বার্তা বাজার

বার্তা বাজার দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার - বার্তা বাজার

26/10/2025

অভিজান শেষ। শুরু হয়েছে মাছের উন্মুক্ত হাট।। বার্তা বাজার

শরীয়তপুর নড়িয়া উপজেলা ঘড়িষার ইউনিয়ন সুরেশ্বর মাছঘাট।

মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম নামে পথচারীর মৃ/ত্যু।। বার্তা বাজার স্টাফ রিপোর্টার// বার্তা বাজাররা...
26/10/2025

মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম নামে পথচারীর মৃ/ত্যু।। বার্তা বাজার

স্টাফ রিপোর্টার// বার্তা বাজার

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম নামে এক পথচারীর মৃ/ত্যু হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন।

তিনি বলেন, নি/হত আবুল কালামের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠী গ্রামে।

ওসি বলেন, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) সামনে ৪৩৩নং পিলারের বিয়ারিং প্যাড পড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিছে নি/হ/তের ব্যাগে থাকা পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র দেখে তার পরিচয় শনাক্ত করে।

ওমরাহ করে দেশে ফিরছেন তারেক রহমানবিস্তারিত কমেন্টে-
26/10/2025

ওমরাহ করে দেশে ফিরছেন তারেক রহমান

বিস্তারিত কমেন্টে-

25/10/2025

মানুষ মানুষের জন্য।। বার্তা বাজার

মোঃ রবিউল ইসলাম ঢালী-(১২)
আলহাজ্ব অলিউল্লা খান লিল্লাহ বডিং এর ছাত্র।
পিতাঃ রনি ঢালী-01784885534
গ্রামঃ ইস্বরকাঠি, ইউনিয়ন পালং- ২ নং ওয়ার্ড সদস্য মুনসুর পেদা - +880 1726-765503
থানাঃ পালং, শরীয়তপুর।
নুপুর আক্তার (সত মা)-01312018289

২ নং ওয়ার্ড সদস্য মুনসুর পেদা - +880 1726-765503
ওমর ফারুক হুজুর এর নাম্বার-01756294654

যা ঘটেছে-ছেলেটি ৪ দিন ধরে নিখোজ। আজকে পিতা মাতা র নিকট খুজে দিল -সি এইচ সিপি রবিন, সাকিল, রিয়াদ, ও সাকিল রা। সন্দেহ জনক ঘোড়া ফেড়া দেখে আটকায়। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়, এতে তার পিতা মাতা সন্ধান পায়। ওসির সাথে কথা বলে, রবিবার (২৬ অক্টোবর) রাত সারে ১২ টায় রবিউল কে বুঝিয়ে দেয়া হয় পিতা মাতার কাছে।

25/10/2025

ইত্তেহাদ জুনিয়র গোল্ড ফুটবল কাপ ২০২৫।। বার্তা বাজার

শনিবার (২৫ অক্টোবর) শরীয়তপুর নড়িয়া উপজেলা রাজনগর ইউনিয়নে ১২ নং পুনাইখার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

25/10/2025

শরীয়তপুর নড়িয়া উপজেলা কীর্তিনাশা নদী পারাপারে মানুষের কস্ট, শেষ কবে?

25/10/2025

মা ইলিশ সংরক্ষণ অভিযান শেষ, জেলেরা প্রস্তুতি নিচ্ছে মাছ ধরার জন্য ।। বার্তা বাজার

24/10/2025
এসডিএস এর আশ্বাস প্রকল্পের অভিভাষণ বিষয়ক পথ নাটক স্বপ্ন প্রদর্শন।। বার্তা বাজার মোঃ শফিকুল ইসলাম (সিনিয়র স্টাফ রিপোর্টার...
24/10/2025

এসডিএস এর আশ্বাস প্রকল্পের অভিভাষণ বিষয়ক পথ নাটক স্বপ্ন প্রদর্শন।। বার্তা বাজার

মোঃ শফিকুল ইসলাম (সিনিয়র স্টাফ রিপোর্টার):

শরীয়তপুরের জাজিরায় শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) এর আশ্বাস প্রকল্পের অভিভাষণ বিষয়ক পথ নাটক স্বপ্ন প্রদর্শিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) বিকাল পাঁচটায় উপজেলার জাজিরা ইউনিয়ন পরিষদ মাঠে এসডিএস এর আয়োজনে আশ্বাস প্রকল্পের এই অভিভাষণ বিষয়ক পথ নাটক প্রদর্শনী সম্পন্ন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাজিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান হাওলাদার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএস এর উপ পরিচালক কাজি সাখাওয়াত হোসেন, প্রকল্প ব্যবস্থাপক কবির হোসেন, আশ্বাস প্রকল্পের প্রগ্রাম অফিসার কামরুল হাসান, সাত্তার সালাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউর রহমান, জাজিরা প্রেস ক্লাব এর সাবেক সিনিয়র সহসভাপতি মানবাধিকার কর্মী মোঃ শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন আনু মাদবর, মোঃ সোহরাব হোসেন ছুরু আকন, মোঃ দানেস আকন, মোঃ সোহরাব আকন সহ এসডিএস এর আশ্বাস প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, এসডিএস এর সুবিধাভুগী ও এলাকার স্থানীয় জনসাধারণ।

এসময়ে এদেশ থেকে প্রশিক্ষণ বিহীন এবং ভুয়া এজেন্সির মাধ্যমে মিথ্যা আশ্যাসে বিদেশ গিয়ে কিভাবে প্রতারিত হয়ে পরিবারগুলো আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ফেরত এসে পরিবারের বোঝা হয়ে যায়, আবার অনেকে দালান চক্রের খপ্পরে পরে ভূলপথে বিদেশে পারিদিতে গিয়ে কারাবরন এমকনকি মৃত্যু প্রযন্ত হয়ে থাকে।

এই বিষয়ে সচেতনতা মূলক অভিভাষণ বিষয়ক পথ নাটক স্বপ্ন প্রদর্শন করা হয়।

24/10/2025

শুরেস্বর দরবার শরীফ থেকে নিখোজ, তিন দিন পর মরদেহ উদ্ধার করল পুলিশ।। বার্তা বাজার

শরীয়তপুর নড়িয়া উপজেলা ঘড়িষার ইউনিয়নের আটপাড়ায় শাহিন নুরীর মুরিদ জয়নাল সরদার (বাবুর্চির) বস্তাবন্দি মরদেহ পুকুর থেকে উদ্ধার।

প্রভাত সাংস্কৃতিক সংসদ শরীয়তপুর এর আয়োজনে, শনিবার (১৮ অক্টোবর) শরীয়তপুর নড়িয়া উপজেলা পৌড়সভার বি এল স্কুল মাঠে, পবিত্র সী...
23/10/2025

প্রভাত সাংস্কৃতিক সংসদ শরীয়তপুর এর আয়োজনে, শনিবার (১৮ অক্টোবর) শরীয়তপুর নড়িয়া উপজেলা পৌড়সভার বি এল স্কুল মাঠে, পবিত্র সীরাত উদযাপন উপলক্ষে হৃদয়ে মুহাম্মদ (সঃ) ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান।। বার্তা বাজার

প্রভাত সাংস্কৃতিক সংসদ শরীয়তপুর এর আয়োজনে, শনিবার (১৮ অক্টোবর) শরীয়তপুর নড়িয়া উপজেলা পৌড়সভার বি এল স্কুল ম.....

মাদারীপুরে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম গতিশীলকরন শীর্ষক আলোচনা সভা।। বার্তা বাজার মোঃ শফিকুল ইসলাম( সিনিয়র স্টাফ রিপোর্ট...
23/10/2025

মাদারীপুরে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম গতিশীলকরন শীর্ষক আলোচনা সভা।। বার্তা বাজার

মোঃ শফিকুল ইসলাম( সিনিয়র স্টাফ রিপোর্টার):

মাদারীপুরে দুর্নীতি দমন কমিশন দুদকের দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যক্রম গতিশীলকরন শীর্ষক আলোচনা সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১২ টায় সমন্বিত জেলা কার্যালয় মাদারীপুরে দুর্নীতি দমন কমিশন সাজেকার আয়োজনে দুর্নীতি দমন কমিশন সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

এই আলোচনা সভা উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন দুদকের মাদারীপুর জেলা উপ-পরিচালক মোঃ আতিকুর রহমান।

সহকারী পরিচালক মোঃ আক্তারুজ্জামান, উপ-সহকারী পরিচালক মোঃ সাইদুর রহমান অপু সহ দুর্নীতি দমন কমিশন মাদারীপুর জেলা কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, মাদারীপুর ও শরীয়তপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির দুপ্রকের জেলা উপজেলা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ।

উপপরিচালক মোঃ আতিকুর রহমান এর মাদারীপুর জেলা কার্যালয়ে শেষ কর্মদিবস হওয়ায় উপস্থিত সকলেই আবেগাপ্লুত হয়ে তার কর্মদিন গুলুকে তুলে ধরে তার ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করে তাকে সন্মাননা প্রদান করেন।

এসময়ে তার এই কার্যালয়ের কর্মদিবসের সৃতি তুলে ধরে আবেগময় বক্তব্যে সন্মেলন কক্ষে কিছুক্ষণের জন্য বিদায়ের ব্যাদনায় নিস্তব্ধতা নেমে আসে। তিনি সকলের কাছে তার নিজের এবং তার পরিবারের সুস্থতার জন্য দোয়া চেয়ে আলোচনা সভার পরিসমাপ্তি ঘটান

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when বার্তা বাজার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share