Bd Sarfaraj Aahil Zaid

Bd Sarfaraj Aahil Zaid Assalamu Alaikum 🥰🥰🥰

28/03/2024

সুরা ফালাক 🌺🌺🌹🌹

بسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ :
দয়াময়, পরম দয়ালু আল্লাহর নামে।

قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ :

১. আপনি বলুন, আমি আশ্রয় প্রার্থনা করি প্রভাতের স্রষ্টার নিকট।

مِنْ شَرِّ مَا خَلَقَ :

২. তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে।

وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ :

৩. রাতের আঁধারের অনিষ্ট থেকে, যখন তা গভীর হয়।

وَمِنْ شَرِّ النَّفْتِ فِي الْعُقَدِ .

৪. এবং অনিষ্ট থেকে ঐ সমস্ত নারীদের, যারা গ্রন্থিতে ফুৎকার দেয়।

وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ .

৫. এবং হিংসুকের অনিষ্ট থেকে, যখন সে হিংসা করে।

🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🍁🍁🍁🌺🌺🌺🌺

25/03/2024

সূরা নাস🌺

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ ۝‎‎
বিসমিল্লাহির রাহমানির রাহিম
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ ۝‎
ক্বুল আউযু বিরাব্বিন নাস।
বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালনকর্তার

مَلِكِ ٱلنَّاسِ ۝‎
মালিকিন্নাস।
মানুষের অধিপতির।

إِلَـٰهِ ٱلنَّاسِ ۝‎
ইলাহিন্নাস।
মানুষের মা'বুদের।

مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ ۝‎
মিন শাররীল ওয়াস ওয়াসিল খান্নাস।
তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে।

الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ ۝‎
আল্লাযি ইউওয়াস ইসু ফী সুদুরিন্নাস।
যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে।

مِنَ الْجِنَّةِ وَ النَّاسِ ۝ ‎‎
মিনাল জিন্নাতি ওয়ান নাস।
জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে।

23/03/2024
21/03/2024

মুসলমান আমরা ৩ কারণে পরাজিত খুবিই গুরুত্বপূর্ণ বয়ান।

#মুহাদ্দিস_হাফেজ_মাওলানা_তাওহিদুল_ইসলাম_আবেদী
খতিব নবীনগর জামে মসজিদ কামরাঙ্গীরচর ঢাকা।
হযরত মাওঃ মুফতী আব্দুর রহমান বেতাগী।
ও অন্যান্য বিশিষ্ট ওলামায়ে কেরাম গণদের ‍সব নতুন বয়ান আর ভিডিও পাওয়ার জন্য Subscribe করুন ‍
আর বেল বাটন ‍এ ক্লিক করে পেয়েযান সবার প্রথমে ।
....👇👇👇👇
http://www.youtube.com/


21/03/2024

আয়াতুল কুরসি!🌺🥀

-اَللهُ لآ إِلهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّوْمُ، لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَّلاَ نَوْمٌ، لَهُ مَا فِى السَّمَاوَاتِ وَمَا فِى الْأَرْضِ، مَنْ ذَا الَّذِىْ يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ، يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَ يُحِيْطُوْنَ بِشَيْئٍ مِّنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَآءَ، وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ، وَلاَ يَئُودُهُ حِفْظُهُمَا وَ هُوَ الْعَلِيُّ الْعَظِيْمُ-

বাংলা উচ্চারণ:- “আল্লা-হু লা ইলা-হা ইল্লা হুওয়াল হাইয়্যুল ক্বাইয়্যুম। লা তা’খুযুহু সিনাতুঁ ওয়ালা নাঊম। লাহূ মা ফিস্ সামা-ওয়াতি ওয়ামা ফিল আরদ্বি। মান যাল্লাযী ইয়াশফাউ’ ই’ন্দাহূ ইল্লা বিইজনিহি। ইয়া’লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খালফাহুম, ওয়ালা ইউহিতূনা বিশাইয়্যিম্ মিন ‘ইলমিহি ইল্লা বিমা শা-আ’ ওয়াসিআ’ কুরসিইয়্যুহুস্ সামা-ওয়া-তি ওয়াল আরদ্বি, ওয়ালা ইয়াউ’দুহূ হিফযুহুমা ওয়া হুওয়াল ‘আলিইয়্যুল আজিম”।

18/03/2024

আমাদের নতুন পেইজে জয়েন্ট হয়ে পাশে থাকবেন প্লিজ 🥰🥰
হযরত মাওঃ মুফতী আব্দুর রহমান বেতাগী।
ও অন্যান্য বিশিষ্ট ওলামায়ে কেরাম গণদের ‍সব নতুন বয়ান আর ভিডিও পাওয়ার জন্য Subscribe করুন ‍
আর বেল বাটন ‍এ ক্লিক করে পেয়েযান সবার প্রথমে ।
....👇👇👇👇
http://www.youtube.com/


🥀🥀🥀🥀🌺🌺🌺🌺

আলহামদুলিল্লাহ 😌
17/03/2024

আলহামদুলিল্লাহ 😌

Address

Kamrangir Char
Dhaka
1211

Alerts

Be the first to know and let us send you an email when Bd Sarfaraj Aahil Zaid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bd Sarfaraj Aahil Zaid:

Share

Category