28/03/2024
সুরা ফালাক 🌺🌺🌹🌹
بسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ :
দয়াময়, পরম দয়ালু আল্লাহর নামে।
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ :
১. আপনি বলুন, আমি আশ্রয় প্রার্থনা করি প্রভাতের স্রষ্টার নিকট।
مِنْ شَرِّ مَا خَلَقَ :
২. তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে।
وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ :
৩. রাতের আঁধারের অনিষ্ট থেকে, যখন তা গভীর হয়।
وَمِنْ شَرِّ النَّفْتِ فِي الْعُقَدِ .
৪. এবং অনিষ্ট থেকে ঐ সমস্ত নারীদের, যারা গ্রন্থিতে ফুৎকার দেয়।
وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ .
৫. এবং হিংসুকের অনিষ্ট থেকে, যখন সে হিংসা করে।
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🍁🍁🍁🌺🌺🌺🌺