Nadimul Islam

Nadimul Islam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nadimul Islam, Digital creator, Dhaka.

26/09/2025

অসাধারণ সুন্দর একটা নাটক 📌📌 নাটকের নামঃ নাটক টাকার সংসার 🎬

পুরুষ একটি নীরব সংগ্রামের নাম । শৈশব পেরিয়ে একটু বড় হলেই বুঝতে হয়—এখানে ধীরে চলার সুযোগ নেই, তাড়াতাড়ি বড় হতে হবে। ...
14/09/2025

পুরুষ একটি নীরব সংগ্রামের নাম । শৈশব পেরিয়ে একটু বড় হলেই বুঝতে হয়—এখানে ধীরে চলার সুযোগ নেই, তাড়াতাড়ি বড় হতে হবে। নিজের স্বপ্নগুলোকে বিসর্জন দিয়ে পরিবারের স্বপ্ন পূরণ করতে হবে, জীবনযুদ্ধের সৈনিক হতে হবে।

একটা ঘর সাজানোর জন্য, সংসার গুছিয়ে তোলার জন্য পুরুষকে ঘর ছেড়ে থাকতে হয়। দিনের পর দিন, বছরের পর বছর জীবনের কঠিন লড়াইয়ে ব্যস্ত থাকতে হয়। হয়তো মৃত্যুর আগে অবধি আর ফিরে আসা হয় না সেই শৈশবের নিশ্চিন্ত আশ্রয়ে, মায়ের আঁচলের কোমল ছায়ায়।

পুরুষ লড়ে—একজন নির্ভীক যোদ্ধার মতো। কখনো দাদা, কখনো ভাই, কখনো স্বামী, কখনো বাবা—প্রতিটি সম্পর্কের ভিত শক্ত করে দাঁড় করানোর দায় তার কাঁধে। কিন্তু এই লড়াইয়ে সে একা।

তাকে খুব কমই কাঁদতে দেখবেন। কারণ সে জানে, তার কান্না শোনার কেউ নেই। অভিমান জমলে সে চুপ করে থাকে, হয়তো এক বেলা না খেয়ে কাটিয়ে দেয়। কিন্তু তার কোনো বাপের বাড়ি নেই, যেখানে গিয়ে নিজের কষ্টটুকু ভাগ করে নিতে পারবে।

তার যতই শিক্ষার ডিগ্রি থাকুক, সমাজে তার সম্মান নির্ভর করে তার উপার্জন আর মূলধনের ওপর।

পুরুষরা সমাজ, পরিবার, সম্পর্কের ভিত গড়ে তোলে। অথচ তাদের আবেগ, কষ্ট, স্বাস্থ্য, কিংবা ত্যাগের কথা খুব কমই কেউ ভাবে।

তাদের পরিশ্রম, দায়িত্ব ও ভালোবাসাকে সম্মান জানাই। কারণ তাদের আত্মত্যাগেই তো একেকটি সংসার, একেকটি স্বপ্ন বেঁচে থাকে।

©Copy

AI  Trending Image........ 😅😅
12/09/2025

AI Trending Image........ 😅😅

বিমান দূর থেকেই সুন্দর💔✈️🇧🇩যারা বিদেশ যাওয়ার উদ্দেশ্যে একবার উঠেছে তারাই বুজবে শুধু..!😅💔©️CopyPost
31/08/2025

বিমান দূর থেকেই সুন্দর💔✈️🇧🇩

যারা বিদেশ যাওয়ার উদ্দেশ্যে একবার উঠেছে তারাই বুজবে শুধু..!😅💔
©️CopyPost

24/08/2025

আপনার রিজিক হতে পারে দেরিতে বিয়ে হওয়া— যাতে আপনি বাবা মায়ের দেখভালে আরও বেশি সময় দিতে পারেন।

আপনার রিজিক হতে পারে দেরিতে সন্তান হওয়া— যাতে আপনি আপনার পার্টনারে সাথে সম্পর্কটাকে আরো ভালোভাবে গড়ে তুলতে পারেন, বোঝাপড়াটা মজবুত করতে পারেন।

আপনার রিজিক হতে পারে দেরিতে পাওয়া— যাতে আপনি ধৈর্য, কৃতজ্ঞতা আর আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ শিখতে পারেন।

আপনার রিজিক হতে পারে একাকীত্ব — যেন আপনি অন্যদের থেকে দূরে থেকে আল্লাহর সাথে আরও ঘনিষ্ঠ হতে পারেন।

সবসময় পাওয়ার মধ্যে নয় বরং অনেক ক্ষেত্রে না পাওয়াটাই হলো রিজিক। একটা বিষয় মাথায় রাখলে সবকিছু মেনে নেওয়া সহজ হবে, আপনার জীবনে যা আছে আর যা নেই সবই আল্লাহ খুব নিখুঁতভাবে বেছে দিয়েছেন! 🤎

©

"বিদায়ের সেই দিন"সকালটা ছিলো অদ্ভুত নিস্তব্ধ।আমার বাসার উঠোনে হালকা রোদ এসে পড়েছে, তবুও মনটা কেমন যেন ভারি হয়ে আছে।মা চু...
17/08/2025

"বিদায়ের সেই দিন"

সকালটা ছিলো অদ্ভুত নিস্তব্ধ।
আমার বাসার উঠোনে হালকা রোদ এসে পড়েছে, তবুও মনটা কেমন যেন ভারি হয়ে আছে।
মা চুপচাপ বসে ছিলেন বারান্দায়, হাতে আমার জন্য গরম ভাত আর ডাল - জানি, আজকের মতো হয়তো এটাই শেষবার তার হাতের রান্না খাচ্ছি।

বাবা বারবার সিগারেট ধরাচ্ছেন, মুখে কিছু বলছেন না... শুধু মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে গভীর একটা দীর্ঘশ্বাস ফেলছেন।
ছোট ভাই আমার ব্যাগে বারবার কিছু না কিছু ঢুকিয়ে দিচ্ছে- একবার বিস্কুট, একবার আমার পুরনো চশমা... যেন সে ভয় পাচ্ছে আমি ওখানে গিয়ে এগুলো চাইব আর পাব না।
যখন গাড়ি এসে দাঁড়ালো গেটের সামনে, তখন মা হঠাৎ আমার হাত শক্ত করে ধরে বললেন
"বাবা, টাকা পাঠানোর আগে নিজের খেয়াল রাখিস।"

আমার গলা শুকিয়ে গেল।
কিছু বলার আগেই চোখে পানি চলে এলো... কিন্তু আমি হাসির চেষ্টা করলাম, যেন কেউ আমার কান্না দেখতে না পায়।

গাড়ি চলতে শুরু করলো...
জানালার বাইরে তাকিয়ে দেখি মা বারান্দায় দাঁড়িয়ে আছেন, বাবা একপাশে চুপচাপ, আর ছোট ভাই হাত নেড়ে ডাকছে -
"ভাইয়া, তাড়াতাড়ি ফিরে আসিস..."

সেদিন বুঝেছিলাম -
বাড়ি ছেড়ে বিদেশে যাওয়া মানে শুধু নতুন জীবনের শুরু নয়... এটা মানে নিজের একটা অংশ সেখানেই ফেলে যাওয়া, যা আর কোনোদিন ফিরিয়ে আনা যায় না।







©️CopyPost

16/08/2025

জীবন ততদিনই সুন্দর, যতদিন আমরা বাবার হোটেলে খাই🥺😅

18/07/2025

🔹গ্রামীণফোন:*121*1807 #🔹 রবি: *4*1807 #
🔹বাংলালিংক:*121*1807 #
🔹 টেলিটক: *111*1807 #
1GB Free Internet যাদের লাগবে নিয়ে নিন।🙂

02/07/2025

ফিরে এসো পড়ার টেবিলে ❗

17/06/2025

সমস্যা আসবেই। কিন্তু থেমে যাওয়া নয়, এগিয়ে যাওয়ার নামই জীবন।❣️❣️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nadimul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share