22/03/2023
নিন্মুক্ত ব্যাপারে কেউ ভালো জানলে জানাবেন প্লিজ।
-------------------------------------------কে কে নিয়েছেন বিটিআরসি থেকে low noise block converter মানে হচ্ছে (LNB) লাইসেন্স অথবা no objection certificate (NOC)। তা না হলে যে কোন সময় যেকোনো কন্ট্রোল রুমে হানা দিতে পারে BTRC.কেবল অপারেটর ভাইয়েরা মাথায় রাইখেন কিন্তু।বাংলাদেশ টেলিভিশন বিটিভি কোন ধরনের সহযোগিতা দিচ্ছে না কোন কেবল অপারেটরকে।কেবল নেটওয়ার্ক তদারকি করার দায়িত্ব বাংলাদেশ টেলিভিশনের কিন্তু এখন তদারকি করছে বিটিআরসি। ব্যাপারটা কি আপনারা জানেন কেউ।এখনই সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় তা না হলে সম্মানী ব্যবসায়ীরা সম্মান হারাতে পারেন।