RM Sports Mania

RM Sports Mania Here you get the update of sports.Stay with us & Keep Supporting.
(1)

দীর্ঘ ইনজুরির পর অবশেষে মাঠে ফিরলেন  বাংলাদেশ ন্যাশনাল টিম ও ক্যালিভ্যারি এফসির  মিডফিল্ডার সামিত সোম। জুলাই মাস থেকে চো...
14/09/2025

দীর্ঘ ইনজুরির পর অবশেষে মাঠে ফিরলেন বাংলাদেশ ন্যাশনাল টিম ও ক্যালিভ্যারি এফসির মিডফিল্ডার সামিত সোম। জুলাই মাস থেকে চোটের কারণে খেলার বাইরে ছিলেন তিনি। তবে শনিবার কানাডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে ক্যাভালরি এফসির জার্সিতে আবারও দেখা গেল তাকে।

ক্লাবের হয়ে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন সোম এবং প্রায় ২৩ মিনিট খেলার সুযোগ পান। তার এই প্রত্যাবর্তন ঘিরে আনন্দে ভাসছে ক্লাব ও সমর্থকরা।

কানাডিয়ান প্রিমিয়ার লিগের অফিশিয়াল পেজে পোস্ট করা হয়— “Look who’s back 👀”। আর সেই পোস্ট ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অনেকে লিখেছেন স্লোগান তুলতে তুলতে— “Look who’s back, Back again. Shome is back, So tell a friend.”

ইনজুরি কাটিয়ে মাঠে ফেরা সবসময়ই একজন ফুটবলারের জন্য বিশেষ অনুভূতির। সামিত সোমের ক্ষেত্রে তা আরও গুরুত্বপূর্ণ, কারণ তার অভিজ্ঞতা ও দক্ষতা ক্যাভালরি এফসির মিডফিল্ডে পূনরায় শক্তি যোগ করবে বলে আশা করছেন সমর্থকরা।

আজ অস্ট্রেলিয়ার পার্থে এএফসি উইমেন্স এশিয়ান কাপ উপলক্ষে ১৭ মিটার লম্বা ম্যুরাল উন্মোচন করা হয়েছে৷১২ দেশ থেকে ১২ খেলোয়া...
12/09/2025

আজ অস্ট্রেলিয়ার পার্থে এএফসি উইমেন্স এশিয়ান কাপ উপলক্ষে ১৭ মিটার লম্বা ম্যুরাল উন্মোচন করা হয়েছে৷১২ দেশ থেকে ১২ খেলোয়াড় নিয়ে এই ম্যুরাল, বাংলাদেশ থেকে ঋতুপর্ণা আছেন এই ক্যানভাসে! 🇧🇩

একজন ভালো কোচ একটা দলের জন্য যে কতোটা গুরুত্বপূর্ণ সেটা এই ব্রাজিল টিমটাকে দেখলেই বুঝা যায় ।ফুটবলের আঁতুরঘর বলা হয় ব্র...
05/09/2025

একজন ভালো কোচ একটা দলের জন্য যে কতোটা গুরুত্বপূর্ণ সেটা এই ব্রাজিল টিমটাকে দেখলেই বুঝা যায় ।

ফুটবলের আঁতুরঘর বলা হয় ব্রাজিলকে।ফুটবল প্রতিভার কোনো কমতি নেই এই দেশে । তারপরেও কয়েকবছর পুরো ছন্নছাড়া ছিলো শুধুমাত্র একজন ভালো কোচের অভাবে । কার্লো আনচেলত্তি তার প্রিয় কয়েকজন ছাত্র ছাড়াই যেভাবে নতুন পরিবেশে নতুন দলে এভাবে সহজে মানিয়ে নিতে পেরেছে সেটাই প্রমাণ করে কার্লো আনচেলত্তি একজন এলিট লেভেলের কোচ ।

এখনো দলের উন্নতির অনেককিছুই বাকি আছে । চারজন ফরোয়ার্ড খেলানোটা অনেক রিস্ক বলে মনে করি আমি । বিগ ম্যাচে ধরা খাওয়ার সম্ভাবনা আছে । আধুনিক যুগে মিডফিল্ড কন্ট্রোল অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে কোচের হয়তো বিগম্যাচকে ঘিরে আলাদা প্ল্যান আছেই ।
আপাতত খেলা উপভোগ করি । ব্রাজিলিয়ান ভক্তদের চোখের শান্তি,মনের শান্তি একসাথে নিয়ে এসেছে ডন কার্লো আনচেলত্তি।💛

আজ ৮.৯ রেটিং নিয়ে ব্রুনো গুইমারেস ম্যাচের সেরা খেলোয়াড়।Minutes played : 90Goals : 1Accurate passes : 58/64 (91%)Chanc...
05/09/2025

আজ ৮.৯ রেটিং নিয়ে ব্রুনো গুইমারেস ম্যাচের সেরা খেলোয়াড়।

Minutes played : 90

Goals : 1

Accurate passes : 58/64 (91%)

Chances created : 5

xG + xA : 1.75

Defensive contributions : 5

Shots on target : 1/2 (50%)

Touches : 82

Touches in opposition box : 9

Successful dribbles : 1/2 (50%)

Passes into final third : 4

Accurate crosses : 1/2 (50%)

Accurate long balls : 2/3 (67%)

Dispossessed : 0

Recoveries : 5

Dribbled past : 0

Ground duels won : 6/7 (86%)

Absolute Masterclass💗

Happy Birthday Shamit Shome 🎉🎁
04/09/2025

Happy Birthday Shamit Shome 🎉🎁

নেইমারের নামে ১বিলিয়ন ডলারের সম্পত্তি।
04/09/2025

নেইমারের নামে ১বিলিয়ন ডলারের সম্পত্তি।

 আজ বাংলাদেশ ভিয়েতনামের কাছে ২-০ গোলে হেরে গেল। সংক্ষেপে যদি বলি বাংলাদেশ আজকে পুরো ম্যাচেই ভুগেছে। বাংলাদেশের উইং প্লের...
03/09/2025


আজ বাংলাদেশ ভিয়েতনামের কাছে ২-০ গোলে হেরে গেল। সংক্ষেপে যদি বলি বাংলাদেশ আজকে পুরো ম্যাচেই ভুগেছে। বাংলাদেশের উইং প্লের দূর্বলতা ছিল চোখে পড়ার মতো।উইং থেকে তেমন কোন আক্রমণ করতে পারেনি তারা।কিন্তু ভিয়েতনাম এ ব্যাপারে ছিল অনন্য।ম্যাচে ২ ডিফেন্ডার রিমন আর মারুফ এর পারফরম্যান্স ছিল এভারেজ এরও নিচে।ভুল পাস আর বল মিস করার কথা না বললাম তাদের নিজেদের কোন কন্ট্রোল ছিল না। এবার আসি আল-আমিন এর কথায়।বাংলাদেশ এর লীগ যে কোন মানের তা মাঠেই বুঝা গেছে। আল-আমিন বল পায়েই রাখতে পারছিল না।ভুলভাল বল পুস করছিল। আর নিজের উপর কোন কন্ট্রোল ছিল না। তার চেয়ে নোভা বেটার অপশন স্ট্রাইকার হিসেবে।এবার আসি কিউবা মিচেল এর কথায়, তার খেলা দেখে মনে হইছে সে ওভারহাইপড। তার ভেতর কোন এক্সট্রা অর্ডিনারী কিছুই পাওয়া যায়নি।হয়েতো তার কো-অর্ডিনেশনে প্রবলেম হচ্ছে।তার চেয়ে তানিল শালিক নিঃসন্দেহে ভালো খেলেছে তার স্কিল এবং স্পিড দুইটাই ভালো ছিল।
এবার যদি বলে আজকের ম্যাচের সেরা পারফর্মার কে, সেটা হলো গোলকিপার শ্রাবন। শ্রাবণ না থাকলে কমসেকম অর্ধ ডজন গোল হজম করতো বাংলাদেশ।তার পরের যায়গায় যদি রাখি সেটা অবশ্যই লেফট ব্যাক যায়ান আহমেদ। পুরো লেফট ফ্ল্যানক ধরে খেলেছে সে।পাস এ্যাকুরেসি অন পয়েন্ট, লেফট ফ্ল্যানকে যেভাবে পুশ করেছে তা দেখার মতো ছিল। কিছুক্ষণের জন্য মনে হয়েছিল বাংলার মারসেলো।(তার চুলের জন্য)
আপনার কি মনে হলো?

জুলিয়ান উডের ছাঁটাই করার সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন?নাকি বিসিবি বরাবরই অপেশাদার সিদ্ধান্ত নেন।আপনার মতামত জানান।
02/09/2025

জুলিয়ান উডের ছাঁটাই করার সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন?
নাকি বিসিবি বরাবরই অপেশাদার সিদ্ধান্ত নেন।
আপনার মতামত জানান।

02/09/2025

নেদারল্যান্ডসের বিপক্ষে আসলেই ঠিকঠাক প্রস্তুতি হলো এশিয়া কাপের?

Here is the match schedule of AFC U23 Asian Cup qualifier.
02/09/2025

Here is the match schedule of AFC U23 Asian Cup qualifier.

নয়নাভিরাম সিলেট ক্রিকেট স্টেডিয়াম। 😍
30/08/2025

নয়নাভিরাম সিলেট ক্রিকেট স্টেডিয়াম। 😍

ক্লাব গোলের সেঞ্চুরিতে ক্রিশ্চিয়ানো রোনালদো অপ্রতিরোধ্য।
30/08/2025

ক্লাব গোলের সেঞ্চুরিতে ক্রিশ্চিয়ানো রোনালদো অপ্রতিরোধ্য।

Address

Badda
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when RM Sports Mania posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RM Sports Mania:

Share