Digital Khobor

Digital Khobor সহজেই সব খবর

17/11/2025

আজকের এ দিনে বাসর ঘরে থাকার কথা ছিলো হাসিনার ।

17/11/2025

ধানমন্ডি ৩২ নাম্বারের সর্বশেষ পরিস্থিতি ।

আজ রাতেই বাংলাদেশে আকাশপ্রেমীদের জন্য মহাজাগতিক এক নৈশদৃশ্য দেখা যাবে। বাংলাদেশের আকাশে মধ্যরাত থেকে শুরু হবে লিওনিড উল্...
17/11/2025

আজ রাতেই বাংলাদেশে আকাশপ্রেমীদের জন্য মহাজাগতিক এক নৈশদৃশ্য দেখা যাবে। বাংলাদেশের আকাশে মধ্যরাত থেকে শুরু হবে লিওনিড উল্কাবৃষ্টি, যা রাত ১১:৩৬ থেকে রাত ১:০২ পর্যন্ত দেখা যাবে। টাইম অ্যান্ড ডেট ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিশেষ করে ঢাকার আকাশে এ সময় এই অসাধারণ দৃশ্য উপভোগ করা সম্ভব হবে। আমেরিকান মেটিওর সোসাইটি’র ফায়ারবল রিপোর্ট সমন্বয়কারী রবার্ট লান্সফোর্ড জানান, অন্যান্য উল্কাবৃষ্টির তুলনায় লিওনিড উল্কাবৃষ্টি খুব ভালোভাবে দেখা যাবে। এই উল্কাবৃষ্টির মূল ধূমকেতুর নাম ৫৫পি/টেমপেল-টাটল। ধূমকেতুর ছোট আকৃতির ধ্বংসাবশেষের কারণে পৃথিবী মাত্র অল্প সময়ের জন্য তার মধ্য দিয়ে অতিক্রম করে, তাই এই উল্কাবৃষ্টির সময়কাল স্বল্প।

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে পরপর দুটি ক/ক/টে/লের বি/স্ফো/রণ ঘটিয়েছে দু/র্বৃ/ত্তরা। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। সোমবা...
17/11/2025

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে পরপর দুটি ক/ক/টে/লের বি/স্ফো/রণ ঘটিয়েছে দু/র্বৃ/ত্তরা। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধানমন্ডি-২৭ নম্বরে মিনাবাজারের গলির পাশে হঠাৎ দুটি ক/ক/টে/লের বি/স্ফো/র/ণ ঘটিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় দু/র্বৃ/ত্তরা। এর আগে সন্ধ্যা ৭টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর-সংলগ্ন মিরপুর সড়কে পুলিশের একটি পিকআপ ভ্যানে হা/ম/লার ঘটনা ঘটেছে।

17/11/2025

হাসিনার আগে কামলের ফাঁ সি কেন চাই তারা

17/11/2025

শেখ হাসিনার ফাঁ সি'র রায় কার্যকর নিয়ে সংশয় সাধারণ মানুষের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা সেদিনই শান্তি পাব, যেদিন আমাদের চোখের সামনে ফাঁ/সি/তে ঝুল...
17/11/2025

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা সেদিনই শান্তি পাব, যেদিন আমাদের চোখের সামনে ফাঁ/সি/তে ঝুলিয়ে শেখ হাসিনার মৃ/ত্যু/দ/ণ্ডের রায় কার্যকর হতে দেখব। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশের মুক্তিগামী ছাত্রজনতা যারা জুলাই–আগস্ট থেকে আজ পর্যন্ত লড়াই অব্যাহত রেখেছেন- আমরা তাদের ধন্যবাদ জানাই। ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকেও ধন্যবাদ জানাই। এ রায় আসার পেছনে তাদেরও অবদান রয়েছে।

গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জা...
17/11/2025

গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে জুলাইয়ে মানবতাবিরোধী অ/পরা/ধের মা/ম/লায় মৃ/ত্যু/দণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অ/প/রাধ ট্রাইব্যুনাল। এই রায়ের বি/রু/দ্ধে তাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিলের সুযোগ রয়েছে তাদের। তবে এজন্য তাদের গ্রে/প্তা/র হতে হবে বা আদালতে আ/ত্ম/সম/র্পণ করতে হবে। তাদের পক্ষে নিযুক্ত রাষ্ট্র নিয়োজিত আইনজীবী আমির হোসেন এ কথা জানিয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল তাদের দু’জনকে মৃ/ত্যু/দণ্ড ও রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

17/11/2025

এই ৩২ আর থাকবে না, ৩৬ শে পরিনত করা হবে

ঢাকার পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে ‘অ/স্ত্র/ধারী স/ন্ত্রা/সীরা’ গু/লি করে হ/ত্যা করেছে। সোমবার (১৭ নভে...
17/11/2025

ঢাকার পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে ‘অ/স্ত্র/ধারী স/ন্ত্রা/সীরা’ গু/লি করে হ/ত্যা করেছে। সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৭টায় এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। তবে কে বা কারা তাকে গু/লি করেছে তাৎক্ষণিক তিনি তা জানাতে পারেননি। আমিনুল হক জানান, পল্লবী থানা এলাকায় তাকে ৫ রা/উ/ন্ড গু/লি ছুড়ে হ/ত্যা করা হয়। গু/লি/বিদ্ধ কিবরিয়াকে মু/মূ/র্ষু অবস্থায় সোহরাওয়াদী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃ/ত ঘোষণা করেন।

17/11/2025

ভোক্তাদের সঙ্গে ফুলকলি'র চরম প্রতারণা, ধন্যবাদের বদলে জরিমানা করলো ভোক্তা অধিদপ্তর
#ডিজিটালখবার #জাতীয়ভোক্তাঅধিকার

17/11/2025

আর্মিদের ব্যারাকে ফিরে যাওয়ার আহবান শিক্ষার্থীদের

Address

72 Malibagh
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Digital Khobor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Digital Khobor:

Share