22/10/2025
কে হবেন খলিফা?
খলিফা। প্রতিনিধি। স্থলাভিষিক্ত। তিনটি শব্দের অর্থ একই। অর্থাৎ, একজনের অনুপস্থিতিতে তার স্থানে আরেকজন এসে দায়িত্ব পালন করা।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্তেকাল করেছেন। তাঁর বিয়োগব্যথ ায় কাতর সকল সাহাবি। তারা ভুলে গেছেন খাওয়ার কথা, নাওয়ার কথা। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হারিয়ে দিশেহারা সবাই। সকলের এখন একটাই চিন্তা, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো চলে গেছেন তাঁর বন্ধুর কাছে।
এখন কে হবেন তাঁর খলিফা?
আমরা যে অভিভাবকহীন হয়ে গেলাম! কে হবেন আমাদের অভিভাবক?
জানতে হলে কিশোর ক্লাসিক ইসলামে ইতিহাস বইটি পড়তে হবে