
29/07/2025
🙏❤️🙏
“এই সাহস ও আত্মত্যাগ কখনো ভোলার নয়” — আনোয়ার ইব্রাহিম
উত্তরার মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান বি'ধ্ব'স্তে'র ঘটনায় গভীর শোক জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
তিনি শিক্ষিকা মাহরীন চৌধুরীর বীরত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেন—
"ছাত্রীদের জীবন বাঁ'চি'য়ে তিনি ফিরে গিয়েছিলেন আরও প্রা'ণ রক্ষায়। এই সাহসিকতা জাতিগত গর্বের বিষয়।"
এক ফেসবুক পোস্টে আনোয়ার ইব্রাহিম আরও লেখেন,
"বাংলাদেশের এই হৃদয়'বিদা'রক ঘটনায় আমরা শোকাহত। মালয়েশিয়া বাংলাদেশের পাশে আছে।"
🔰 একজন বাঙালি হিসেবে আমরা গর্বিত — শিক্ষক মাহরীন শুধু শিক্ষিকা নন, তিনি আমাদের সাহস, ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতীক।
তার আ'ত্ম'ত্যা'গ আমাদের হৃদয়ে চিরভাস্বর থাকবে।