23/01/2024
বিকাশ বয়কটের বিপরীতে কোন মুখে নগদের প্রচারনা চালাতে হচ্ছে আমাদের!???
হ্যা বয়কট অবশ্যই আরো জোরদার করা উচিত, ই*ন্ডিয়ান প্রোডাক্টের পাশাপাশি এই দেশের চরম ইসলাম বিদ্বেষী প্রতিষ্ঠান ব্রাক-বিকাশ-আড়ং বয়কট চলুক তবে নিজেদের বিকল্প থাকতে বা প্রবল সম্ভাবনাময় প্রতিষ্ঠান থাকতে আরেকটা সেকুলার পন্যকে কেন আমাদের নির্লজ্জের মতো প্রমোট করতে হচ্ছে সেই আফসোসটাই হচ্ছে বার বার।
মদিনার প্রিয় বন্ধুবর সাফওয়ান Ibn E Saif চমৎকার একটা লেখা শেয়ার করেছে যা ঠিক মনে মনে আফসোসের সাথে ভবাছিলাম, তার লেখা বা আইডিয়ার সাথে আমি কিছুটা এ্যাড করে এই প্রসঙ্গে কিছু কথা শেয়ার করছি।
বলছি বিকাশ পারলে সেল্ফিন কেন পারে না?
ইসলামী ব্যাংক কেন পারে না?
দেশে সবচেয়ে বেশি গ্রাহক ও লিকুইডিটি ইসলামী ব্যাংকের কাছে ছিল বা এখনো আছে, অন্তত বিকাশের যখন শুরু তখন তো অবশ্যই হিউজ পরিমান ছিল।
আর ২০১১/১২ তে তাদের বোর্ডও সম্পূর্ণ ইসলাম পন্থী ছিল।
কাছাকাছি সময়ে তারা মোবাইল ব্যাংকিং এ এসেছিলও তবে এই ফিল্ডে সুবিধা করতে পারে নাই সেই সময়ে, এর প্রকৃত কারণ অবশ্য তারাই বলতে পারবে। নিজেদের এত গ্রাহক থাকতে সফল হতে না পারার কোন যুক্তিই আমার কাছে গ্রহণযোগ্য নয়, কারন চোখের সামনে এই সেদিন নগদ এসে বিকাশকে আজ টেক্কা দিচ্ছে, উপায়ও হঠাৎ এসে ভালো অবস্থান তৈরী করে ফেলেছে। তাহলে ইসলামি ব্যাংক কেন পারেনি মার্কেট ধরতে? এটা অবিশ্বাস্য।
২০১১ থেকে ২০২৪ ইসলামী ব্যাংক বহু জায়গায় স্পন্সর করছে। যদিও ইসলমী প্রোগ্রাম বা ইসলামপন্থীদের ভিক্ষার মতো বাজেট দিয়ে বিগ এমাউন্টের বাজেট দিয়েছে সেকুলারদের। অনেক ফাও জায়গায় স্পন্সর করে টাকাও নষ্ট করেছে তা আমাদের চোখের সামনে।, দান অনুদান দেশে এতটা আর কেউ করেনাই যতটা ইসলামি ব্যাংক করেছে বিভিন্ন দূর্যোগের সময়। এখনও তারা স্পন্সর করে তবে সব জায়গায় "ইসলামী ব্যাংক বাংলাদেশ" নামে! কেন? এই ব্যাংকের নামের ব্র্যান্ডিংটাই কি জরুরী এতটা? সেলফিনের করলে হয় না? এই টাকা গুলো শুধু সেলফিন প্রোডাক্টে করলে বিকাশ কোথায় উড়ে যেতো এতদিনে। যদিও বছরখানেক আগে তারা বাজারে সেলফিন এনেছে। এর সার্ভিস অনেকটাই ভাল এবং সিস্টেমও উন্নত। একই সাথে মোবাইল ব্যাংকিং ও তাদের একাউন্ট কন্ট্রোল করা যায়। অর্থাৎ তাদের যত গ্রাহক আছে সবাইকে এক ধাক্কায় সেল্ফিন মুখী করতে পারত। কিন্তু তাদের কোন একটা সমস্যার কারণে মানুষ সেল্ফিন থেকে টাকা বিকাশ/নগদে নিয়ে এরপর লেনদেন করে যা একপবারেই হাস্যকর!
এটা খুবই হাস্যকর এবং চরম বিরক্তিকর আমাদের জন্য।
দেখলাম চলমান বিপিএলে তারা ফরচুন বরিশালের জার্সির মেইন স্পন্সর। অথচ এখানে সেল্ফিনের বিজ্ঞাপন দেয়া উচিৎ ছিল। বরিশালের প্লেয়ারদের দিয়ে খুব সহজে সেল্ফিনের বিজ্ঞাপনও তৈরী করতে পারত। কিছুদিন আগে একটা অনুষ্ঠানের স্পন্সরের জন্য গিয়ে জানতে পারলাম বাজেট নেই! মার্কেটিং বাজেট যা ছিলো তার সবটা নাকি উজার করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কিসব ফালতু অনুষ্ঠানে! জিজ্ঞেস করলাম কেমন বাজেট? জবাব শুনে জাস্ট থ হয়ে গেলাম প্রায় কয়েক কোটি। বললো ভাই আমাদের ইচ্ছে থাকলেও আপনাদের দিতে পারি না, অথছ এসব ভালো কাজেই দেয়া উচিত।
সে যাই হোক চলমান এই বয়কটের সময় আপন ভেবেই কথা গুলো বলছি, আমরা আশা করব এই বয়কটের সময় মার্কেটটা নগদ না ধরে সেল্ফিন ধরবে। আমি ছোট মানুষ হলেও মিডিয়ায় কাজের সুবাদে আমার পোষ্ট উর্ধতন কিছু ব্যাক্তিবর্গের নজরে আসে বলে জানি, সেল্ফিন বা ইসলামী ব্যাংকের কারো নজরে পড়লে আশা করবো এভাবে বিবেচনা করবেন এবং তড়িৎ সিদ্ধান্ত নিবেন। যদিও ব্যাংকের বর্তমান অবস্থা ভালো না জানি, তবুও অন্যদের চেয়ে ঢের ভালো এখনো এটা সত্য। সামনে রমাদান সকল ইসলামি প্রোগ্রামে শুধু সেলফিনের ব্র্যান্ডিং করুন দেখবেন অবস্থা এক মাসে কোথায় যায়।
যত মান অভিমানই ইসলামি ব্যাংকের সাথে আমাদের হোক তবুও বেলা শেষে মনে মনে এই সুখটা নিই যে এটা আমার ব্যাংক, আমাদের ব্যাংক, যা আমাদের ইসলামপন্থী ও আলেম ওলামাদের প্রত্যক্ষ ভুমিকায় একটু একটু করে জনমানুষের ব্যাংকে পরিণত হয়েছে। তাই এটা আমাদের একমাত্র প্রতিষ্ঠান যা শকুনের নজরে থাকলেও আবারো ঘুরে দাড়াবে আশা করি।
এছাড়া নিচের পরামর্শ গুলোও আপনারা এভাবে ভাবতে পারেন___
*- প্রথমেই বলবো সেলফিনকে আরো সহজ করতে হবে।
*- গ্রাহকরা সহজেই একাউন্ট খোলার সুবিধা নিয়ে আসা যা বিকাশ/নগদের আছে।
*- হ্যা ব্যাংক একাউন্ট এ্যাড করে নিজেই একাউন্ট পরিচালনা চাইলে সেই ক্ষেত্রে নিজ নিজ ব্রাঞ্চে যাওয়ার শর্ত রাখা যেতে পারে প্রোটালের মতো।
*- এমক্যাশ যেহেতু ফ্লপ খেয়েছে তাই সেটা বাদ দিয়ে 'সেলফিন' নামেই বিকাশের মতো মোবাইল লেনদেন সুবিধা এই এপে দ্রুত নিয়ে আসা।
*- সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ব্যবহার।
*- অনলাইন ব্যবসায়ীদের কিছু সুবিধা দেয়া।
*- অনলাইন ব্যবসায়ীদের কিছু ঋণ সুবিধা দিলেই পাগল হয় যাবে মানুষ। আরও অনেক উপায় আছে এগুলো বের করার জন্য তাদের ইউনিটও আছে।
*- সামনের রামাদানে যত জায়গায় স্পন্সর করবে সব জায়গায় সেল্ফিনের স্পন্সর করতে পারে।
*- আমাদের রমাদানে এক মিনিটের একটা সিনেমাটিক শর্ট ভিডিওর পরিকল্পনা আছে দেশ বিদেশের শীর্ষ স্কলারদের নিয়ে, এটাতে সেলফিনের ব্র্যান্ডিং দিলে কয়েকটা চ্যানেলে চালানো সম্ভব মাস ব্যাপী।
দেখুন এসবের মাধ্যমে অন্তত দেশে যত লোকের ইসলামী ব্যাংকের একাউন্ট আছে তারাই যদি সেল্ফিন ব্যবহার করে তাহলেই বিকাশ ও নগদের লালবাতি জলে উঠবে❗
আর মার্চেন্ট করা এটা কোন কঠিন বিষয় বলে আমার মনে হয় না।
বিকাশ, আড়ং বিরোধী ডাক অনেকবার এসেছে। সাথে এদের সবকিছু বিরোধী ডাক আসল এখন ব্র্যাক ব্যাংক ও ব্রাক ইউনিভার্সিটি সহ সকল প্রতিষ্ঠানের। আমি মনে করি এর মধ্যে আড়ং ডেইরী ও আড়ং দুইটা সহজেই ত্যাগ করা সম্ভব। তবে আড়ং ডেইরীর কিছু জিনিস হয়তো ত্যাগ করা রেস্টুরেন্ট মালিকদের জন্য কঠিন হবে। তবে চাইলে আলেমরা ব্যাপকভাবে বুঝাতে পরলে সম্ভব এবং বিকল্পও বের হবে। আমাদের বিকল্প দাড় করাতে হবে। এটাই আসল কাজ। এতে আমাদের এদের বিপক্ষে কাজ করতেও ফান্ডের সংকট দূর হবে।
ব্র্যাকের এক আবেদ যদি সরাসরি ইসলামের বিপক্ষে দাড়িয়ে এতটা পারে তাহলে আমরা এতগুলো লোক খালি চিল্লানো ছাড়া কি কিছুই পারি না? তাহলে নিজেই নিজেকে বয়*কট করা দরকার।
বয়কট এগিয়ে যাক। আসল কথা সচেতনতা ছড়িয়ে পড়ুক।
যারা ব্র্যাক ইউনিভার্সিটিতে আছেন তারা একটা প্রতিবাদ ডাকুন। আর রানিং সেমিস্টার শেষ করে ক্রেডিট ট্রান্সফার করে ফেলুন যেভাবেই হোক।
আমিও জানি আপনিও জানেন বয়কট কয়দিন পর সবাই ভুলে যাবে৷ কিন্তু আপনার জন্য উচিত নয় আপনি নিজের নৈতিকতা ভুলে যাবেন।
আল্লাহ সহজ করুন, এই আযাব থেকে আমাদের রক্ষা করুন।