Islamic way

Islamic way ALHAMDULILLAH FOR EVERYTHING

ইন্না লিল্লাহ. শায়খুল হাদীস আল্লামা নজরুল ইসলাম কাসেমী সাহেব স্টক করেছেনমহান রব আল্লাহ হজরত কে সুস্থতা দান করুন
29/12/2025

ইন্না লিল্লাহ. শায়খুল হাদীস আল্লামা নজরুল ইসলাম কাসেমী সাহেব স্টক করেছেন
মহান রব আল্লাহ হজরত কে সুস্থতা দান করুন

01/12/2025
28/11/2025








25/11/2025

Pray for 𝐊𝐨𝐫𝐚𝐢𝐥

21/11/2025

একদিন এমন এক জুমুয়াহবারে, এরকম একটা ঝাঁকুনি দিয়ে ধ্বংস হয়ে যাবে সব। সুরা যিলযালে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দৃশ্যের ভয়াবহতা বলেই রেখেছেন।

যারা উঁচু দালানকোঠা থেকে এই ভূমিকম্প অনুভব করেছেন, তারা ভালো টের পেয়েছেন এই কম্পন।

সেই দিন আসন্ন। অবশ্যই আসবে। ঠিক এমনই কোনো এক জুমুয়াহবারে।
©️ আরিফ আজাদ

05/11/2025
🌿 শীঘ্রই আসছে… 🌿খাঁটি মধুর নতুন স্বাদ — ইসলামিক ওয়ে হানি 🍯বিশুদ্ধতা, প্রাকৃতিকতা এবং ইসলামী প্রতিশ্রুতির সঙ্গে।আপনার পরি...
05/11/2025

🌿 শীঘ্রই আসছে… 🌿
খাঁটি মধুর নতুন স্বাদ — ইসলামিক ওয়ে হানি 🍯

বিশুদ্ধতা, প্রাকৃতিকতা এবং ইসলামী প্রতিশ্রুতির সঙ্গে।
আপনার পরিবারের জন্য নিরাপদ, খাঁটি, হালাল মধু।

✨ লঞ্চের জন্য প্রস্তুত থাকুন! 🐝
ইনশাআল্লাহ 🖤
#খাঁটি_মধু

Islamic way

31/10/2025

আমরা মানুষ হবো কবে
Islamic way

উগ্র হিন্দুত্ববাদীদের নতুন ঘৃণ্য ষড়যন্ত্রপ্রেমের ফাঁদমুসলিম নারীদের সতীত্ব নষ্টের মাধ্যমে ইসলামের প্রতি ঘৃণাবোধ এক ঘৃণ্য...
31/10/2025

উগ্র হিন্দুত্ববাদীদের নতুন ঘৃণ্য ষড়যন্ত্র
প্রেমের ফাঁদ
মুসলিম নারীদের সতীত্ব নষ্টের মাধ্যমে ইসলামের প্রতি ঘৃণাবোধ এক ঘৃণ্য ষড়যন্ত্র চালাচ্ছে।
আপনার মা, বোন, মেয়েকে এ বিষয়ে সচেতন করুন! এবং প্রতারণা প্রতিরোধে ইমাম–খতীবগণ খুতবায় এ বিষয়ে সচেতন করুন, ইন শা আল্লাহ।
“আমার ইসলাম ধর্ম খুব ভালো লাগে”,
“আমি তোমার কাছে থেকেই ইসলাম সম্পর্কে জানতে চাই”,
“আমি মুসলিম হতে চাই / আমি মুসলিম হয় বিয়ে করতে চাই” ইত্যাদি…

⚠️ ফাঁদ

• স্কুল, কলেজে কিংবা কোচিং সেন্টারগুলোর কিছু দুষ্টচক্রীয় হিন্দু শিক্ষার্থী/শিক্ষিকারা এ ষড়যন্ত্রের মাধ্যমে সরলমনা মেয়েদের ফাঁদে ফেলছে।

• ভাইবোন ও অভিভাবকগণ আজই থেকে সতর্ক হোন, বাংলাদেশের এই ষড়যন্ত্রটি খুব নিখুঁতভাবে করা হচ্ছে।

• উগ্র হিন্দুত্ববাদীদের এই ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি চক্র সোশ্যাল মিডিয়া ও কোচিংসহ বিভিন্ন জায়গায় মুসলিম তরুণীদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে, বিয়ের প্রলোভন দেয়।

• এরপর ধীরে ধীরে কথাবার্তার মাধ্যমে ইসলামের বিষয় আলোচনা, ভালোবাসা, বিয়ের প্রস্তাব, শারীরিক সম্পর্ক ইত্যাদির মাধ্যমে ধীরে ধীরে মানসিকভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসে।

• তাদের রেকর্ডকৃত ছবি/ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইল করা হয় এবং জোরপূর্বক ইসলাম ত্যাগে বাধ্য করা হয়।

---

❗প্রেমের জন্মস্রোতেও খুব ঘৃণ্যভাবে নিপুণ সতর্ক হোন, অন্যকে সচেতন করুন। অমুসলিমদের প্রেমের প্রলোভন তাদের সঙ্গে বন্ধুত্ব /সম্পর্ক ঝুঁকিপূর্ণ নয়।

• মুসলিমদের সতীত্ব নষ্টের মাধ্যমে তাদের ঈমান নষ্ট করার এই ঘৃণ্য ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকুন।

• মুসলিমদের ধর্মীয় নেতা, শিক্ষক, ইমাম, খতীব, অভিভাবক সবাইকে এ বিষয়ে জানাতে হবে।

• Save Our Sisters একটি ইসলামিক সংগঠন, যারা এ বিষয়ে জনগণকে সচেতন করছে।

---

বি.দ্র.: কোনো মুসলিম নারীকে কেউ ইসলাম ত্যাগে উৎসাহিত করলে, তার সঙ্গে সম্পর্ক রাখবেন না।
• তাকে ইসলামের মৌলিক জ্ঞান দিন।
• প্রতারণা বা ব্ল্যাকমেইল থেকে বাঁচতে সাহায্য দিন।

---

ভাগাওয়া লাভ ট্র্যাপ প্রতিরোধে আমাদের করণীয়ঃ

ইসলাম হলো সম্পূর্ণ একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামে শ্রদ্ধা না করা ও মেনে না চলা কারণেই আজ উগ্র হিন্দুত্ববাদীরা আমাদের সম্মানিত মুসলিম মা–বোনদের ঈমান, সম্মান ও জীবন হরণ করছে, এজনিে তাদের ধূর্ত চক্রান্ত থেকে বেরিয়ে আসতে হবে। তাই "ভাগাওয়া লাভ ট্র্যাপ" প্রতিরোধ করতে আমাদের করণীয় হলো সত্যিকারের ইসলামী শিক্ষা এবং বিধিবদ্ধ শ্রদ্ধাবোধ করা।

---

১। পর্দা পালন করা:

হাদিসে এসেছে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “মেয়েরা মানুষ (পরদেশী) পর্দা (গোপনীয়)” (বুখারী শরীফ, হাদিস: ৬২৩৮, সহীহ তারগীব: ১৮৪৪)।

অর্থাৎ মেয়েরা পর্দানশীন থাকবে। মেয়েদের সাথে সম্পর্ক, বেচাবিক্রি, কথা বলা, বা খোলামেলা আড্ডা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। সুতরাং আমাদের মা-বোনদের উচিত পর্দানশীল থাকা, কোনো অমুসলিম বা অজানা ব্যক্তির সাথে মেলামেশা না করা।

---

২। বিয়ের–প্রস্তাবক থেকে দূরে থাকা:

যে ব্যক্তি আল্লাহ ও আল্লাহর রাসূল ﷺ এর আনুগত্যে নেই, আল্লাহ তার সাথে বিবাহ নিষিদ্ধ করেছেন। আল্লাহ তাআলা বলেন,
“তোমরা মুশরিক নারীদেরকে বিবাহ করো না, যতক্ষণ না তারা ঈমান আনে...”
(সূরা আল-বাকারা, আয়াত: ২২১)।

অতএব, কোনো অমুসলিম প্রেমিক/প্রেমিকা সম্পর্ক, প্রস্তাব বা বিয়ের ব্যাপারে চিন্তা করাও হারাম এবং ঈমানহানিকর।

---

৩। অমুসলিমদের সাথে কোনো প্রকার বন্ধুত্ব বা মেলামেশা করা থেকে বিরত থাকা:

আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন,
“মুমিনরা যেন মুমিনদের ছাড়া কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করে। যে কেউ এমন করবে, তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই…”
(সূরা আল-ইমরান, আয়াত: ২৮)।

এছাড়াও সূরা মুজাদালা আয়াত ২২ এবং সূরা মাইদা আয়াত ৫১ সহ বহু আয়াতে আল্লাহ তাআলা এ বিষয় আমাদেরকে সতর্ক করেছেন।

অতএব মুসলিমদের উচিত কোনো অমুসলিমদের সাথে সম্পর্ক (ভাই/বোনের সম্পর্ক, বন্ধুত্ব বা প্রেমের সম্পর্ক, যেকোনো অনুচিত সম্পর্ক) বজায় না রাখা।
এ ধরনের সম্পর্ক হীন হয়, যা আমাদের ঈমান ধ্বংস করে দেয় এবং অমুসলিমদের সাথে সম্পর্কের ফলে আমাদের ধর্মীয় চেতনা লুপ্ত হয় (নাউজুবিল্লাহ)।

---

যার ফলস্বরূপ আজ মুসলিম নারীরা এসএস উগ্র হিন্দুত্ববাদীদের ভাগাওয়া লাভ ট্র্যাপে পড়ে ঈমান, সম্মান, এমনকি জীবন হারাচ্ছে।

তাই প্রিয়, আমাদের উচিত আজ থেকেই সত্যিকারের ইসলামি শিক্ষার চর্চা, ভাগাওয়া লাভ ট্র্যাপ প্রতিরোধ করা। এ বিষয়ে অন্যদেরও বিস্তারিত জানানো উচিত।
আল্লাহ তাআলা আমাদের রক্ষা করুন, ঈমান দান করুন, আমিন।

---

আপনার ভালো লাগলে মুসলিম ভাই–বোনদের মধ্যে শেয়ার করুন, যাতে কেউ ভাগাওয়া লাভ ট্র্যাপের শিকার না হয়।
আর কোনো মুসলিম নারী যেন প্রতারণার শিকার না হয় — এই আহ্বান Save Our Sisters (Official)

JOIN: www.facebook.com/groups/saveoursisters.bd
#দীনেরপথেএসো
Islamic way

One ummah🖤🤍
21/10/2025

One ummah🖤🤍

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Islamic way posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share