27/07/2025
‘আবদুল্লাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ
নবী (সাঃ) বলেছেন: কোন নারী তার বাড়ির সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন কক্ষে বসে যে সালাত আদায় করে, সেই সালাত আল্লাহর কাছে অধিক প্রিয়।
ফুটনোট: হাসান লিগাইরিহি : ইবনু খুযাইমাহ হা/১৬৯১, ১৬৯২- হাদীসের শব্দাবলী তার, ত্বাবারানী, সহীহ আত-তারগীব হা/৩৪৩। তাহক্বীক্ব আলবানী : হাসান লিগাইরিহি।
সহিহ ফাযায়েলে আমল, হাদিস নং ১৪৩
হাদিসের মান: হাসান লিগাইরিহি
সোর্স: আল হাদিস অ্যাপ,