Jollybeen

Jollybeen Welcome to Jollybeen

10/01/2025
আলহামদুলিল্লাহ্ ছয় মাস পরে আবারও উহুদ যুদ্ধ প্রান্তরে আসলাম। উহুদের যুদ্ধে সত্তর জন সাহাবী শহীদ হন। সে এক মর্মান্তিক কাহ...
04/03/2024

আলহামদুলিল্লাহ্ ছয় মাস পরে আবারও উহুদ যুদ্ধ প্রান্তরে আসলাম। উহুদের যুদ্ধে সত্তর জন সাহাবী শহীদ হন। সে এক মর্মান্তিক কাহিনী ছিল মুসলিমদের জন্য। উহুদ যুদ্ধ ক্ষেত্র পরিদর্শন করা প্রতিটি মুমিন মুসলমানের জন্য উচিত। কারণ এখানে আসলে ঐ দিনের যুদ্ধে সাহাবীরা কিভাবে নবী করিম সা: কে ভালবেসে শহীদ হয়েছিলেন তার কিছু নমুনা অনুধাবন করা যায়। ঐ যুদ্ধে আল্লাহ্ র রাসূল সা: এর চাচা হযরত হামজা রা: মর্মান্তিক ভাবে শহীদ হন। আর এ কারণে হযরত হামজা রা: কে শহীদদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শহীদ হিসাবে আল্লাহ্ কবুল করেছেন। কিয়ামতের ময়দানে তিনি রক্তাক্ত শহীদের বেশেই উঠবেন ইনশাআল্লাহ। উহুদের যুদ্ধে সত্তর জন শহীদ সাহাবীর প্রতি রইল সালাম।

04/03/2024

কামাই থাকলে জামাই লাগে না- এর চেয়ে ফালতু কথা আর হয় না!

অসুস্থ শরীর নিয়ে স্ত্রী অফিসে যেতে নিলে, ‘আগে জীবন, পরে অফিস’ বলার জন্য `জামাই` থাকা লাগে।

নিজে যতই ক্লান্ত এবং অসুস্থ থাকুক না কেন, স্ত্রীর প্রয়োজনীয় ওষুধগুলো এনে দেয়ার জন্য `জামাই` থাকা লাগে।

মাঝরাতে হঠাৎ দুঃস্বপ্ন দেখে জেগে উঠলে নির্ভরতার প্রশস্ত বুকে মুখ লুকানোর জন্য `জামাই` থাকা লাগে।

দিনশেষে প্রিয়তমার জন্য ডার্ক চকোলেট, অন্য হাতে শাকের আঁটি নিয়ে হাসিমুখে ফিরতে দেখার জন্য `জামাই` থাকা লাগে।

নিজে একটি পোশাক কম কিনে প্রিয় স্ত্রীকে দু’টি পোশাক বেশি কিনে দিতে দেখার জন্য `জামাই` থাকা লাগে।

নিজে ছয় ডিজিটের স্যালারি পাওয়ার থেকেও বরের কাছ থেকে ছয়শো টাকা দামের শাড়ি উপহার হিসেবে পেলে নিজেকে বেশি ভাগ্যবতী মনে করা উচিত। কারণ, নিজেকে যোগ্য করে গড়ে তুললে প্রচুর টাকা আয় করা যায়। কিন্তু একজন যত্নশীল সঙ্গী চাইলেই পাওয়া যায় না!

জীবনের প্রত্যেকটি মুহূর্তে প্রয়োজন প্রিয় পুরুষের, প্রিয় নারীর। পুরুষের দেয়া সামান্য ভালোবাসাও নারী শতগুণ বাড়িয়ে তুলতে পারে। তবে পুরুষ যদি খালি হাতে ফিরিয়ে দেয়, জেনে রেখো, নারীও একা কিছুই নয়!

(বি:দ্র: যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার দিয়ে উৎসাহিত করে পাশে থাকবেন, ধন্যবাদ)

08/07/2023

DW খালেদ মহিউদ্দিন জানতে চায়!!!

বি সি বি সভাপতি নাজমুল হাসান পাপনের মত নির্লজ্জ আরেক পিস বাংলাদেশে আছে কি?

07/07/2023

নিজের উন্নয়ন নিজেই করি সফল জীবন গঠন করি।
জীবন আপনার সুতরাং জীবনকে সঠিকভাবে তৈরী করা আপনার দায়িত্ব। পৃথিবীতে কেউ আপনার আপন না।ভালো সময়ে সবাইকে কাছে পাবেন কিন্তু খারাপ সময়ে কাউকে খুঁজে পাবেন না।সুতরাং নিজের মত করে জীবন তৈরী করুন যেন সফল হতে পারেন।কেননা প্রতিটি মানুষের মধ্যে সফল হওয়ার সকল যোগ্যতা আছে দরকার শুধু পজিটিভ মাইন্ডসেট। প্রতিটি সফল মানুষের অতীত অনেক সহজছিল না। অনেক ত্যাগের বিনিময়ে আজ তারা সফল। সুতরাং পছন্দ করুন আপনি কি করতে চান। সে অনুযায়ী আরম্ভ করুন এবং নিজেকে কারো সাথে তুলনা করবেন না।কারণ আপনার তুলনা আপনি অন্য কেউ নয়।শুধু পরীক্ষা করুন গতকালের থেকে আজকে আপনার আত্মউননয়ন হয়েছে কি না?যদি প্রয়োজনীয় সকল দক্ষতা অর্জনের সক্ষমতা থাকে এবং ধৈর্য ধারন করতে পারেন তাহলে সফলতা আপনাকে হাতছানি দিয়ে ডাকবে, ইনশাআল্লাহ।

01/07/2023

ফিতা ছেঁড়া স্যান্ডেলকে ছুঁড়ে ফেলার সময় কেউ কখনো ভাবে না, সে কতদিন তাকে বহন করেছে। প্রয়োজন ফুরালে আমরা সবাই ফিতা ছেঁড়া স্যান্ডেল।

যেদিন নারকেল গাছটি লাগিয়ে ছিলাম, সেদিনই আমার ছেলেটির জন্ম হয়। জন্মের সময় তার মা মারা যায়। ছেলেটিকে নিয়ে বিড়ম্বনায়...
18/06/2023

যেদিন নারকেল গাছটি লাগিয়ে ছিলাম, সেদিনই আমার ছেলেটির জন্ম হয়। জন্মের সময় তার মা মারা যায়। ছেলেটিকে নিয়ে বিড়ম্বনায় পড়ে যাই। সারাক্ষণ তার পেছনে লেগে থাকতে হত।

একদিন দেখি গাছটি পানির অভাবে মারা যাচ্ছে। আমার পরিস্কার মনে আছে যখন একটু পানি নিয়ে গাছটির কাছে গেলাম তখনি ছেলেটির কান্নার আওয়াজ কানে আসে। আমি তড়িঘড়ি করে পানি ফেলে দৌড়ে এসে বাচ্চার মুখে দুধের বোতল তুলে দেই।

আসলে গাছটির উপর সেদিন বড় অবিচার করেছিলাম। সে ওসব মনে রাখেনি, আজও আমাকে নারকেল দেয়। এক জোড়া নারকেল চল্লিশ টাকা বিক্রি করে অনেকটা উপকার পাই। কিন্তু আদরের দুলালের কাছে চল্লিশটি পয়সাও চাওয়ার সুযোগ পাই না ।

কথাগুলো মনে পড়লে গাছটির গোড়ায় বসে মন ভরে কেঁদে নিই। গাছটিকে জড়িয়ে ধরে চোখটাকে ঘষে মুছে নেই, বলিল "নে আজ তোকে বড় মুল্যবান জল দিলাম, তুই দোয়া করিস তবুও যেন খোকা সুখে থাকে। কারণ আমিতো বাবা ।"

ভালো থাকুক পৃথিবীর সকল বাবা।-সংগৃহীত

Address

Road No./04, BLK-C, House No-04. Unit 05#2. Banasree
Dhaka
DHAKA-1219

Opening Hours

Monday 09:00 - 22:30
Tuesday 09:00 - 22:30
Wednesday 09:00 - 22:30
Thursday 09:00 - 22:30
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 22:30
Sunday 09:00 - 22:30

Telephone

+48572936709

Alerts

Be the first to know and let us send you an email when Jollybeen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jollybeen:

Share