Life of Naznin

Life of Naznin I am mother and here I will share motherhood things,baby care stuff,baby food recips that I use to ma

গল্প অনুযায়ী, ভবিষ্যতের ২১১২ সালের ৩রা সেপ্টেম্বর তৈরি করা হয় এই বিখ্যাত রোবটিক বিড়ালটি। পরবর্তীতে সে অতীতে যায় নোবিতার ...
03/09/2025

গল্প অনুযায়ী, ভবিষ্যতের ২১১২ সালের ৩রা সেপ্টেম্বর তৈরি করা হয় এই বিখ্যাত রোবটিক বিড়ালটি। পরবর্তীতে সে অতীতে যায় নোবিতার কাছে। বিশ্বজুড়ে ডোরেমন ভক্তরা বেশ আনন্দের সাথেই উদযাপন করেন দিনটি।

Salman Bin Mehedi Happy birthday my sunshine💙
03/09/2025

Salman Bin Mehedi Happy birthday my sunshine💙

নায়ক ভিকি কৌশলের বাবা শ্যাম কৌশল।দুই ছেলে ভিকি,সানি নায়ক।বড় বৌমা ক্যাটরিনা জনপ্রিয় নায়িকা।পরিবার নিয়ে বেশ ভালো আছেন তিনি...
02/09/2025

নায়ক ভিকি কৌশলের বাবা শ্যাম কৌশল।দুই ছেলে ভিকি,সানি নায়ক।বড় বৌমা ক্যাটরিনা জনপ্রিয় নায়িকা।পরিবার নিয়ে বেশ ভালো আছেন তিনি।অথচ তার জীবনের একটা সময় অনেক দুর্বিষহ কেটেছে।ক্যান্সারে আক্রান্ত হয়ে আত্মহত্যার কথাও ভেবেছিলেন।ব্যয়বহুল খরচ চালাতে না পেরে।
শ্যাম কৌশল এক ইন্টারভিউয়ে বলেন,সবাই আমাকে জিজ্ঞেস করেন,আপনার সবকিছু কিভাবে এতো ভালো সেট হলো?আপনি সন্তানদের নিয়ে এতো ভালো পজিশনে কিভাবে গেলেন?গোপন রহস্য কি।নায়কের বাবা বলেন আমি ভেবে দেখলাম,আমিতো জীবনে কোন বাড়তি এফোর্ট দিই নি সবকিছু ভালো করতে।ভেবে দেখলাম তবে জীবনে আমি তিনটা কাজ করে গেছি সবসময়

১ আমি কৃতজ্ঞ থেকেছি আজীবন।যারা আমাকে মুম্বাই আসার পর কাজ দিয়েছেন,আশ্রয় দিয়েছেন এমনকি চলার পথে ছোট সাহায্য হলেও করেছেন।তাদের সবাইকে আমি এখনো মনে রেখেছি।বারবার কৃতজ্ঞতা প্রকাশ করি।

২ আমি জীবনে সরি এবং Thank you শব্দ দুটো অনেক প্রয়োগ করি।আমি কোন ভুল হলে সরি বলে ফেলি।কারো সামান্য ভালো কাজের জন্য আমি তাকে ধন্যবাদ দিই।আমার মনে হয় এই দুটো শব্দ জীবনে প্রচুর প্রয়োগ করা ভালো

৩ আমি জীবনে কোনদিন সজ্ঞানে কারো ক্ষতি চাই না।কখনোই নয়।মনে রাখবেন আপনি যেমন চিন্তা করবেন। সেগুলোই মাল্টিপ্লাই হয়ে আপনার জীবনে ফিরে আসবে।

আর এভাবেই আমি জীবন কাটাচ্ছি।তাই হয়তো জীবনে অনেক বিপদ পার করতে পেরেছি।সন্তানরা ঠিকঠাক ক্যারিয়ার গড়েছে।আমার পরিবার নিয়ে আমি ভালো আছি।এটাই আমার সিক্রেট।

31/08/2025

এই ছবিতে দুইটা মেয়ে....একটা আমার মেয়ে আরেকটা আমার শশুরের মেয়ে....একজনের বাপ বেচে আছে.. আরেকজনের বাবা মারা গেছেন অনেক বছর হলো...

আমার মেয়ের ইলিশ মাছের ডিম খুব পছন্দ, তাই টেবিলে একসাথে খেতে বসলেই সবার আগে ইলিশের ডিমটা আমার মেয়ের প্লেটে তুলে দেই.... আচ্ছা এবার বলুন তো আমার ওয়াইফ যিনি আমার শ্বশুরের ছোট মেয়ে, তার তো বাবা বেঁচে নেই তাহলে তার যা খেতে পছন্দ সেটা তার প্লেটে কে তুলে দেবে?? আর স্বভাবতই আমাদের বাঙালি বেশিরভাগ বউয়েরা বিয়ের পর তাদের পছন্দের খাবারের কথা তো দূরের কথা নিজেদের ভালো লাগা মন্দ লাগার কথাগুলো বলতেই ভীষণ সংকোচ বোধ করে..এটা আমি আমার মায়ের ক্ষেত্রেও দেখেছি!

তা যাই হোক আমাদের সম্পর্কের বেশ কয়েক বছর পর আমি বুঝতে পারি আমার ওয়াইফ মুরগির লেগ পিস খেতে পছন্দ করে...এই অভ্যাসটা ওর ছোটবেলার.. কিন্তু এটা আমার ব্যর্থতা যে এটা বুঝতে আমার অনেক দেরি হয়েছে.... অথচ বিয়ের পর বছরের পর বছর ধরে স্বামীর প্লেটে সবার আগে সে মুরগির রানটা তুলে দিয়েছে..

সত্যি কথা বলতে, এখন বাসায় মুরগি রান্না হলে কিংবা কোন দাওয়াতে গেলে, আমি ঐ রান টা যখন ওর প্লেটে নিজের হাতে তুলে দেই আমার তখন একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে...

ভাইরে, এতো কথার শেষ কথা হইলো, প্রেম করেন আর বিয়া করেন আপনি যার দায়িত্ব নিবেন, তারে ভালো রাখার
সবটুকু দায়িত্ব নিয়েন... মানুষ ডাল ভাত খাইয়াও বছরের পর বছর সুখী থাকতে পারে, যদি সাথের মানুষটা তারে কইলজায় আঁকড়ায় রাখতে পারে....❣️

©RJ UDAY

31/08/2025

আমি খারাপ না, শুধু নিজের মতো! 🙅‍♀️
কারো স্ট্যান্ডার্ডে না চললেই খারাপ হই…
But Who cares 🤷‍♀️

31/08/2025
31/08/2025

শুধু সামনে এগিয়ে যাও, কে কি বলছে তাতে কান দিও না!
নিজের ভালোর জন্য যা করতে হবে, করতে থাকো…✌️

31/08/2025

আমি কোথাও আটকাই না ভাই। চিকন তো, চিপাচাপা দিয়ে বের হয়ে যাই।🥲

September 🤍✨My Prince birthday Salman Bin Mehedi 💙
31/08/2025

September 🤍✨My Prince birthday Salman Bin Mehedi 💙

😜🤣
30/08/2025

😜🤣

30/08/2025

😅

30/08/2025

সত্য সবসময়ই তিতা! আর মিথ্যা লাগে খুব মিঠা…
👏👏👏

Address

Mirpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life of Naznin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category