দৌলতপুর নিউজ ২৪

দৌলতপুর নিউজ ২৪ আসসালামু আলাইকুম 💖

31/07/2025

কুষ্টিয়া দৌলতপুর আল্লার দর্গার বাজারে ভাড়াটিয়ার গলায় ফাঁস,
আল্লার দর্গা গার্লস স্কুলের সামনে মোকলেস সাহেবের বাসায়.।

🔔 দৌলতপুরবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্বস্তির খবর!কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন সাপের কা...
30/07/2025

🔔 দৌলতপুরবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্বস্তির খবর!

কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন সাপের কামড়ের প্রতিষেধক (Anti-venom) পর্যাপ্ত পরিমাণে সংরক্ষিত রয়েছে।
👉 বর্তমানে মজুদ আছে ৫৩ ভায়াল এন্টি ভেনম।

সাপে কামড়ালে ভয় বা গুজবে কান দেবেন না।
ওঝা, ঝাড়ফুঁক, অথবা বিলম্ব নয়।❌
অবিলম্বে নিকটস্থ হাসপাতালে যান।✅
সময়মতো চিকিৎসা আপনাকে বাঁচাতে পারে!

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের ফোন নম্বর:
01730-324603

তথ্য সংগ্রহ ও প্রচার
Saif Al Mera

29/07/2025

অপরাধের স্বর্গরাজ্য সীমান্তবর্তী উপজেলা কুষ্টিয়ার দৌলতপুর |

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর এলাকায় মসজিদের ইমামের চোখ উপড়ে নেওয়ার ঘটনায় প্রধান আসামি  রহিদুল...
28/07/2025

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর
এলাকায় মসজিদের ইমামের চোখ উপড়ে নেওয়ার ঘটনায়
প্রধান আসামি রহিদুল (৪০) কে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ।
গত রাত তিনটার সময় কুমারখালী উপজেলায় দৌলতপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান পরিচালনা করে রহিদুলকে গ্রেফতার করে পুলিশ। রহিদুল জয়রামপুর এলাকার রেজাউল হকের ছেলে।

26/07/2025

কুষ্টিয়ায় দুপুরে আ'লীগ নেতাকে ধর'তে গিয়ে নেতার বউ-ছেলেত বঁ"টির আ'ঘা'তে আহত হয়ে ডিবি পুলিশের এসআই হাসপাতালে৷ !
আটক-২

নাটোরের বড়াই গ্রামে কুষ্টিয়ার দৌলতপুরের একই পরিবারের ৭ জন সহ মাইক্রোবাস গাড়ির ড্রাইভার নি'হ'তের ঘটনায় ঘাতক ট্রাকচালক আট...
24/07/2025

নাটোরের বড়াই গ্রামে কুষ্টিয়ার দৌলতপুরের একই পরিবারের ৭ জন সহ মাইক্রোবাস গাড়ির ড্রাইভার নি'হ'তের ঘটনায় ঘাতক ট্রাকচালক আটক।
👍

24/07/2025

প্রাথমিক পরীক্ষা শুরু হয়েছে
রুপপুর পাওয়ার প্লান্ট।
সম্পর্ক চালু হলে কতটা ভংয়কার হবে বুঝতে পারছেন?

23/07/2025

সাউন্ড বক্স ও মেয়েদের নিয়ে নদীতে,
অশ্লীল নাচানাচি করার প্রতিবাদ করলেন,

ইসলামী আন্দোলন ও বাংলাদেশ সেনাবাহিনী!
যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ

ঢাকা বিমানবন্দরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দৌলতপুরের একই পরিবারের ০৭ জনের মৃ**ত্যু
23/07/2025

ঢাকা বিমানবন্দরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দৌলতপুরের একই পরিবারের ০৭ জনের মৃ**ত্যু

23/07/2025

খেলা শুরু

01/02/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Tanvir Ahmmed

Tanvir Ahmmed ভাই সব সময় নতুনদের পাশে থাকেন। সবাই ভাইয়ার সাথে যুক্ত হয়ে যান।
01/02/2025

Tanvir Ahmmed ভাই সব সময় নতুনদের পাশে থাকেন। সবাই ভাইয়ার সাথে যুক্ত হয়ে যান।

Address

Kushtia
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when দৌলতপুর নিউজ ২৪ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৌলতপুর নিউজ ২৪:

Share

Category