Digital Khobor

Digital Khobor সহজেই সব খবর
(9)

কুমিল্লা নগরীর ছোটরা কলোনির বাসিন্দা তানজীদা আক্তার। সাড়ে চার বছর আগে দুই কক্ষের বাসাটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় বিদ্যু...
16/09/2025

কুমিল্লা নগরীর ছোটরা কলোনির বাসিন্দা তানজীদা আক্তার। সাড়ে চার বছর আগে দুই কক্ষের বাসাটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের জন্য তিনি লিখিত আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিদ্যুৎ বিভাগ তার সংযোগটি বিচ্ছিন্নও করেন। তবে মিটারটি রেখে যান তাদের বাড়িতে।প্রতি মাসে মিটার ভাড়া বাবদ ৪০-৪৩ টাকা পর্যন্ত বিল নিতেন বিদ্যুৎ কর্তৃপক্ষ। হঠাৎ গত আগস্ট মাসে বন্ধ মিটারে ১ হাজার ৪৭০ টাকার বিল আসে। ১৪ সেপ্টেম্বর পুনরায় বিল আসে এক লাখ ৬৭ হাজার ৬৮৪ টাকা। এ যেন এক ভুতুড়ে কাণ্ড। বিলের কাগজটি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে কুমিল্লা জুড়ে আলোচনা সমালোচনার ঝড় ওঠে।
তানজীদা আক্তার বলেন, সাড়ে ৪ বছর পর বাড়িটিকে পুনঃনির্মাণ বলে গত আগস্ট মাসে শাসনগাছা বিদ্যুৎ অফিসে গিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়। পরে অফিস থেকে প্রিপেইড মিটার নিতে বলা হয়। পরে তাদের পরামর্শ অনুযায়ী প্রিপেইড লাগোনো হয়।
কিন্তু আগস্ট মাসে পুরাতন মিটারের বিল আসে ১ হাজার ৪৭০ টাকা। ১৪ সেপ্টেম্বর আবার বিল আসে এক লাখ ৬৭ হাজার ৬৮৪ টাকা। যা দেখে আমি হতভম্ব হই।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কুমিল্লা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, যে মিটারের বিপরীতে এই বিদ্যুৎ বিল তৈরি হয়েছে, ওই বাড়ির মালিক অফিসে এসে যোগাযোগ করেননি। তারপরেও আমরা তাদের বাড়িতে গিয়ে বিষয়টি তদন্ত করেছি। যাচাই-বাছাই করে দেখা গেছে অন্য একজন গ্রাহকের বিল ভুলবশত ওই গ্রাহকের নামে চলে যায়। এটি দুঃখজনক। আমরা দ্রুত সময়ের মধ্যে বিষয়টি সমাধান করব।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আজ মন্তব্য করেছেন যে, কিছু আসন বাড়ানোর লোভে যদি কেউ সংখ্যানুপাতিক (পিআর) ...
16/09/2025

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আজ মন্তব্য করেছেন যে, কিছু আসন বাড়ানোর লোভে যদি কেউ সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন করতে চায়, তা জাতীয় জীবনের জন্য ভয়ংকর পরিণতি ডেকে আনবে। তিনি বলেছেন, প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচনের পদ্ধতি পরীক্ষিত এবং রাজনৈতিক স্বার্থে পিআর চাপিয়ে দেওয়া হলে তা মোকাবেলার প্রস্তুতি রয়েছে।
সালাহউদ্দিন আরও জানান যে, যদি কোনো পক্ষ রাজনৈতিক উদ্দেশ্যে আন্দোলনে নামে, তবে বিএনপি রাজনৈতিকভাবেই তা মোকাবিলা করবে এবং দেশের স্বার্থকে অগ্রাধিকার দেবে। তিনি সংসদের উচ্চকক্ষে প্রতিনিধিত্ব ও সংশ্লিষ্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সংবিধান অনুসরণে অবস্থান রাখার কথা উল্লেখ করেছেন।
এই বিবৃতি এমন এক প্রেক্ষাপটে এসেছে যেখানে পিআর পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তর্ক চলছে এবং এনজোমেন্টিক ভাবেই জাতীয় ঐক্যমত্য ও নির্বাচন সংস্কার বিষয়টি আলোচিত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, পদ্ধতি পরিবর্তনে সার্বিক রাজনৈতিক সংলাপ ও স্বচ্ছতা অপরিহার্য।

ক্ষ/তি/ক/র রং মিশিয়ে তৈরি করা হচ্ছে আইসক্রিম, সি/ল/গা/লা করা হলো কারখানা
16/09/2025

ক্ষ/তি/ক/র রং মিশিয়ে তৈরি করা হচ্ছে আইসক্রিম, সি/ল/গা/লা করা হলো কারখানা

চট্টগ্রাম নগরকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে যৌথভাবে কাজ করবে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও গ্রামীণফোন। এ লক্ষ্যে এক...
16/09/2025

চট্টগ্রাম নগরকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে যৌথভাবে কাজ করবে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও গ্রামীণফোন। এ লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। আজ মঙ্গলবার গ্রামীণফোনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন বলেন, তাঁরা গ্রামীণফোনের সঙ্গে দেশে স্মার্ট সিটি সমাধানের একটি মানদণ্ড স্থাপন করতে চান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অংশীদারত্বের আওতায় যৌথভাবে স্মার্ট সিটি সেবার পরিকল্পনা, উন্নয়ন ও বাস্তবায়ন করবে গ্রামীণফোন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন। এটি দক্ষতা, স্বচ্ছতা ও নাগরিক সম্পৃক্ততা বাড়াবে।

জুলাই আগস্টের গণহত্যার দায়ে শেখ হাসিনার মামলার শুনানী শেষ পর্যায়।  তাকে দ্রুত দেশে ফেরত আনার দাবি জানান জাতীয় নাগরিক পার...
16/09/2025

জুলাই আগস্টের গণহত্যার দায়ে শেখ হাসিনার মামলার শুনানী শেষ পর্যায়। তাকে দ্রুত দেশে ফেরত আনার দাবি জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে ট্রাইবুনালে স্বাক্ষ দিতে এসে এ দাবি জানান তিনি। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ২য় দিন স্বাক্ষ দেওয়ায় নাহিদ ইসলাম স্বাক্ষ দেওয়ার সুযোগ পাননি। এ সময় পলাতক ফ্যাসিস্ট ও তাদের দোসরদের অপরাধ বিবেচনায় সর্বোচ্চ শাস্তির দাবি জানান নাহিদ ইসলাম।

রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনকে ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার ...
16/09/2025

রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনকে ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার এ–সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ।
ডিএনসিসির সচিব (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুন-উল হাসানের স্বাক্ষরিত ওই অফিস আদেশে বলা হয়েছে, শব্দদূষণ বিধিমালা, ২০০৬ এর বিধি-৪ অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাকে ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করা হলো। বিষয়টি আগামী ১ অক্টোবর থেকে কার্যকর করা হবে।

চট্টগ্রাম কাস্টমস হাউসে সফল এক অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম কাস্ট...
16/09/2025

চট্টগ্রাম কাস্টমস হাউসে সফল এক অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম কাস্টমস হাউসে গোপন অভিযানটি পরিচালনা করে দুদকের একটি বিশেষ টিম। বিষয়টি নিশ্চিত করেন সংস্থাটির উপ-পরিচালক মো. আক্তারুল ইসলাম।
তিনি জানান, জাপান থেকে আমদানি করা ৬ হাজার ৪২৮.১০ মার্কিন ডলার মূল্যের BREAK ACRYLIC MIXED PLASTIC WASTE AND SCRAP ছাড়করণের জন্য কাগজপত্র দাখিল করেছিলেন হোমল্যান্ড প্লাস্টিক স্যু ইন্ডাস্ট্রিজের প্রোপাইটর আমির হোসেন। কিন্তু, ছাড়পত্র দেওয়ার জন্য শুল্কায়ন সেকশন-৭(বি)-এর সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও মো. ছারওয়ার উদ্দিন নির্ধারিত রেটের বাইরে অতিরিক্ত ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন তার কাছে। টাকা না দিলে পণ্য ছাড়করণে বিলম্ব ও নিলামে বিক্রির হুমকিও দেন তারা। অভিযানকালে ঘুষ লেনদেনের সময় রাজীব রায় ও মাইনুদ্দীনকে ঘুষের ৩০ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

ভুলেও ফ্রিজে রাখবেন না যেসব খাবাররুটি ও পাউরুটি – ফ্রিজে রাখলে শক্ত হয়ে যায়, স্বাদ ও নরমত্ব হারায়।পটেটো (আলু) – ঠান্ডায় ...
16/09/2025

ভুলেও ফ্রিজে রাখবেন না যেসব খাবার
রুটি ও পাউরুটি – ফ্রিজে রাখলে শক্ত হয়ে যায়, স্বাদ ও নরমত্ব হারায়।
পটেটো (আলু) – ঠান্ডায় আলুর স্টার্চ শর্করা চিনি হিসেবে পরিবর্তিত হয়, ফলে স্বাদ বদলায় এবং হজমের সমস্যা হতে পারে।
টমেটো – ফ্রিজে রাখলে টমেটোর স্বাদ ও টেক্সচার পরিবর্তিত হয়।
কাঁঠাল ও কলার মতো কিছু ফল – ফ্রিজে রাখলে পাকা স্বাদ নষ্ট হয়।
মধু – ফ্রিজে রাখলে কঠিন হয়ে যায় এবং খাওয়ার সুবিধা কমে।
পেঁপে ও আঙ্গুরের মতো কিছু তাজা ফল – ঠান্ডা রাখলে টেক্সচার নরম হয় বা পচন দ্রুত হয়।
রসুন ও পেঁয়াজ (কাটা অবস্থায়) – ফ্রিজে রাখলে দ্রুত ভেজা ও খারাপ গন্ধ হতে পারে।
চকলেট – ফ্রিজে রাখলে কন্ডেনসেশন সৃষ্টি হয়, স্বাদ ও গ্লস কমে যায়।

ত্বকের যত্নে এই ফলগুলো—কলা, কমলা, টমেটো, পেঁপে ও আপেল—অসাধারণ প্রভাব ফেলে।• কলা: ভিটামিন ও পটাশিয়াম সমৃদ্ধ, ত্বককে হাইড্...
16/09/2025

ত্বকের যত্নে এই ফলগুলো—কলা, কমলা, টমেটো, পেঁপে ও আপেল—অসাধারণ প্রভাব ফেলে।
• কলা: ভিটামিন ও পটাশিয়াম সমৃদ্ধ, ত্বককে হাইড্রেটেড রাখে এবং নরম করে।
• কমলা: ভিটামিন সি-এর প্রাকৃতিক উৎস, ত্বক উজ্জ্বল রাখে ও ব্রণ ও দাগ কমাতে সাহায্য করে।
• টমেটো: লাইকোপিন সমৃদ্ধ, এটি ত্বকের রঙ্গ ঠিক রাখে, সূর্যের ক্ষতি কমায় এবং বার্ধক্যের ছাপ ধীর করে।
• পেঁপে: প্রাকৃতিক এনজাইম ও ভিটামিনে ভরপুর, মৃত ত্বক দূর করে এবং ত্বককে উজ্জ্বল ও নরম রাখে।
• আপেল: অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, ত্বকের কোলাজেন রক্ষা করে এবং ত্বককে সতেজ রাখে।

জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি) শুধু পরিচয়ের প্রমাণ নয়—এটা ছাড়া পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ-নগদ ব...
16/09/2025

জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি) শুধু পরিচয়ের প্রমাণ নয়—এটা ছাড়া পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ-নগদ ব্যবহার থেকে শুরু করে মোবাইলের সিম কিনতেও ঝামেলায় পড়তে হয়।
আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন এবং ছবি ও আঙুলের ছাপ দিয়ে এসেছেন, কিন্তু এখনো কার্ড হাতে পাননি, তাহলে চিন্তার কিছু নেই। এখন বাড়িতে বসেই অনলাইনে আইডি কার্ডের ডিজিটাল কপি ডাউনলোড করতে পারবেন।
চলুন ধাপে ধাপে জেনে নিই কিভাবে নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন মাত্র কয়েক মিনিটে।
কী লাগবে
• ভোটার নিবন্ধনের সময় পাওয়া ফরম নম্বর (যার শুরুতে NIDFN লিখতে হবে)
• জন্মতারিখ
• নিবন্ধনের সময় দেওয়া মোবাইল নম্বর
• স্মার্টফোনে NID Wallet App (ফেস ভেরিফিকেশনের জন্য)
নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন যেভাবে:
১. প্রথমে ওয়েবসাইটে যান: https://services.nidw.gov.bd/nid-pub/
২. Register বা ‘নিবন্ধন’ বাটনে ক্লিক করুন।
৩. প্রয়োজনীয় তথ্য দিন:
- ফরম নম্বর (যেমন: NIDFN123456789)
- জন্মতারিখ
- নিচে থাকা ভেরিফিকেশন কোডটি লিখে Submit করুন।
৪. ঠিকানা দিন: আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা লিখুন।
৫. মোবাইল নম্বর ভেরিফাই করুন:
- আপনার মোবাইলে একটি OTP (একবার ব্যবহারযোগ্য কোড) যাবে।
- এই কোডটি দিয়ে মোবাইল নম্বর নিশ্চিত করুন।
- প্রয়োজনে মোবাইল নম্বর পরিবর্তন করতে পারবেন।
৬. ফেস ভেরিফিকেশন করুন:
- এবার আপনাকে ফেস ভেরিফিকেশন করতে বলা হবে।
এজন্য আপনার মোবাইলে NID Wallet App থাকতে হবে। অ্যাপে গিয়ে নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করে ফেস স্ক্যান করুন।
৭. কাজ শেষ! এখন ড্যাশবোর্ডে প্রবেশ করুন।
ভেরিফিকেশন শেষ হলে আপনি NID সেবা ড্যাশবোর্ডে ঢুকতে পারবেন। নিচের দিকে Download অপশন থেকে আপনার জাতীয় পরিচয়পত্রের PDF কপি ডাউনলোড করতে পারবেন।

আমীরে জামায়াতের সঙ্গে ইউরোপিয়ান পার্লামেন্ট-এর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিতআজ ১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার...
16/09/2025

আমীরে জামায়াতের সঙ্গে ইউরোপিয়ান পার্লামেন্ট-এর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত
আজ ১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকাল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ইউরোপিয়ান পার্লামেন্ট-এর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সাথে ঢাকাস্থ ইউরোপিয়ান ইউনিয়নের দূতাবাসে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। আমীরে জামায়াতের সঙ্গে ছিলেন নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
ইউরোপিয়ান পার্লামেন্ট-এর প্রতিনিধি দলের সভাপতি মুনির সাতৌরী, লুক্সেমবার্গ (ইপিপি) ইসাবেলা ভিয়েডার-লিমা, পোল্যান্ডের (ইসিআর) আরকাদিুস মুলারচিক, এস্তোনিয়ার (রিনিউ ইউরোপ) উর্মাস পায়েট, নেদারল্যাণ্ড এর (দ্য গ্রিন্স) কাতারিনাভিয়েইরাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং এ নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের বলেন, আমাদের সাথে তাদের খুব সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। বর্তমান বাংলাদেশের যে অবস্থা সে বিষয়ে কথা হয়েছে। ফেব্রুয়ারির নির্বাচনের ব্যাপারে কথা হয়েছে। নির্বাচন সুষ্ঠু হবে কিনা? কিভাবে হবে? এসব বিষয় তারা মূলত কথা বলেছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশে ৫৪ বছর পরে একটা পরিবর্তনের বিশেষ অপর্চুনিটি এখানে আসছে। আমরা রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশে প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্য সকলেই আন্তরিক এবং সচেতন। এই সরকার যে কমিটমেন্ট দিয়েছিলো, তারা একটা সংস্কার করবে, বিচার দৃশ্যমান করবে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবে; যেটাকে আমরা ফ্রি, ফেয়ার একটি ইলেকশন বলে মনে করি।
আমরা আপার এবং লোয়ার উভয় কক্ষে পিআর চাচ্ছি। আর আলোচনার টেবিলে এ সমস্যা সমাধান করা সম্ভব। আমরা আলোচনার টেবিলে যাওয়ার পক্ষে এবং আলোচনা করারও পক্ষে। তবে এর জন্য উদার মানসিকতা এবং নিরপেক্ষতা মানসিকতার প্রয়োজন।

Address

72 Malibagh
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Digital Khobor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Digital Khobor:

Share