14/05/2025
🌺 ﷽ ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে ত্যাগ স্বীকারে প্রস্তুত হয়ে থাকার নির্দেশ -
🟨 From the light of the Quran Majid:-
🟨 কুরআন মাজীদের আলো থেকে:-
🟩أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم.
🟨 يَآأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱصۡبِرُواْ وَصَابِرُواْ وَرَابِطُواْ وَٱتَّقُواْ ٱللَّهَ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ .
🟡 বাংলা অনুবাদ :-
ওহে যারা ঈমান এনেছো! তোমরা ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণে প্রতিযোগিতা করো এবং (শত্রুর মোকাবেলায়) সদা প্রস্তুত থাকো; আর আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফলকাম হতে পারো।
✅ Surah Aale-Imran 3:200.
🟢 English Translation :-
O you who have believed, persevere and endure and remain stationed and fear Allah that you may be successful.
✅ Tafsir Ibn Kathir (Abridged).
📍 সংক্ষিপ্ত তাফসীর :-
🔸 'ধৈর্য ধরো' অর্থাৎ, আনুগত্যের পথে অবিচল থাকো এবং কুপ্রবৃত্তি ও ভোগ-বিলাস বর্জন করার ব্যাপারে স্বীয় আত্মাকে কাবু ও আয়ত্তাধীন রাখো।
🔹 مُصَابَرَةٌ (صَابِرُوا)
এর অর্থ হলো, যুদ্ধের কঠিন মুহূর্তে শত্রুর মোকাবেলায় অনড় থাকা। এটা হল ধৈর্যের কঠিনতম অবস্থা। এই জন্যই এটাকে পৃথকভাবে উল্লেখ করা হয়েছে।
🔹راَبِطُوْا
এর অর্থ হল, যুদ্ধের ময়দানে অথবা প্রতিপক্ষের সামনে সংঘবদ্ধভাবে সব সময় সতর্ক থাকো এবং চূড়ান্ত মোকাবেলার জন্য প্রস্তুত থাকো। এটাও উচ্চ সাহসিকতা ও বড়ই উদ্দীপনার কাজ।
🔸আমাদের প্রাণপ্রিয় নবী হযরত রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন,
((رِبَاطُ يَوْمٍ فِي سَبِيْل اللهِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيْهَا))
"আল্লাহর পথে কোনো এক দিন প্রতিরক্ষার কাজে নিযুক্ত থাকা, দুনিয়া ও তাতে যা কিছু আছে তার চেয়েও উত্তম।"
📝-সহীহ বুখারী।
হাদীসে কষ্টের সময়ে সুন্দরভাবে ওযু করা, মসজিদের দিকে বেশী বেশী পদক্ষেপ করা এবং এক নামাযের পরে অপর নামাযের জন্য অপেক্ষা করাকেও 'রিবাত' (প্রতিরক্ষার কাজের ন্যায়) বলা হয়েছে।
📝-সহীহ মুসলিম।
✅-সংক্ষিপ্ত তাফসীরে ইবনে কাসীর।
🌼 وصلى الله وسلم على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم.
برحمتك يا أرحم الراحمين.
🌺 صدق الله العظيم وصدق رسوله النبي الكريم سيدنا محمد خاتم النبيين صلى الله عليه وآله الطيبين وأصحابه الطاهرين وعلى علماء أمته أجمعين ونحن على ذالك من الشاهدين و الشاكرين.
(والله تعالى أعلم بالصواب
إليه المرجع والمآب).