17/09/2025
মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের চত্বর থেকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের আদম ব্যাপারী নুরুজ্জামান আদালতে মামলায় জামীন নিয়ে বের হলে তাকে ভূক্তভোগীরা ঘিরে গণধোলাই শেষে সাদা মাইক্রো ( ঢাকা মেট্রো - চ - ৫৩-৮২০০) তে করে তুলে নিয়ে গেলেন ভুক্তভোগীরা। এলাকায় চাঞ্চল্য।