Obuydullah Nasim

Obuydullah Nasim Founder and CEO at Krishan Mart. Entrepreneur and producer of organic food service.

05/04/2025

দক্ষিন কোরিয়ায় উচ্চ শিক্ষা নিয়ে প্রথম পর্ব। অনার্স লেভেলে পড়াশোনা নিয়ে আজকের ভিডিও। https://www.youtube.com/://www.facebook.com/mahbub.krCon...

04/04/2025

বিডিআর এর দুই গ্রুপের মূল কারণ কি??

এক কথায় বলতে গেলে "নিজেকে বড় বলে জাহির করা ও একক নেতা হিসেবে দাবি করাই বিভিন্ন গ্রুপের সৃষ্টি।"

আজ পর্যন্ত বিডিআর এর দাবি আদায়ের লক্ষ্যে সঠিক আন্দোলন হয়নি।
অবিচ্ছেদ্য ভাবে একমাত্র কারণ হলো বিডিআর এর সঠিক নেতৃত্বের ও নেতার অভাব।
তারপরেও যতটুকু নেতৃত্ব দেবার লোকজন আছে তাদের মধ্যে সমন্বয়হীনতার কারণেই আন্দোলনে সঠিক মাত্রা যোগ হয়নি।

বিভিন্ন গ্রুপের গ্রুপিং এর যাঁতাকলে পিষ্ট হয়ে সাধারণ বিডিআর সদস্যরা বিপাকে।

বিশেষ ভাবে লক্ষণীয় বিষয় এই যে, বিভিন্ন গ্রুপের এভাবে কাদাছোড়াছুড়ি করা কোন ভাবেই সমীচিন নয়। তবে বিডিআর এভাবে দ্বিখণ্ডিত হয়ে কাজ করাটা বিডিআর এর জাতীয় স্বার্থ বিরোধী।

তবে বিডিআর এভাবে দ্বিখণ্ডিত হ‌ওয়ার দায় কোন ভাবেই বিডিআর কল্যাণ পরিষদ এড়াতে পারেনা!! বিডিআর কল্যাণ পরিষদের আগ্রাসী মনোভাব ও স্বৈরাচারী আচরণ এর কারণেই বিভিন্ন গ্রুপের গ্রুপিং বলে আমি মনে করি এবং এর স্বপক্ষে যুক্তি ও কারণ বিশ্লেষণ করতে পারবো।
অঙ্কুরোদগমের পূর্বে চারা তৈরিতে যত‌ই বাধা দেয়া হোক গাছ ঠিক‌ই তার সঠিক রাস্তা বের করে ফেলে। যার ফলেই অন্যান্য গ্রুপ ভিন্ন রাস্তায় হাটছে।

বিডিআর কল্যাণ পরিষদের সবচেয়ে বড় সমস্যা তারা কখনোই যৌক্তিক সমালোচনা পছন্দ করে না। যে কেও যদি আগামীকাল সঠিক নেতৃত্ব দিয়ে আন্দোলন এর সকল দাবি আদায় করে ফেলতে সক্ষম হন তার প্রধান বাধা আসবে বিডিআর কল্যাণ পরিষদ এর পক্ষ থেকে। কারণ বিডিআর কল্যাণ পরিষদ এর বাইরে আপনি কিছুই করতে পারবেন না, তারা এমনটা চান না। বিষয়টা এমন যা করার বিডিআর কল্যাণ পরিষদ‌ই করবে, সেটা বিডিআর কে ডুবানোর জন্য হোক আর ভালোর জন্য হোক।।

স্বৈরাচারীতা বা বৈরীতা দিয়ে কখনো সমঝোতা হয় না।

আজকের এই গ্রুপিং এর দায় শতভাগ বিডিআর কল্যাণ পরিষদের জন্য। তাই বলতে চাই এই সমস্যা সমাধান একমাত্র বিডিআর কল্যাণ পরিষদ এর কাছে।

অপরদিকে বিডিআর কল্যাণ পরিষদের অবশ্যই ইতিবাচক কিছু দিক আছে। সেগুলো কে স্বীকার করতেই হবে। বিডিআর কল্যাণ পরিষদ স্বৈরাচার সরকার থাকা অবস্থায় অনেক ত্যাগ স্বীকার করে অক্লান্তিক পরিশ্রম করে আজকের এই অবস্থায় এসেছে। বিডিআর এর যে কোন কাজে তাদের অগ্রহনী ভূমিকা রয়েছে এটি তাদের কে সামনের দিকে এগিয়ে যাবার পথকে সুগাম করতে পারে। তবে ঐক্যের বিকল্প কিছু নাই। ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে কাজ না করতে পারলে বিডিআর এর জাতীয় স্বার্থ রক্ষা হবে না।

সময় থাকতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এর আশু সমাধান করবেন বলে আশা করছি।

লেখক
ক্ষুদ্র বিডিআর সদস্য
াসিম_ #

19/03/2025

#মাহেরমাদান
#সুন্দর_বাংলাদেশ
#আগামীর_বাংলাদেশ_ইসলামের

মসজিদ থেকে বের হয়ে দেখি দোকান খোলা, খোলা আকাশের নিচে। কিন্তু মালিক নাই, নামাজে গেছেন নির্দ্বিধায়। মাল রেখে গেছেন আল্লাহর জিম্মায়।
এমন রমাদান ও এমন বাংলাদেশ‌ই চেয়েছিলাম।

18/03/2025
15/03/2025
11/03/2025

#রমাদান_আহলান সাহলান মাহে রামাদান
#আপনার_সন্তানকে_মাদ্রসায়_দিন

সুবহানাল্লাহ
07/03/2025

সুবহানাল্লাহ

Address

House-19, Road-08, Block-A, Section/12
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Obuydullah Nasim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Obuydullah Nasim:

Share

Category