20/08/2025
মন্দিরের স্থানে মসজিদ তৈরীর হুমকির পর, এবার বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত সনাতনীদের পবিত্র তীর্থ ভূমি ৫১ শক্তিপীঠ এর অন্যতম পীঠস্থান চন্দ্রনাথ ধামে ইসলামী কালেমা পতাকা উড়িয়ে উল্লাস করেছে এক মুসলিম উগ্রপন্থী।
নানা উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে পরিস্থিতিকে অশান্ত করার ষড়যন্ত্র করেছে জিহাদিরা।
একবার ভাবুন কোন হিন্দু যুবক যদি একইভাবে কোন মসজিদে ভাগওয়া পতাকা উড়াতো তাহলে কি হতো? এতক্ষণে আরএসএস, বিজেপি, র, ভারতের দালাল ট্যাগ দিয়ে হিন্দুদের উপর হামলা, সমাবেশ শুরু হয়ে যেতো।
দুঃখজনক হলেও সত্য, হিন্দুরা এখনো ঘুমন্ত!