Root Publication

Root Publication Publication

ব্যাংক ও ব্যাংকিং: অফিসার সাধারণ, ক্যাশ ও আরসি'র রিটেন জিকে[অধ্যায়টি ব্যাংক প্রিলি. ও রিটেন উভয় পরীক্ষার জন্য খুবই গুর...
18/07/2025

ব্যাংক ও ব্যাংকিং: অফিসার সাধারণ, ক্যাশ ও আরসি'র রিটেন জিকে

[অধ্যায়টি ব্যাংক প্রিলি. ও রিটেন উভয় পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে প্রায়ই দুই-একটি প্রশ্ন আসে]

ভৌগোলিক বিষয়: অফিসার (সাধারণ/ক্যাশ) রিটেন জিকে
13/07/2025

ভৌগোলিক বিষয়: অফিসার (সাধারণ/ক্যাশ) রিটেন জিকে

10/07/2025

আগামীকালের অফিসার (ক্যাশ) ২২ পরীক্ষার্থীদের জন্য শুভকামনা।

যেহেতু এফবিএস পরীক্ষা নিবে, আশা করি প্রশ্ন মানসম্মত হবে। জিকেসহ সব বিষয়ে কমন প্রশ্ন আসতে পারে।

এফবিএস ও বিআইবিএমের রিটেন জিকে'র ফিক্সড কিছু টপিক্স আছে। কিন্তু আর্টস ফ্যাকাল্টির জিকে প্রশ্নের সিলেবাস বিস্তর। তাই অফিসার (ক্যাশ) প্রিলি. পরীক্ষা যাদের ভালো হবে, তারা "Root Bank Written GK" বইটি সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। অফিসার (সাধারণ) ও অফিসার (ক্যাশ) দুই পরীক্ষারই রিটেন জিকে প্রস্তুতিতে বইটি অনন্য ভূমিকা রাখবে।

নীলক্ষেত, মিরপুরসহ আপনার পরীক্ষা কেন্দ্রের আশেপাশের লাইব্রেরীগুলো খুঁজলে বইটি পেতে পারেন।

ব্যাংক জিকে: জাতিসংঘ ও বিশ্ব ব্যাংক[অফিসার (সাধারণ) রিটেন ও অফিসার (ক্যাশ) প্রিলি. ও রিটেনের জন্য অতীব গুরুত্বপূর্ণ টপিক...
09/07/2025

ব্যাংক জিকে: জাতিসংঘ ও বিশ্ব ব্যাংক
[অফিসার (সাধারণ) রিটেন ও অফিসার (ক্যাশ) প্রিলি. ও রিটেনের জন্য অতীব গুরুত্বপূর্ণ টপিক]

আলোচিত টপিক থেকে ব্যাংক জিকে (প্রিলি. ও রিটেন) অংশে প্রায়ই প্রশ্ন আসে। তাই এটি ভালোভাবে আয়ত্ত করুন।

ব্যাংক রিটেন জিকে: বাংলাদেশের প্রতিষ্ঠান (আংশিক)অফিসার (ক্যাশ) ২২ প্রিলির জন্য দেখে যেতে পারেন। এফবিএস এই টপিক থেকে ইতোপ...
07/07/2025

ব্যাংক রিটেন জিকে: বাংলাদেশের প্রতিষ্ঠান (আংশিক)

অফিসার (ক্যাশ) ২২ প্রিলির জন্য দেখে যেতে পারেন। এফবিএস এই টপিক থেকে ইতোপূর্বে প্রশ্ন করেছে।

ব্যাংক রিটেন জিকে: পরিবেশ[২০২২ সাল ভিত্তিক অফিসার (সাধারণ) ও অফিসার (ক্যাশ) রিটেনের গুরুত্বপূর্ণ টপিক]আর্টস ফ্যাকাল্টির ...
06/07/2025

ব্যাংক রিটেন জিকে: পরিবেশ
[২০২২ সাল ভিত্তিক অফিসার (সাধারণ) ও অফিসার (ক্যাশ) রিটেনের গুরুত্বপূর্ণ টপিক]

আর্টস ফ্যাকাল্টির জিকে প্রশ্নে সবগুলো কোন বই থেকে কমন পাবেন, এটা ভাবা ভুল। তারা খুব গভীর থেকে কিছু প্রশ্ন করে অথবা আনকমন টপিক থেকে প্রশ্ন তুলে দেয়।

আবার কিছু কমন প্রশ্নের পাশাপাশি সাম্প্রতিক থেকে প্রশ্ন করে। কমন ট্র্যাডিশনাল প্রশ্নের জন্য অবশ্যই আপনাকে কোন বই থেকে প্রস্তুতি নিতে হবে।

একদম আনকমন টপিক ও প্রশ্ন সবার জন্যই আনকমন, কিন্তু কমন প্রশ্ন না পারলে আপনি পাস করতে পারবেন না।

বাংলা ও ইংরেজি উভয় ভার্সন এবং সব ফ্যাকাল্টির প্রস্ততি সহায়িকা📚 বইয়ের নাম: Root Bank Written GK (4th Edition)📖 অধ্যায়ের স...
04/07/2025

বাংলা ও ইংরেজি উভয় ভার্সন এবং সব ফ্যাকাল্টির প্রস্ততি সহায়িকা
📚 বইয়ের নাম: Root Bank Written GK (4th Edition)
📖 অধ্যায়ের সংখ্যা: ১৬টি
📝 মোট পৃষ্ঠা: ২২৪ পৃষ্ঠা
💰 মূল্য: ১৭০ টাকা

বইটির বৈশিষ্ট্য:
📘 মোট অধ্যায় ১৬ টি। প্রতিটি অধ্যায়ে টপিক ভিত্তিক আলোচনা রয়েছে।
📚 প্রথমে টপিক সম্পর্কিত বেসিক আলোচনা এবং এরপর টপিকগুলোর ওপর বিগত সালের প্রশ্ন সেট করা হয়েছে।
📝 বিগত সালের সব ফ্যাকাল্টির লিখিত প্রশ্ন যুক্ত করা হয়েছে। রিটেন জিকে প্রশ্নের পাশে সোর্স হিসেবে 'W'- এর পর পরীক্ষার নামটি দেখতে পাবেন। যেমন- W: BB AD 22.
📖 বিগত ২৫ বছরের সব ফ্যাকাল্টি'র প্রয়োজনীয় ব্যাংক প্রিলি. জিকে প্রশ্ন যুক্ত করা হয়েছে। প্রিলি. প্রশ্নের পাশে সোর্স হিসেবে 'P'-এর পর পরীক্ষার নামটি দেখতে পাবেন। যেমন- P: Combined SO 23.
🔁 বিসিএস প্রিলি. পরীক্ষার কিছু প্রশ্ন ব্যাংকে হুবহু রিপিট আসে। তাই বিগত সালের সাধারণ জ্ঞান, ভূগোল ও বিজ্ঞানের প্রয়োজনীয় প্রশ্ন অনুবাদ করে বইয়ে যুক্ত করা হয়েছে।
❌ কোনো প্রশ্ন একাধিক পরীক্ষায় এসে থাকলে রিপিট পরিহার করে একটি প্রশ্ন রাখা হয়েছে এবং সোর্স হিসেবে বাকি পরীক্ষাগুলোর নাম উল্লেখ করা হয়েছে।
🔗 প্রতিটি টপিক উপস্থাপনার পর ওই টপিকের ওপর যে সকল প্রশ্ন যুক্ত করা হয়েছে, সেগুলো টপিকের আলোচনার ধারাবাহিকতা বজায় রেখে সেট করা হয়েছে।
🆕 সকল আপডেটেড তথ্য সংযুক্ত করা হয়েছে।
🔤 আলোচনা অংশ বাংলায় এবং প্র্যাকটিস অংশের প্রশ্নসমূহ ইংরেজিতে হওয়ায় উভয় ভার্সনের প্রশ্নের নির্ভুল উত্তর করা সম্ভব।
🎯 সব ফ্যাকাল্টি ও বিসিএসের প্রয়োজনীয় প্রশ্ন বিশ্লেষণ করে বইটি রচিত হওয়ায় সব ফ্যাকাল্টির জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি

04/07/2025

📚 আজকের গুরুত্বপূর্ণ পরীক্ষা!
🗓 তারিখ: ০৪ জুলাই, ২০২৫
✍️ পরীক্ষা: #সমন্বিত_৯_ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান
📌 পদবী: অফিসার (জেনারেল)
🔍 আজকের পরীক্ষার নির্ভুল প্রশ্ন ও উত্তর (English অংশ)

📝 26. What does 'take someone to task' mean?
(a) to scold someone
(b) to give someone an activity
(c) to praise someone
(d) to take revenge on someone
✔️ উত্তর: (a) to scold someone

📝 27. Choose the correct sentence
(a) Where have you born?
(b) Where had you been born?
(c) Where were you born?
(d) Where was your birth?
✔️ উত্তর: (c) Where were you born?

📝 28. What is the synonym of 'lament'?
(a) Delight
(b) Bemoan
(c) Exult
(d) Rejoice
✔️ উত্তর: (b) Bemoan

📝 29. If you dilly-dally, you ..................
(a) do your work diligently
(b) do your work slowly
(c) hesitate to do your work
(d) do your work quickly
✔️ উত্তর: (b) do your work slowly

📝 30. The scouts in my school were sure to visit the flooded town, the condition.......was not known.
(a) in which
(b) whose
(c) that
(d) of which
✔️ উত্তর: (d) of which

📝 31. I................newspapers every day.
(a) used to reading
(b) use to read
(c) am used to reading
(d) am used to read
✔️ উত্তর: (c) am used to reading

📝 32. I wish I .................all the questions correctly.
(a) answer
(b) answered
(c) will answer
(d) have answered
✔️ উত্তর: (b) answered

📝 33. There is a breakthrough in the negotiation between the rebel group and the government. What is the meaning of 'breakthrough' here?
(a) an important development
(b) an interval
(c) a deadlock
(d) an interruption
✔️ উত্তর: (a) an important development

📝 34. What does 'rule of thumb' mean?
(a) To complain with angry emotion
(b) to give approval
(c) to measure something
(d) a general guidance for making a decision
✔️ উত্তর: (d) a general guidance for making a decision

📝 35. There is strong friendship...... Taskia and Naziha.
(a) within
(b) between
(c) with
(d) in
✔️ উত্তর: (b) between

📝 36. Which word is plural?
(a) Criteria
(b) Index
(c) Analysis
(d) Crisis
✔️ উত্তর: (a) Criteria

📝 37. Which of the following options is the closest in meaning to the sentence?
'He enjoyed himself immensely at the party?
(a) He had a horrible time at the party.
(b) He had a terrible time at the party.
(c) He had a terrific time at the party.
(d) He had a terrifying time at the party.
✔️ উত্তর: (c) He had a terrific time at the party.

📝 38. He vowed to..............his father's death.
(a) revenge
(b) avenge
(c) take revenge
(d) avenge for
✔️ উত্তর: (b) avenge

📝 39. Choose the correct sentence.
(a) What are your parent?
(b) What does your parent do?
(c) What is your parents?
(d) What do your parent do?
✔️ উত্তর: (b) What does your parent do?

📝 40. 'If you want the job, you need to strike while the iron is hot' means
(a) You need to complain to the supervisor
(b) You need to decide what you want to become in life
(c) You need to keep preparing for the job.
(d) You need to act quickly while the opportunity is still available.
✔️ উত্তর: (d) You need to act quickly while the opportunity is still available.

📝 41. What is the antonym of 'sacred'?
(a) Inviolable
(b) Exempt
(c) Blasphemous
(d) Pure
✔️ উত্তর: (c) Blasphemous

📝 42. He said that he........ abroad last month.
(a) had been to
(b) had been in
(c) went to
(d) would have gone
✔️ উত্তর: (a) had been to

📝 43. A K Fazlul Haque was the 'Tiger of Bengal'. The sentence is an example of a/an ...
(a) simile
(b) metaphor
(c) allusion
(d) personification
✔️ উত্তর: (b) metaphor

📝 44. I cannot hear what you..........because everybody is talking so loudly.
(a) said
(b) saying
(c) will be saying
(d) are saying
✔️ উত্তর: (d) are saying

📝 45. Three-fourths of the Earth's surface ........water
(a) are covered by
(b) covers by
(c) is covered by
(d) have been covered by
✔️ উত্তর: (c) is covered by

📝 46. Would you mind.......me you pen?
(a) in lending
(b) lending
(c) borrowing
(d) lend
✔️ উত্তর: (b) lending

📝 47. What is the antonym of the word 'indifferent'?
(a) dissimilar
(b) apathetic
(c) different
(d) caring
✔️ উত্তর: (d) caring

📝 48. Choose the correct spelling.
(a) dessimination
(b) dissemination
(c) dissimination
(d) dissamenation
✔️ উত্তর: (b) dissemination

📝 49. What is the meaning of the word 'Suffrage'?
(a) fundamental rights
(b) right to vote
(c) freedom to press
(d) sufferings of people
✔️ উত্তর: (b) right to vote

📝 50. Neither Rana nor his friends ........guilty.
(a) is
(b) has been found
(c) have been found
(d) was found
✔️ উত্তর: (c) have been found

বইটি ঢাকার যেসকল লাইব্রেরীতে পাওয়া যাবে...
04/07/2025

বইটি ঢাকার যেসকল লাইব্রেরীতে পাওয়া যাবে...

03/07/2025

🧠🤖 বিশ্ব ইতিহাসে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চালিত হিউম্যানয়েড রোবটদের অংশগ্রহণে প্রথম ফুটবল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয়, যা প্রযুক্তির নতুন এক যুগের সূচনা করে?

বাংলা ও ইংরেজি উভয় ভার্সন এবং সব ফ্যাকাল্টির প্রস্ততি সহায়িকা📚 বইয়ের নাম: Root Bank Written GK (4th Edition)📖 অধ্যায়ের স...
02/07/2025

বাংলা ও ইংরেজি উভয় ভার্সন এবং সব ফ্যাকাল্টির প্রস্ততি সহায়িকা
📚 বইয়ের নাম: Root Bank Written GK (4th Edition)

📖 অধ্যায়ের সংখ্যা: ১৬টি
📝 মোট পৃষ্ঠা: ২২৪ পৃষ্ঠা

বইটির বৈশিষ্ট্য:
📘 মোট অধ্যায় ১৬ টি। প্রতিটি অধ্যায়ে টপিক ভিত্তিক আলোচনা রয়েছে।
📚 প্রথমে টপিক সম্পর্কিত বেসিক আলোচনা এবং এরপর টপিকগুলোর ওপর বিগত সালের প্রশ্ন সেট করা হয়েছে।
📝 বিগত সালের সব ফ্যাকাল্টির লিখিত প্রশ্ন যুক্ত করা হয়েছে। রিটেন জিকে প্রশ্নের পাশে সোর্স হিসেবে 'W'- এর পর পরীক্ষার নামটি দেখতে পাবেন। যেমন- W: BB AD 22.
📖 বিগত ২৫ বছরের সব ফ্যাকাল্টি'র প্রয়োজনীয় ব্যাংক প্রিলি. জিকে প্রশ্ন যুক্ত করা হয়েছে। প্রিলি. প্রশ্নের পাশে সোর্স হিসেবে 'P'-এর পর পরীক্ষার নামটি দেখতে পাবেন। যেমন- P: Combined SO 23.
🔁 বিসিএস প্রিলি. পরীক্ষার কিছু প্রশ্ন ব্যাংকে হুবহু রিপিট আসে। তাই বিগত সালের সাধারণ জ্ঞান, ভূগোল ও বিজ্ঞানের প্রয়োজনীয় প্রশ্ন অনুবাদ করে বইয়ে যুক্ত করা হয়েছে।
❌ কোনো প্রশ্ন একাধিক পরীক্ষায় এসে থাকলে রিপিট পরিহার করে একটি প্রশ্ন রাখা হয়েছে এবং সোর্স হিসেবে বাকি পরীক্ষাগুলোর নাম উল্লেখ করা হয়েছে।
🔗 প্রতিটি টপিক উপস্থাপনার পর ওই টপিকের ওপর যে সকল প্রশ্ন যুক্ত করা হয়েছে, সেগুলো টপিকের আলোচনার ধারাবাহিকতা বজায় রেখে সেট করা হয়েছে।
🆕 সকল আপডেটেড তথ্য সংযুক্ত করা হয়েছে।
🔤 আলোচনা অংশ বাংলায় এবং প্র্যাকটিস অংশের প্রশ্নসমূহ ইংরেজিতে হওয়ায় উভয় ভার্সনের প্রশ্নের নির্ভুল উত্তর করা সম্ভব।
🎯 সব ফ্যাকাল্টি ও বিসিএসের প্রয়োজনীয় প্রশ্ন বিশ্লেষণ করে বইটি রচিত হওয়ায় সব ফ্যাকাল্টির জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি

29/06/2025

💰 দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক অগ্রগতি!

📈 বর্তমান রিজার্ভ দাঁড়িয়েছে:
💵 ৩০.৫১ বিলিয়ন মার্কিন ডলার

📅 তারিখ: ২৭ জুন ২০২৫
🏦 সূত্র: বাংলাদেশ ব্যাংক

🔍 অর্থনৈতিক স্থিতিশীলতার ইতিবাচক বার্তা বহন করছে এই রিজার্ভ বৃদ্ধি।

Address

Dhaka

Telephone

+8801971972018

Website

https://www.rokomari.com/book/publisher/12536/root-publication

Alerts

Be the first to know and let us send you an email when Root Publication posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Root Publication:

Share

Category