Razu's Creations

Razu's Creations Razu's Creations

Razu's creations   এ শুরু হচ্ছে অনলাইনে ৬ দিনব্যাপী মোল্ড ইট ক্লে দিয়ে গহনা তৈরির প্রশিক্ষন। অসুস্থতার কারনে সময় পিছাতে ...
16/09/2024

Razu's creations এ শুরু হচ্ছে অনলাইনে ৬ দিনব্যাপী মোল্ড ইট ক্লে দিয়ে গহনা তৈরির প্রশিক্ষন।
অসুস্থতার কারনে সময় পিছাতে হলো।

তারিখঃ ৫,৬,৭,৮ ও ৯,, অক্টোবর (৫দিন)
সময়ঃ সন্ধ্যা ৭টা থেকে ১০ টা পর্যন্ত
চলুন জেনে নেই
🌺 মোল্ড ইট ক্লে কি?
এটি ফেভিক্রিল ব্র‍্যান্ডের ইপোক্সি কম্পাউন্ড রেডি ক্লে। ম্যুরাল, ডেকোর এবং 3D আর্ট করার জন্য সহজলভ্য এবং প্রফেশনাল কাজ করার মতো একটি দারুণ ক্লে।

🚩এই কোর্সে বিভিন্ন ফুলের ও বিভিন্ন ধরনের গহনা ও মোটিতৈরি শিখানো হবে। যা যা থাকছে 👇

🍁 সূর্যমুখী
🍁 শিমুল
🍁 জারুল
🍁 ডালিয়া
🍁 শিউলি
🍁 পদ্ম
🍁 শেফালী
🍁 অপরাজিতা তৈরি সহ ইত্যাদি বিভিন্ন ফুলের গয়না সহজে তৈরী পদ্ধতি দেখানো হবে।

এছাড়াওঃ
🌿ময়ূর
🌿রাঁজহাস আরো বিভিন্ন ধরনের কাজ দেখানো হবে।

১০/১২ টি ছোট গয়না,চোকার সেট দেখানো হবে,
৬\৭ টি বড় গয়না দেখানো হবে।
এবং টারসেল তৈরী সেটিংস সব দেখানো হবে।
বলতে পারেন A to Z
তাছাড়া কানের দুল,৩ ডিজাইনের চুড়ি ও হাতের রিং তৈরী করে দেখানো হবে।

*প্রোডাক্ট তৈরি সহ এই কাজের বিভিন্ন খুঁটিনাটি টিপস।

*প্রোডাক্ট কোয়ালিটি

* প্রডাক্ট তৈরির বিভিন্ন উপকরণ কোথায় পাওয়া যায় ও দাম সম্পর্কে ধারণা দেয়া

*বাজারজাতকরণ এবং

* পণ্যের মূল্যনির্ধারণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

*আপনার আসনটি নিশ্চিত করতে দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন।

প্রশিক্ষণের ফিঃ ২০৫০/- টাকা।
01645644977সেন্ডমানি করে আপনার নাম এবং ফোন নম্বর দিতে হবে।

অনলাইনে শিখতে চাইলে সম্পুর্ন কোর্স ফি ২০৫০/- টাকা পেমেন্ট করে আমাদের জানাতে হবে। টাকা পেয়ে আমরা গ্রুপ লিংক জানিয়ে দিবো। ফেসবুক প্রাইভেট গ্রুপে লাইভের মাধ্যমে অনলাইন ক্লাস চলবে। ক্লাসের ভিডিও গ্রুপে আজীবন পর্যন্ত সেইভ থাকবে।

যোগাযোগঃ 01645644977, ক্লাসে আসন সংখ্যা মাত্র ১০/১২ টি

বি দ্রঃ ৭ টি আসন কর্নফাম।

Razu's creations   এ শুরু হচ্ছে অনলাইনে ৬ দিনব্যাপী মোল্ড ইট ক্লে দিয়ে গহনা তৈরির প্রশিক্ষন। তারিখঃ ৬,৭,৮,৯,১০,ও ১১ সেপ্...
02/09/2024

Razu's creations এ শুরু হচ্ছে অনলাইনে ৬ দিনব্যাপী মোল্ড ইট ক্লে দিয়ে গহনা তৈরির প্রশিক্ষন।

তারিখঃ ৬,৭,৮,৯,১০,ও ১১ সেপ্টেম্বর (৬দিন)
সময়ঃ সন্ধ্যা ৭টা থেকে ১০ টা পর্যন্ত
চলুন জেনে নেই
🌺 মোল্ড ইট ক্লে কি?
এটি ফেভিক্রিল ব্র‍্যান্ডের ইপোক্সি কম্পাউন্ড রেডি ক্লে। ম্যুরাল, ডেকোর এবং 3D আর্ট করার জন্য সহজলভ্য এবং প্রফেশনাল কাজ করার মতো একটি দারুণ ক্লে।

🚩এই কোর্সে বিভিন্ন ফুলের ও বিভিন্ন ধরনের গহনা ও মোটিতৈরি শিখানো হবে। যা যা থাকছে 👇

🍁 সূর্যমুখী
🍁 শিমুল
🍁 জারুল
🍁 ডালিয়া
🍁 শিউলি
🍁 পদ্ম
🍁 শেফালী
🍁 অপরাজিতা তৈরি সহ ইত্যাদি বিভিন্ন ফুলের গয়না সহজে তৈরী পদ্ধতি দেখানো হবে।

এছাড়াওঃ
🌿ময়ূর
🌿রাঁজহাস আরো বিভিন্ন ধরনের কাজ দেখানো হবে।

১০/১২ টি ছোট গয়না,চোকার সেট দেখানো হবে,
৬\৭ টি বড় গয়না দেখানো হবে।
এবং টারসেল তৈরী সেটিংস সব দেখানো হবে।
বলতে পারেন A to Z
তাছাড়া কানের দুল,৩ ডিজাইনের চুড়ি ও হাতের রিং তৈরী করে দেখানো হবে।

*প্রোডাক্ট তৈরি সহ এই কাজের বিভিন্ন খুঁটিনাটি টিপস।

*প্রোডাক্ট কোয়ালিটি

* প্রডাক্ট তৈরির বিভিন্ন উপকরণ কোথায় পাওয়া যায় ও দাম সম্পর্কে ধারণা দেয়া

*বাজারজাতকরণ এবং

* পণ্যের মূল্যনির্ধারণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

*আপনার আসনটি নিশ্চিত করতে দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন।

প্রশিক্ষণের ফিঃ ২০৫০/- টাকা।
সরাসরি ক্লাসে এসে শিখতে চাইলে রেজিস্ট্রেশনের জন্য মোট ফি থেকে ২০৫০/- টাকা বিকাশ এই নাম্বারে 01645644977সেন্ডমানি করে আপনার নাম এবং ফোন নম্বর দিতে হবে।

আর অনলাইনে শিখতে চাইলে সম্পুর্ন কোর্স ফি ২০৫০/- টাকা পেমেন্ট করে আমাদের জানাতে হবে। টাকা পেয়ে আমরা গ্রুপ লিংক জানিয়ে দিবো। ফেসবুক প্রাইভেট গ্রুপে লাইভের মাধ্যমে অনলাইন ক্লাস চলবে। ক্লাসের ভিডিও গ্রুপে আজীবন পর্যন্ত সেইভ থাকবে।

যোগাযোগঃ 01645644977, ক্লাসে আসন সংখ্যা মাত্র ১০/১২ টি

01/09/2024

খুব শিগগিরই কোর্স আসছে

20/08/2024

এখন তার প্রতি আমার আর বিন্দু পরিমানও আগ্রহ নাই।

মনের ব্যাথা কাজে দেখেই।দেখনত বিক্ষিপ্ত কষ্টগুলো খুজে পান কিনা?আচ্ছা কষ্ট খুজতে হবেনা, কাজটা কেমন লাগছে?!
18/08/2024

মনের ব্যাথা কাজে দেখেই।
দেখনত বিক্ষিপ্ত কষ্টগুলো খুজে পান কিনা?

আচ্ছা কষ্ট খুজতে হবেনা,
কাজটা কেমন লাগছে?!

18/08/2024

আজ আকাশের মন খারাপ,
সাথে আমারও

অতঃপর তিনি প্রস্তুত তার বাড়ি যাওয়ার জন্য।।। আরেকজনকে দিয়ে দিতে মায়া লাগছে।
16/08/2024

অতঃপর তিনি প্রস্তুত তার বাড়ি যাওয়ার জন্য।।।

আরেকজনকে দিয়ে দিতে মায়া লাগছে।

শিউলি তলায় ভোরবেলা।
12/08/2024

শিউলি তলায় ভোরবেলা।

আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন আশা করি,কাজে ফিরতে চাই,, চমৎকার কিছু কাজ নিয়ে।আপনাদের মতামত চাই
10/08/2024

আসসালামু আলাইকুম,
সবাই ভালো আছেন আশা করি,
কাজে ফিরতে চাই,,
চমৎকার কিছু কাজ নিয়ে।
আপনাদের মতামত চাই

08/07/2024

করিচকা নেকতনেকনোবকসর কবিতসন বানিবকতন তেুকততম হত্পজহা ডাজিিবা কত্ককে করিাকর পহকবি্

কি বলতে চেয়েছি আশাকরি বুঝতে পেরেছেন?

06/07/2024

আমাকে একহালি ডিম উপহার দিন,,
😁😁😁

Address

Dhaka
122000

Alerts

Be the first to know and let us send you an email when Razu's Creations posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Razu's Creations:

Share