সংস্কার আপনাকে আমাকে করতে হবে। সারাদিন যদি গলা ফাটান প্রশাসন প্রশাসন করে বিশ্বাস করেন ১% কাজ ও হবে না। আপনারা ছাত্র সমাজ একত্রিত হোন, এবং খেটে খাওয়া খাটি মানুষ যেমন রিক্সা চালক, অটো চালক, ভ্যান চালক ভাইদের সহ সর্বসাধারণ জনগনের সাথে নিয়ে বাস মালিকদের তথা কথিত সিন্ডিকেট ভেঙ্গে দিন। প্রয়োজনে ৫০ টি বাস আটকে দিন। রাস্তা অবরোধ করেন। দেখবেন বাস মালিক আর অথর্ব ন্যাংড়া প্রশাসন খুড়াতে খুড়াতে হাজির হবে। এরপর সমাধান হবে ঘোড়ার দৌড়ের মত। প্রশাসনের সামনেই বাস মালিকদের কাছ থেকে চুক্তিপত্র এবং অঙ্গিকার নামা সাইন করে নিন দেখবেন। কুত্তার লেজ সোজা হয়ে গেছে ঘি ছাড়ায়।বাস মালিকের লেলিয়ে দেওয়া এবং দলীয় দলকানা লোকগুলো লাঠিসোটা নিয়ে যেভাবে রাস্তায় রাজত্ব করে তা দৃষ্টিকটু, তা লজ্জার।

মূল কথায় আসি।
নিজস্ব ভ্যানে নিজের অসুস্থ মা কে হাসপাতাল থেকে বাড়ি ফেরার অধিকার টুকু নেই? দুই ভাইকে মারধর সহ অসুস্থ মা কে ধাক্কা। এটা লজ্জার। উনি একজন মা উনার রাস্তা সহ সব জায়গায় সম্মান পাওয়ার অধিকার আছে। যারা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে অতি দ্রুততম সময়ে।
প্রয়োজনে নিচের দেওয়া এমন একটা প্লাটফর্ম দাড় করাতে হবে।
"শিক্ষার্থী ও যাত্রী সুরক্ষা পরিষদ" (Council for Student & Passenger Protection)
– হাফ ভাড়া, হয়রানি প্রতিরোধ এবং যাত্রী অধিকার নিয়ে কাজ করবে।

আমি যেকোনো সময় আপনাদের পাশে আছি। ইনশাআল্লাহ।
👉 চুয়াডাঙ্গা সহ সকল জেলার বাসিন্দাদের শেয়ার দেওয়ার অনুরোধ।

মো: শাকিল হোসাইন
স্টুডেন্ট: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

কেন্দ্রীয় সংসদে ভিপি পদ সহ ৪টি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।১টি পদে নির্বাচিত হয়েছেন বাগছাস সমর্থিত প্রার্থী, বাক...
13/09/2025

কেন্দ্রীয় সংসদে ভিপি পদ সহ ৪টি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।
১টি পদে নির্বাচিত হয়েছেন বাগছাস সমর্থিত প্রার্থী,

বাকি 20 টিতে শিবির সমর্থিত প্রার্থী জয়লাভ করেছে।(জিএস,এজিএস সহ)

ছাত্রদল এবং বামপন্থী সংগঠনের কোন প্রার্থী জয়লাভ করতে পারেন নি।

[ পুরো তালিকা কমেন্ট বক্সে ]

#জাকসু

ব্রেকিং:নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করলেন ফার্মেসি বিভাগের অধ্যাপক মাফরুহী সাত্তার। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জ...
12/09/2025

ব্রেকিং:
নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করলেন ফার্মেসি বিভাগের অধ্যাপক মাফরুহী সাত্তার।
তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি।
নোমান বিন হারুন ✍️

Address

Dhaka
1000

Telephone

+8801890346829

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Shakil Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Shakil Hossain:

Share