02/03/2025
⚪ রমজানের স্পেশাল ২৭টি আমল
১, শাবান মাসের শেষ দিন রমজানের চাঁদ দেখা এবং দোয়া পড়া ( اللَّهُمَّ أهِلَّهُ عَلَيْنَا بِالأمْنِ وَالإيمانِ، وَالسَّلاَمَةِ وَالإسْلاَمِ، رَبِّي وَرَبُّكَ اللهُ
২, সিয়াম পালন করা
৩, তারাবির সালাত আদায় করা
৪, সাহরি খাওয়া
৫, সাহরি শেষের দিকে খাওয়া
৬, ইফতার করা
৭, ইফতার তাড়াতাড়ি করা
৮, ইফতারের দোয়া পড়া
৯, সাহরি ও ইফতারে খেজুর খাওয়া
১০, সারাদিন বেশি বেশি দোয়া করা
১১, সকল পাপাচার বর্জন করা
১২, মিথ্যা পরিহার করা
১৩, ঝগড়া-বিবাদ থেকে দূরে থাকা
১৪, সকল সাধারণ নেক আমল এমাসে গুরুত্বের সাথে করা
১৫, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি চাওয়া
১৬,রোজাদারকে ইফতার করানো
১৭, অর্থ সহ কোরআন তেলাওয়াত করা
১৮, কোরআন তেলাওয়াত করে অন্যকে শুনানো
১৯, সাদাকাহ করা
২০, তাহাজ্জুদ পড়া
২১, সামর্থ্য থাকলে ওমরা করা
২২, মেসওয়াক করা
২৩, শেষ ১০ দিন এতেকাফ এ বসা
২৪, শেষ ১০ দিন সবচেয়ে বেশি ইবাদত করা
২৫, লাইলাতুল কদর তালাশ করা
২৬, কোনো রাতকে লাইলাতুল কদর মনে হলে এই দোয়া পড়া (আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী)
২৭,গরীবদেরকে ফিতরা দেওয়ার মাধ্যমে রমজানকে বিদায় দেওয়া।
_______ শায়খ আহমাদুল্লাহ
❝যে ব্যক্তি মানুষকে নেক কাজের দাওয়াত দেবে, সে আমলকারীদের সমান নেকী পাবে।❞
[সহীহ মুসলিম: ৬৯৮০]
তাই পোস্ট টি যত পারেন শেয়ার করুন আপনার শেয়ারের কারণে কেউ আমল করলে আপনি সমান নেকী পাবেন। ✅