16/12/2025
বিজয় দিবস উপলক্ষে সরাইলের অরুয়াইল বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত
আলোর সারথি ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজারে এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (বিজয় দিবস) রাতের এই র্যালিটি অরুয়াইল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আব্দুস সাত্তার ডিগ্রি কলেজ গেটের সামনে এসে শেষ হয়।
জেলা যুবদলের সহ-কৃষি বিষয়ক সম্পাদক মো. ইয়াকুবের উদ্যোগে আয়োজিত এ বিজয় র্যালিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
র্যালিতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সহ-কৃষি বিষয়ক সম্পাদক মো. ইয়াকুব, অরুয়াইল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম. রিফাত বিন জিয়া, অরুয়াইল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম শফিক ও হাজী মো. আক্কাস, যুবদল নেতা ডা. গাজী মো. শফিক, অরুয়াইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন সরাইল উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সদস্য সচিব ও অরুয়াইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. বশির খান, অরুয়াইল ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হাজী মো. ইব্রাহীম, অরুয়াইল ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফয়সাল আহমেদ দুলাল, সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য দিন ইসলাম, পাকশিমুল ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. রিপন, ছাত্রদল নেতা জুলহাসসহ অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
র্যালি চলাকালে অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধ ও বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন স্লোগান দেন। এতে অরুয়াইল বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং পুরো এলাকাজুড়ে বিজয়ের আমেজ ছড়িয়ে পড়ে।
আয়োজকেরা জানান, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই বিজয় র্যালির আয়োজন করা হয়েছে।