21/01/2024
হ্যালো।আমি শুভ।হ্যাঁ বলো।তোমাকে একটা কথা বলার ছিল।হ্যাঁ বলো।সেই তুমি ছিলা আমার ছোঁয়ার বাইরে সেই দিনগুলো আজও মনে পড়ে তোমার আমার একসাথে নদীর পাড় দিয়ে হাঁটাচলা গুলো আজও চোখে ঝাপসা হয়ে আসে আজ সেই তুমি পাশে নেই আমি জানি তুমি কতটা দূরে যা তোমার সাথে দেখা করা বা কথা বলা কখনোই সম্ভব না সেটাও জানি তুমি আমার ছিলা না হয়তোবা তুমি আমার কিছু সময় হয়ে আজছিলা যা কখনো ভুলবো না তাই আমি আজ একা।
(হে মহান আল্লাহতালা সে মানুষটাকে তুমি অনেক সুখে রেখো আমিন)