29/09/2025
বাংলাদেশ জামায়াতে ইসলামী "ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৫"।। বার্তা বাজার
নড়িয়া শরীয়তপুরের প্রতিনিধি/ বার্তা বাজারঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী "ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) শরীয়তপুর নাড়িয়া উপজেলা কেদারপুর ইউনিয়ন কেদারপুর উচ্চ বিদয়ালয়ে এ বাংলাদেশ জামায়াতে ইসলামী কেদারপুর ইউনিয়ন সাখার উদ্যোগে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম এর আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর ২ আসনের জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল।