29/10/2025
নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ১৬ জন মাদকসেবীকে গ্রেপ্তার হয়েছে।
পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ফতুল্লা মডেল থানার চানমারি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী।
এতে অংশ নেয় ফতুল্লা থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত দল।
গ্রেপ্তাররা হলেন— আসিফ (২২), তারা মিয়া (৩৫), মোক্তার হোসেন (৪২), বাচ্চু (৫৫), জসীম উদ্দিন (৪০), মামুন, কাওসার (৩৭), মুনসুর (৫৫), রতন (৩৭), জামাল (৩৮), শিপন (৩৮), আলামিন (৩৭), জুয়েল (৪০), রাজীব (৪০), আকাশ মিয়া (২৪) ও মিজানুর রহমান (৩৩)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গাঁজা সেবন ও মজুদের অপরাধে তাদের প্রত্যেককে ৭ থেকে ১৫ দিনের কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
এলাকায় দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি মাদক সেবন ও কেনাবেচার সঙ্গে জড়িত বলে অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সূত্র : কালের কন্ঠ