
30/04/2025
কমার্স পাবলিকেশন্স-এর Cost Accounting বইয়ের ১৮ তম সংস্করণ থেকে অংক নম্বরসহ উত্তর সংকেত দেওয়া হলো।
Cost Accounting-এর প্রশ্নটি সামগ্রিক বিবেচনায় মানসম্মত হয়েছে এবং প্রশ্নকর্তা এ প্রশ্নটি করার ক্ষেত্রে অত্যন্ত বিচক্ষণতার স্বাক্ষর রেখেছেন।
প্রশ্নের উত্তরের জন্য একজন শিক্ষার্থীর অবশ্যই Basic Knowledge অর্জন করতে হবে।
গাইড থেকে যারা বোর্ড প্রশ্ন Solve করে পরীক্ষার প্রস্তুতি নিয়েছে তাদের পক্ষে উত্তর দেওয়া সম্ভব নয়। যেসকল শিক্ষার্থী মূল বই পড়েছে তারা খুবই ভালো পরীক্ষা দিয়েছে তা নিশ্চিতভাবেই বলা যায়। তাই মূল বই পড়ার কোন বিকল্প নাই ।
মূল বই পড়ুন, গাইডকে না বলুন!