The Sanatan Post

The Sanatan Post We want to be in the forefront of protest, always active in protecting the rights of sanatani. The voice of the sanatanis. Guide us from the unreal to the real .

Guide us from darkness to light. Guide us from death to immortality . O Peace: Peace: Peace: Peace. Be aware yourself, make others aware. we are ready to do everything for vedic/Hinduism. Proudly say we are sanatanis. , ,

20/08/2025

মন্দিরের স্থানে মসজিদ তৈরীর হুমকির পর, এবার বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত সনাতনীদের পবিত্র তীর্থ ভূমি ৫১ শক্তিপীঠ এর অন্যতম পীঠস্থান চন্দ্রনাথ ধামে ইসলামী কালেমা পতাকা উড়িয়ে উল্লাস করেছে এক মুসলিম উগ্রপন্থী।

নানা উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে পরিস্থিতিকে অশান্ত করার ষড়যন্ত্র করেছে জিহাদিরা।

একবার ভাবুন কোন হিন্দু যুবক যদি একইভাবে কোন মসজিদে ভাগওয়া পতাকা উড়াতো তাহলে কি হতো? এতক্ষণে আরএসএস, বিজেপি, র, ভারতের দালাল ট্যাগ দিয়ে হিন্দুদের উপর হামলা, সমাবেশ শুরু হয়ে যেতো।

দুঃখজনক হলেও সত্য, হিন্দুরা এখনো ঘুমন্ত!

বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত সনাতনীদের পবিত্র তীর্থ ভূমি ৫১ শক্তিপীঠ এর অন্যতম পীঠস্থান চন্দ্রনা...
16/08/2025

বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত সনাতনীদের পবিত্র তীর্থ ভূমি ৫১ শক্তিপীঠ এর অন্যতম পীঠস্থান চন্দ্রনাথ ধাম পাহাড়ে মসজিদ নির্মাণের জন্য স্থানী মুসলিম নেতা ও উগ্রপন্থী সংগঠন গুলো প্রশাসনের সাথে আলোচনা করেছে।

হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা বলেছেন, এটি দেশের ধর্মীয় সম্প্রীতির জন্য একটি বড় হুমকি। তাদের যুক্তি, সনাতনীরা শত শত বছর ধরে উপাসনা করে আসছে এমন তীর্থস্থানের পাশে মসজিদ নির্মাণ করলে ভবিষ্যতে অশান্তি ও সংঘাত দেখা দিবে।

চন্দ্রনাথ ধামের মতো একটি ঐতিহাসিক তীর্থস্থান হিন্দুদের পরিচয় এবং ধর্মীয় জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। ভক্তদের আশঙ্কা, পাহাড়ের চূড়ায় মসজিদ নির্মাণ করা হলে তা হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে এবং ধামের অনন্য আধ্যাত্মিক চরিত্র নষ্ট করবে।

বাংলাদেশের একটি গোষ্ঠী সুকৌশলে হিন্দুদের বিরুদ্ধ নিজেদের সুপরিকল্পিত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে নানা ভাবে।প্রথমতো দেশের প্রক...
04/08/2025

বাংলাদেশের একটি গোষ্ঠী সুকৌশলে হিন্দুদের বিরুদ্ধ নিজেদের সুপরিকল্পিত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে নানা ভাবে।

প্রথমতো দেশের প্রকৃত শান্তি প্রিয় জনগোষ্ঠী হিন্দুদের মানব অধিকার খর্ব ও হিন্দুদের মুল জনগোষ্ঠী হতে বিচ্ছিন্ন করতেই তারা নানাভাবে, না না কৌশলে সক্রিয়।

তারা হিন্দুদের নামে ফেক আইডি তৈরী করে, সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধ নানা কুরুচিপূর্ন কথাবার্তা প্রচার করে। তাছাড়া মুসলিমদের নবী ও তাদের আদর্শ কে গালাগালি করে নানান সময় হিন্দুদের ফাঁদে ফেলে মব জাস্টিস করেছে ও করার চেষ্টা করেছে।

দেশে যতবারই হিন্দুদের বিরুদ্ধে মুসলিমদের আদর্শে আঘাতের গুজব রটেছে, তাতবারই কোন না কোন মুসলিম তার পিছনের মূল ষড়যন্ত্রকারী ও পরিকল্পনাকারী ছিলো যা নানান সময় আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থা দ্বারা যাচাইকৃত।

হিন্দুদের নাম ও হিন্দুদের ছবি ব্যবহার করে নানান সময় মুসলিমদের বিরুদ্ধে মুসলিম ষড়যন্ত্রকারীই নানা অপপ্রচার চালিয়েছে এবং কি বর্তমানেও চালাচ্ছে।

তারা বিদেশী আর্থিক ফান্ড দ্বারা চালিত ও বিদেশী প্রভুর কথা অনুযায়ী দেশের প্রকৃত শান্তি প্রিয় জনগোষ্ঠী কে নানা ভাবে নির্যাতন, নিপীড়ন করতে সর্বদা প্রস্তুত।

তাই আপনারা সকলে সতর্ক হোন, গুজব থেকে নিজেকে রক্ষা ও আশেপাশের সকল মানুষকে সচেতন করুন।

02/08/2025

বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার নাসিরনগর সদর ইউনিয়নের কাশিপাড়া এলাকায় জোরপূর্বক হিন্দুদের জায়গা দখল ও হামলা করেছে মোহাম্মদ নজরুল ইসলাম ও তার দলবল।

তাছাড়া ভুক্তভোগী পরিবারের এক বৃদ্ধা কে নৃশংসভাবে মারধর করে গুরুতরভাবে আহত করা হয়েছে।

বাংলাদেশের চট্টগ্রাম জেলার চট্টগ্রাম সিটি কর্পোরেশন আওতাধীন দেওয়ানহাট এলাকায় অবস্থিত শ্রী শ্রী দেওয়ানেশ্বরী কালী মন্দিরে...
01/08/2025

বাংলাদেশের চট্টগ্রাম জেলার চট্টগ্রাম সিটি কর্পোরেশন আওতাধীন দেওয়ানহাট এলাকায় অবস্থিত শ্রী শ্রী দেওয়ানেশ্বরী কালী মন্দিরে হামলা করেছে এক মুসলিম উগ্রপন্থী।

পরবর্তীতে মন্দির কর্তৃপক্ষ হামলাকারীকে আটক করে।

হামলা তো অনবরত হচ্ছে কিন্তু বিচার হচ্ছে কি ?

সনাতনীদের নেতৃত্বহীন করতেই মুসলিম উগ্রপন্থীরা নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।তারই অংশ হিসেবে আজ বাংলাদেশের চট্টগ্রাম জেলার ...
04/07/2025

সনাতনীদের নেতৃত্বহীন করতেই মুসলিম উগ্রপন্থীরা নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

তারই অংশ হিসেবে আজ বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহ উপাচার্য শ্রী কুশল বরণ চক্রবর্তীকে নিজ শিক্ষা কর্মস্থলে অবরুদ্ধ ও হামলা চেষ্টা করেছে মুসলিম উগ্রপন্থীরা।

ভারতের অখণ্ড জম্মু কাশ্মীর রাজ্যের পহেলগাঁও শহরের বৈসারন রিসোর্টে নিরীহ নিরস্ত্র হিন্দুদের উপর হামলাটি যারা বলছে নরেন্দ্...
24/04/2025

ভারতের অখণ্ড জম্মু কাশ্মীর রাজ্যের পহেলগাঁও শহরের বৈসারন রিসোর্টে নিরীহ নিরস্ত্র হিন্দুদের উপর হামলাটি যারা বলছে নরেন্দ্র মোদী ও অমিত শাহ্ এর পরিকল্পিত নাটক বা সাজানো হামলা।

কোন উগ্রপন্থী মুসলিম ঐ ২৭ হিন্দুকে হত্যা করেনি, বরং ঐ ২৭ জন হিন্দুকে হত্যা করেছে মোদী ও শাহ্ এর ভাড়াটে লোক। তাদের বলতে চাই, তাহলে ফিলিস্তিনে যে ইজরাইল হামলা করছে সেটাও ফিলিস্তিনী মুসলিম ও পুরো মুসলিম মিডিয়ার পরিকল্পিত সাজানো নাটক বা হামলা।

যাদের কাছে আমাদের প্রাণের কোন মূল্য নেই, আমাদের কাছে তাদের প্রাণেরও কোন মূল্য নেই।

❝মুসলমানদের প্রতি হিন্দুদের যে সহানুভূতির অভাব ও বিদ্বেষ দেখা যায় তা হিন্দুদের স্বভাবজাত নয়। বরং মুসলমানরা হিন্দুদের প্রতি যে ব্যবহার করে তা-ই এর কারণ।❞
-মহর্ষি দয়ানন্দ স্বরসতী

তারা আর আমরা যে এক নয়, এটা তাহার একটি গ্রহণযোগ্য উদাহরণযেসব হিন্দুরা গাজায় ইসরাইলি হামলা নিয়ে কাঁধাকাঁধি করে চোখের জলে ম...
23/04/2025

তারা আর আমরা যে এক নয়, এটা তাহার একটি গ্রহণযোগ্য উদাহরণ

যেসব হিন্দুরা গাজায় ইসরাইলি হামলা নিয়ে কাঁধাকাঁধি করে চোখের জলে মহাসাগর তৈরী করেছিলো। নিজের মুসলিম বন্ধুদের কাছে স্মার্ট সাজতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের নিয়ে পোস্ট করেছিলো তারা আজ কোন গর্তে লুকিয়ে আছে?

কই কোন মুসলিম কে তো দেখলাম না, সম্প্রতি ভারতের অখণ্ড জম্মু কাশ্মীর রাজ্যের পহেলগাঁও শহরে মুসলিম উগ্রপন্থীদের কর্তৃক নিহত ২৭ জন হিন্দুদের নিয়ে বা ঐ হামলা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দুঃখ প্রকাশ করতে? বরং তারা আরো খুশী যে তাদের জিহাদি ভাইয়েরা ২৭ জন কাফের কে হত্যা করেছে। এটাই তাদের ঐক্যতা আর আমাদের অজ্ঞতা।

তাই ভাবুন, ভাবতে শিখুন।


23/04/2025

ধর্মীয় পরিচয় দেখে দেখে গুলি করে মারা হলো ২৭ জন হিন্দু পর্যটককে

ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের পহেলগাঁও শহরের বৈসারনের রিসর্টে ২৭ জন হিন্দু পর্যটকদের গুলি করে হত্যা করেছে পাকিস্তান ভিত্তিক মুসলিম উগ্রপন্থী সংগঠন 'লস্কর ই তৈয়বা' ও লস্কর ই তৈয়বার শাখা সংগঠন 'দ্যা রেজিস্টান্ট ফ্রন্টের' এর সদস্যরা। এই হামলার মূল পরিকল্পনাকারী মুসলিম উগ্রপন্থী সংগঠন লস্কর ই তৈয়বা এর শীর্ষ কমান্ডার সাইফুল্লাহ সাজিদ জুট এবং 'দ্যা রেজিস্টান্ট ফ্রন্টের' এর মোহাম্মদ ফুজি, সুলেমান শাহ ও মোহাম্মদ আবু তালহা।

হামলাকারীরা প্রথমে পর্যটকদের ধর্মীয় পরিচয় জিজ্ঞেস করে এবং এনআইডি বা আধার কার্ড দেখে। যাদের এনআইডি বা আধার কার্ড ছিলো না তাদের প্যান্ট খুলে গোপনাঙ্গ দেখে। এরপর পর্যটকরা হিন্দু এটি নিশ্চিত হয়ে তাদের জোরপূর্বক কালেমা পড়ায়। এর পরপরই ২৭ জন হিন্দু পর্যটকদের পাখির মতো গুলি করে হত্যা করে।

নিরাপত্তা বাহিনীর সূত্রমতে হামলার পর স্থানীয় মুসলিমরা ঐসব মুসলিম উগ্রপন্থীদের পালিয়ে যেতে সাহায্য করে। যার বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ ও পাওয়া গেছে।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, জঙ্গিরা নির্বিচার গুলি চালাচ্ছিল। কোথাও লুকোনের জায়গা ছিল না। একজন ধুসর কুর্তা পাজামা পরে একে ৪৭ রাইফেল থেকে গুলি চালাচ্ছিল।

সূত্রমতেঃ বৈসারনের রিসর্টে চারিপাশে ঘন জঙ্গল, সেই জঙ্গল থেকে জঙ্গিরা বেরিয়ে আসে। এবং হিন্দু পর্যটকদের উপর হামলা চালায়।



প্রত্যক্ষদর্শী কর্তৃক ধারণকৃত হামলার একটি ভিডিওঃ

14/04/2025

"হিন্দু মুসলিম ভাই ভাই" হচ্ছে হিন্দুদের সাথে সবচেয়ে বড় প্রতারণা।

আগে নিজের বোনের কাছে, ভাই হও.. তারপর বাকিদের ভাই হওয়ার কথা ভাবিও।

তোদের মতো যৌনউন্মাদ, ব্যভিচারী, ধর্ষক, বহুবিবাহকারী, ডাকাত, হত্যাকারী, লোভী, বিকৃতমস্তিষ্কধারীদের ভাই হওয়ার চেয়ে মৃত্যু সর্বাপেক্ষা শ্রেয়।

14/04/2025

সেকু ও মাকু কুকুর দের কারনেই সাধারন হিন্দুরা আজ নির্যাতিত, নিজ ভূমিতে লাঞ্ছিত, হত্যার শিকার।

পশ্চিম বাংলার সেকু ও মাকু হিন্দুদের কারনেই, মরুর ডাকাতেরা অতিরিক্ত লাফালাফি করছে। এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলেও হিন্দুদের উপর হামলা করার সাহস পাচ্ছে, হিন্দুদের বিরুদ্ধে কথা বলার সুযোগ পাচ্ছে।

বুঝুক হিন্দুরা, হিন্দু মুসলিম ভাই ভাই করার মজা টা কি রকম হতে পারে।

বাংলাদেশের হিন্দুরা যা ৪৭, ২১, ২৪ এ দেখেছে তা এবার ২৫ এ এসে পশ্চিম বাংলার হিন্দুরা দেখুক ও বুঝুক।

13/04/2025

বাংলাদেশের নোয়াখালী জেলার সদর উপজেলার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে হামলা করেছে উগ্রপন্থীরা।

Vishva Hindu Parishad -VHP Hindu American Foundation Tulsi Gabbard Reuters Hindustan Times Zee News Fox News The New York Times CNN Washington Post The Guardian CNBC International Republic Bangla Aaj Tak

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when The Sanatan Post posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Sanatan Post:

Share