Crushes & Confession GSTU

Crushes & Confession GSTU গল্প দিয়ে পাশে থাকুন, মনের মানুষের জন্

11/06/2025

নাম: মোছাং রুমানা আফরোজ রুমি
বিভাগ : বাংলা
সেশন: ২০২০-২০২১

আসসালামু আলাইকুম প্রিয়🥰

আমাদের কথাবার্তা খুব দীর্ঘ নয়—কয়েকটা মুহূর্ত, কয়েকটা সাধারণ বাক্য… তবুও তাতে কিছু অস্বাভাবিক মুগ্ধতা জমে গেছে।

তুমি যখন প্রথম পরিচয় দিয়েছিলে, সেটা ছিল খুব স্বাভাবিক, ভদ্র এবং গুছানো। কিন্তু তখনই একটা ব্যাপার চোখে লেগেছিল—তোমার শব্দচয়ন, বলার ভঙ্গি আর স্বরের মাধুর্য যেন একটু আলাদা।

এরপর কিছুদিন পাশাপাশি থাকার সুযোগ হয়েছিল। সেসব ক্ষণেই বুঝেছিলাম, তুমি কেবল বাহ্যিকভাবে সুন্দর না—তোমার ভেতরের পরিপক্বতা, আচরণ, বিনয়—এসবই তোমাকে অনন্য করে তোলে।

যখন তুমি হাসো, তখন তোমার ঠোঁটের কোণে যে মৃদু রেখা পড়ে, সেটা নিঃশব্দে মন ছুঁয়ে যায়। সেই হাসির মধ্যে একধরনের কোমল আলো আছে, যা অনেক কিছু বলে ফেলে—না বলেও।

আর সেই এক সন্ধ্যায়… তুমি একটু দূরে দাঁড়িয়ে ছিলে, আমি হেঁটে যাচ্ছিলাম।
আলো নরম ছিল, বাতাস স্তব্ধ।

জানো, চুপিচুপি একবার তাকিয়ে দেখেছিলাম—তোমার পেছন থেকে ঢলে পড়া লম্বা চুল। বাতাসে দুলছিল ধীর ছন্দে।

সে দৃশ্যটা আজও মনে আছে—অকারণেই। হয়তো কিছু সৌন্দর্য একবার দেখলেই মনে গেঁথে যায়।

সত্যি বলতে, তোমাকে যত দেখেছি, তত ভালো লাগতে শুরু করেছে। আর এখন বুঝতে পারছি—আমি তোমাকে পছন্দ করি।

জানি, এই কথাগুলো হঠাৎ শোনায়।
কারণ আমি সবসময় একটু আড়ালেই থেকেছি—চুপচাপ, দায়িত্বের জায়গা থেকে নিজেকে পেছনে রাখা মানুষ হয়তো।

হয়তো বয়স, অভিজ্ঞতা, অথবা পরিস্থিতির কারণেই এমনভাবে থেকেছি—তবুও তোমার প্রতি এই অনুভবকে অস্বীকার করতে পারিনি।

আমি জানি না, এই অনুভূতির কোনো জবাব তুমি দেবে কি না।

কিন্তু যদি কখনো মনে হয়, এই পছন্দটা হালাল কোনো সম্মানজনক সম্পর্কে রূপ নিতে পারে—আমি অপেক্ষা করব।

আল্লাহ তোমার মঙ্গল করুন। সবসময় ভালো থেকো।

— একজন নীরব মুগ্ধ মানুষ, তোমার সিনিয়র।

04/06/2025

: 962
From : আইন বিভাগের অর্ধ-পরিচিত কেউ একজন
To : সাদিয়া ইসলাম কাকলি
Department : Bangla
Session : 2021-2022

আপনাকে খুলনার বাসে দাঁড়িয়ে ফোনে পি ডি এফ পড়তে দেখেছিলাম ৷ তাই আমি নিজের সিট ছেড়ে দিয়ে আপনাকে বসতে বলেছিলাম ৷ তবে প্রথমে আমি ভেবেছিলাম আপনি ফাষ্ট ইয়ারের পড়েন হয়ত ৷ তারপর ফোন চাপার ছলে আপনার একটা ছবি তুলেছিলাম ৷ সেজন্য দুঃখিত ৷ পরে বাস থেকে নেমে দেখলাম ছবিটি স্পষ্ট বোঝা যাচ্ছে না ৷ তারপর যদিও বেশ কয়েকদিন আপনাকে বাসে দেখেছি ৷ আমি বাড়িয়ে বলব না, আমার তখন থকেই আপনাকে একটু একটু ভালোও লেখেছিল ৷ সেই থেকে মনে মনে আপনার বিভাগ ও পরিচয় খুজতে ছিলাম ৷ লজ্জায় কাউকে বলতেও পারছিলাম না ৷

একদিন ক্যাম্পাসে আপনি আমার এক পরিচিত বন্ধুকে সালাম দিয়েছিলেন ৷ পরে তার থেকে খোজ নিয়ে জানলাম, আপনি বাংলা বিভাগের, তৃতীয় বর্ষে পড়েন ৷ যদিও প্রথমে আপনাকে ফাষ্ট ইয়ারের ভেবেছিলাম ৷ তখন সেই বন্ধুর থেকে আপনার ছবি ও আইডি নিয়েছিলাম ৷
আপনাকে ফেসবুক ও ম্যাসেঞ্জার দুই স্থানেই রিকুয়েষ্ট দিয়েছি সেই দুই সপ্তাহ আগেই ৷ তবে আপনার কোনো সাড়া পেলাম না ৷ ফেসবুক ফ্রেন্ড না বানাতেন, অন্তত আমার উপর করুণা করে ম্যাসেঞ্জারে রিপেলে তো দিতে পারতেন ৷ তোমাকে দেখে তো এতো পাষাণ হৃদয়ের মনে হয় না ৷ আর আমার একটাই ফেসবুক আইডি ৷ মূল আইডি থেকেই নক দিয়েছি আপনাকে ৷ তাই আমার পরিচয় গোপন রাখলে কৃতজ্ঞ থাকব ৷ আর আমি আইনের ছাত্র হওয়াতে এটা বুঝেছি যে মানুষকে বিরক্ত করাটা অপরাধ ৷ তাই আপনার মনে দয়া হলে, বর্ষা-বাদল দিনে শীতল ও মৃদ্যু বাতাসে যখন মনের সাথে মাথার ভাবনা ও চুলগুলো উড়ে এসে মুখের উপর বসে, তখন মেঘযুক্ত কালো মেঘের গুরু গুরু মন্দ্র বাহার শব্দে ও বিদ্যুৎ চমকানো পরিবেশে ভুল করে হলেও একটা রিপেলে দিয়েন ৷ সাহিত্যের ছাত্রী হওয়াতে হয়ত জেনে থাকবেন, অপেক্ষা বড় কঠিন ও কঠোর বোঝা চাপিয়ে দিতে পারে মানব বুকে,মনে ও মস্তিষ্কে ৷

ইতি
আইন বিভাগের কেউ একজন

23/05/2025

To: Shahana Sultana
Department : ASVM (2020-21)
From :.....

প্রিয়,,
শেখ রেহেনা হল থেকে বের হয়ে হেঁটে যাচ্ছিলা তুমি। আর আমি মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম তোমার ওই মায়াবী চেহারায়, কিছু সময়ের জন্য চোখের পলক ফেরাতে পারিনি। এতো সুন্দর কেন তুমি😊

তোমার হাসিটা মাশাআল্লাহ🥰 আমার মনের গহীনে ঝড় উঠে গেছে , অনেক ভালোবেসে ফেলেছি তোমায়! তোমার মনের স্থায়ী বাসিন্দা হতে চাই। আমার ভবিষ্যত লাইফ পার্টনার হিসেবে তোমাকে চাই💙

23/05/2025

To : মৌরি মিশু
২০২৩-২৪ শিক্ষাবর্ষ,অর্থনীতি বিভাগ

তোমাকে আমি চিনি না। জানি না তোমার নাম, পছন্দ-অপছন্দ কিংবা কোথা থেকে এসেছো। তবু সেদিন, হঠাৎ করেই তোমাকে দেখার পর মনে হলো—তুমি যেন বহুদিনের চেনা, হৃদয়ের এক গোপন কোনায় লুকিয়ে থাকা কোনো অনুভব।

তোমার দিকে তাকিয়েই প্রথমবার মনে হলো, ভালো লাগা শব্দটা কত গভীর হতে পারে। কোনো কথা হয়নি, কোনো পরিচয় গড়া হয়নি—তবুও তোমার এক চিলতে হাসি, চোখের ভেতর নিঃশব্দ আলো, শরতের আকাশের মতো শান্ত অথচ ছুঁয়ে যাওয়ার মতো গভীর।

সেই মুহূর্তটা যেন হৃদয়ে স্থির হয়ে আছে, নিঃশব্দে কাঁপছে কোনো অলিখিত ভাষায়। আমি জানি না, এটা ভালোবাসা কি না। কিন্তু এটুকু জানি—তোমাকে দেখে এক অজানা অনুভব জন্ম নিয়েছে, যেটার ব্যাখ্যা নেই, ব্যতিক্রম নেই... শুধু আছে এক আশ্চর্য আকর্ষণ, যার শুরুটা এক চাহনিতেই।

হয়তো একদিন হারিয়ে যাবে এই অনুভূতি, হয়তো নয়। কিন্তু যতদিন মনে থাকবে, মনে থাকবে—কোনো পরিচয় ছাড়া, নিঃশব্দেই তোমায় দেখে ভালো লেগেছিল। খুব।

23/05/2025

From: নন ডেপ্ট এর সিনিয়র।
T0: মালিহা ইসরাত বর্ষা।ইতিহাস তৃতীয় বর্ষ।

মায়াবীনী,তোমার দুই চোখে এত মায়া কেন বলতে পারো? রোজ একবার করে তোমার প্রফাইল স্ক্রল করি।"বৃষ্টি ভেজা খামে, কতবার যে দেখেছি ঠিক নাই।
আচ্ছা একটা মেয়ের আর কতগুলো গুণ থাকতে পারে?! তুমি বিএনসিসি করো,মেহেদী পরাও,রান্নার পোস্ট দেখছি,ছবি আঁকাও, আবৃত্তি করতে পারো,কত সুন্দর করে কথা বলো। কি গুণ নেই তোমার! একদম ওয়াইফ ম্যাটেরিয়াল। এমন একটা শ্যূটার পার্টনার থাকলে আর কি লাগে? শুনলাম তুমি সিঙ্গেল। ভাবতেই পারিনি তোমার মতো এত সুন্দরী মেয়ে সিঙ্গেল থাকবে।শুধু দেখি তোমায়। তবে সামনে গিয়ে কথা বলতে ভয় করে। যদি বুক বরাবর গুলি করে দাও৷ একটু সাহস দিলে সামনে এসে ভালোবাসা জাহির করতে পারতাম।

-তোমার জন্য পাগল কোনো সিনিয়র।

10/05/2025

to : asefull Islam
dept : mathematics
session: 2023- 2024

আপনার লেখা আমি প্রায়ই পড়ি , যখনই পড়ি তখনই এক অজানা রাজ্যে হারিয়ে যাই । মনে হয় সবকিছু আমাকেই বলছেন । আপনাকে আমি অনেকদিন ধরে ফলো করি , কিন্তু আপনি একবারও চেয়ে দেখেননি । এক পড়ন্ত বিকালে ২ জন চা খেতে খেতে আপনার গল্প শুনতে চাই , আর বলতে চাই আমার না বলা কথা ।
ইতি : আপনার শুভাকাঙ্ক্ষী। (edited)

গোবিপ্রবির সবচেয়ে অবহেলিত হল শেখ রেহেনা!আজ তিন দিন ধরে খাবার পানি নাই, ওয়াশরুমে ঠিকমতো পানি থাকে না। হল প্রশাসনের বার বা...
10/05/2025

গোবিপ্রবির সবচেয়ে অবহেলিত হল শেখ রেহেনা!

আজ তিন দিন ধরে খাবার পানি নাই, ওয়াশরুমে ঠিকমতো পানি থাকে না। হল প্রশাসনের বার বার অবগত করার পরও কোনো সমাধান পাইনা। জানি না হল প্রশাসনের এসব বেপার গুলো নিয়ে ভাবার সময় আছে কিনা!

এবার আসি হলের ডাইনিং এর কথায়,.. আমরা জানি ছেলেদের হলে ক্যান্টিন টাইপের সিস্টেমে চলে, যেখানে তারা খাবার দরকার হলে টাকা দিয়ে কিনে খেতে পারে। কিন্তু আমাদের বেলা ফিক্সড মিল সিস্টেম! কেন? তারপরও গতমাসের খড়ি বিল (৮০৳) নিয়ে গেছে স্টুডেন্টদের কাছ থেকে।কিন্তু আজ ২০ দিন পার হবার পরও ডাইনিং চালু হয়নি। আমাদের হল প্রভোষ্ট ম্যামদের কাছে অনুরোধ থাকবে ডাইনিং ফিক্সড মিল বাধ রেখে ছেলেদের হলের ডাইনিং সিস্টেমে ডাইনিং চালু করতে।

পরিশেষে হল প্রভোষ্ট কে বলবো যদি হল সুষ্ঠ ভাবে পরিচালনা না করতে পারেন তাহলে বেহায়ার মতো দরকার নাই আপনার এখানে থাকার।

- শেখ রেহেনা হলের একজন বাসিন্দা

26/04/2025

To: মোহাম্মদ আলী তোহা
From: দূর থেকে প্রেমে পড়া কেউ একজন।💞
🦋Dear Toha,🦋

You're very generous🤍 person. দেখতে কেমন সেটা কখনোই সৌন্দর্যের মাঠকাঠি না। এটা একটা বোনাস এর মতো। আসল হলো মানুষের ব্যক্তিত্ব,আচরন, চরিত্র মনের সৌন্দর্য এগুলো।
কিন্তু মিস্টার তোহা আপনার মধ্যে এই দুটাই আছে। যা আমাকে স্থির থাকতে দেয় না মোটেও । আপনার মধ্যে আছে দয়ামায় ও দানশীলতার মনোভাব যা আপনার মধ্যে সবচেয়ে আকর্ষণীয়। প্রেসক্লাবে আপনার এই ছবিটা যেখানে আপনি বাচ্চা কোলে নিয়ে আদর করছেন এটা দেখেই আমার আকর্ষন দ্বিগুণ হয়ে যায়।

ইতি,
আপনার প্রেয়সী হতে চায় এমন কেউ🌹🥀

26/04/2025

To: Jannatul Fardos (বনলতা)
Dept.: CSE
Session: 2021-22

"তুমি CSE’র সবচেয়ে বড় bug,
কিন্তু আমি চাই—এই bug কখনো fix না হোক।
তোমার এক ঝলকে আমার entire system hang হয়ে যায়,
আর হাসলে তো মনে হয়—compiler error নয়, সেটা pure magic!
তোমার এক ‘Hi’ হলেই আমার life debug হয়ে যায়।
তুমি কি আমার জীবনের final project হতে চাও?" ❤️💻

From: Someone from RU

26/04/2025

From:তোমার রুপকথার গল্পের রাজকন্যা হতে চাওয়া মেয়ে
To: soumo dipto
Department:History (2022-23)
Dear soumo
আমি আশা করি এই চিঠিটি আপনাকে ভালভাবে খুঁজে পাবে, কারণ আমি স্বীকার করছি যে আমার হৃদয়ে যে অনুভূতিগুলি ফুলে উঠেছে। এতদিন, আমি তোমাকে দূর থেকে প্রশংসা করেছি, কিন্তু এখন, আমি আর তারকা হওয়ার ভান করতে পারি না।আপনি কি আমার রুপকথার গল্পের রাজপুত্র হবেন?? আর আমি হবো আপনার রুপকথার গল্পের রাজকন্যা🤭🤭
আপনার সুন্দর চোখ এবং আপনার সংক্রামক হাসি, আপনার সদয় হৃদয় যা অতিরিক্ত মাইল যায়, এই সমস্ত জিনিস এবং আরও অনেক কিছু আমার হৃদয় দখল করেছে, এবং এখন, আমি প্রতিজ্ঞা করি যে আমাদের কখনই আলাদা হতে দেব না।
আমি জানি এটি একটি আশ্চর্য হিসাবে আসতে পারে, কিন্তু তোমার প্রতি আমার ভালবাসা কোন ছদ্মবেশ ছিল না. আপনি প্রতিদিন আমার জীবনে আলো আনেন, এবং আমি আপনার পথ উজ্জ্বল করতে চাই।
অনুগ্রহ করে আমার ভালবাসা বিবেচনা করুন এবং একটি সুযোগ নিন, কারণ আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনি এই রোম্যান্সের জন্য অনুশোচনা করবেন না। আসুন একসাথে এই যাত্রাটি অন্বেষণ করি, এবং চিরকাল স্থায়ী হবে এমন স্মৃতি তৈরি করি।
আপনার পোস্টগুলা আমি নিয়মিত দেখি। আর এতো কিউট কেন আপনি।আপনার স্টাইল,আপনার চলাফেরা আপনার ফেসবুকে আপলোড করা ছবি আমার অনেক অনেক ভালো লাগে। আমি বারবার নিজেকে আটকানোর চেষ্টা করেছি কিন্তু পারি নি।আমি আপনার ওপর ক্রাশ খেয়েছি। প্রতিদিন আপনার ফেসবুক স্ক্রল করি।প্রতিদিন আপনাকে দেখি।আপনি কি আমার রুপকথার রাজপুত্র হবেন??সময় হলে আমি একদিন আপনাকে নক দিবোনে। শুধু আপনার ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করবেন না।

ইতি,
তোমার রুপকথার রাজকন্যা 🤭

26/04/2025

To:-Smriti
Dept:-mathematics.
Session:-23-24
From: সেই পাগল, যে তোমার হাসিতে হারায়.😅

আমি আগে সুখ খুঁজতাম ছোট ছোট জিনিসে সূর্যাস্তে, গান শুনে, বৃষ্টির ফোঁটায়। কিন্তু যেদিন তোমায় চিনলাম, সবকিছু যেন থেমে গেল। তুমি আমার প্রতিটি ভাবনার কেন্দ্রে এসে দাঁড়ালে। কখন যে তোমার হাসিতে, তোমার কথা বলার ভঙ্গিতে হারিয়ে গেলাম, টেরই পেলাম না। তোমায় ভালো লেগে গেছে অসাধারণভাবে। যদি সুযোগ দাও আমি চাই তোমার প্রতিটি দিনকে হাসিতে ভরিয়ে দিতে।...

তোমার প্রহর গুণায় কোনো একজন.....

Address

Gopalgonj
Dhaka
8100

Telephone

+8801714558283

Website

Alerts

Be the first to know and let us send you an email when Crushes & Confession GSTU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category