Mon Munia

Mon Munia I am Munia.I have born to be true, not to be perfect

পৃথিবীর অনেক কিছুই রিপ্লেসেবল হয়, তবে কিছু কিছু জিনিস কখনোই রিপ্লেসেবল হয় না।এই যেমন ধরেন; আপনি বেকার থাকাকালীন আপনার য...
14/07/2025

পৃথিবীর অনেক কিছুই রিপ্লেসেবল হয়, তবে কিছু কিছু জিনিস কখনোই রিপ্লেসেবল হয় না।

এই যেমন ধরেন; আপনি বেকার থাকাকালীন আপনার যে বন্ধুটি নিজের পকেটের সীমিত টাকার মধ্য থেকেও আপনার শূন্য পকেটের অবস্থা বুঝে চায়ের বিলটি দিয়ে দিত। আপনার যে প্রেমিক কিংবা প্রেমিকাটি আপনার দারিদ্রা বা অসহায়ত্ব সম্পর্কে জানার পরও আপনার সাথে থেকে গিয়েছিল, তার কোনো রিপ্লেসমেন্ট হয় না।

আপনার বিষন্নতার খোঁজ জানতে পেরে আপনার দুর্দিনে যে মানুষটি মাথায় হাত বুলিয়ে দিয়ে "ভয় পেয়ো না, আমি আছি।" বলেছিল, তার কোনো রিপ্লেসমেন্ট কিছুতেই হয় না !💜🌸

Ami nije ei karone nailpolish deina, age everyday rong change kortam. আমি কিছুদিন আগে আমার বড় খালার বাসায় বেড়াতে গিয়েছি...
14/07/2025

Ami nije ei karone nailpolish deina, age everyday rong change kortam.
আমি কিছুদিন আগে আমার বড় খালার বাসায় বেড়াতে গিয়েছিলাম। খালার ধর্মীয় জীবন বরাবরই আমাকে ভাবিয়ে তোলে—তিনি খুব পরহেজগার, নামাজ-রোজা ঠিকমতো করেন, মুখে সবসময় কোরআনের আয়াত অথবা কোনো হাদিস ভাসে।

এক বিকেলে আমি যখন আয়নার সামনে দাঁড়িয়ে হাতে-পায়ে নেলপালিশ দিচ্ছিলাম, খালা হঠাৎ এসে পাশে দাঁড়িয়ে বললেন,
"মিতালি মা, নেলপালিশ দিস না… এটা ওজুর বাধা। আর জানিস তো, আল্লাহর রাসূল (সঃ) বলেছেন—পতিতালয়ের নারীদের অন্যতম বৈশিষ্ট্য ছিল রঙিন নখ। (বানীতে: আব্দুর রাজ্জাক বিন ইউসুফ)"

আমি একটু হেসেই বলেছিলাম,
"খালা, এখন তো সবাই দেয়! রিমুভার দিলে উঠে যায় তো, এত ভয় দেখাইয়ো না!"
খালাও চুপ করে গিয়েছিলেন, হয়তো কেবল আল্লাহর কাছে দোয়া করেছিলেন—এই মেয়ে যেন একদিন নিজে বুঝে।

তারপর কয়েক দিন পরে ঘটল এক এমন ঘটনা—যেটা চোখের সামনে দেখার পর আজও আমি রাতে ঘুমাতে গেলে সেই দৃশ্য মনে পড়ে গা শিউরে ওঠে!

খালার পাশের বাড়ির এক চেনা মহিলা—ভদ্র, পর্দানশীন, সদালাপী—হঠাৎ রাত ১টায় মারা গেলেন। স্বাভাবিক মৃত্যু। সবাই ভাবছিলো, সকালে জানাজা হবে—জোহরের দিকে মাটি দেয়া যাবে।

মরদেহটা রাখা হলো বরফের উপর। পুরো ঘরে কান্নার শব্দ, শোকের ভার যেন ঘর ভেঙে পড়বে এমন।

সকাল বেলা যখন তাকে গোসল করাতে ইমাম সাহেবের স্ত্রী ঘরে গেলেন, হঠাৎ দেখলেন—মৃত মহিলার হাত-পায়ে চকচকে গাঢ় রঙের নেলপালিশ!
তিনি কোনো কথা না বলে বাইরে এসে স্বামীকে ডাকলেন, খুব আস্তে কানে বললেন—

"আপনারা গোসল দিচ্ছেন… কিন্তু ওনার নখে নেলপালিশ!"

ইমাম সাহেব থমকে গেলেন। দ্রুত এসে লাশ দেখলেন। তারপর মহিলার ছেলেমেয়েদের ডেকে বললেন:
"আপনাদের আম্মাকে এখন দাফন করা যাবে না। প্রতিটি নখে নেলপালিশ। ওজু হয়নি, গোসলও হয়নি। যতক্ষণ পর্যন্ত নেলপালিশ না উঠবে, জানাজাও হবে না, দাফনও না। এটা শরীয়তের নিয়ম।"

সবার মুখ শুকিয়ে গেল।
হাত-পা কাঁপছে সবার, কান্না থেমে গিয়ে শুরু হলো উৎকণ্ঠা।
রিমুভার আনা হলো… কাজ হলো না!
কেরোসিন, ব্লেড, তুলা—কোনো কিছুতেই নেলপালিশ উঠছে না।

ততক্ষণে লাশ ফুলে গেছে।
সারা শরীর থেকে অদ্ভুত গন্ধ।
পোকা-মাকড় চারদিক দিয়ে ভিড় করছে।
নতুন বরফ এনে আবার রাখা হলো।
তবুও… নেলপালিশ কিছুতেই উঠছে না!

রাত হয়ে এলো।
এশার ওয়াক্ত পেরিয়ে গেছে।
একজন মা, স্ত্রী, মুসলিম নারী—মাটির অপেক্ষায় কষ্ট পাচ্ছেন।
সবাই ইমাম সাহেবকে অনুরোধ করলো,
"হুজুর, এমনি করে দাফন দেই না? আর রাখা যাচ্ছে না!"

ইমাম সাহেব ধীরে বলে উঠলেন,
"এই অবস্থায় দাফন করলে ওনার আজাব অনেক বেশি হবে। শরীরের যেই অংশে ওজু না হয়, সেই অংশ আগুনে পুড়ে যাবে—এটা কোনো কাহিনী না, হাদিসে আছে।"

শেষমেশ সবাই মিলে সিদ্ধান্ত নিল—
তার প্রতিটা নখ কেটে ফেলা হবে!
একটা একটা করে কাটা হলো—একটা লাশের আঘাত সহ্য করার ক্ষমতা নেই, কিন্তু আমাদের ভুলে তাকে এভাবে সহ্য করতে হলো।

ফজরের পরে তাকে দাফন করা হলো—একটা মৃতদেহ, যার ওজু সম্পূর্ণ হলো নখ হারিয়ে…!

প্রিয় বোনেরা,
এই ঘটনা আমি আমার চোখে দেখেছি।
আজও যেন সেই লাশটার ব্যথা আমার বুকের মধ্যে ঢুকে আছে।

নেলপালিশ কি এতটাই দরকার ছিল?
একটা গা শিউরে ওঠা মৃত্যু, আর একটা লাশ—যার জানাজা আটকে গেল শুধু আমাদের একটুখানি অবহেলায়।

আজও আমি আর কখনো নেলপালিশ দেই না।
আপনাদের বলি—অনেক সুন্দর মেহেদী দিয়ে হাত সাজান, ওজু হয়, পাপ হয় না।

আসুন, আজকেই প্রতিজ্ঞা করি—
"হে আল্লাহ, আমি আর নেলপালিশ ব্যবহার করবো না—তাওবা করি, তুমি ক্ষমা করো…!"

মৃত্যু তো বলে আসে না,
কারো বয়সের আগেই যেকোনো এক্সিডেন্টে মৃ*ত্যু হতে পারে.. তবে প্রস্তুতি তো আমাদের থাকা উচিত… নয় কি? 🍃

আল্লাহ আমাদের ঈমানের সঙ্গে মৃত্যু দিন। আমাদের নখ, চোখ, মুখ—সবকিছু পাক হোক সেই শেষ যাত্রার সময়… 🤲🏻
©️

ভুল আর অপরাধ এক না।  বর্বরতার শেষ সীমায় পৌঁছালে বয়ান পছন্দ না হওয়ায় খুতবা চলাকালীন একজন ইমামকে কু'পিয়ে জ'খম করার মতো ঘটন...
12/07/2025

ভুল আর অপরাধ এক না। বর্বরতার শেষ সীমায় পৌঁছালে বয়ান পছন্দ না হওয়ায় খুতবা চলাকালীন একজন ইমামকে কু'পিয়ে জ'খম করার মতো ঘটনা ঘটে। এদের যদি বিচার না করেন তাহলে আরও আরও ভয়ংকর পরিস্থিতি এই জাতিকে দেখতে হবে।

পৃথীবির সবচেয়ে বড় মিথ্যা শান্তনা হচ্ছে...,You Deserve better!!! 😅কাউকে একবার মনে ধরে গেলে,কে Better!!! কে কি Deserving, ...
12/07/2025

পৃথীবির সবচেয়ে বড় মিথ্যা শান্তনা হচ্ছে...,
You Deserve better!!! 😅
কাউকে একবার মনে ধরে গেলে,
কে Better!!! কে কি Deserving, এত সমিকরণ করার সময় কই,,,,🫠 আমরা চাই, যা ভাল্লাগে, সেটাই মূখ্য আসলে,,।আর Better এর কি শেষ আছে,?
আমি কারো থেকে Better!!!
কেউ আমার থেকে Better!!!
কেউ বা তার থেকে, কিন্তু ভালো লাগা যদি এক জায়গায় এসে থেমে জায়,,!"আটকে যায়, সে যেমনি হোক না কেনো, তার থেকে Better কেউ হতে পারে না, সেই Better!!! সেই Best """!😇

✍🏻🦋______জীবন বড়ই অনিশ্চিত তাই না!?জীবনের এতো পরিকল্পনা এতো ভাবনা চিন্তা করে কি কিছু হয়!!! কিছু কিছু পরিকল্পনা তো জোয়...
10/07/2025

✍🏻🦋______
জীবন বড়ই অনিশ্চিত তাই না!?

জীবনের এতো পরিকল্পনা এতো ভাবনা চিন্তা করে কি কিছু হয়!!! কিছু কিছু পরিকল্পনা তো জোয়ার ভাটার মতো।

আমরা কেউ কখনো বলতে পারি না আমাদের পরবর্তী সময়টা কেমন কাটবে, কিভাবে কাটবে।

জীবন আসলেই খুব সংক্ষিপ্ত কখন কি হবে কেউ জানে না। আমরা যত পরিকল্পনাই করি না কেন সময়ের স্রোতে সমস্তকিছুই বদলে যায় এক মুহুর্তেই।

এই অনিশ্চয়তাই হয়তো জীবনকে রহস্যময় করে তোলে।

"আমি আমাকেই চিনি না। যে আমি একসময় হেসে উঠতাম, অল্প কথায় খুশি হয়ে যেতাম, সে আমি কোথায় হারিয়ে গেল? আয়নায় তা'কিয়ে দেখি, চেন...
06/07/2025

"আমি আমাকেই চিনি না। যে আমি একসময় হেসে উঠতাম, অল্প কথায় খুশি হয়ে যেতাম, সে আমি কোথায় হারিয়ে গেল? আয়নায় তা'কিয়ে দেখি, চেনা মুখ, অচেনা মা'নুষ। চোখের নিচে ক্লান্তির দাগ, ভেতরে জমে থা'কা অনেক না-বলা কথা।

কখন যে বদলে গেছি নিজেই জানিনা, অভিমান জমেছে অভ্যাসের মত, নীরবতাই এখন সবচেয়ে বড় ভাষা। সব কিছু ঠিক আছে চারপাশে, তবুও নিজের ভেতরেই কিছু একটা ঠিক নেই। নিজেকে খুঁজতে খুঁজতে আজকা'ল নিজেকে'ই হারিয়ে ফেলি!🖤🥀

আপনার মন বিষন্ন দীর্ঘদিন যাবত বিষন্ন। প্রতিটা মুহূর্তে হতাশা অনুভব করেন। কি করলে একটু শান্তি পাবেন তা আপনি বুঝে উঠতে পার...
05/07/2025

আপনার মন বিষন্ন দীর্ঘদিন যাবত বিষন্ন। প্রতিটা মুহূর্তে হতাশা অনুভব করেন। কি করলে একটু শান্তি পাবেন তা আপনি বুঝে উঠতে পারেন না। আল্লাহর উপর ভরসা রাখুন।

আল্লাহ্ আপনাকে ভেঙে যেতে দিবেন না আর তিনি আপনার জন্য এমন জায়গা থেকে সাহায্য পাঠাবেন যা আপনি কল্পনা ও করতে পারবেন না। আল্লাহর নিয়ামতের উপর আস্থা রাখুন।

"যদি জীবনে অনেক দূর যেতে চাও, তাহলে একঘেয়ে হতে, চুপ থাকতে এবং একা থাকতে শিখো।" 🍒🌊
05/07/2025

"যদি জীবনে অনেক দূর যেতে চাও, তাহলে একঘেয়ে হতে, চুপ থাকতে এবং একা থাকতে শিখো।" 🍒🌊

পৃথিবী কঠিন, আপনি যদি দুর্বল থাকেন তো শেষ, জীবন কারও জন্য থেমে থাকবে না।আপনি ব্যর্থ হলে, মানুষ এক মিনিটও সময় দেবে না আপন...
04/07/2025

পৃথিবী কঠিন, আপনি যদি দুর্বল থাকেন তো শেষ, জীবন কারও জন্য থেমে থাকবে না।
আপনি ব্যর্থ হলে, মানুষ এক মিনিটও সময় দেবে না আপনার জন্য। এই দুনিয়ায় টিকে থাকতে হলে আপনাকে মজবুত হতে হবে – মানসিকভাবে, মানসিকতায়, সিদ্ধান্তে। তা নাহলে পৃথিবী আপনাকে গিলে ফেলবে, একটুও দয়া করবে না।😊🖤

-কারো অভাব কখনো প্রকাশ করো না, কারণ মানুষ সেই অভাবটাই কাজে লাগায় কষ্ট দেওয়ার জন্য.!😔💔
29/06/2025

-কারো অভাব কখনো প্রকাশ করো না, কারণ মানুষ সেই অভাবটাই কাজে লাগায় কষ্ট দেওয়ার জন্য.!😔💔

28/06/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

একটা জীবন বুঝলেনতো! একটাই জীবন! একদিন সকালবেলা জানালাটা খুলে দেখবেন বয়স হয়ে গেছে ব্যাস! বেলা ফুরালো!তাই দুঃখ নিয়ে পেরা...
28/06/2025

একটা জীবন বুঝলেনতো!
একটাই জীবন!
একদিন সকালবেলা জানালাটা খুলে দেখবেন বয়স হয়ে গেছে
ব্যাস! বেলা ফুরালো!
তাই দুঃখ নিয়ে পেরায় পরে থাকবেন না। Enjoy ur life to the fullest and love yourself ❤️

Address

Badda

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mon Munia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mon Munia:

Share