আলোর সারথি পত্রিকা

আলোর সারথি পত্রিকা প্রিন্ট ও অনলাইন পত্রিকা
(রেজি:নং-চ-৭৬০)
"সত্যের পথে সংগ্রামী"
(2)

17/12/2025

হুমায়ুন কবির জামিনে মুক্ত হয়ে মিছিল শেষে বক্তব্য কি বললেন বিস্তারিত শুনুন -

16/12/2025

সরাইলের অরুয়াইল ফুলকলি কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুলে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন -

অরুয়াইলে মহান বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলি
16/12/2025

অরুয়াইলে মহান বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলি

16/12/2025

সরাইলে মহান বিজয় দিবসে অরুয়াইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা নিবেদন ও বর্ণাঢ্য র‌্যালি

মহান বিজয় দিবস  উপলক্ষে অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ--
16/12/2025

মহান বিজয় দিবস উপলক্ষে অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ--

অরুয়াইল ফুলকলি কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানআলোর সারথি ডেস্ক : সরাইলের  অর...
16/12/2025

অরুয়াইল ফুলকলি কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

আলোর সারথি ডেস্ক : সরাইলের অরুয়াইল ফুলকলি কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আজ ১৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. হিরু মিয়া মাস্টার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এডভোকেট মো. জালাল উদ্দিন আহমেদ, কাজী আব্দুল হামীম, আ ক ম আল আমীন, মো: আসিফ ইকবাল খোকন ও ডা. আল মামুন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, সুশিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। শিক্ষার্থীদের সততা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের মাধ্যমে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলা করার আহ্বান জানান তারা।

বিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় মোট ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মো. নুজরুজ্জামান। শেষে শিক্ষার্থীদের সার্বিক সাফল্য ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

16/12/2025

বিজয় দিবস উপলক্ষে সরাইলের অরুয়াইল বাজার বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত -

বিজয় দিবস উপলক্ষে সরাইলের অরুয়াইল বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত আলোর সারথি ডেস্ক :  মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়ি...
16/12/2025

বিজয় দিবস উপলক্ষে সরাইলের অরুয়াইল বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত

আলোর সারথি ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজারে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (বিজয় দিবস) রাতের এই র‌্যালিটি অরুয়াইল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আব্দুস সাত্তার ডিগ্রি কলেজ গেটের সামনে এসে শেষ হয়।

জেলা যুবদলের সহ-কৃষি বিষয়ক সম্পাদক মো. ইয়াকুবের উদ্যোগে আয়োজিত এ বিজয় র‌্যালিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

র‌্যালিতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সহ-কৃষি বিষয়ক সম্পাদক মো. ইয়াকুব, অরুয়াইল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম. রিফাত বিন জিয়া, অরুয়াইল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম শফিক ও হাজী মো. আক্কাস, যুবদল নেতা ডা. গাজী মো. শফিক, অরুয়াইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন সরাইল উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সদস্য সচিব ও অরুয়াইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. বশির খান, অরুয়াইল ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হাজী মো. ইব্রাহীম, অরুয়াইল ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফয়সাল আহমেদ দুলাল, সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য দিন ইসলাম, পাকশিমুল ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. রিপন, ছাত্রদল নেতা জুলহাসসহ অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

র‌্যালি চলাকালে অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধ ও বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন স্লোগান দেন। এতে অরুয়াইল বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং পুরো এলাকাজুড়ে বিজয়ের আমেজ ছড়িয়ে পড়ে।

আয়োজকেরা জানান, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই বিজয় র‌্যালির আয়োজন করা হয়েছে।

16/12/2025

বিজয় দিবসে অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজ ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

কলেজ প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে সরাইল উপজেলার অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বিজয় দিবসের কর্মসূচির অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. জিহাদ এবং সহ-সভাপতি তামিম ইকবাল ও মোস্তফা এনাম-এর নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশপ্রেম, গণতন্ত্র ও স্বাধীনতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়তে ছাত্রদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে। শহীদদের আত্মত্যাগ কখনোই বিস্মৃত হওয়ার নয় এবং তাদের আদর্শ অনুসরণ করাই আজকের প্রজন্মের প্রধান দায়িত্ব।

শ্রদ্ধা নিবেদন শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের বিনম্র শ্রদ্ধাসারমিন ইসলাম : মহান বিজয় দিব...
16/12/2025

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের বিনম্র শ্রদ্ধা

সারমিন ইসলাম : মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পক্ষ থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদ বীর মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর বাংলার মানুষ চূড়ান্ত বিজয় অর্জন করে। শহীদদের আত্মত্যাগ ও বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতা জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। তাঁদের রক্তের বিনিময়েই অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা।

বিবৃতিতে আরও বলা হয়, মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও দেশপ্রেমের চেতনায় নতুন করে উজ্জীবিত করে। একই সঙ্গে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারে জাতিকে অনুপ্রাণিত করে এই দিনটি।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা মনে করে, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে সত্য, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমে দেশ ও মানুষের সেবায় কাজ করাই আজকের দিনে সাংবাদিকদের সর্বোচ্চ দায়িত্ব ও অঙ্গীকার।

মহান বিজয় দিবসে সংগঠনের পক্ষ থেকে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আবারও গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা জানানো হয়।

15/12/2025

বিজয় দিবস উপলক্ষে সরাইলের অরুয়াইল বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত -
HighLight

সরাইল উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সদস্য সচিব নির্বাচিত হলেন মো: বশির খানআলোর সারথি ডেস্ক :  ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজ...
15/12/2025

সরাইল উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সদস্য সচিব নির্বাচিত হলেন মো: বশির খান

আলোর সারথি ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন মো. বশির খান। তিনি বর্তমানে অরুয়াইল ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক-১ হিসেবে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে মো. বশির খান নানা প্রতিকূলতার মধ্য দিয়ে রাজনীতির মাঠে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। গত ১৭ বছরে তিনি একাধিক রাজনৈতিক মামলার শিকার হন। মামলার কারণে দীর্ঘ সময় তাকে বাড়িতে রাত্রিযাপন করতে না পেরে পালিয়ে থাকতে হয়েছে। পরিবার ও ব্যক্তিগত জীবনের নানা ত্যাগ স্বীকার করেও তিনি রাজনীতি থেকে সরে যাননি।

স্থানীয় নেতাকর্মীদের মতে, মো. বশির খান একজন বিচক্ষণ, ধৈর্যশীল ও দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিত্ব। রাজনৈতিক সংকট ও দুঃসময়ে সংগঠনের নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে তিনি বারবার নেতৃত্বের পরিচয় দিয়েছেন। তার সাংগঠনিক দক্ষতা ও ত্যাগী ভূমিকার কারণে তৃণমূল পর্যায়ে তিনি ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

নবনির্বাচিত সদস্য সচিব মো. বশির খান বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করছি। দীর্ঘদিন নানা নির্যাতন ও মামলার শিকার হয়েছি, কিন্তু আদর্শ থেকে একচুলও বিচ্যুত হইনি। এই দায়িত্ব আমার জন্য সম্মান যেমন, তেমনি বড় দায়িত্ব। সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে শহীদ জিয়া স্মৃতি সংসদকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কাজ করব।”

তিনি আরও বলেন,“রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের অধিকার রক্ষা ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধার। তরুণ প্রজন্মকে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করে আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠাই আমার অঙ্গীকার।”

নেতাকর্মীরা আশা প্রকাশ করে বলেন, মো. বশির খানের নেতৃত্বে সরাইল উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ আরও সংগঠিত ও কার্যকর ভূমিকা রাখবে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when আলোর সারথি পত্রিকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আলোর সারথি পত্রিকা:

Share