Habib Sarwar Azad

Habib Sarwar Azad Staff Reporter,The Daily Jugantor Habib Sarwar Azad.Writer & Video Creator.
(2)

‘সংবাদকর্মীর আত্মকথা,☑তরফ রাজ্য বিজেতা হযরত শাহ সৈয়দ নাসির উদ্দিন  সিপাহসালার মদনী (রহ,) অজানা কথামালা হযরত শাহ জালাল (র...
20/10/2025

‘সংবাদকর্মীর আত্মকথা,
☑তরফ রাজ্য বিজেতা হযরত শাহ সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার মদনী (রহ,) অজানা কথামালা
হযরত শাহ জালাল (র.) ইয়ামনী ও তার প্রধান সেনাপতি তরফ রাজ্য বিজয়ী মহান ইসলামী বীর পুরুষ সিপাহসালার হযরত শাহ সৈয়দ
নাসির উদ্দিন (র.)১২৫০ খ্রিস্টাব্দে সৌদি অারবের মদীনা নগরীতে জন্মগ্রহণ করেন। তিনি বসবাস করতেন ইরাকের বাগদাদে ।
বাগদাদ থেকে দিল্লীতে এসে সুলতান আলাউদ্দিন খিলজীর অধীনে ফৌজ বিভাগে যোগদান করেন। দিল্লীর সম্রাট তার কামালিয়াতের পরিচয় পেয়ে শাহী সৈন্য বাহিনীর নেতৃত্ব প্রদান করেন। শাহী সৈন্য বাহিনীর নেতৃত্ব গ্রহনের পর সিলেট অঞ্চল বিজয়ের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার জন্য অনুরোধ করেন দিল্লীর সম্রাট সুলতান আলাউদ্দিন খিলজীর।
সিলেট অঞ্চলে আসার পথে ৩৬০ আউলিয়ার সর্দার ওলিকুল শিরোমণি হযরত শাহ জালাল (র.)-এর সাথে সাক্ষাত হয় হযরত শাহ সৈয়দ
নাসির উদ্দিনের (র.)।
মুসলমানদের উপর গৌড় গোবিন্দের অত্যাচারের সংবাদে ব্যথিত হয়ে শাহী সৈন্যদের সঙ্গে নিয়ে সিলেট অঞ্চল বিজয়ে যোগদান করতে সম্মতি প্রকাশ করেন। ০৩ হিজরী ১৩০৩ খ্রিষ্টাব্দে তিনি সিলেট অঞ্চল বিজয় করেন।
সিপাহসালার হযরত শাহ সৈয়দ নাসির উদ্দিন (র.) তরফ রাজ্যের শাসন কর্তা নিযুক্ত হয়ে রাজধানীর হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ দরবার শরীফে স্থান হিসেবে সমগ্র দেশ বিদেশেই সুপরিচিত। এই মুড়ারবন্দ নামক স্থানে চিরনিদ্রায় পূর্ব-পশ্চিমে শায়িত রয়েছেন প্রধান সেনাপতি তরফ রাজ্য বিজয়ী সিপাহসালার হযরত শাহ্ সৈয়দ নাসির উদ্দিন (র.) ও উনার সঙ্গীয় হযরত সৈয়দ শাহ ইসরাইল ওরফে শাহ বন্দেগী (র.), হযরত সৈয়দ শাহ ইলিয়াছ ওরফে কুতুবুল আউলিয়া (র.), বন্দেগী শাহ সৈয়দ দাউদ (র.)সহ অসংখ্য ওলি- আউলিয়াগণের চিল্লা স্থাপন করেন।
কথিত আছে, সিপাহসালার হযরত শাহ সৈয়দ নাসির উদ্দিন (র.) জীবনে কোন দিন ফজরের নামাজ কাযা করেননি। তিনি অসিহত করেছিলেন, তাঁর ওফাতের পর মুসলমানদের দাফনের নিয়ম অনুযায়ী উত্তর দক্ষিণে কবরস্থ না করে পূর্ব পশ্চিমমুখী কবরস্থ করার জন্য ।
কিন্তু তৎকালীন স্থানীয় ওলামায়ে কেরামগণ তা না করে উত্তর দক্ষিণে দেহ মোবারক দাফন করেন। কিন্তু দেখা গেল দাফনের পর সমাধি স্থান থেকে ৪০ কদম দূরে আসা মাত্রই সিপাহসালার (মাদানী) হযরত শাহ সৈয়দ নাসির উদ্দিন(র.) কথা মত মাজার বিকট এক শব্দের পর পূর্ব-পশ্চিমে হয়ে যায়। তাই সিপাহসালার (মাদানী) হযরত শাহ সৈয়দ নাসির উদ্দিন (র.) এর মাজার মুড়ারবন্দে পূর্ব- পশ্চিমে হয়ে যায় যাহা অাজীবনাবধি বিদ্যমান। সৈয়দ নাসির উদ্দিন(র.)সহ উনার সঙ্গীয় ওলি আউলিয়া কেরামগন মুড়ারবন্দে অতি মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ৫ শতাধিক জাম গাছের সুশীতল ছায়ায় শায়িত আছেন। সিপাহসালার হযরত শাহ সৈয়দ নাসির উদ্দিন (রঃ) এর পূর্ব পশ্চিম রওজা দরবার শরীফ।
আমার শৈশব কাল থেকেই ওলি আউলিয়ার প্রতি ব্যাক্তিগত শ্রদ্ধাবোধ ধারণ করেছি। বছরের পর বছর ধরে অধম্য আগ্রহ ছিল মুরানবন্দ এ চির শায়িত তরফ রাজ্য বিজেতা হযরত শাহ সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার মদনী (রহ,) রওজা মোবারক দেখা ও চিয়ারত করা।
শুক্রবার (১৭ অক্টোবর) যাওয়া হল মুরারবন্দ। সেখানে সকল মুসল্লীগণের সাথে এক জামায়েতে জুম্মার নামাজ আদায়ের পর জিয়ারত করা হল
তরফ রাজ্য বিজেতা হযরত শাহ সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার মদনী (রহ,) সহ উনার সঙ্গীয় শায়িত সকল ওলি আউলিয়াগণের রওজা মোবারক।
মহান আল্লাহ যেন ওলি আউলিয়াগণ ও আখেরী নবী হযরত মোহাম্মাদ মোস্তফা (সা:) উসিলায় সকল মুসলিম উম্মাকে শান্তিদান করেন এবং আমাদের পিতা-মাতা, স্বজন সহ এ দুনিয়া থেকে চির বিদায় নিয়ে কবরবাসী হয়েছেন তাদেরকে সকলকে যেন জান্নান দান করেন।। আমিন
বিনয়াবনত: হাবিব সরোয়ার আজাদ, দৈনিক যুগান্তর , স্টাফ রিপোর্টার- সোমবার (২০ অক্টোবর) ২০২৫ খ্রীষ্টাব্দ

20/10/2025
16/10/2025

আমার জেষ্ঠকন্যা তাসনিন সরোয়ার আনিকা ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন A+ পেয়েছে। সবার নিকট দোয়ার দরখাস্ত রইলো

☑লাউড়েরগড়ের বাসিন্দারা জানান, ৭ থেকে ১১ অক্টোবর পাঁচ দিনে গ্রামের আব্দুল কাইয়ুম, হারুন, যুবদলের সদস্য জাহাঙ্গীর, তমিজ, ফ...
16/10/2025

☑লাউড়েরগড়ের বাসিন্দারা জানান, ৭ থেকে ১১ অক্টোবর পাঁচ দিনে গ্রামের আব্দুল কাইয়ুম, হারুন, যুবদলের সদস্য জাহাঙ্গীর, তমিজ, ফানা উদ্দিন, এজিবুল, বিএনপি ফুচকা জাহাঙ্গীর, গোলাপ মাহমুদ,আ,লীগ নেতা খাঁজা মাঈনুদ্দিন,আবুবক্করের নেতৃত্বে কয়েক গ্রামের লোক দেশীয় অস্ত্র, লাঠিসোটা হাতে ‘মব তৈরি করে’ প্রায় ৩শ কোটি টাকার বালু লুট করেছে।
☑মামলার আসামিদের মধ্যে রয়েছেন-লাউড়েরগড়ের মৃত কিবরিয়ার ছেলে আব্দুল কাইয়ুম (মাষ্টার) ওরফে খেলু মিয়া, ঘাগটিয়া প্রামের মৃত নুর জালালের ছেলে কথিত পরিবেশবাদী নেতা কাসমির রেজা ওরফে কাসমিরুলের ভাই আস্তারুল সহ ৮১ জন ।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদে এবার ‘মব করে’ ৩শ কোটি টাকার বালু লুট করা হয়েছে। টানা পাঁচ দিনে এসব বাল.....

16/10/2025

সীমান্ত নদী জাদুকাটায় ইজারা বহি:র্ভূৃত সীমানার বাহিরে ‘মব’ করে বালু লুট ঠেকাতে বিজিবির কঠোর অবস্থানে। সুত্র: বর্ডার গার্ড ব্যাটলিয়ন বাংলাদেশ (বিজিবি) হেডকোয়ার্টার্স। BGB

15/10/2025

বিএনপি-আ’লীগসহ ৮১ জনের নামে মামলা
জাদুকাটায় এবার ‘মব করে’ বালু লুট:
সূত্র-যুগান্তর

14/10/2025

দিপু বাউল। Deepu Baul ।এ্যানি বৈরাগী । Annie Vairagi। Lalon Geeti

☑খালের নাম কাকুড়াকাকুড়া খাল, বিয়ানীবাজার, সিলেট,বাংলাদেশ। Kakura Canal, Biyanibazar, Sylhet, Bangladesh। ছবি ধারণ: মঙ্গ...
14/10/2025

☑খালের নাম কাকুড়া
কাকুড়া খাল, বিয়ানীবাজার, সিলেট,বাংলাদেশ। Kakura Canal, Biyanibazar, Sylhet, Bangladesh।
ছবি ধারণ: মঙ্গলবার (১৪ অক্টোবর) ২০২৫ খ্রীষ্টাব্দ অপরাহ্ন

Address

BANGLADESH
Sylhet
1229

Website

Alerts

Be the first to know and let us send you an email when Habib Sarwar Azad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Habib Sarwar Azad:

Share