দৌলতপুর নিউজ ২৪

দৌলতপুর নিউজ ২৪ আসসালামু আলাইকুম 💖

17/09/2025

মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের চত্বর থেকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের আদম ব্যাপারী নুরুজ্জামান আদালতে মামলায় জামীন নিয়ে বের হলে তাকে ভূক্তভোগীরা ঘিরে গণধোলাই শেষে সাদা মাইক্রো ( ঢাকা মেট্রো - চ - ৫৩-৮২০০) তে করে তুলে নিয়ে গেলেন ভুক্তভোগীরা। এলাকায় চাঞ্চল্য।

08/09/2025

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ৩০ নংবৈরাগীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএনপি নেতা কামাল মাস্টার ক্লাস 4এর ছাত্রীর সাথে অনৈতিক কর্মকান্ড করায় সাধারণ জনগন সহ ছাত্র সহ আরো অনেকে মিলে কামাল মাস্টার কে বন্দী করে রেখেছে অফিস রুমে কামাল মাষ্টারের ওপর ক্ষিপ্ত সাধারণ জনগন এমন অনৈতিক কর্মকান্ডের কারণে।

06/09/2025

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খু°ন....
কুষ্টিয়ার দৌলতপুরে এই ঘটনা ঘটেছে।

25/08/2025

কুষ্টিয়া দৌলতপুর থানার ফিলিপনগর ইউনিয়নের একজন নারীর খুn

16/08/2025

বেপরোয়া গাড়ি চালালো মৃ/ত্যুর কারণ

15/08/2025

আসসালামু আলাইকুম

15/08/2025

কুষ্টিয়া দৌলতপুরে দুইজন যুবক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, তাদের বাড়ি মথুরাপুর ও তারাগুনিয়া বাজার, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ゚

13/08/2025

কুষ্টিয়ার দৌলতপুরে চুরি করতে গিয়ে হাসানপুর গ্রামে, হরিন গাজি গ্রামের বিএনপি কর্মী রনি আটক হয়েছে এলাকাবাসীর হাতে। বিস্তারিত আসছে৷

03/08/2025

মর্মান্তিক ও দুঃখজনক!
গতকাল রাতে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার
চিলমারী ইউনিয়নের বাংলা বাজার পদ্মা নদীর চরে,
বজ্রপাতে ১১ টি মহিষ মা-রা গিয়েছে বলে জানা যায়।
১০ টা মহিষ ছিল একজনের
যার আনুমানিক বাজার মূল্য ২৪-২৫ লক্ষ টাকা।

খামারির নাম
মোঃ নবী শেখ তিনি বলেন,
নিজের ও পরিবারের সারা জীবনের উপার্জন দিয়ে মহিষ গুলো তিলে তিলে গড়ে তুলেছিলেন। মহিষ গুলো হঠাৎ এভাবে মা-রা যাওয়াতে পরিবারের লোকজন নিঃস্ব ও অসহায় হয়ে পড়েছে।

31/07/2025

কুষ্টিয়া দৌলতপুর আল্লার দর্গার বাজারে ভাড়াটিয়ার গলায় ফাঁস,
আল্লার দর্গা গার্লস স্কুলের সামনে মোকলেস সাহেবের বাসায়.।

🔔 দৌলতপুরবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্বস্তির খবর!কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন সাপের কা...
30/07/2025

🔔 দৌলতপুরবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্বস্তির খবর!

কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন সাপের কামড়ের প্রতিষেধক (Anti-venom) পর্যাপ্ত পরিমাণে সংরক্ষিত রয়েছে।
👉 বর্তমানে মজুদ আছে ৫৩ ভায়াল এন্টি ভেনম।

সাপে কামড়ালে ভয় বা গুজবে কান দেবেন না।
ওঝা, ঝাড়ফুঁক, অথবা বিলম্ব নয়।❌
অবিলম্বে নিকটস্থ হাসপাতালে যান।✅
সময়মতো চিকিৎসা আপনাকে বাঁচাতে পারে!

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের ফোন নম্বর:
01730-324603

তথ্য সংগ্রহ ও প্রচার
Saif Al Mera

29/07/2025

অপরাধের স্বর্গরাজ্য সীমান্তবর্তী উপজেলা কুষ্টিয়ার দৌলতপুর |

Address

Kushtia
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when দৌলতপুর নিউজ ২৪ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৌলতপুর নিউজ ২৪:

Share

Category