Digital Dynamos

Digital Dynamos Welcome to Digital Dynamos, where digital dreams become reality. Let's elevate your online presence together.
(15)

Join us in navigating the digital landscape for success! owner's Linkedin URL: https://www.linkedin.com/in/md-fahim-dme/

Eid Ul Azha Mubarak to all
07/06/2025

Eid Ul Azha Mubarak to all

CPM of raincoat❤️❤️
30/05/2025

CPM of raincoat❤️❤️

🔍 A/B Testing কিভাবে করবেন – একদম সহজ করে বুঝুনআপনি যদি ফেসবুকে অ্যাড চালান বা অনলাইন মার্কেটিং করেন, তাহলে A/B Testing ...
16/05/2025

🔍 A/B Testing কিভাবে করবেন – একদম সহজ করে বুঝুন
আপনি যদি ফেসবুকে অ্যাড চালান বা অনলাইন মার্কেটিং করেন, তাহলে A/B Testing নামটা নিশ্চয় শুনেছেন।
কিন্তু সমস্যা হয় তখন, যখন অনেকে বুঝে না – ঠিক কী টেস্ট করবো? কিভাবে করবো? কতদিন চালাতে হবে? কীভাবে বুঝবো কোনটা জিতলো?
আজকের এই পোস্টে আমি A/B Testing বিষয়টা একদম ডাল-ভাতের মতো সহজভাবে বুঝিয়ে দিবো।
চলুন সামনের দিকে যাই আর অবশ্যই একটা লাইক দিয়ে বাকি টা পড়বেন
A/B Testing আসলে কী?
এক কথায়: একই অ্যাডের দুইটা বা তার বেশি ভার্সন বানিয়ে মানুষের সামনে চালিয়ে দেখা – কোনটা বেশি রেজাল্ট দেয়।
মানে আপনি একটা জিনিসের দুইটা ভার্সন audience কে দেখাবেন
তারা কোনটাতে বেশি ক্লিক করলো, রেসপন্স দিলো সেটা দেখেই বুঝবেন কোনটা কাজ করে।
কেন A/B Testing করবেন?
আপনার বাজেট তো সীমিত, তাই না?
যদি আপনি আগে না বুঝে সোজা একটা অ্যাডে সব বাজেট ঢেলে দেন সেটা যদি কাজ না করে, আপনার পুরো টাকা নষ্ট।
কিন্তু আপনি যদি A/B Testing করেন, তাহলে কম বাজেটে টেস্ট করে দেখে নিতে পারবেন: কোন ক্যাপশন বেশি কাজ করে? কোন ছবি audience পছন্দ করে? ভিডিও দিলে ভালো নাকি ছবি? CTA কী রাখলে ক্লিক বাড়ে?
এখন আসল কথা হচ্ছে A/B Testing কিভাবে করবেন?
এখানে ৫ তা স্টেপে আপনাকে কাজটা সম্পূর্ণ করতে হবে
Step 1: টেস্টের উদ্দেশ্য ঠিক করতে হবে , প্রথমেই ঠিক করুন, আপনি কী টেস্ট করতে চাচ্ছেন।

যেমন ধরেন Caption টেস্ট করবেন? Image টেস্ট করবেন? CTA টেস্ট করবেন? Audience টেস্ট করবেন?
একবারে সবকিছু টেস্ট করবেন না। তাইলে কিছুই বুঝবেন না.
প্রতি টেস্টে একটাই জিনিস ভ্যারিয়েশন রাখবেন।
Step 2: ২টা ভার্সন তৈরি করুন
ধরি আপনি শার্ট বিক্রি করছেন। আপনি দুইটা ক্যাপশন বানালেন:
Caption A:
“এই শার্টটা আমার বরকে গিফট করেছিলাম – সে অনেক পছন্দ করেছে!”
Caption B:
“এই শার্ট ১০০% কটন, প্রিমিয়াম কোয়ালিটি – এখন ডিসকাউন্টে পাচ্ছেন !”
দুইটাতেই একই ছবি, একই বাজেট, একই CTA থাকবে। শুধু ক্যাপশন আলাদা।
Step 3: আলাদা Ad Set বা A/B Experiment চালান
Option 1 হচ্ছে , ফেসবুকের ডিফল্ট এবি টেস্টিং মেথড
Facebook Ads Manager থেকে Experiments থেকে A/B Test
Option 2: একই ক্যাম্পেইনের মধ্যে ২টা আলাদা Ad Set বানান। আলাদা Ad রাখুন।
Step 4: কম বাজেটে চালান
প্রথমে প্রতিটা ভার্সনে ৫০০–১০০০ টাকা করে বাজেট রাখুন।
৪–৭ দিন চালাতে দিন। এই সময়টায় অ্যাডে হাত দিয়েন না, ফলাফলের জন্য অপেক্ষা করুন।
Step 5: রেজাল্ট দেখুন
আপনার টেস্টের সফলতা বোঝার জন্য নিচের মেট্রিকগুলো দেখুন:
CTR (Click Through Rate): কোন ভার্সনে মানুষ বেশি ক্লিক করেছে
CPC (Cost per Click): কোনটা কম খরচে রেজাল্ট দিয়েছে
Conversion / Message / Purchase: কোনটা শেষ পর্যন্ত মানুষকে Action নিতে বলেছে
যেটা বেশি ভালো ফল দিয়েছে – সেটাকেই স্কেল করুন।
📌 একটা রিয়েল লাইফ উদাহরণ:
(কাহিনীটা সত্যি কিন্তু ইনফো গুলো একটু শর্ট করে চেঞ্জ করে দিলাম)
একজন ক্লায়েন্টের জন্য ২টা ক্যাপশন টেস্ট করেছিলাম:
A: এই গয়নাটা আমার বিয়েতে পরেছিলাম
B: আজকের ডিজাইন – সেল চলছে!
বাকি সব একই রেখে, আমরা ১,০০০ টাকা করে দুইটাতে চালালাম।
৭ দিনে দেখা গেলো:
A ক্যাপশনে: ৪৮টা Message, CPC – ২.১৳
B ক্যাপশনে: ১৮টা Message, CPC – ৫.৪৳
কি বুঝলেন?
মানুষ রিয়েল লাইফ স্টোরি-ভিত্তিক ক্যাপশন বেশি পছন্দ করছে।
এই টেস্ট না করলে হয়ত ভুল কনটেন্টে হাজার টাকা নষ্ট হয়ে যেতো।
A/B Testing করতে গিয়ে যেসব ভুল হয়:
একসাথে অনেক কিছু টেস্ট করা
- ভুল! এক টেস্টে একটাই ভ্যারিয়েবল বদলান।
বাজেট বেশি রাখার চেষ্টা
- শুরুতে কম বাজেট রাখুন, পরে ভালো ভার্সনটা স্কেল করুন।
১–২ দিনের রেজাল্ট দেখে সিদ্ধান্ত নেয়া
- মিনিমাম ৫–৭ দিন সময় দিন।
বারবার অ্যাড এডিট করা
- রেজাল্ট আসতে সময় লাগে, ধৈর্য ধরুন।

উফ হাপাই গেছি লিখতে লিখতে, যাইহোক আর লিখছি না বেশি কিছু, আরো কিছু লিখার ইচ্ছা ছিল কিন্তু ভালোলাগছে না রাত অনেক হৈছে ঘুমাবো, আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন
সবশেষে বলবো, A/B Testing হচ্ছে স্মার্ট মার্কেটিংয়ের বেসিক কৌশল।
আপনি যত বেশি টেস্ট করবেন, তত বেশি শিখবেন
এবং আপনার মার্কেটিং খরচ হবে অনেক বেশি রিটার্ন-সমৃদ্ধ।
Test everything. Assume nothing.
এই কথাটা যদি মনে রাখেন,তাহলে আপনার অ্যাড বাজেট কখনোই নষ্ট হয়ে যাবে না।

ফেসবুক একাউন্ট হ্যাক হওয়া থেকে বাঁচুন ! সতর্কতা ২ : গতকাল যেই ভাইয়ের ফেসবুক একাউন্ট এবং এড একাউন্ট হ্যাক হওয়ার কাহিনী বল...
14/05/2025

ফেসবুক একাউন্ট হ্যাক হওয়া থেকে বাঁচুন ! সতর্কতা ২ :

গতকাল যেই ভাইয়ের ফেসবুক একাউন্ট এবং এড একাউন্ট হ্যাক হওয়ার কাহিনী বলেছিলাম, সেটা ছিল নিচে স্ক্রিনশট-এ দেখানো হুবুহু একই ধরণের একটা App এর Advertisement !

এগুলো সব ফিশিং App , মেটা সুট, এড ম্যানেজার এই ধরণের লোগো দিয়ে App গুলো তৈরি করা হয়, দেখে মনে হবে মেটার কোনো APP অথবা ফেসবুকের AD এর সাথে সম্পর্কৃত কিছু ! এই APP গুলো একবার ডাউনলোড করে লগইন করসেন তো আপনি শেষ ! আপনার পুরো ডিভাইস এর এক্সেস নিয়ে নিবে এবং তারা আপনার ফেসবুক একাউন্ট হ্যাক করে মেটা ডেভেলপার-এ API সেট করে দিবে, আপনি হাজার PASSWORD চেঞ্জ করলেও তাদের কাছে এক্সেস থেকে যাবে। তাই যেন তেনো APP ইনস্টল করা থেকে খুব সাবধান, APP ইনস্টল করার আগে রিভিউ এবং পাবলিশার দেখে নিন। এগুলো বেশি হয় Apple Appstore -এ, কারণ Playstore -এ এই ধরণের APP এপ্প্রুভ-ই হয় না। তাই যারা IOS ব্যবহার করেন তারা আরো বেশি সতর্ক থাইকেন !

অন্যকে সাবধান করতে পোস্ট-টি শেয়ার করতে পারেন।

Alhamdulillah, Mumpot AD campaign done.
05/05/2025

Alhamdulillah, Mumpot AD campaign done.

Alhamdulillah... Pastry Cake Ad Campaign Done..
28/04/2025

Alhamdulillah... Pastry Cake Ad Campaign Done..

28/04/2025

সমাজের জুয়ারি/ ট্রেডারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। খেলে জুয়া পরিচয় দেয় ফ্রিল্যান্সার। উল্টা আমাদের মতো ফ্রিল্যান্সারদের নাম খারাপ হয়। একটা কথা সবসময় মনে রাখবেন একজন ফ্রিল্যান্সার মাসে ১ হাজার থেকে ৫ হাজার ডলার ইনকাম করতে পারে। এর চেয়ে বেশি হয় না। কেউ যদি এর চেয়ে বেশি বলে, নিজেকে ফ্রিল্যান্সার দাবি করে! সে যতই যুক্তি দেখাক ( আমি মাসে ৫ হাজার ডলারের বেশি ইনকাম করি ) মনে করবেন ওই সা*লা*র মধ্যে কোন না কোন সমস্যা আছে।😒

Baby set Ad campaign Done...
26/04/2025

Baby set Ad campaign Done...

আজকে আবার একটা কাস্টমার থেকে প্রতারিত হলাম। এজন্য আগে সার্ভিস দিতে মন চায় না। কিন্তু এক দুইজনের জন্য তো আর সবাইকে অবিশ্ব...
26/04/2025

আজকে আবার একটা কাস্টমার থেকে প্রতারিত হলাম। এজন্য আগে সার্ভিস দিতে মন চায় না। কিন্তু এক দুইজনের জন্য তো আর সবাইকে অবিশ্বাস করতে পারি না🙂 Itz Upannash এই মহামান্য ব্যক্তিকে কেও চিনে থাকলে বলে দিয়েন যেন ভালো হয়ে যায়। এমনে মানুষের টাকা মাইরা আর কয়দিন চলবো? নিচে তার ছবি আর নাম্বার দেওয়া হয়ছে 🌸

25/04/2025

অনেকেই জানেন না কীভাবে লাইক-ফলোয়ার ক্যাম্পেইনগুলো রান করতে হয় ❓

এদিকে মানুষ ২ ক্যাটেগরির রেজাল্ট দেখায়—
১️⃣ নন-টার্গেটিং: ক্যাম্পেইনে $১-এ (১-২ হাজার বা তারও বেশি) লাইক/ফলোয়ার
২️⃣ টার্গেটিং: ক্যাম্পেইনে $১-এ ২০০-৩০০ লাইক/ফলোয়ার

কিন্তু প্রশ্ন হলো—এইভাবে টার্গেটিং করলেই কি ভালো রেজাল্ট সম্ভব❓

উত্তর: না ❌ – যদি শুধু টার্গেটিং-এ ফোকাস করেন
উত্তর: হ্যাঁ ✅ – যদি টার্গেটিং + কপিরাইট + কন্টেন্টে ফোকাস করেন

“হ্যাঁ” কে বাস্তবে রূপ দিতে চাইলে নিচের বেসিক স্টেপগুলো ফলো করুন:

🪙 বাজেট:
- লাইফটাইম বাজেট রাখুন
- বাজেটটা মোটামুটি ও যথাযথ রাখুন

🎯 কন্টেন্ট:
- ইমোশনাল কন্টেন্ট (যেমন বিকাশের সেভিংস ক্যাম্পেইনের মতো) – ছবি/ভিডিও
- সিরিয়াল পোস্ট/সিরিজ নিয়ে কন্টেন্ট তৈরি করুন
- অফার পোস্ট (যেমন – “৩ দিনের মধ্যেই রেজিস্ট্রেশন শুরু”, “৫০% ডিসকাউন্ট মাত্র ৩ দিনের জন্য”)
- ফ্রি সেমিনার বা ওয়েবিনার থাকলে সেই নিয়ে কন্টেন্ট বানান

✍️ কপিরাইটিং:
• পেজের ধরন বুঝে পার্সোনালাইজড কপিরাইট লিখুন
• কন্টেন্টের সাথে যেন ম্যাচিং হয়, সেটা নিশ্চিত করুন

এটা আসলে খুব কমপ্লেক্স কিছু না!
৮০% ফোকাস রাখবেন কন্টেন্টে,
আর ২০% কপিরাইট হবে সেই কন্টেন্টের ধারালো অস্ত্র!

Grow smart, not random!

Air ticket Ad campaign Done...
21/04/2025

Air ticket Ad campaign Done...

Address

Road-06, House-50, Mohammadpur
Dhaka
1207

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+8801711732998

Website

Alerts

Be the first to know and let us send you an email when Digital Dynamos posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Digital Dynamos:

Share