কী খবর?

কী খবর? I think it's totally your responsibility to keep yourself happy��

🤣🤣
03/02/2024

🤣🤣

বলুন তো লোকটার কাকে বাঁচানো উচিৎ আগে?? তথ্য এবং ছবি ( ইন্টারনেট থেকে সংগৃহীত) অনুবাদ - Manira Sultana Papri এই চিত্রকর্ম...
28/01/2024

বলুন তো লোকটার কাকে বাঁচানো উচিৎ আগে??

তথ্য এবং ছবি ( ইন্টারনেট থেকে সংগৃহীত)
অনুবাদ - Manira Sultana Papri

এই চিত্রকর্মটির নাম 'প্রলয় দৃশ্য' Scene of deluge!

১৮২৬ সালের গ্রেট ফ্লাড বা দ্য গ্রেট ফ্লাড হল এর একটি দৃশ্য। জোসেফ-ডিসির কোর্টের Noah's flood বা নূহের বন্যার উপর করা একটি চিত্রকর্ম। ১৮২৭ সালের ৪ঠা নভেম্বর প্যারিস সেলুনে এটি প্রথম প্রদর্শিত হয়েছিল, যদিও - প্রিক্স ডি রোমের বিজয়ী হিসাবে - তিনি সেই সেলুনের পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি।

এখানে আপনি দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি তার বাবাকে বাঁচানোর চেষ্টা করছেন এবং তার স্ত্রী এবং বাচ্চাকে (ছেলে) সম্পূর্ণরূপে উপেক্ষা করছেন। অথচ তারা তার বেশি কাছাকাছি আছে, তাদেরকে বাঁচানো সোজা। তার বাবা দূরে, তাকে বাঁচানোই বরং কঠিন।

এখানে ছবিটি রুপক। স্ত্রী বর্তমান জীবনের রুপক। পুত্র ভবিষ্যত এবং অপরদিকে বাবা অতীতের রুপক। বোঝাচ্ছে ব্যাক্তিটি অতীতকে আঁকড়ে আছে এবং তার বর্তমান জীবন ও ভবিষ্যৎ হারাচ্ছে। অনেকের দৈনন্দিন জীবনে যা ঘটে তার একটি নিখুঁত রূপক।
এরকম পরিস্থিতিতে সিদ্ধান্ত নেয়া খুবই কঠিন।
অথচ সিদ্ধান্ত নিতেই হবে এবং মাথা থেকে নিতে হবে। আমাদের জীবনেও এমন পরীক্ষা আসে। আমাদেরকে সেই পরীক্ষা দিতে হয়। সেই পরীক্ষার উপর অনেক সময় আমাদের বাকী জীবন নির্ভর করে।

27/01/2024

তোমরা প্রোফাইল লক করে রিকোয়েস্ট দিবা না, তোমাদের চরিত্র বুঝতে সমস্যা হয়!

আপনি জানেন কী হাট্টিমাটিম’ আসলে ৫২ লাইনের একটি ছড়া, চার লাইনের নয় lবাঙালিমাত্রই ছোটবেলায় পড়া এই ছড়াটি কোনওদিনই ভুলবেন...
26/01/2024

আপনি জানেন কী হাট্টিমাটিম’ আসলে ৫২ লাইনের একটি ছড়া, চার লাইনের নয় l

বাঙালিমাত্রই ছোটবেলায় পড়া এই ছড়াটি কোনওদিনই ভুলবেন না কেউ।

মোটামুটি কথা ফুটলেই বাঙালি শিশুদের যে কয়েকটি ছড়া কণ্ঠস্থ করানো হয়, তার মধ্যে একটি অবশ্যই

‘হাট্টিমাটিম টিম’।
তারা মাঠে পাড়ে ডিম,
তাদের খাড়া দুটো শিং,
তারা হাট্টিমাটিম টিম।

এর চেয়ে বেশি তথ্য শতকরা ৮০ শতাংশ বাঙালির কাছে রয়েছে কি না সন্দেহ।

আদতে ছড়াটি মোটেই ৪ লাইনের নয়। রোকনুজ্জামান খানের লেখা একটি ৫২ লাইনের সম্পূর্ণ ছড়া।

রোকনুজ্জামান খান জন্মেছিলেন ১৯২৫ সালের ৯ এপ্রিল অবিভক্ত বঙ্গের ফরিদপুর জেলায়। বাংলাদেশে তিনি ‘দাদাভাই’ নামে পরিচিত ছিলেন। সেদেশের জনপ্রিয় সংবাদপত্রের শিশু-কিশোরদের বিভাগের দায়িত্বে ছিলেন তিনি বহু বছর।

তাঁর রচনার বেশিরভাগই শিশু-কিশোরদের জন্য। হাট্টিমাটিম সম্ভবত তাঁর রচনাগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয়।

১৯৬২ সালে রচিত হয় ছড়াটি। ১৯৬৮ সালে বাংলা আকাদেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয় তাঁকে। ১৯৯৯ সালে মারা যান রোকনুজ্জামান।

সেই 52 লাইনের আসল ছড়াটা এইরকম -

টাট্টুকে আজ আনতে দিলাম
বাজার থেকে শিম
মনের ভুলে আনল কিনে
মস্ত একটা ডিম।

বলল এটা ফ্রি পেয়েছে
নেয়নি কোনো দাম
ফুটলে বাঘের ছা বেরোবে
করবে ঘরের কাম।

সন্ধ্যা সকাল যখন দেখো
দিচ্ছে ডিমে তা
ডিম ফুটে আজ বের হয়েছে
লম্বা দুটো পা।

উল্টে দিয়ে পানির কলস
উল্টে দিয়ে হাড়ি
আজব দু'পা বেড়ায় ঘুরে
গাঁয়ের যত বাড়ি।

সপ্তা বাদে ডিমের থেকে
বের হল দুই হাত
কুপি জ্বালায় দিনের শেষে
যখন নামে রাত।

উঠোন ঝাড়ে বাসন মাজে
করে ঘরের কাম
দেখলে সবাই রেগে মরে
বলে এবার থাম।

চোখ না থাকায় এ দুর্গতি
ডিমের কি দোষ ভাই
উঠোন ঝেড়ে ময়লা ধুলায়
ঘর করে বোঝাই।

বাসন মেজে সামলে রাখে
ময়লা ফেলার ভাঁড়ে
কাণ্ড দেখে টাট্টু বাড়ি
নিজের মাথায় মারে।

শিঙের দেখা মিলল ডিমে
মাস খানিকের মাঝে
কেমনতর ডিম তা নিয়ে
বসলো বিচার সাঁঝে।

গাঁয়ের মোড়ল পান চিবিয়ে
বলল বিচার শেষ
এই গাঁয়ে ডিম আর রবে না
তবেই হবে বেশ।

মনের দুখে ঘর ছেড়ে ডিম
চলল একা হেঁটে
গাছের সাথে ধাক্কা খেয়ে
ডিম গেলো হায় ফেটে।

গাঁয়ের মানুষ একসাথে সব;
সবাই ভয়ে হিম
ডিম ফেটে যা বের হল তা
হাট্টিমাটিম টিম।

হাট্টিমাটিম টিম-
তারা মাঠে পারে ডিম
তাদের খাড়া দুটো শিং
তারা হাট্টিমাটিম টিম।

ইন্টারনেট থেকে সংগৃহীত।

15/01/2024

কেমন ঠান্ডা !! 🥶🥶

নতুন নতুন বিয়ে করলে মানুষের মাথা ঠিক থাকেনা!🙂
14/01/2024

নতুন নতুন বিয়ে করলে মানুষের মাথা ঠিক থাকেনা!🙂

14/01/2024

- আম্মু কিছু বলার জন্য রুমে আসলে, লাইট জালায় দেয় কেন?
- আমি কি অন্ধকারে কা'নে শুনি না.!🙂

14/01/2024

এইসব শীতকালেই স্কুলে সকাল বেলা 'শরীরচর্চা' হতো। অনেকেই ক্লাসে লুকিয়ে থাকতো, ক্লাসে বসে হোমওয়ার্ক শেষ করতো।
এইসব দিনেই 'ক্রীড়া প্রতিযোগিতা' শুরু হতো, ক্লাস করতে হতো না।
এইসব দিনেই সোয়েটার গায়ে দিয়ে স্কুলে যেতাম, গরম লাগলে সোয়েটার কোমরে বেঁধে 'ভাব' নিতাম!
সুন্দর জানুয়ারীর সুন্দর স্মৃতি!❤️

14/01/2024

দেড় লাখ টাকা দিয়ে আইফোন কিনে বাড়িতে এসে সবাইকে দেখাচ্ছিলাম! পাশ থেকে আমার নানি বলতেছে: তোর মা কে নিয়ে গেলে ২-হাজার টাকা দিয়ে নিয়ে আসতো!🥴

সুন্দর 🤍🌸😍
14/01/2024

সুন্দর 🤍🌸😍

14/01/2024

প্রতিটা মানুষই কোনো না কোনো দিক দিয়ে ভিষণ অভাবী । কারো অর্থের অভাব , কারো মানসিক শান্তির অভাব , কারো ভালোবাসার অভাব , কেউ সারারাত জেগে থাকে একটু খানি ঘুমের জন্য , তার চোখে ঘুম নাই তার ঘুমের অভাব !

আমাদের এমন আরো অনেক অভাব থাকবে তারপর ও বেঁচে থাকতে হবে ! হাসি মুখে বাঁচতে হবে হোকনা সেটা মিথ্যে হাসি এইতো জীবন .. !!

13/01/2024

Amader desh ta name e ganotantric but sadharon manuser kono dam nei.

Kew ki nai je protibad korbe ai wrong management er.

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when কী খবর? posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share