Probashi TV

Probashi TV Probashi news worldwide.

নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ১৬ জন মাদকসেবীকে গ্রেপ্তার হয়েছে। পরে জেলা প্রশাসনের নির্ব...
29/10/2025

নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ১৬ জন মাদকসেবীকে গ্রেপ্তার হয়েছে।

পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ফতুল্লা মডেল থানার চানমারি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী।
এতে অংশ নেয় ফতুল্লা থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত দল।
গ্রেপ্তাররা হলেন— আসিফ (২২), তারা মিয়া (৩৫), মোক্তার হোসেন (৪২), বাচ্চু (৫৫), জসীম উদ্দিন (৪০), মামুন, কাওসার (৩৭), মুনসুর (৫৫), রতন (৩৭), জামাল (৩৮), শিপন (৩৮), আলামিন (৩৭), জুয়েল (৪০), রাজীব (৪০), আকাশ মিয়া (২৪) ও মিজানুর রহমান (৩৩)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গাঁজা সেবন ও মজুদের অপরাধে তাদের প্রত্যেককে ৭ থেকে ১৫ দিনের কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

এলাকায় দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি মাদক সেবন ও কেনাবেচার সঙ্গে জড়িত বলে অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সূত্র : কালের কন্ঠ

ইউরোপীয় ইউনিয়নের সমর্থনে গণতান্ত্রিক রূপান্তর ও মানবাধিকার রক্ষায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠকবিস্তারিত:সপ্তাহে...
29/10/2025

ইউরোপীয় ইউনিয়নের সমর্থনে গণতান্ত্রিক রূপান্তর ও মানবাধিকার রক্ষায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠক

বিস্তারিত:
সপ্তাহের শুরুতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে ইইউ-এর সহায়তা, নির্বাচনের প্রস্তুতি, আইনের শাসন ও মানবাধিকার রক্ষা, এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কিত বিশেষ বিষয়সমূহ নিয়ে আলোচনা হয়।

এছাড়া আলোচনায় অভিবাসন (migration) ও বহুপাক্ষিক সহযোগিতা (multilateralism) বিষয়গুলোও গুরুত্ব পায়। বৈঠকটি ছিল পারস্পরিক সহযোগিতা জোরদার ও বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।

#প্রবাসি

বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যৎমুখী টিভিইটি ব্যবস্থা গঠনে আইএলও ও টেকনিক্যাল ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সহযোগিতা জোর...
29/10/2025

বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যৎমুখী টিভিইটি ব্যবস্থা গঠনে আইএলও ও টেকনিক্যাল ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সহযোগিতা জোরদার

বিস্তারিত:
এই সপ্তাহে আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনিয়ন (Max Tuñón) সাক্ষাৎ করেন টেকনিক্যাল ও মাদ্রাসা শিক্ষা বিভাগের (TMED) সচিব জনাব রফিকুল ইসলাম এর সাথে। বৈঠকে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যৎমুখী টেকনিক্যাল ও ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ( ) ব্যবস্থা গঠনে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

ম্যাক্স টুনিয়ন TMED-এর সঙ্গে আইএলওর দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময়ের অংশীদারিত্বের কথা উল্লেখ করে বলেন, এই সহযোগিতার মাধ্যমে বাংলাদেশে দক্ষতা উন্নয়ন কাঠামোকে শক্তিশালী করা সম্ভব হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য অর্জনসমূহ হলো—

জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি (National Skills Development Policy) প্রণয়ন

বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (BNQF) প্রতিষ্ঠা

Competency-Based Training and Assessment (CBT&A) পদ্ধতির প্রবর্তন

শাসন ব্যবস্থা ও গুণগত মান নিশ্চিতকরণে উন্নতি

টিভিইটি শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি

TMED সচিব আইএলওর দীর্ঘমেয়াদি অবদানকে ধন্যবাদ জানিয়ে TVET Implementation Plan 2025–2030 যৌথভাবে বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

ম্যাক্স টুনিয়ন BNQF নীতিমালা বাস্তবায়ন ও প্রকাশনার জন্য আইএলওর প্রযুক্তিগত সহায়তা অব্যাহত রাখার প্রস্তুতির কথাও জানান। তিনি BNQF প্রণয়নে গত ছয় বছরের নিবিড় পরিশ্রমের প্রশংসা করেন।

এছাড়া, আইএলও কান্ট্রি ডিরেক্টর Gender and Skills Taskforce গঠনে TMED-এর সহযোগিতার প্রশংসা করেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে দ্বিতীয় ন্যাশনাল স্টিয়ারিং কমিটি (NSC) সভা আহ্বানের আহ্বান জানান, যাতে জাতীয় পর্যায়ে টাস্কফোর্স অ্যাকশন প্ল্যান অনুমোদন ও বাস্তবায়ন করা যায়।



High Commission of Canada to Bangladesh
Technical and Madrasah Education Division (TMED)

প্রবাসে বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য গ্রহণের লক্ষ্যে অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপ...
29/10/2025

প্রবাসে বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য গ্রহণের লক্ষ্যে অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র মহাসচিবের হাতে প্রদান

বিস্তারিত:
প্রবাসে বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য গ্রহণের লক্ষ্যে বিএনপির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন করা হচ্ছে। এ উপলক্ষে অনুষ্ঠানে সভাপতিত্বের জন্য আমন্ত্রণপত্র বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন বিএনপির কোষাধ্যক্ষ ও প্রাথমিক সদস্য পদ নবায়ন কমিটির সদস্য সচিব জনাব এম রশিদুজ্জামান মিল্লাত।

অনুষ্ঠানটি প্রবাসে অবস্থানরত বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সদস্য পদ নবায়ন কার্যক্রম আরও সহজ ও স্বচ্ছ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

#প্রবাসি #ভোটে #নির্বাচন

সারা বিশ্বের সকল প্রবাসী এইবারের নির্বাচন এ অংশগ্রহণ করতে পারবেন। ❤️🇧🇩   #প্রবাসি  #নির্বাচন  #ভোটে
29/10/2025

সারা বিশ্বের সকল প্রবাসী এইবারের নির্বাচন এ অংশগ্রহণ করতে পারবেন। ❤️🇧🇩
#প্রবাসি #নির্বাচন #ভোটে

🛫 ট্রাভেল এজেন্সির প্রতারণা রোধে হালনাগাদ তথ্য প্রেরণের নির্দেশ ✈️বাংলাদেশে বিদেশগামী যাত্রী ও অভিবাসন প্রক্রিয়ায় প্রত...
29/10/2025

🛫 ট্রাভেল এজেন্সির প্রতারণা রোধে হালনাগাদ তথ্য প্রেরণের নির্দেশ ✈️

বাংলাদেশে বিদেশগামী যাত্রী ও অভিবাসন প্রক্রিয়ায় প্রতারণামূলক কার্যক্রম প্রতিরোধে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমস্ত ট্রাভেল এজেন্সিকে তাদের হালনাগাদ তথ্য প্রেরণের নির্দেশ জারি করেছে।

সাম্প্রতিক সময়ে কিছু অসাধু ট্রাভেল এজেন্সি ভিসা, টিকিট এবং বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা চালাচ্ছে। এসব প্রতারণা রোধে সরকারের উদ্যোগ হিসেবে নিবন্ধিত ট্রাভেল এজেন্সিগুলোর সঠিক ও হালনাগাদ তথ্য সংরক্ষণ এবং যাচাইয়ের প্রক্রিয়া জোরদার করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকল এজেন্সিকে নির্ধারিত সময়সীমার মধ্যে তাদের লাইসেন্স, ব্যবসায়িক অনুমোদন, অফিস ঠিকানা, ও দায়িত্বশীল কর্মকর্তার তথ্য হালনাগাদ করে জমা দেওয়ার আহ্বান জানিয়েছে।

জনসাধারণকে পরামর্শ দেওয়া হয়েছে, বিদেশে যাওয়ার আগে অবশ্যই সরকার অনুমোদিত ও বৈধ ট্রাভেল এজেন্সির মাধ্যমেই যোগাযোগ করতে, যাতে প্রতারণার শিকার না হতে হয়।

এই পদক্ষেপ ট্রাভেল সেক্টরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে এবং অভিবাসন প্রক্রিয়ায় জনগণের আস্থা আরও বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।

🔖

🇧🇩 বাংলাদেশ রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের সফর 🇱🇾আবুফারস আয়রন ইন্ডাস্ট্রিজ কোম্পানিতে আনুষ্ঠানিক সফরলিবিয়া ও বাংলাদেশের ম...
29/10/2025

🇧🇩 বাংলাদেশ রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের সফর 🇱🇾

আবুফারস আয়রন ইন্ডাস্ট্রিজ কোম্পানিতে আনুষ্ঠানিক সফর

লিবিয়া ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্পর্ক জোরদার করার উদ্দেশ্যে, আবুফারস আয়রন ইন্ডাস্ট্রিজ কোম্পানি মিসরাতায় তাদের সদর দপ্তরে বাংলাদেশ রাষ্ট্রের মহামান্য রাষ্ট্রদূত ও তাঁর প্রতিনিধি দলকে আনুষ্ঠানিক কার্যকরী সফরে স্বাগত জানায়।

বৈঠকে দুই পক্ষ ভবিষ্যৎ সহযোগিতা ও অংশীদারিত্বের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শিল্প ও ব্যবসা খাতে যৌথ উদ্যোগের সম্ভাব্য ক্ষেত্রগুলো পর্যালোচনা করা হয়। কোম্পানির পক্ষ থেকে চলমান শিল্প প্রকল্প, অর্জন এবং জাতীয় শিল্পের উন্নয়নে তাদের অবদানের বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করা হয়।

সফরের সময় রাষ্ট্রদূত মহামান্য প্রতিনিধি দলের সঙ্গে কোম্পানির কারখানায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সাথে সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেন এবং লিবিয়ার শিল্প উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা প্রকাশ করেন।

এই সফর লিবিয়া ও বাংলাদেশের মধ্যে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে কাজ করেছে এবং অর্থনৈতিক ও শিল্প ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করেছে।

🔖

29/10/2025

১৬ বসর ধরে সাউথ আফ্রিকা থাকেন, করেন ব্যবসা, আফ্রিকা ব্যাবসা করতে হলে কিভাবে করতে হবে শুনুন

সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব৯ম পে স্কেলে সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব দেওয়া ...
29/10/2025

সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব

৯ম পে স্কেলে সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। আজ বুধবার জাতীয় পে কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় এ প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ)।

বিএফএ এর পক্ষ থেকে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার এবং সর্বোচ্চ বেতন এক লাখ ৪০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া মূল বেতনের ৬০ শতাংশ করার দাবি জানিয়েছে বিএফএ।

এটি সব গ্রেডের চাকরিজীবীদের জন্য সব ক্ষেত্রে করার প্রস্তাব দেওয়া হয়েছে।
লিখিত প্রস্তাবে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বন অধিদপ্তরে নিয়োজিত ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন সব ফরেস্টারদের বেতন গ্রেড অন্যান্য ডিপ্লোমাধারীদের ন্যায় ১০ম গ্রেড ও দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা এবং হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশনা (রীট নং ৭০০১/২০১৭ ও সিভিল পিটিশন নং ২৭৩৬/২০২১) অনুযায়ী ফরেস্টারদের প্রাপ্য বেতন ও পদমর্যাদা দ্রুত বাস্তবায়ন করতে হবে।

বিএফএ তাদের প্রস্তাবনায়, শিক্ষা ভাতার ক্ষেত্রে একজন সন্তানের জন্য ২ হাজার টাকা এবং দুইজন সন্তানের জন্য ৪ হাজার টাকা করা, চিকিৎসা ভাতা প্রতি মাসে ৫ হাজার টাকা করা, টিফিন ভাতা প্রতি মাসে ৩ হাজার টাকা, বৈশাখী ভাতা মূল বেতনের সমান প্রদানের জন্য বলা হয়েছে।

বার্ষিক ইনক্রিমেন্ট ১০ শতাংশ করা এবং পেনশন ১০০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

বন অধিদপ্তরের মাঠ পর্যায়ে নিয়োজিত সব কর্মচারীদের ঝুঁকি ভাতা মূল বেতনের ৫০ শতাংশ করার দাবি করা হয়েছে। সরকারি দায়িত্ব পালনকালীন সময় আহত বা নিহত হলে তাৎক্ষণিক চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করারও দাবি তুলেছে সংগঠনটি।

দীর্ঘ বিরতি না দিয়ে প্রতি পাঁচ বছর পর পর পে কমিশন গঠন করে মূল্যস্ফীতি ও ব্যায়ের ওপর নির্ভর করে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা আপডেট করার দাবি জানিয়য়েছে বিএফএ। সূত্র : কালের কন্ঠ

29/10/2025

নাগরিক সমস্যা , ও সমাধানের মত প্রকাশ

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের হামলা, ১৮ ফিলিস্তিনি নিহতযুদ্ধবিরতি ভেঙে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়ে...
29/10/2025

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের হামলা, ১৮ ফিলিস্তিনি নিহত

যুদ্ধবিরতি ভেঙে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। দক্ষিণ রাফায় পাল্টাপাল্টি গোলাগুলিতে এক ইসরায়েলি সেনা আহতের ঘটনায় গাজায় শক্তিশালী হামলার নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

এদিকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস।

সেইসঙ্গে নিখোঁজ এক জিম্মির মরদেহ হস্তান্তর প্রক্রিয়া স্থগিত রাখার কথা জানিয়েছে হামাস। এক বিবৃতিতে তাঁরা সতর্ক করে বলেছে, ইসরায়েলের পক্ষ থেকে বড়সড় কোনও উস্কানি দেওয়া হলে গাজায় মৃতদেহ উদ্ধারের কার্যক্রম ব্যাহত হবে এবং বাকী ১৩ জন জিম্মির মরদেহ উদ্ধার বিলম্বিত হবে।
গাজার চিকিৎসা সূত্রের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, মঙ্গলবার উত্তর গাজা শহরের সাবরা পাড়ায় একটি আবাসিক ভবনে চালানো ইসরায়েলি হামলায় ৪ জন নিহত হন। অন্যদিকে দক্ষিণ খান ইউনিসে আরো ৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সূত্র জানিয়েছে, এসব হামলায় অন্তত ৫০ জন আহত হয়েছেন।
গাজা শহরের আল-শিফা হাসপাতালের পাশে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। গাজার আকাশে ইসরায়েলের বড় ধরনের কার্যক্রম চলছে; সেখানে ড্রোন উড়ছে। প্রত্যক্ষদর্শীরা এই হামলাকে 'বিশাল' বলে জানিয়েছেন।

এই হামলা নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
এদিকে ইসরায়েলের এই হামলা সত্ত্বেও যুদ্ধবিরতি এখনও টিকে আছে বলে দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স । তিনি বলেন, “তার মানে এই নয় যে এখানে-ওখানে ছোটখাটো সংঘর্ষ হবে না।আমরা জানি গাজায় হামাস বা অন্য কেউ একজন (ইসরায়েলি) সৈন্যর ওপর হামলা করেছে। আমরা আশা করি ইসরায়েল জবাব দেবে, তবুও আমি মনে করি শান্তি স্থিতিশীল থাকবে।

অন্যদিকে রাফাহতে সংঘটিত ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে হামাস। হামাস এক বিবৃতিতে ইসরায়েলের সর্বশেষ এই হামলাকে যুদ্ধবিরতির “স্পষ্ট লঙ্ঘন” বলে অভিহিত করে আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছে এবং বলেছে, তারা চুক্তি মেনে চলছে।

শুভ সকাল
29/10/2025

শুভ সকাল

Address

Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when Probashi TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Probashi TV:

Share