Apon Tune Studio

Apon Tune Studio Audio Video Production House I am very Faithfull Muslim, The prayers of Allah and my parents are enough for me
(2)

14/05/2025

🌺 ﷽ ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে ত্যাগ স্বীকারে প্রস্তুত হয়ে থাকার নির্দেশ -
🟨 From the light of the Quran Majid:-
🟨 কুরআন মাজীদের আলো থেকে:-
🟩أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم.
🟨 يَآأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱصۡبِرُواْ وَصَابِرُواْ وَرَابِطُواْ وَٱتَّقُواْ ٱللَّهَ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ .
🟡 বাংলা অনুবাদ :-
ওহে যারা ঈমান এনেছো! তোমরা ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণে প্রতিযোগিতা করো এবং (শত্রুর মোকাবেলায়) সদা প্রস্তুত থাকো; আর আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফলকাম হতে পারো।
✅ Surah Aale-Imran 3:200.

🟢 English Translation :-
O you who have believed, persevere and endure and remain stationed and fear Allah that you may be successful.
✅ Tafsir Ibn Kathir (Abridged).

📍 সংক্ষিপ্ত তাফসীর :-
🔸 'ধৈর্য ধরো' অর্থাৎ, আনুগত্যের পথে অবিচল থাকো এবং কুপ্রবৃত্তি ও ভোগ-বিলাস বর্জন করার ব্যাপারে স্বীয় আত্মাকে কাবু ও আয়ত্তাধীন রাখো।
🔹 مُصَابَرَةٌ (صَابِرُوا)
এর অর্থ হলো, যুদ্ধের কঠিন মুহূর্তে শত্রুর মোকাবেলায় অনড় থাকা। এটা হল ধৈর্যের কঠিনতম অবস্থা। এই জন্যই এটাকে পৃথকভাবে উল্লেখ করা হয়েছে।
🔹راَبِطُوْا
এর অর্থ হল, যুদ্ধের ময়দানে অথবা প্রতিপক্ষের সামনে সংঘবদ্ধভাবে সব সময় সতর্ক থাকো এবং চূড়ান্ত মোকাবেলার জন্য প্রস্তুত থাকো। এটাও উচ্চ সাহসিকতা ও বড়ই উদ্দীপনার কাজ।
🔸আমাদের প্রাণপ্রিয় নবী হযরত রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন,
((رِبَاطُ يَوْمٍ فِي سَبِيْل اللهِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيْهَا))
"আল্লাহর পথে কোনো এক দিন প্রতিরক্ষার কাজে নিযুক্ত থাকা, দুনিয়া ও তাতে যা কিছু আছে তার চেয়েও উত্তম।"
📝-সহীহ বুখারী।

হাদীসে কষ্টের সময়ে সুন্দরভাবে ওযু করা, মসজিদের দিকে বেশী বেশী পদক্ষেপ করা এবং এক নামাযের পরে অপর নামাযের জন্য অপেক্ষা করাকেও 'রিবাত' (প্রতিরক্ষার কাজের ন্যায়) বলা হয়েছে।
📝-সহীহ মুসলিম।

✅-সংক্ষিপ্ত তাফসীরে ইবনে কাসীর।

🌼 وصلى الله وسلم على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم.
برحمتك يا أرحم الراحمين.
🌺 صدق الله العظيم وصدق رسوله النبي الكريم سيدنا محمد خاتم النبيين صلى الله عليه وآله الطيبين وأصحابه الطاهرين وعلى علماء أمته أجمعين ونحن على ذالك من الشاهدين و الشاكرين.
(والله تعالى أعلم بالصواب
إليه المرجع والمآب).

02/05/2025
13/06/2024

caller tune - vip-tv artist

আলহামদুলিল্লাহ কয়েকটি কাজ চলমান, আমাদের সাথে বিশ্বস্ততার সাথে কাজ করুন।
07/06/2024

আলহামদুলিল্লাহ কয়েকটি কাজ চলমান, আমাদের সাথে বিশ্বস্ততার সাথে কাজ করুন।

আলহামদুলিল্লাহ আমাদের কাজের বিশ্বস্ততা দিন দিন বাড়ছে, রেফারেন্সে অনেক কাজ হচ্ছে, সবার প্রতি দোয়া ও শ্রদ্ধা,
20/05/2024

আলহামদুলিল্লাহ আমাদের কাজের বিশ্বস্ততা দিন দিন বাড়ছে, রেফারেন্সে অনেক কাজ হচ্ছে, সবার প্রতি দোয়া ও শ্রদ্ধা,

31/03/2024

আপনার ব্যবসাকে আরও জনপ্রিয় করে তুলতে চান?
তাহলে আপনার ব্যবসার জন্য একটি কাস্টমাইজড কলার টিউন বা অডিও ভিডিও বিজ্ঞাপন তৈরি করুন। এটি আপনার ব্যবসার প্রচার, প্রসার বাড়াতে এবং নতুন গ্রাহকদের আকর্ষণ করতে সহায়তা করবে।
😍আমাদের সেবা :
1️⃣ . কলার টিউন, নির্বাচনী গান🎵
2️⃣ . ফেজবুক পেজ, ডিজিটাল ও ফেসবুক মার্কেটিং 💻
3️⃣ . আবৃত্তি এবং গানের ওয়েলকাম টিউন/কলার টিউন। 🎵
4️⃣ . অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, হসপিটাল, শো-রুম, বিভিন্ন দোকান সহ যে কোনো প্রতিষ্ঠান বা কোম্পানীর নামে সকল মোবাইলে আপনার পছন্দমত caller tune /welcome tune/ অডিও বিজ্ঞাপন করতে পারবেন।📢📢
5️⃣ . স্যাম্পল দেখতে আমাদের মেসেন্জারে অথবা হোয়াট্স এ্যাপ এ যোগাযোগ করুন অথবা বিস্তারিত জানতে কল করুন-
☎️01717-783848
Bkash, Nagad, Rocket, Upay : 01717-783848

Address

Main Road, Aftabnagar, Badda
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Apon Tune Studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Apon Tune Studio:

Share