Mask Girl

Mask Girl new page please following my page,
and support❤️

31/07/2025
এইটা নাকি আ'ক্কেল দাঁত, কোন দিক দিয়ে উঠবে সেই আ'ক্কেল টুকুও নেই।।🙂
04/07/2025

এইটা নাকি আ'ক্কেল দাঁত, কোন দিক দিয়ে উঠবে সেই আ'ক্কেল টুকুও নেই।।🙂

অনেক মানুষ আপনার জীবন দেখছে! খুব কম মানুষই তোমার সুখ উপভোগ করে!
02/05/2025

অনেক মানুষ আপনার জীবন দেখছে! খুব কম মানুষই তোমার সুখ উপভোগ করে!

Gen z post
01/04/2025

Gen z post

জানালা খোলা থাকলেও যাতে কেউ মাটিতে দাঁড়িয়ে থেকে ঘরের ভিতরের কোনো কিছু চুরি করতে না পারে..॥আবার জানালার নিচের দিকে কি আছ...
30/03/2025

জানালা খোলা থাকলেও
যাতে কেউ মাটিতে দাঁড়িয়ে থেকে ঘরের ভিতরের কোনো কিছু চুরি করতে না পারে..॥
আবার জানালার নিচের দিকে কি আছে বা দেখার জন্য ..॥

‎বিশেষজ্ঞদের মতে , বাংলাদেশ শীঘ্রই বড় কোনো ভূমিকম্পের মুখোমুখি হতে পারে ।‎‎মায়ানমারে আজ যে ভূমিকম্প হয় তার মাত্রা ছিলো ৭...
29/03/2025

‎বিশেষজ্ঞদের মতে , বাংলাদেশ শীঘ্রই বড় কোনো ভূমিকম্পের মুখোমুখি হতে পারে ।

‎মায়ানমারে আজ যে ভূমিকম্প হয় তার মাত্রা ছিলো ৭.৭ মাত্রার । একইসাথে ৮.২ মাত্রার ভূমিকম্প হয়েছে থাইল্যান্ডেও ।

‎বহুতল ভবন ধসে পড়ে গেছে । রাস্তা উপড়ে গেছে । সেতু ভেঙে গেছে । অবকাঠামো ভেঙে পড়েছে তাসের ঘরের মতো ।

‎আজ বাংলাদেশে যে ভূমিকম্প অনুভূত হয় তার মাত্রা ৪.৫, উৎপত্তিস্থল মায়ানমার । ঢাকা থেকে মাত্র ৫৯৭ কি.মি দূরে ।

‎বিশেষজ্ঞদের মতে , কোনো একটি ভৌগলিক পরিমন্ডলে বড় ভূমিকম্প সংঘটিত হওয়ার পূর্বে ধারাবাহিক ভাবে ছোটো ছোটো ভূমিকম্প সংঘটিত হয়।

‎২০১৭ সালে বাংলাদেশে ও এর কাছাকাছি এলাকায় ২৮টি ভূমিকম্প হয় । ২০২৩ সালে এর সংখ্যা ছিল ৪১।

‎২০২৪ সালে তা বেড়ে পৌঁছে যায় ৫৪তে....

‎প্রতি বছর ছোট ছোট ভূমিকম্পের সংখ্যা বাড়ছে ।

‎বাংলাদেশের এই অঞ্চলে সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছিলো ১৯১৮ সালে । রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৮। এতে মারা যায় প্রায় দেড়লাখ মানুষ ।

‎ভূতাত্ত্বিকদের মতে , একটা বড় মাত্রার ভূমিকম্প হওয়ার ১০০ বছর পর আবার ঐ দেশটিতে বড়মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে ।

‎১৯১৮ এর পর ১০০ বছর পার হয়ে গেছে ।

‎এখন ২০২৫ !

‎ইন্ডিয়ান, ইউরোশিয়ান এবং বার্মা তিনটি গতিশীল প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান বলে যে কোনো সময় বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প আঘাত হানতে পারে ।

‎সকাল, দুপর , মাঝরাত যে কোনো সময় আপনারে আশ্রয় দেওয়া ভবন আপনার শরীরের উপর ধসে পড়তে পারে ।

‎ঢাকায় যদি ৭ মাত্রারও একটি ভূমিকম্প হয়, তবে ৭২,০০০ ভবন ধসে পড়বে । ঢাকায় ২ কোটি ১০ লক্ষ মানুষের বাস ।

‎আল্লাহ না করুন, যদি এরকম ঘুমন্ত অবস্থায় ভোরে অথবা মাঝরাতে ভূমিকম্প হয়, ঢাকা শহর পুরোটাই মৃত্যু নগরীতে পরিণত হবে ।

বাড়িঘর ধূলোয় মিশেযাবে। ‎ফ্লাইওভার-ব্রিজ ভেঙে পড়বে। বিদ্যুৎ গ্যাস লাইনে আগুন ধরে যাবে। পানির লাইন ফেটে পড়বে ।

‎সিলেট , কক্সবাজার , চট্টগ্রাম ও একই ঝুঁকিতে রয়েছে।

‎আল্লাহ না করুক, এসব না ঘটুক । অসংখ্য লাশ বুকে নিয়ে না হয় যুদ্ধ ছাড়াই ট্রয় নগরীর মতো পুড়তে হবে নগরকে, দেশকে।

‎অতীতে সাভারে শুধুমাত্র একটা ভবন ধসে পড়ায় তার থেকে উদ্ধার কার্যক্রম চালাতে সরকারের লেগেছিলো ৭ দিন ।

‎ঢাকায় যদি ৭২০০০ ভবন একদিনে ভেঙে পড়ে, কি হবে বাকিটা বুঝে নিন ।

‎একবার চোখ বন্ধ করে সবটা কল্পনা করতে গেলেও শিউরে উঠতে হয়।

‎তাহলে ভরসা? আমাদের বেশি বেশি আল্লাহ'র কাছে ক্ষমা চাওয়া উচিত...

‎আমরাই বোধহয় মুসলিম প্রধান দেশগুলোর মধ্যে একমাত্র যারা মৃত্যু ( একদিন তো মরে যাবো) নিয়ে ট্রল করেছিলাম ।

আমরা ‎ঘুম থেকে উঠে ফেসবুকে এসে ভূমিকম্প নিয়ে ট্রল করি । হাসি তামাশা করি ।

‎বছর ঘুরে বর্ষায় উপকূলে ঘূর্ণিঝড় হয় প্রত্যেকবার।

‎যারা উপকূল হতে দূরে, নগরে, সেফজোনে থাকে তারা বুলবুল ফণী নিয়ে ট্রল করে ফেসবুক ভাসায়।

‎আসলে সেফজোন বলতে কিছু নেই ।

‎'আমরা সকল মানুষই আইসিইউর মতো লাইফসাপোর্টে আছি, যেকোনো সময় মারা যেতে পারি । '

‎আল্লাহ আমাদের ক্ষমা করুন সবাইকে। প্রিয়জনদের হেফাজত করুক ।

‎অকস্মাৎ মৃত্যু নয়, বাঁচতে বাঁচতে ঈমানসহ যাতে মরতে পারি সেই দয়াটুকু করুক...

" আলোকশূন্য নক্ষত্র "

লিখা: মুহাম্মাদ মুসা সায়েদ

24/03/2025

ভীষণ দুঃখ পেলেও তোমাকে কেন যেন আর বলতে ইচ্ছে করে না। প্রচন্ড মানসিক অশান্তি নিয়ে, দিনের পর দিন একাকিত্ব আর নিঃসঙ্গতায় হতাশায় মুখ থুবড়ে পড়ে থাকলেও তোমায় বলতে ইচ্ছে করে না, “ আমি ভালো নেই! ”

প্রচন্ড মন খারাপে কান্নায় বুকটা ভীষণ ভারী হয়ে আসলেও তোমায় বলি না আর। বলে কী হয়? সেই তো দূরেই থাকো। জড়িয়ে ধরে কাছে টেনে নাওনা, মাথায় হাত বুলিয়ে দাওনা, নির্ঘুম রাতে কাছে আসো না!

আজকাল তোমায় কোনোকিছুই বলতে ইচ্ছে করে না। কতটুকু ভালোবাসি, তোমাকে ছাড়া কেমন লাগে, নিঃশ্বাস নিতে কত কষ্ট হয়; এসব কোনোকিছুই তোমাকে বলতে ইচ্ছে করে না আর।

এভাবে ভালোবাসা হয় না, জানো তো?

ভেবেছো অনুভূতিহীন নীতিবিবর্জিত সিদ্ধান্তে যন্ত্রমানব হয়ে গেছি? শুধু তোমায় বলতে ভাল্লাগে না। আমার কষ্টের কথা, মন খারাপের কারণ, কেউ থাকার পরেও একা লাগার যন্ত্রণা, কোনোকিছুই না

সম্ভবত ঈদের শপিং নিয়ে সবচেয়ে সুন্দর ভিডিও টা দেখে ফেললাম!''আমার বাজেট ২-৩ লাখ টাকা, আমার জামাই বিদেশ থাকে,আমি টাকা উড়াই।...
22/03/2025

সম্ভবত ঈদের শপিং নিয়ে সবচেয়ে সুন্দর ভিডিও টা দেখে ফেললাম!
''আমার বাজেট ২-৩ লাখ টাকা, আমার জামাই বিদেশ থাকে,আমি টাকা উড়াই। বয়ফ্রেন্ড বিদেশ থাকে,সে টাকা পাঠায়!' টাইপের বিরক্তিকর ভিডিও'র মধ্যে একটা ফ্যামিলির আসল অবস্থা তুলে ধরার মতো একটা ভিডিও দেখে ফেললাম!

মেয়েটা বাবাকে কখনো ভালোবাসার কথা বলতেই পারেনাই, বাবার স্যাক্রিফাইস দেখে সে ক্যামেরার সামনেই কান্না করা শুরু করলো! ক্যামেরার সামনেই বাবা কে জড়িয়ে ধরে ভালোবাসার কথা বলার সুযোগ ও পেলো! একটা মধ্যবিত্ত ফ্যামিলির ভেতরের গল্প টা ঠিক এমন ই!
বাবা ফ্যামিলির জন্য নিজের সব টা স্যাক্রিফাইস করে, সন্তান রা বাবা কে ভালোবাসার কথা বলতেও পারে না লজ্জায়!
এই ভিডিও তে সব দেখা হয়ে গেলো!

এই ঈদের শপিং নিয়ে বেষ্ট ভিডিও সম্ভবত এইটাই!❤️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mask Girl posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share