Saradin

Saradin সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং লাইক দিয়ে একটিভ থাকবেন
Channel Saradin র একটি অঙ্গ প্রতিষ্ঠান
(2)

ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পেছনের এই মুহূর্তগুলোই আসল গল্প বলে — পরিশ্রম, পরিকল্পনা আর টিমওয়ার্কেই তৈরি হয় শিল্পের আস...
24/09/2025

ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পেছনের এই মুহূর্তগুলোই আসল গল্প বলে — পরিশ্রম, পরিকল্পনা আর টিমওয়ার্কেই তৈরি হয় শিল্পের আসল সৌন্দর্য।

ক্যামেরা আর অ্যাকশনের বাইরেও এমন কিছু মুহূর্ত থাকে, যা স্মৃতি হয়ে থাকে। আমাদের কঠোর পরিশ্রম আর ভালোবাসার ফসল খুব শীঘ্রই ...
19/09/2025

ক্যামেরা আর অ্যাকশনের বাইরেও এমন কিছু মুহূর্ত থাকে, যা স্মৃতি হয়ে থাকে। আমাদের কঠোর পরিশ্রম আর ভালোবাসার ফসল খুব শীঘ্রই আসছে!

রঙের ছোঁয়ায় যেন প্রাণের ছন্দ লুকিয়ে আছে। শাড়ি শুধু একটি পোশাক নয়, এটি বাঙালি নারীর অনন্য রূপ আর গর্বের পরিচয়। সৌন্দর্য ত...
19/09/2025

রঙের ছোঁয়ায় যেন প্রাণের ছন্দ লুকিয়ে আছে। শাড়ি শুধু একটি পোশাক নয়, এটি বাঙালি নারীর অনন্য রূপ আর গর্বের পরিচয়। সৌন্দর্য তখনই পূর্ণতা পায়, যখন তাতে মিশে থাকে স্বাভাবিক হাসি, মনের শক্তি আর নিজের প্রতি ভালোবাসা। নারীর আসল সৌন্দর্য শুধু বাহ্যিক সাজে নয়, বরং তার আত্মবিশ্বাস আর স্বকীয়তায়। কারণ, সত্যিকারের রূপ হলো ভেতরের আলো, যা চারপাশ আলোকিত করে।

01/09/2025

ভাবিরা কেনো এমন হয়

একজন স্বামী শুধু স্বামী হলেই দায়িত্ব শেষ হয় না।কিন্তু যখন তিনি হয়ে ওঠেন জীবনের সবচেয়ে কাছের বন্ধু,তখন সংসারটা শুধু সংসার...
31/08/2025

একজন স্বামী শুধু স্বামী হলেই দায়িত্ব শেষ হয় না।
কিন্তু যখন তিনি হয়ে ওঠেন জীবনের সবচেয়ে কাছের বন্ধু,
তখন সংসারটা শুধু সংসার থাকে না—
এটা হয়ে যায় ভালোবাসা, হাসি আর আস্থায় ভরা এক রূপকথার গল্প। 💖

চুপিচুপি হাওয়া বলে তোমার কথাতারারাও শোনে মিষ্টি ব্যথাতোমায় ছাড়া এই মন কাঁদেতোমার ছোঁয়ায় স্বপ্ন বাঁধে
30/08/2025

চুপিচুপি হাওয়া বলে তোমার কথা
তারারাও শোনে মিষ্টি ব্যথা
তোমায় ছাড়া এই মন কাঁদে
তোমার ছোঁয়ায় স্বপ্ন বাঁধে

চাঁদের আলোয় ভাসে তোমার মুখনিশি রাতে জোছনা দেয় সুখ
30/08/2025

চাঁদের আলোয় ভাসে তোমার মুখ
নিশি রাতে জোছনা দেয় সুখ

কষ্ট তো সবার জীবনেই আসে। কিন্তু কষ্টকে শুধু কষ্ট মনে করলে মন ভারী হয়ে যায়। বরং যদি সেই কষ্টকে শিক্ষা হিসেবে গ্রহণ করতে প...
30/08/2025

কষ্ট তো সবার জীবনেই আসে। কিন্তু কষ্টকে শুধু কষ্ট মনে করলে মন ভারী হয়ে যায়। বরং যদি সেই কষ্টকে শিক্ষা হিসেবে গ্রহণ করতে পারি, আর তাকে আনন্দে রূপান্তর করার শক্তি অর্জন করি—
তাহলেই সুখী থাকা সম্ভব। মনে রাখবেন, সুখ বাইরের কোনো কিছু নয়,
বরং আপনার ভেতরের দৃষ্টিভঙ্গিই সুখ তৈরি করে।
#জীবন #সুখ #পজিটিভ_ভাবনা

25/08/2025
দুজনের চিন্তাভাবনা, ভালো লাগা বা পছন্দের বিষয়গুলো যখন এক হয়, তখন বয়সটা কেবল একটা সংখ্যা হয়ে দাঁড়ায়
23/08/2025

দুজনের চিন্তাভাবনা, ভালো লাগা বা পছন্দের বিষয়গুলো যখন এক হয়, তখন বয়সটা কেবল একটা সংখ্যা হয়ে দাঁড়ায়

কে বলছে বাঁচার জন্য নিজের একটা মানুষ লাগে - এই প্রশ্নটি প্রচলিত ধারণার প্রতি এক চ্যালেঞ্জ। সমাজ আমাদের শেখায়, একজন সঙ্গী...
23/08/2025

কে বলছে বাঁচার জন্য নিজের একটা মানুষ লাগে - এই প্রশ্নটি প্রচলিত ধারণার প্রতি এক চ্যালেঞ্জ। সমাজ আমাদের শেখায়, একজন সঙ্গী ছাড়া জীবন অসম্পূর্ণ। কিন্তু এই লাইনটি সেই ধারণা ভেঙে দেয়। এটি মনে করিয়ে দেয়, বাঁচার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি হলো আমি নিজে। নিজের স্বপ্ন, নিজের ভালো লাগা, নিজের স্বাধীনতা – এগুলোই জীবনকে পূর্ণতা দেয়

Address

203, West Nakhalpara Tejgaon
Dhaka
1215

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saradin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saradin:

Share