উন্মেষ সাহিত্য সাময়িকী

উন্মেষ সাহিত্য সাময়িকী সুস্থ সাহিত্য বিকশিত করার লক্ষ্যে

প্রাচীন দুর্গের সিঁড়ি যা অমরত্বের দরোজায় পৌঁছে দিতে পারে। অজানার দ্যুতি আলোকময় দেবদূতেরই প্রবল আকর্ষণ, যেহেতু বয়স বে...
17/08/2025

প্রাচীন দুর্গের সিঁড়ি যা অমরত্বের দরোজায় পৌঁছে দিতে পারে। অজানার দ্যুতি আলোকময় দেবদূতেরই প্রবল আকর্ষণ, যেহেতু বয়স বেড়ে চলেছে তাই মৃত্যুরূপী বাঘও পায়ের ছাপ ফেলেছে। মুক্ত ছন্দের সঙ্গে কবির ভাবব্যঞ্জনায়ও গভীরভাবে সম্পর্কিত হয়ে ওঠে। আবেগ এসে চিরন্তন মানবীয় আবেগে মিশে যায়। কথা বলে ওঠে সময়। তখন শামসুর রাহমানকেও আবহমান সময় চেতনার কবি হিসেবেই আমরা বরণ করে নিতে পারি।

তৈমুর খান শামসুর রাহমানের কবিতা পড়েই আমাদের বড় হওয়ার দিনগুলি স্মরণ করতে পারি। আমাদের হৃদয়ে যে আগুন ছিল তা জ্.....

কথাসাহিত্যিক সুমন মজুমদার-এর জন্মদিনে আমাদের শুভেচ্ছা...শুভ জন্মদিনজন্মদিনে উন্মেষে পড়ুন ও দেখুন সুমন মজুমদারের সাক্ষাৎক...
29/07/2025

কথাসাহিত্যিক সুমন মজুমদার-এর জন্মদিনে আমাদের শুভেচ্ছা...
শুভ জন্মদিন

জন্মদিনে উন্মেষে পড়ুন ও দেখুন সুমন মজুমদারের সাক্ষাৎকার। লিংক কমেন্টে-

ঈষৎ পাপী এ ফেনায় ফিরে ফিরে আসে কৌমুদ বনকেউ যদি দেখতে চায়, বুক ভরা হাওয়াতাকে বলিও, আগারগাঁও কলোনীর গাছেরা-
28/07/2025

ঈষৎ পাপী এ ফেনায়
ফিরে ফিরে আসে কৌমুদ বন
কেউ যদি দেখতে চায়, বুক ভরা হাওয়া
তাকে বলিও, আগারগাঁও কলোনীর গাছেরা-

চাঁদনী মাহরুবা আয়ুরেখা ধরে চলে গেছে যে নিরীহ জীবন [বিদ্ধস্ত প্লেন দুর্ঘটনায় মৃতদের প্রতি] পিঠে ডানা গজানোর ব্যাথ.....

অস্ট্রিক ঋষি। একজন কবি। 'সতীতালয়' বইয়ের জন্য পেয়েছে কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৪। সম্প্রতি তার লেখালেখি, সা...
28/07/2025

অস্ট্রিক ঋষি। একজন কবি। 'সতীতালয়' বইয়ের জন্য পেয়েছে কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৪। সম্প্রতি তার লেখালেখি, সাহিত্য ভাবনা, পুরস্কার প্রাপ্তি এসব বিষয় নিয়ে কথা হয় সাহিত্য সাময়িকী 'উন্মেষ'র সাথে। সাক্ষাৎকার নিয়েছেন সাজেদুর আবেদীন শান্ত।

অস্ট্রিক ঋষি। একজন কবি। 'সতীতালয়' বইয়ের জন্য পেয়েছে কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৪। সম্প্রতি তার লেখালে...

স্বরলিপি। আগাগোড়া একজন লেখক হলেও পেশায় সাংবাদিক। লেখালেখির স্বীকৃতি হিসেবে ২০১৮ সালে পেয়েছেন ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্...
27/07/2025

স্বরলিপি। আগাগোড়া একজন লেখক হলেও পেশায় সাংবাদিক। লেখালেখির স্বীকৃতি হিসেবে ২০১৮ সালে পেয়েছেন ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার। এবার পেলেন কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৪। সম্প্রতি তার লেখালেখি, সাহিত্য ভাবনা, পুরস্কার প্রাপ্তি এসব বিষয় নিয়ে কথা হয় সাহিত্য সাময়িকী 'উন্মেষ'র সাথে। সাক্ষাৎকার নিয়েছেন সাজেদুর আবেদীন শান্ত।

স্বরলিপি। আগাগোড়া একজন লেখক হলেও পেশায় সাংবাদিক। লেখালেখির স্বীকৃতি হিসেবে ২০১৮ সালে পেয়েছেন ব্র্যাক ব্যাংক-সম...

যা হোক এরকম একজন পাঠক বদর মিয়ার একটি লেখা পড়েছেন। বদর মিয়ার লেখাটা ছিল তালগাছ নিয়ে। তিনি একটি তালগাছ ঘিরে এক বিকেলের বর্...
01/07/2025

যা হোক এরকম একজন পাঠক বদর মিয়ার একটি লেখা পড়েছেন। বদর মিয়ার লেখাটা ছিল তালগাছ নিয়ে। তিনি একটি তালগাছ ঘিরে এক বিকেলের বর্ণনা করেছেন।

পাড়ার লোকের হাসি থামে না। তারা শুনতে পেয়েছেন বদর মিয়া লিখতে শুরু করেছেন। এই খবরে যে যেভাবে পারেন হেসে নিচ্ছেন। এক....

গীতা হাসল। কিছুই বলল না। তার এত কথা জেনে কি লাভ? দুটো বাড়িতে কাজ করে ঠিকমতো পয়সা গুলি পেলে সে দুবেলা দুমুঠো খেয়ে বাঁচ...
01/07/2025

গীতা হাসল। কিছুই বলল না। তার এত কথা জেনে কি লাভ? দুটো বাড়িতে কাজ করে ঠিকমতো পয়সা গুলি পেলে সে দুবেলা দুমুঠো খেয়ে বাঁচতে পারবে। এর চেয়ে কিছু ভালো হতে পারা যদি থাকে সে জানে না। মাজুনীর নাচের প্রোগ্রাম হয়ে যাবার পরে সেদিন মণিমা দিদি তাকে তিনটি খাওয়ার জিনিসের প্যাকেট দিল।

অনুবাদ–বাসুদেব দাস আজ কিছুদিন থেকে লোকটি এরকম হয়ে গেছে। তিনি হাসতে ভুলে গেছেন। ভুলে গেছেন মানে তিনি হাসতে ভয় প.....

জন্মদিনে পড়ুন কথাসাহিত্যিক ঝর্না রহমানের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন শফিক হাসান—
28/06/2025

জন্মদিনে পড়ুন কথাসাহিত্যিক ঝর্না রহমানের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন শফিক হাসান—

ঝর্না রহমান-এর জন্ম ২৮ জুন ১৯৫৯ খ্রিস্টাব্দে- কেওয়ার, মুন্সিগঞ্জে। বড়দের নানামাত্রিক রচনা থেকে শিশুসাহিত্য ও সংগ...

ভোর হতে না হতেই ওরা আমার বাড়িতে ঢুকলোউঠোনে শিউলি গাছতলেফুটফুটে ভাতের দানার মতো ফুটে রয়েছেরাতের ঝরে পড়া সমস্ত শিউলি
26/06/2025

ভোর হতে না হতেই ওরা আমার বাড়িতে ঢুকলো
উঠোনে শিউলি গাছ
তলে
ফুটফুটে ভাতের দানার মতো ফুটে রয়েছে
রাতের ঝরে পড়া সমস্ত শিউলি

কুয়াশা ও বাতি তোমার নিমন্ত্রণেই আমি ডুবুরিদের পার্টিতে যোগ দিলাম জীবাষ্মসমেত যখন আমার রক্তের ভিতর প্রবাহিত হচ্.....

আমাদের আঙ্গুর ক্ষেত পুড়ে গিয়েছিল,পুড়ে গেল শামিয়ানাকচু পাতায় জল! জলজ ঘ্রান খুটে খেল ডাহুক।
26/06/2025

আমাদের আঙ্গুর ক্ষেত পুড়ে গিয়েছিল,
পুড়ে গেল শামিয়ানা
কচু পাতায় জল! জলজ ঘ্রান খুটে খেল ডাহুক।

চোখের বালি ২য় পত্র (১) পৃথিবীর তাবৎ আখ্যানশাস্ত্রে কে যেন লিখেছিল, রবি বাবুর প্রেমিকার আরেক নাম বালি! বয়ামভর্তি জা.....

07/06/2025

ঈদ মোবারক

একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক মঈনুল আহসান সাবের-এর জন্মদিনে আমাদের শুভেচ্ছা...শুভ জন্মদিন
26/05/2025

একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক মঈনুল আহসান সাবের-এর জন্মদিনে আমাদের শুভেচ্ছা...
শুভ জন্মদিন

Address

Mirpur
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when উন্মেষ সাহিত্য সাময়িকী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to উন্মেষ সাহিত্য সাময়িকী:

Share

Category