Razeba

Razeba Education, Entertainment

07/12/2025
23/11/2025

# **হাইভোল্টেজ সাম্প্রতিক সাধারণ জ্ঞান।। **

⿡ ‘জুলাই শহীদ’ দিবস– ১৬ জুলাই

⿢ ‘জুলাই গণ অভ্যুত্থান’ দিবস– ০৫ আগস্ট

⿣ ‘জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’– গণভবন

⿤ ‘জুলাই ঘোষণাপত্র’ ঘোষণা– ০৫ আগস্ট ২০২৫, মানিক মিয়া অ্যাভিনিউ

⿥ ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপক– প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

⿦ ‘জুলাই ঘোষণাপত্র’ এর ধারা/অনুচ্ছেদ সংখ্যা– ২৮টি

⿧ ‘জুলাই ঘোষণাপত্র’ এর মোট শব্দ সংখ্যা– ১০৪০টি

⿧ জুলাই সনদে ধারা-২৮ টি

⿧ জুলাই সনদে স্বাক্ষর করে ১৭ অক্টোবর, 2025

⿧ জুলাই সনদ' স্বাক্ষর করে কতটি রাজনৈতিক দল?
উপস্থিত ছিলেন ২৫টি রাজনৈতিক দল কিন্তু স্বাক্ষর করেন ২৪ টি দল। পরে গণফোরাম রাজনৈতিক দল স্বাক্ষর করেন।

তাহলে মোট স্বাক্ষর করেন ২৫টি দল।
কপি।।।

14/11/2025

🥀বদলির আবেদন করছেন তো!!

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে বদলি নীতিমালা নিচের আলোকে করলে কোন শিক্ষক বঞ্চিত হবে না।

যেমন ১০০ নাম্বারের মূল্যায়ন নাম্বার রাখা যেতে পারে।
নাম্বার নিম্নোক্ত উপায়ে বন্টন করা যেতে পারে।

🔶শিক্ষক নিবন্ধন সনদ থাকলে: ২০ নাম্বার
🔶 NTRCA এর মাধ্যমে মেরিট ও নিয়োগ : ১০ নাম্বার
🔶দূরত্ব অনুসারে: ২০ নাম্বার (৫০ কিলোমিটারের নিচে হলে ০ নাম্বার। ১০০ কিলোমিটারের নিচে হলে ৫ নাম্বার। ১৫০ কিলোমিটারের নিচে হলে ১০ নাম্বার, ২০০ কিলোমিটারের নিচে হলে ১৫ নাম্বার এবং ২০০ কিলোমিটারের উপরে হলে সর্বোচ্চ ২০ নাম্বর )
🔶নারি: ১০ নাম্বার
🔶অভিজ্ঞতা বা জ্যেষ্ঠতা :২০( প্রতি বছরে ২ নাম্বার। সর্বোচ্চ নাম্বার ২০। ১০ বছর এর উপর অভিজ্ঞতা থাকলেও ২০ নাম্বারের উপরে নাম্বার পাবে না।)
🔶একাডেমিক সার্টিফিকেট ও রেজাল্ট: ২০ (এসএসসি-৫, এইচএসসি-৫, ডিগ্রি/অনার্স-৫ এবং মাস্টার্স-৫ )

একটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি সাবজেক্টে একাদিক শিক্ষক আবেদন করলে ১০০ নাম্বারে মধ্যে যে বেশি নাম্বার পাবে, তাকে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে বদলির জন্য সিলেক্ট করা যেতে পারে।

14/11/2025

তাদেরকে দেখতে চাই যারা স্বামী স্ত্রী আলাদা গামছা ব্যবহার করে। কেউ কারোর গামছা নিলে পরিস্কার না করে ব্যবহার করে না। আবার তাদের বাচ্চা কাচ্চা আছে।
😱😱😱🔥🔥🔥

হাসিটা সেই ছিলো! ❤️🥰
14/11/2025

হাসিটা সেই ছিলো! ❤️🥰

14/11/2025

নৌকা বাইচ
তুলসীখালি সেতু
কেরাণীগঞ্জ, ঢাকা

Address

Dhaka

Telephone

01992854048

Website

Alerts

Be the first to know and let us send you an email when Razeba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share