দৈনিক বেলা বার্তা

দৈনিক বেলা বার্তা ALL KIND OF NEWS WILL UPDATED HERE. PLEASE FOLLOW AND SHARE.

28/10/2025
৩৬ জুলাই পত্রিকাক্রাইম রিপোর্টাররিয়াজ উদ্দিন০১৭৬১৩৫৪২৩১রূপসা উপজেলা ভুমি অফিসের একজন দুর্দান্ত কর্মচারী রবিউল ইসলাম , যি...
11/10/2025

৩৬ জুলাই পত্রিকা

ক্রাইম রিপোর্টার
রিয়াজ উদ্দিন
০১৭৬১৩৫৪২৩১

রূপসা উপজেলা ভুমি অফিসের একজন দুর্দান্ত কর্মচারী রবিউল ইসলাম , যিনি আগে কয়রা পাইকগাছা, ফুলতলা, উপজেলা ও ইউনিয়ন ভুমি অফিসে কর্মরত ছিলেন। এখন বর্তমানে রূপসা উপজেলা ভুমি অফিসের একজন কর্মচারী এখন বর্তমানে তিনি নৈহাটি ইউনিয়ন ভুমি অফিসে কর্মরত আছেন বলে জানা গেছে। তিনি আগে যে সব ইউনিয়ন ভুমি অফিসে চাকুরী করতেন সে সব জায়গায় ছিল তার ব্যপক ঘুষ বাণিজ্য যাহার তথ্য ৩৬ জুলাই পত্রিকার নিকট আছে।
এমন একজন ভুক্তভুগির সাথে কথা বলে জানা যায় কয়রা পাইকগাছায় যখন তিনি কর্মরত ছিলেন তখন নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভুক্তভুগি ৩৬ জুলাই পত্রিকাকে জানায় , যে রবিউল ইসলাম ভুক্তভুগির কাছ থেকে ১,০০,০০০/- টাকা নামজারি ঘুষ বাবদ নিয়ে তার নামজারি ও খারিজ দেয়া নিয়ে তালবাহানা শুরু করে, পরে এক সময় ভুক্তভুগি তার কাছে, তার পাওনা টাকা চাইলে তাকে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করে রবিউল ইসলাম।

তখন ফ্যাসিসট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার ফলে ভুক্তভুগি, তার কাছ থেকে টাকা উদ্ধার করতে পারে নাই।
রবিউল ইসলাম আরও ফুলতলা ইউনিয়ন ভুমি অফিসে অনেক জনের কাছ থেকে নামজারি ও খারিজ বাবদ কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়ে বাড়ি , জায়গা তার নামে করেছে।
ভুক্তভুগিরা সবাই এখন তার দারে দারে ঘুরেও কোন কুল কিনারা পাচ্ছেন না বলে জানা গেছে।
২০২০ সালে নৈহাটি ইউনিউন এর একজন সাধারন ভুমি অফিস কর্মচারী হয়েও তিনি লক্ষ লক্ষ টাকা সাধারন জনগণের নিকট হতে আত্মসাৎ করে, এবং ভুক্তভুগি কারো কাজ রবিউল ইসলাম করে দেয় নাই।

নৈহাটি ভুমি অফিস থেকে সে এত টাকা আত্মসাৎ করে যে, সে এই টাকা দিয়ে বাড়ি জায়গা করে ফেলে। যে ব্যাক্তি ১৪,০০০/- টাকা যার সেলারি সে কিভাবে এত কিছুর মালিক বনে যায়?

৩৬ জুলাই প্ত্রিকার নিকট এও তথ্য আছে যে সে প্রচুর পরিমানে নারী লিপ্সু , তার আগে একটি বিয়ে ছিল যা তালাকে পরিণত হয়ছে , তারপর ও সেই নারীর স্বামী কে রবিউল ইসলাম বিভিন্ন ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তাকে হেওপতিপন্ন করে।
তার বর্তমান স্ত্রী থাকা স্ততেও, সে তার আগের স্ত্রী , যার সাথে তার তালাক হয়ে গেছে তাকে সে বিভিন্নভাবে হেনেস্তা করে বলে জানা যায়।

ঘুষ ও নারী লোভে সে আসক্ত তার অনেক টাকা ও নারী দরকার , তার সম্পর্কে আরও জানা যায় যে, সে না কি আগের ঘরের সন্তানের ভরন পোষণের দায়িত্ত নেয় না তাদের কোন টাকা পয়সা দেয় না।
এসব কারনে তার আগের স্ত্রী তার নামে মামলা করে "ভুক্তভগি মামলা নাম্বার না দেয়ার শর্তে" আমরা মামলা নাম্বার উল্লেখ করলাম না।
এখন তার নামে মামলা চলমান।
এসব দুর্নীতি গ্রস্থ কর্মচারী কিভাবে এখন চাকুরী করে আমার জানা নেই তাদের দুর্নীতির কোন প্রতিকার প্রশাসন করতে পারে না।
এ সব কর্মচারীর বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী জানাচ্ছি ।

বাইক ভাড়ার নামে চলছে প্রতারনাডেস্ক রিপোর্টরিয়াজ উদ্দিন০১৭৬১৩৫৪২৩১ ঢাকার বাইক রেন্ট নামক গ্রুপ এ বাইক ভাড়ার নামে চলছে প্র...
04/10/2025

বাইক ভাড়ার নামে চলছে প্রতারনা
ডেস্ক রিপোর্ট
রিয়াজ উদ্দিন
০১৭৬১৩৫৪২৩১

ঢাকার বাইক রেন্ট নামক গ্রুপ এ বাইক ভাড়ার নামে চলছে প্রতারনা।
সাধারণ জনগণের টাকা হচ্ছে লুটপাট।
বাইক ভাড়া নেয়ের পোস্ট দেয়ার সাথে সাথে সাধারন মানুষ পোস্ট দাতার সাথে যোগাযোগ করার সাথে সাথে তারা অগ্রিমের নামে টাকা নিয়ে তা আর ফেরত দিচ্ছে না , আবার ভুক্তভুগির নাম্বার ব্লক করে দিচ্ছে ।
ভুক্তভুগি অগ্রিম করার পরে তাকে লোকেশনে ডেকে নিয়ে তাদেরকে করছে ছিনতাই। তাদের সর্বস্ব লুট করে নিচ্ছে ।
এদের বিরুদ্ধে প্রশাসনের কোন প্রকার দায় দায়িত্ত নেই বললেই চলে ।
এভাবে একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে ।
এক ভুক্তভুগির সাথে কথা বলে জানা যায় , ভুক্তভুগি বাইক ভাড়া করতে চায় উবার , পাঠাও চালাবে বলে , পরে সে বাইক রেন্ট নামক গ্রুপে দেখতে পায় বাইক ভাড়ার পোস্ট, সে কমেন্ত করে বাইক ভাড়া নেয়ার জন্য তখনই ঘটে বিপত্তি বাইকের মালিক তার কাছে কিছু অগ্রিম চায় এবং তার লোকেশনে তাকে আসতে বলে , ভুক্তভুগি তার লোকেশনে যায় আর তার সর্বস্ব লুট করে নেয় সেই বাইক ভাড়ার মালিক ।
এভাবে আমাদের দেশে অনেক ঘটনা ঘটছে প্রতিনিয়ত।
এদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ের জোর দাবী জানাচ্ছি প্রশাসনকে।

পার্বত্য চট্টগ্রামে পর্যটন টেকসই উন্নয়ন ও করণীয়
24/09/2025

পার্বত্য চট্টগ্রামে পর্যটন টেকসই উন্নয়ন ও করণীয়

মাটিরাঙ্গার মানসিক ভারসাম্যহীন পাঁচ নারী-পুরুষকে ঢাকার আশ্রয়কেন্দ্রে পাঠিয়েছে প্রশাসন
24/09/2025

মাটিরাঙ্গার মানসিক ভারসাম্যহীন পাঁচ নারী-পুরুষকে ঢাকার আশ্রয়কেন্দ্রে পাঠিয়েছে প্রশাসন

ভারতের কোস্ট গার্ডের হাতে ইন্দুরকানীর ১৩ জেলে আটক হয়ে কারাগারে
23/09/2025

ভারতের কোস্ট গার্ডের হাতে ইন্দুরকানীর ১৩ জেলে আটক হয়ে কারাগারে

ওয়ার্ড পর্যায়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
23/09/2025

ওয়ার্ড পর্যায়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

জমি সংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসীদের হা*ম*লায় নারীসহ আহত ৪
17/09/2025

জমি সংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসীদের হা*ম*লায় নারীসহ আহত ৪

প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু হ্রাস মোকাবিলায় সরকারের পাশাপাশি ধর্মীয় নেতাদেরকে ও এগিয়ে আসতে হবে
17/09/2025

প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু হ্রাস মোকাবিলায় সরকারের পাশাপাশি ধর্মীয় নেতাদেরকে ও এগিয়ে আসতে হবে

ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক-৩
16/09/2025

ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক-৩

পুলিশ সুপারের পুলিশ লাইন্স ফোর্স ব্যারাক ভবন সংস্কার কাজের উদ্বোধন
14/09/2025

পুলিশ সুপারের পুলিশ লাইন্স ফোর্স ব্যারাক ভবন সংস্কার কাজের উদ্বোধন

Address

19/a Nurerchala, Vatara
Dhaka
1212

Website

http://www.belabarta.com/

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক বেলা বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক বেলা বার্তা:

Share