Mi M

Mi M Girls who don’t ask for much, deserve it all.
(1)

15/10/2025

🤣🥀💔

12/10/2025

অচেনা, দুরের মানুষ কখনো শত্রু হয়না, শত্রু হয় খুব কাছের, পরিচিত, চেনা মানুষ গুলোই…………………🙂

11/10/2025

Diet starts tomorrow… or never.💔

Indeed... 🫣
10/10/2025

Indeed... 🫣

😆
09/10/2025

😆

07/10/2025
Missing my simy jaan 😔
06/10/2025

Missing my simy jaan 😔

একটা সময় ছিলো যখন ভাবতাম চেষ্টায় সবকিছু সম্ভব কিন্ত না, নিয়তি বলে একটা শব্দ আছে যাকে কখনই তুচ্ছ করতে নেই! এই ধরুন আপনি ব...
06/10/2025

একটা সময় ছিলো যখন ভাবতাম চেষ্টায় সবকিছু সম্ভব কিন্ত না, নিয়তি বলে একটা শব্দ আছে যাকে কখনই তুচ্ছ করতে নেই!

এই ধরুন আপনি বাসে উঠবেন, প্রায় সময়ই আপনি ঘন্টাখানেক দাঁড়িয়ে থাকার পর বাসে উঠে দেখলেন আপনার ডান অথবা বাম দুটোর একটি পা রাখারও জায়গা পাচ্ছেন না, আবার কোনো একদিন স্ট্যান্ডে দাড়ানোর ১০ সেকেন্ডের মাথায় বাস আসলো, আপনি ভরা বাসে উঠলেন আর ঠিক সামনের সিট টি ই খালি পেয়ে গেলেন, এটা কি আপনার চেস্টায় হয়েছে? না!

আবার ধরুন আপনি অনাথ, আপনাকে এমন একজন মা খুজে পেলেন যার কোন সন্তান নেই বা হয়না, তার কাছে গিয়ে তার অঢেল ভালোবাসা, স্নেহ, মমতা র সাথে সাথেই তার অঢেল সম্পত্তির মালিক ও হয়ে গেলেন, এটি ও আপনার চেস্টায় হয়নি,আবার এমন ও কেউ আছে যাদের সব কিছু থেকেও কিছুই পাননা, অথবা পেয়ে হারান!

তাই Fortune /predestination বলতে যে শব্দ টি রয়েছে তার বিধান মতই আপনার চলমান গতি, এর বাইরে আপনি কিছুই নন।

04/10/2025

কেউ আমাকে গুরুত্ব না দিলে আমি তাকে এড়িয়ে চলি,এটা আমার ভাব নয়,এটা আমার আত্মসম্মান,,!

যা কিছু আমাকে দুঃখ দেয়,অস্থিরতা বাড়িয়ে তুলে, নিজের ভেতরের চঞ্চলতা'কে সংকুচিত করে-যত দ্রুত সম্ভব,আমি সেখান থেকে সরে আসি,,তা যত প্রিয়'ই হোক না কেন,,,!

সরে আসার একটি সুন্দর উপলব্ধি হলো-তখন কেবল সরে আসার দুঃখ'টা'ই থাকে।প্রতিনিয়ত নতুন নতুন দুঃখের চাষাবাদ হয়না,,,!🥀

কেন না,হুটহাট মায়ায় পড়া যাবে না,কাউকে একেবারে আপন ভাবা যাবে না,অল্পতেই মন খারাপ করা যাবে না,কিছু ব্যবহার নিয়মের বাহিরেও মেনে নেওয়ার সৎ সাহস থাকতে হবে,মনে রাখতে হবে,,,!

এক জীবনে অনেক মানুষের সাথে পরিচয় হবে,
কেউ আপন,কেউ পর,আর কেউ স্বার্থপর,,,!

কুফু মিলিয়ে বিবাহ করুন!অধিকাংশ বিবাহ বিচ্ছেদ হচ্ছে কুফু না মিলার কারণে.!আসুন জেনে নেই কুফু কী?❑ কুফু(كُفُو) ❑ কি??বিয়ের ...
02/10/2025

কুফু মিলিয়ে বিবাহ করুন!

অধিকাংশ বিবাহ বিচ্ছেদ হচ্ছে কুফু না মিলার কারণে.!

আসুন জেনে নেই কুফু কী?

❑ কুফু(كُفُو) ❑ কি??
বিয়ের ক্ষেত্রে “কুফু” একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
«قال رَسُولُ اللهِ صلى الله عليه وسلم تَخَيَّرُوا لِنُطَفِكُمْ وَانْكِحُوا الْأَكْفَاءَ وَأَنْكِحُوا إِلَيْهِمْ»
“তোমরা ভবিষ্যত বংশধরদের স্বার্থে উত্তম নারী গ্রহণ করো এবং 'কুফু' বিবেচনায় বিবাহ করো, আর বিবাহ দিতেও 'কুফুর' প্রতি লক্ষ্য রাখো।” [১]

●এখন 'কুফু'-র অর্থ কি?
“কুফু”(كُفُو) একটি আরবী শব্দ; যার অর্থ সমান,সমতুল্য,সমতা,সমকক্ষ[২]।
ইসলামী পরিভাষায় বর-কনের দ্বীন-দুনিয়ার যাবতীয় কিছুতে সমান সমান বা কাছাকাছি হওয়াকে “কুফু” বলে।

●বিয়ের ক্ষেত্রে “কুফু” কেন গুরুত্বপূর্ণ আসুন একটি উদাহরণ দেখি:
মনে করুন, A একটি দ্বীনদার মেয়ে এবং B একটি বেদ্বীন ছেলে। একজন দ্বীনদার,অপরজন বেদ্বীন; দুজনের মধ্যে কুফু নেই। তারপরেও দুজনের বিয়ে হলো, মেয়েটি যেহেতু দ্বীনদার তাই সে জীবনের প্রতিটি ক্ষেত্রে তার দ্বীনকে টেনে আনে, চায় প্রতিটি ক্ষেত্রে দ্বীনের ছাপ থাকুক। অপরপক্ষে বেদ্বীন ছেলেটি চাইবে দুনিয়ার স্রোতে গা ভাসিয়ে দিতে, চাইবে সবকিছুই হোক দ্বীনের বাঁধনমুক্ত। ফলস্বরূপ অশান্তি। শেষ পরিণতি 'তালাক'।

এবার আরেকটি উদাহরণ দেখি:
মনে করুন, আপনার মাসিক আয় দশ হাজার টাকা। আর আপনি এমন কাউকে বিয়ে করলেন যার বাবার মাসিক আয় ছিল পঞ্চাশ হাজার টাকা। অর্থনৈতিক অবস্থানে 'কুফু' নেই। কি মনে হয় সুখে থাকবেন? নাহ।

হাতি-ওয়ালার সাথে বন্ধুত্ব করলে হাতি রাখার মত ঘর নিজেকে বানাতে হবে।
অতএব, আপনার রোজগার দশ হাজার টাকা হলে আপনার বিয়ে করা উচিত এমন কাউকে যে এরমধ্যেই মানিয়ে চলতে পারবে। নয়তো বিয়ের পর শুনতে হতে পারে, ‘ভুল করেছি তোমায় বিয়ে করে, দাও এবার আমার হাতটি ছেড়ে ’।

তাই সর্বদিক দিয়ে নিজের চলাফেরা, পোশাক আশাক, বাড়িঘর, থাকা খাওয়ার মান যেমন, ঠিক সেই সমমানের পাত্রী পছন্দ করা উচিৎ। এতে কেউ কারোর উপর গর্ব প্রকাশ করবেনা, খোঁটা দেবেনা; ভালোবাসার গতিও বাধাগ্রস্ত হবেনা। এককথায় প্রায় সব বিষয়ে 'কুফু' বিবেচনা করেই বিয়ের পিঁড়িতে বসা উচিত। নচেৎ পরবর্তী সময়ে 'ভালোবাসা জানালা দিয়ে পালাতে পারে'।

যদি সবকিছুতেই 'কুফু' মিলে যায় তবে তো সোনায় সোহাগা এবং এমন দাম্পত্য হবে চিরসুখের। পক্ষান্তরে কিছু না পেলেও যদি শুধুই দুজনের মধ্যেই দ্বীনদারী থাকে তবে সুখের জন্য এটাই যথেষ্ট।
(এক কথায়- স্বামী স্ত্রী দুজনের মধ্যে রুজি রোজগার দিন ইসলাম ব্যাপারে খাওয়া দাওয়া ব্যাপারে কাপড়-চোপড় ঘরবাড়ি ব্যাপারে মনোমালিন্য নিজের ভিতর যেন না আসে।
এবং কোন ছেলে তার আর্থিক অবস্থার চাইতে বেশি মেয়ের আর্থিক অবস্থা যদি থাকে তাহলে নেগলেট করতে পারে )
আমার এটা হচ্ছে না ওটা হচ্ছে না আমার বাড়িতেই ভালো আমি ছিলাম
বলবে। (স্বামীর সব কিছুর উপর সন্তুষ্ট যেন থাকতে পারে, অসন্তুষ্ট যেন না হয় )

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Mi M posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mi M:

Share

Category