
07/08/2025
চাঁদাবাজি, ইভটিজিং, মাদক,কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা।। বার্তা বাজার
মোঃ শফিকুল ইসলাম (সিনিয়র স্টাফ রিপোর্টার):
শরীয়তপুরের জাজিরায় চাঁদাবাজি, কিশোর গ্যাং, ইভটিজিং, গ্যাং কালচার, মাদক এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগষ্ট ) সকাল ১০টায় সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ে এ সভার আয়োজন করে জাজিরা থানা পুলিশ। এতে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম।
ওসি মাইনুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আজকের কিশোররাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দেবে। তাদের সঠিক পথে পরিচালনা করতে না পারলে সমাজব্যবস্থা ভয়াবহ বিপদের মুখে পড়বে।
তিনি আরও বলেন, “ইভটিজিং, মাদক, ফেসবুকের অপব্যবহার, কিশোর গ্যাং—এসব কিশোরদের ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। আমরা চাই, কিশোররা অপরাধ নয়, স্বপ্ন দেখুক, মানুষ হোক, ভবিষ্যৎ নেতৃত্বে আসুক।”
সভার গুরুত্বপূর্ণ অংশে ওসি মাইনুল ইসলাম ঘোষণা দেন, “আপনার এলাকায় যদি কেউ মাদক কারবারে জড়িত থাকে বা কোনো মেয়ে ইভটিজিংয়ের শিকার হয়, তাহলে সরাসরি আমাকে ফোন দিন। তথ্যদাতার পরিচয় সর্বোচ্চ গোপন রাখা হবে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এসময়ে উপস্থিত ছিলেন সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এটিএম মতিউর রহমান সহ শিক্ষক, সাংবাদিক ও ছাত্র ছাত্রী বৃন্দ।