14/09/2025
দীর্ঘ ইনজুরির পর অবশেষে মাঠে ফিরলেন বাংলাদেশ ন্যাশনাল টিম ও ক্যালিভ্যারি এফসির মিডফিল্ডার সামিত সোম। জুলাই মাস থেকে চোটের কারণে খেলার বাইরে ছিলেন তিনি। তবে শনিবার কানাডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে ক্যাভালরি এফসির জার্সিতে আবারও দেখা গেল তাকে।
ক্লাবের হয়ে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন সোম এবং প্রায় ২৩ মিনিট খেলার সুযোগ পান। তার এই প্রত্যাবর্তন ঘিরে আনন্দে ভাসছে ক্লাব ও সমর্থকরা।
কানাডিয়ান প্রিমিয়ার লিগের অফিশিয়াল পেজে পোস্ট করা হয়— “Look who’s back 👀”। আর সেই পোস্ট ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অনেকে লিখেছেন স্লোগান তুলতে তুলতে— “Look who’s back, Back again. Shome is back, So tell a friend.”
ইনজুরি কাটিয়ে মাঠে ফেরা সবসময়ই একজন ফুটবলারের জন্য বিশেষ অনুভূতির। সামিত সোমের ক্ষেত্রে তা আরও গুরুত্বপূর্ণ, কারণ তার অভিজ্ঞতা ও দক্ষতা ক্যাভালরি এফসির মিডফিল্ডে পূনরায় শক্তি যোগ করবে বলে আশা করছেন সমর্থকরা।