Life of Naznin

Life of Naznin I am mother and here I will share motherhood things,baby care stuff,baby food recips that I use to ma

🤣🤣🤣🤣🤣🤣
27/10/2025

🤣🤣🤣🤣🤣🤣

👍
27/10/2025

👍

কথা কিন্তু সত্য 😎

27/10/2025

🚸 সন্তানের বেড়ে ওঠায় পিতামাতার ভালোবাসা ও যত্ন 💕

একটি শিশু যেন ছোট্ট একটি চারা গাছ—নরম, কোমল, অথচ সম্ভাবনায় ভরপুর। যেমন একটি চারাকে জল ও আলো বড় হতে সাহায্য করে, তেমনই একটি শিশুর বেড়ে ওঠার মূল শক্তি হল বাবা-মায়ের ভালোবাসা ও যত্ন।

পিতামাতার স্নেহ শিশুকে প্রথমেই নিরাপত্তার অনুভূতি দেয়। মায়ের বুকে কিংবা বাবার কাঁধে সে যখন নিশ্চিন্ত আশ্রয় খুঁজে পায়, তখনই তার পৃথিবী ঘুরে দেখার সাহস জন্মায়। প্রতিটি আলিঙ্গন, প্রতিটি উৎসাহের বাক্য, প্রতিটি হাসি শিশুর মনে আত্মবিশ্বাস গড়ে তোলে—যে সে মূল্যবান, সে ভালোবাসার যোগ্য।

শুধু ভৌতিক চাহিদা নয়, আসল খাদ্য হল আবেগের উষ্ণতা। খেলনা বা বিলাসী জিনিস সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু বাবা-মায়ের দেওয়া সময়, কথা বলা, গল্প শোনানো, একসাথে খেলা করা—এসবই শিশুর মনে স্থায়ী প্রভাব ফেলে। যে বাবা-মা শুনতে জানেন, পাশে দাঁড়াতে জানেন, সঠিক পথে দিশা দেখাতে জানেন—তারা শিশুর মনে দয়া, সহনশীলতা ও শক্তির বীজ বুনে দেন।

ব্যর্থতায় ভরসা আর সাফল্যে গর্ব—এই শিক্ষাই তাকে জীবনযুদ্ধে দৃঢ় করে তোলে। তাই সন্তানের বেড়ে ওঠার জন্য সবচেয়ে বড় উপহার হলো বাবা-মায়ের সময়, মনোযোগ আর ভালোবাসা।

\ #পিতামাতারভালোবাসা
\
\ #শিশুরযত্ন
\
\
\ #পিতামাতারঅমূল্যসম্পদ
\
\ #শিশুরভবিষ্যৎ
\
\
\ #আদরএবংস্নেহ
\
\

🙂
27/10/2025

🙂

এরা হচ্ছে বাচ্চার জীবন নিয়ে খেলা করে ,কিন্তু কেনো?? 😰বাচ্চাটাকে আজ হাসপাতালের ওপিডি তে দেখলাম, বয়স একমাস এখনো ও হয়নি,ঠান...
27/10/2025

এরা হচ্ছে বাচ্চার জীবন নিয়ে খেলা করে ,কিন্তু কেনো?? 😰

বাচ্চাটাকে আজ হাসপাতালের ওপিডি তে দেখলাম, বয়স একমাস এখনো ও হয়নি,ঠান্ডা লেগেছে প্রায় ১৫দিন হইলো ,
দাদীর ভাষ্যমতে।

তাই তিনি এই কাপড় মায়ের বুকের দুধে ভিজিয়ে দিয়ে রেখেছেন মাথার মদ্ধে ,ঠিক মাঝখানে।

তিনি এটা কয়েকদিন ধরেই করেছেন ,তার কথা হিসেবে
এতে ঠান্ডা নাকি কমে 😣

পরে বলে অনেক চেষ্টায় ও আর এই কাপড়টা তোলা যায়নি মাথা থেকে ,এতো বলে শক্ত হয়ে ছিলো এটা মাথায় , মনে হচ্ছিলো যেনো সুপার গ্লু দিয়ে আটকানো ।
আর বাচ্চার এতো এতো কাশি , এক্স রে করে আনতে বললাম, পরে নিউমোনিয়ার ফিচার পেলাম,তখন দাদী কে বললাম এই কাজ গুলো কেনো করেন? কিন্ত মনে হইলো উনি আমার কথায় খুব বিরক্ত হলেন।
এমনকি ভর্তি হতে বললাম নিউমোনিয়া বলে,তাও হলো না। আমি জানিনা আসলেই গ্রামের মানুষগুলো কে বোঝানোর উপায় কি,কেনো তারা এমন করে ,বলতে পারেন আপনারা??
আপনারা যারা গ্রামে থাকেন তারা বলেন তো ,তারা এমন কেনো করে?

©

27/10/2025

শা-লী/দুলাভাই দে'বর / ভাবী'দের ভেতর ইয়ার্কি, ফ্লার্টিং, লুতুপুতু, টাইপ সম্পর্কে Normalize করছিলো কে? এটা কি জরুরী ছিলো?'

Sorry to say" এই Concept আমার একদম অপছন্দ!'❤️

27/10/2025

কিছু মানুষ নিজের সংসারের পাশাপাশি voluntarily ৪/৫ টা সংসার করে! 😝I mean সেসব সংসারে কি হলো, কি হবে এসব চিন্তা সব তাদের মাথায় থাকে! কি প্রেসার নেয়, ভাবা যায়?

27/10/2025
Yes 2016😇
27/10/2025

Yes 2016😇

27/10/2025

বেঁচে থাকলে সব মানুষই অন্য মানুষের কাছে খারাপ, কেবল টাকা হলে আর মারা গেলে একই মানুষ বিনা কারণে কেনো যেনো সবার কাছে ভালো এবং প্রিয় পাত্র হয়ে ওঠে 😜

আমাদের এই জেনারেশন এর মায়েরা ও যে এতটা স্মার্ট, সচেতন, সুন্দর, পরিপাটি হতে পারে সেটা ইশায়া তাহসিন আপুর আম্মুকে দেখলে বোঝ...
26/10/2025

আমাদের এই জেনারেশন এর মায়েরা ও যে এতটা স্মার্ট, সচেতন, সুন্দর, পরিপাটি হতে পারে সেটা ইশায়া তাহসিন আপুর আম্মুকে দেখলে বোঝা যায়...!!
নরমালি ফেসবুকে আন্টির বয়সী তেমন কারোর ভিডিও আমার সামনে আসেনা.... তবে এই আপুর আম্মুকে আমার এতো বেশি ভালো লাগে কেনো জানিনা....
উনার কোনো ভিডিও ই আমি স্কিপ করিনা...!!😍

আন্টি এতো সুন্দর সুন্দর ইউনিক রেসিপি শেয়ার করে এগুলো দেখতেই ভালো লাগে...!! আর কথাবলা টাও দারুন লাগে... কত সুন্দর ছো'ট্ট ছো'ট্ট করে কথা বলে সত্যি ই এককথায় অসাধারণ...!!
সত্যি বলতে তো আমি ইশায়া আপুর থেকে তার আম্মুর ভিডিও বেশি দেখি এবং আন্টিকে বেশি ভালো লাগে..!💕

Address

Mirpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life of Naznin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category