পথের আশিক - Pother Ashiq

পথের আশিক - Pother Ashiq Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from পথের আশিক - Pother Ashiq, Video Creator, Dhaka.

"পথের আশিক" –

চলার পথে যা দেখি, যা অনুভব করি, তাই শেয়ার করি।
ভ্রমণ, ইতিহাস, মানুষের সংগ্রাম, কৃষকের জীবন ও অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আমার পথচলা।
চলো, পথে হাঁটি… নতুন কিছু জানি, নতুন কিছু শিখি!


📍 সাথে থাকুন, "পথের আশিক"-এর যাত্রায়!

04/08/2025

আজ দূর থেকে দেখছিলাম দুই ভাইয়ের জীবন যুদ্ধ।
না, তাদের হাতে নেই দামী নৌকা, নেই ইঞ্জিনচালিত জাহাজ।
তবুও নদীর পাড়ে দাঁড়িয়ে বারবার জাল ফেলছেন — শুধু আশায়,
"এইবার হয়তো একটাও মাছ উঠবে!"

এই ভিডিওটা শুধু মাছ ধরার নয়,
এটা দৃঢ় মনোবল আর বেঁচে থাকার প্রতীক।
এইরকম মানুষেরা আমাদের আশেপাশেই আছে — চুপচাপ লড়াই করছে প্রতিদিন।
আপনিও দেখুন, হয়তো আপনার দিনটাকেও একটু মানবিক করে তুলবে।

#জীবনেরছবি #মানবিকভাষ্য #বাংলারনদী #মাছধরা

02/08/2025

প্রতিদিন ভোরে নদীপাড়ে শুরু হয় জীবনের নতুন সংগ্রাম।
কে পাবে বেশি মাছ, কে ফিরবে খালি হাতে—তার উপর নির্ভর করে পরিবারের হাসি-কান্না।
আমি গিয়েছিলাম তাদের জীবনযাত্রার এই বাস্তব চিত্র দেখতে—নৌকায় মাছ ধরা থেকে শুরু করে বিক্রি পর্যন্ত পুরো প্রক্রিয়া ধারণ করেছি।

#জীবনেরসংগ্রাম #মাছধরা

29/07/2025

💚 Nature, Emotion, and Connection—সব কিছু একসাথে।

28/07/2025

🌊 "নদীর কূলের নীরবতা আর নৌকার কোলাহল — প্রকৃতির সঙ্গে কিছু মুহূর্ত শেয়ার করছি... লাইভে আছি এখনই!"
🌿 "Live from the riverside — the calm water, the boats, and nature’s own melody. Stay with me!"

লি.বি.য়া ও মি.শ.রের কিছু মুসলিম ভাই —তাঁরা প্লাস্টিক বোতলে ভরে দিচ্ছেন খাবার, শুকনো রুটি, খেজুর আর ছোটখাটো প্রয়োজনীয় জিন...
24/07/2025

লি.বি.য়া ও মি.শ.রের কিছু মুসলিম ভাই —
তাঁরা প্লাস্টিক বোতলে ভরে দিচ্ছেন খাবার, শুকনো রুটি, খেজুর আর ছোটখাটো প্রয়োজনীয় জিনিস।
তারপর সেই বোতলগুলো ছুঁড়ে দিচ্ছেন বিশাল সমুদ্রের দিকে...
একটি আকুতি নিয়ে —
“হে আল্লাহ! এই ঢেউগুলো যেন পৌঁছে দেয় আমাদের অসহায় ভাইদের কাছে... গা.জার উপকূলে।”

এই দৃশ্য কেবল খাবার বা সাহায্যের নয়,
এ যেন এক নীরব কান্না, এক শব্দহীন দোয়া...

তাঁরা জানেন, আধুনিক বিশ্বের চোখে এটা “অসম্ভব”।
কিন্তু তাঁদের ভরসা সেই সত্তার ওপর —
যিনি এককালে শিশু মূসা (আঃ)-কে ঝাঁপিতে ভাসিয়ে ফেরাউনের প্রাসাদের সামনে পৌঁছে দিতে পারেন,
তাঁর পক্ষে এ কাজটিও কঠিন কিছু নয়।

#গাজা #মুসলিমভ্রাতৃত্ব #আল্লাহর_রহমত
#মানবতার_ডাকে #ভাইয়ের_প্রচেষ্টা

ড. মুহাম্মদ ইউনূস
23/07/2025

ড. মুহাম্মদ ইউনূস

ভুয়া তথ্য ছড়াতে এসে ফেঁ*সে গেলেন ভুয়া শিক্ষার্থী।
23/07/2025

ভুয়া তথ্য ছড়াতে এসে ফেঁ*সে গেলেন ভুয়া শিক্ষার্থী।

আমরা হুজুগে বাঙালি যাচাই-বাছাই ছাড়া এই ব্যক্তিকে নিয়ে নানা রকম পোস্ট, নানা মন্তব্য—শুধু ছাত্রলীগ বলেই মানুষ বিচার করে ...
22/07/2025

আমরা হুজুগে বাঙালি যাচাই-বাছাই ছাড়া এই ব্যক্তিকে নিয়ে নানা রকম পোস্ট, নানা মন্তব্য—শুধু ছাত্রলীগ বলেই মানুষ বিচার করে ফেলেছি ।
কিন্তু জানা গেল, তিনি আসলে একজন জুলাই যোদ্ধা ছিলেন।
এই একটা ঘটনার মধ্যেই বোঝা যায়—তথ্য যাচাই ছাড়া মন্তব্য করা কতটা অন্যায় হতে পারে।
চলুন, আমরা আর না জেনে কাউকে নিয়ে বলা বন্ধ করি।

#ভুল_তথ্যে_বিচার_নয়
#তথ্য_যাচাই_নাগরিক_দায়িত্ব
#সতর্ক_থাকি_সচেতন_হই

Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when পথের আশিক - Pother Ashiq posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পথের আশিক - Pother Ashiq:

Share

Category