কাঠগোলাপ シ︎

কাঠগোলাপ シ︎ Smile and forgive are the only way to live😊🥀
(1)

04/04/2025

আমিও ভাবছিলাম কিছুই হয়নি আমাদের মাঝে, আমি ভেবেছিলাম দ্বিতীয় দিন ঘুম থেকে ওঠে আমরা আবার স্বাভাবিকভাবেই কথা বলবো যেভাবে আমরা প্রতিদিন কথা বলায় অভস্ত্য ছিলাম।

কিন্তু এটা হয়নি, আমরা আর কোনোদিন কথা বলিনি
একে-অপরের সাথে।

29/09/2024

অনেক বছর পর, অনেক কিছুই বদলায়!
ডাকনাম। পরিচয়। সম্পর্ক। অধিকার।

আসলে অনেক বছরে কেবল প্রকাশ টা বদলায়, শুধু ভেতর টা বদলায় না🌸

12/08/2024

আমার অবসরে ভীষন মন খারাপ লাগে।🌼

লেখাঃ আসাদুজ্জামান জীবন
কন্ঠেঃ Shahriar R. NILOY
(Use headphones for better Sound Quality. 🖤)

10/07/2024

Let her go - Passenger

03/07/2024

মাঝেমধ্যে নিজের জন্য ও 'শোক প্রকাশ' করা উচিত! ফেলে আসা 'সুন্দর জীবন' এর জন্য কিংবা জীবন থেকে 'প্রিয় মানুষ' হারানোর জন্য শোক প্রকাশ করা উচিত!

সেই শোক প্রকাশ এর অনুষ্ঠানে দীর্ঘনিঃশ্বাস তার দলবল নিয়ে হাজির হবে। দীর্ঘনিঃশ্বাস কে সেদিন 'আপন মানুষ' বানিয়ে তাকে বলবো 'যা হয়েছে,এমন হওয়া উচিত ছিলো না রে! এমন না হলেও তো পারতো!'

দীর্ঘনিঃশ্বাস ও সেদিন আর সান্ত্বনা দিতে পারবে না! ফিরিয়ে দিতে পারবেনা নিজের সুন্দর দিন গুলোকে! যা চলে যায়,তার আসেনা! যারা চলে যায়,তারা ফিরেনা!

26/06/2024

- নক্ষত্রের রাত নাটকে আসাদুজ্জামান নূরের একটা সংলাপ আছে।

- সংলাপটা অনেকটা এরকম, "এমন একজন মানুষ খুঁজে বের করতে হবে, যার মধ্যে বুদ্ধির চেয়ে ভালোবাসার পরিমাণ থাকবে বেশি"।

- কথাটা প্রথমবার শোনার সাথে সাথেই চমকে উঠেছিলাম।

- সারা জীবনে আমরা বন্ধু খোঁজার সময় বুদ্ধির খোঁজ করি, কে ভালো পড়তে পারে, কে ভালো খেলতে পারে, কে ভালো আঁকতে পারে, আমাদের বেশিরভাগ বন্ধুত্বই গড়ে উঠে এসবের উপর ভর করে।

- অথচ, আমরা একটা প্রশ্ন করতে বারবার ভুলে যাই, সে ভালো বাসতে পারে তো!?

25/06/2024

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো!
খুব ছোট একটি স্বপ্নের জন্যে।
খুব ছোট দুঃখের জন্যে।
আমি হয়তো মারা যাবো কারো ঘুমের ভেতরে!
একটি ছোটো দীর্ঘশ্বাসের জন্যে।
একফোঁটা সৌন্দর্যের জন্যে।

__হুমায়ুন আজাদ

09/04/2024

- আমি তোমাকে আকাশ সমান ভালোবাসি.!🤍🥀

05/04/2024

সময়ের সাথে কষ্ট কমতে শুরু করলেও। ভিতরে জমে থাকা, ক্রোধ যন্ত্রনা,হাহাকার হতাশ, পেয়ে হারিয়ে ফেলার আফসোস থাকবে বুঝি চিরকাল??

01/04/2024

আমি কিছু মানুষকে ভালোবাসি। এরা আমাকে ভেঙেচুরে ফেললেও আমি তাদের ভালোবাসবো। কোন কারণে যদি আমাকে কষ্ট পেয়ে সরে আসতে হয়, যোগাযোগ যদি সবসময়ের জন্য বন্ধ হয়ে যায় তাও বাসব। এরা জানবেও না আমি এদের ভালোবাসি। আমার ভালোবাসায় কোন খামতি থাকবে না। এর কোন প্রতিকার আমার জানা নেই।
কারণ আমি একটা গা/ধা। স্বর্ণেও খাদ থাকে, আমার গর্দভত্বে কোন খাদ নেই।

29/03/2024

সব ঠিকঠাক চলে, তারপর হুট করে জানি কি হয়! একটা দীর্ঘনিঃশ্বাস বের হয়ে আসে! মন খারাপ হয়ে যায়! হুট করেই আফসোস বাড়ে, 'ওই মানুষ টা কে যদি পেতাম! ও যদি আমার হতো! আমার ওর চেয়ে বেশি ভালো কাউকে দরকার ছিলো না, ওরেই পেলে আমি খুশি হতাম! ছোট্ট একটা জীবনে যদি ভালোবাসার মানুষ টার সাথেই কাটাতে না পারি, এর চেয়ে খারাপ আর কি হতে পারে! ইশ! যদি ও থাকতো!

22/03/2024

কারো প্রোফাইল চেক করলে যদি Notification যেত,
তাহলে অভিমানের আড়ালে ধরা পড়তো শত শত অপ্রকাশিত ভালবাসা! 😌❤️‍🩹🖇️

Address

Dhaka
2300

Telephone

+8801968161818

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাঠগোলাপ シ︎ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কাঠগোলাপ シ︎:

Share

Category