১৭ পৃষ্ঠা

১৭ পৃষ্ঠা তুমি যাকে খুঁজছো সেই আমি।

নিঃসন্দেহে যাকে আপনার জন্য সৃ'ষ্টি করা হয়েছে! সে পুরো পৃথিবীর ঘুরে হলেও আপনার কাছেই আসবে।❤️🌸
25/07/2025

নিঃসন্দেহে যাকে আপনার জন্য সৃ'ষ্টি করা হয়েছে! সে পুরো পৃথিবীর ঘুরে হলেও আপনার কাছেই আসবে।❤️🌸

এই হাঁসটার বয়স ২২ বছর+, আম্মু একদম বাচ্চার মতো করে পালে। আম্মুর আদরের হাঁস। গুগলে দেখলাম, সর্বোচ্চ বেঁচে থাকার রেকর্ড ১৮...
25/07/2025

এই হাঁসটার বয়স ২২ বছর+, আম্মু একদম বাচ্চার মতো করে পালে। আম্মুর আদরের হাঁস। গুগলে দেখলাম, সর্বোচ্চ বেঁচে থাকার রেকর্ড ১৮+
কিন্তু বাংলাদেশে কোথায়ও হাঁসের ডিএনএ টেস্ট করে না, সেজন্য আমরাও করতে পারিনি।
এখন একটু অ-সু-স্থ আছে, দোয়া করো সবাই, আরো অনেক বছর বেঁচে থাকুক, যে যেটা পোষে সে জানে, এই ভালোবাসাটা কেমন...
২০১৫ সালের পর থেকে চোখে দেখে না, হাতে ধরেই খাওয়ায় দিতে হয় 🙂

লোকেশন:
বেদগ্রাম,গোপালগঞ্জ সদর

আমাদের ছেলে সূর্য সময়ের একটা ভিডিও দেখলাম। সেখানে সূর্য ওর স্কুল ভবনের কার্নিশে দাঁড়িয়ে আছে। এই ভিডিওটা অনেকে হয়তো দেখেছ...
25/07/2025

আমাদের ছেলে সূর্য সময়ের একটা ভিডিও দেখলাম। সেখানে সূর্য ওর স্কুল ভবনের কার্নিশে দাঁড়িয়ে আছে।

এই ভিডিওটা অনেকে হয়তো দেখেছেন। সূর্য কীভাবে বেঁচে গেলো সে কথা বলি। সূর্য রবিবারে ক্লাসে না যাওয়ায় হোমওয়ার্ক ছাড়াই পরের দিন ২১ জুলাই সোমবার ক্লাসে গিয়েছে। সেজন্য ডিটেনশন ক্লাসে ওর ক্লাস টিচার যেতে বলে। ডিটেনশন ক্লাস বলতে যারা হোমওয়ার্ক করে না বা ক্লাসে পড়া দিতে পারে না তাদেরকে ছুটির পরে এক্সট্রা টাইম স্কুলে রেখে পড়া আদায় করে বাসায় পাঠানো হয়।

সূর্যের ক্লাস টিচার বাপ্পি স্যার সূর্যসহ পাঁচজনকে বলে, তোমরা ওই কর্নারের ক্লাস রুমে যাও। আমি একটু পরে আসছি। সূর্যসহ পাঁচজন একেবারে ভবনের শে-ষ রুমের আগের রুমে যাচ্ছে। ঠিক সেই সময়ে বিকট আওয়াজ শুনে সূর্য পেছন দিকে তাকিয়ে দেখে ওরই ক্লাসরুমের সামনে দাউদাউ করে আ-গু-ন জ্ব-ল-ছে। একজন ক্লাস রুম থেকে বের হতে গিয়ে মূহুর্তের মধ্যে পু-ড়ে নি-শ্চি-হ্ন হয়ে গেলো। ওরা ঘাবড়ে গিয়ে দ্রুত কর্নারের ক্লাস রুমে ঢুকে গেলো।

ওদের ডিটেনশন রুম পর্যন্ত আ-গু-ন পৌঁছোতে পারেনি। রুমের ভেতর আ-গু-নে-র তাপ এসে তাপমাত্রা ৭০° সেন্টিগ্রেডের মতো ছিল (সূর্যের কথা অনুযায়ী)। সূর্যের মনে হচ্ছিল শরীর তাপে পু-ড়ে যাচ্ছে। ওরা পাঁচজন জানালার কাছে গিয়ে শ্বা-স নেবার চেষ্টা করছিল। কারণ তখন রুমের ভেতর কালো ধোঁয়ায় শ্বা-স নিতে পারছিলো না। শ্বা-স নিতে গেলে মনে হচ্ছিল ভেতরটা পু-ড়ে যাচ্ছে।

পরিস্থিতি একটু স্বাভাবিক হবার পর সূর্য ক্লাস রুম থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়াতেই কয়েকজন ছাত্র ভীড়ের ভেতর থেকে হাত দিয়ে ইশারা করছে ডান দিকে যাবার জন্য। সূর্য ডান দিকে তাকাতেই দেখে ওখানে গ্রিল কেটে একটা বের হবার রাস্তা তৈরি করা হয়েছে। ও দেখে এগিয়ে গিয়ে বলে, আপনারা দাঁড়ান। আমি আমার বন্ধুদের নিয়ে আসছি। সূর্য তাড়াতাড়ি ওর বন্ধুদের ডেকে বাইরে নিয়ে আসলো। এরপর কার্নিশের ওপরে দাঁড়িয়ে থেকে আগে বন্ধুদের নামার সুযোগ করে দিলো।

আমাদের ছেলেকে আমরা যে শিক্ষা দিয়ে বড় করেছি তার যথাযথ ব্যবহার ও করে দেখালো জাতিকে। ছেলেকে নিয়ে আমাদের আর কোনো চিন্তা নেই। আমি কখনো ওকে বলিনি, বাবা, তোমাকে এ প্লাস পেতে হবে। কখনো বলিনি তোমাকে ফার্স্ট হতে হবে। আমি সব সময় চেয়েছিলাম আমার ছেলে সূর্য যেন একজন মানবিক মানুষ হয় 🙂

- শারমিন

আল্লাহ সব জানেন।আপনার মুখে বলা কথাগুলোর থেকেও, আপনার না বলা কষ্ট গুলো তিনি বুঝে নেন।🤍✨
25/07/2025

আল্লাহ সব জানেন।
আপনার মুখে বলা কথাগুলোর থেকেও, আপনার না বলা কষ্ট গুলো তিনি বুঝে নেন।🤍✨

“হে আল্লাহ! আমাদের বংশধারা থেকে এমন নেক (সৎ) সন্তান দান করো, যারা তোমার ইবাদত সুন্দরভাবে করবে।” 🤍✨
25/07/2025

“হে আল্লাহ! আমাদের বংশধারা থেকে এমন নেক (সৎ) সন্তান দান করো, যারা তোমার ইবাদত সুন্দরভাবে করবে।” 🤍✨

আল্লাহর রহমতের জায়গায়, রহমতের বৃষ্টি। 🤲🕋
25/07/2025

আল্লাহর রহমতের জায়গায়, রহমতের বৃষ্টি। 🤲🕋

কারো অভিভাবক দিল্লী..আবার কারো অভিভাবক ওয়াশিংটন..মুমিনদের অভিভাবক এক আল্লাহ 🙂
25/07/2025

কারো অভিভাবক দিল্লী..আবার কারো অভিভাবক ওয়াশিংটন..মুমিনদের অভিভাবক এক আল্লাহ 🙂

25/07/2025

সে আমার বিশ্বাস ঠিক এভাবেই ভেঙ্গেছিল 🥺💔

বাসে সিট না পেয়ে দাড়ায় ছিলাম৷৷এক মা তার ছোট ছেলেকে দেখায় বললো - দেখসো,পড়ালেখা না করলে এভাবে দাড়ায় দাড়ায় যাওয়া ...
25/07/2025

বাসে সিট না পেয়ে দাড়ায় ছিলাম৷৷
এক মা তার ছোট ছেলেকে দেখায় বললো - দেখসো,পড়ালেখা না করলে এভাবে দাড়ায় দাড়ায় যাওয়া লাগে৷৷ 🙂

25/07/2025

মনে রাখবেন টাকা-পয়সার জন্য ভালো আছেন তা কিন্তু নয়..আপনি আমি মূলত ভালো আছি শুধু মাত্র আল্লাহর রহমতের উছিলায়🙂

ছবির মেরুন কালার শার্ট ও কালো প্যান্ট পড়া ব্যক্তিটি কোনো ওয়ার্ডবয়, রুগীর আত্মীয় স্বজন কিংবা ফোটেজখোর নয় !উনি - ডা. শা...
25/07/2025

ছবির মেরুন কালার শার্ট ও কালো প্যান্ট পড়া ব্যক্তিটি কোনো ওয়ার্ডবয়, রুগীর আত্মীয় স্বজন কিংবা ফোটেজখোর নয় !

উনি - ডা. শাওন বিন রহমান
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমএস (প্লাস্টিক সার্জারি )।
আবাসিক সার্জেন — ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি।

দেশের অন্যতম ইয়ং প্লাস্টিক সার্জন, বার্ন ইনস্ট্রিটিউট এর অতন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। জাতীয় দূর্যোগে (মাইলস্টন ট্রেজেডি) চেয়ার এ বসে না থেকে, রোগীর সার্ভিসে ওয়ার্ডবয়ের কাজও করলেন।
গত ৩দিনে এই মানুষটি নিরলসভাবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।

ডা. শাওন বিন রহমান সহ বার্ন ইনস্ট্রিটিউ এর সকল চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের অনেক অনেক দুআ ও ভালোবাসা।

আপনারাই আমাদের সত্যিকারের হিরো 🫡❤️

বাংলাদেশের পর এবার ভারতে স্কুল চলাকালীন সময় ভে-ঙে পড়ল ছাদ, ধ্বং-স-স্তূ-পে-র নিচে শিক্ষক-শিক্ষার্থীরা..কি শুরু হলো সব দে...
25/07/2025

বাংলাদেশের পর এবার ভারতে স্কুল চলাকালীন সময় ভে-ঙে পড়ল ছাদ, ধ্বং-স-স্তূ-পে-র নিচে শিক্ষক-শিক্ষার্থীরা..কি শুরু হলো সব দেশে..আল্লাহ রক্ষা করুক 💔

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ১৭ পৃষ্ঠা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share