17/07/2025
Fifine AM8 vs Fifine K688 কোনটি আপনার জন্য সেরা? ইউটিউবিং ও পডকাস্টিং এর জন্য সেরা বাজেট মাইক্রোফোন। Fifine AM8 vs Fifine K688 whice one should you buy ?
আসসালামু আলাইকুম বন্ধুরা
আমরা অনেকেই হয়তো ইউটিউবিং অথবা পডকাস্টিং শুরু করতে চাচ্ছি, যার জন্য সবচেয়ে গুরুত্বপুর্ন হলো একটি ভালো মানের মাইক্রোফোন চয়েজ করা। YouTuber, Voice-over Artist বা Streamer হিসেবে সঠিক মাইক্রোফোন বেছে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বাজেটের মধ্য়ে সেরা মাইক্রোফোন কোনটি তা হয়তো সহজে খুজে পাওয়া মুশকিল।
আজকের আর্টিকেলে আমরা Fifine AM8 vs Fifine K688 নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং তুলনা করবো Fifine-এর এই দুইটি জনপ্রিয় মডেল ।
FIFINE K688 VS AM8
Fifine AM8 এবং Fifine K688 দুইটি মাইক্রোফোনই USB + XLR হাইব্রিড, অর্থাৎ এগুলো ব্যবহার করা যাবে প্লাগ অ্যান্ড প্লে অথবা প্রফেশনাল XLR ইন্টারফেসের মাধ্যমে।
USB এবং XLR মাইক্রোফোনের মধ্যে পার্থক্য কি ? কোনটি আপনার জন্য ভালো?
XLR Mic:
Professional-level mic, Better sound quality & noise control. অডিও interface বা mixer ছাড়া ব্যবহার করা যায় না । Ideal for studio setup & future upgrade.
USB Mic:
Plug & play , মানে সরাসরি কম্পিউটারে কানেক্ট করা যায়। Beginners বা home recording-এর জন্য perfect চয়েজ । কোনো extra gear লাগেনা, কিন্তু limited upgrade option,
কিন্তু Fifine AM8 vs Fifine K688 এর মধ্যে কোনটি আপনার জন্য সেরা? চলুন বিস্তারিত দেখি।
Fifine K688 :
Mic Type: Dynamic
Polar Pattern: Cardioid
Connectivity: USB-C + XLR
Monitor Jack: 3.5mm Headphone
Controls: Gain K**b, Mute Button
Sample Rate: 48kHz / 16-bit
Body Design: Metal, Studio Look
Accessories: Shock Mount (No stand)
Use Case: Podcasting, Voice-over
Price : ৳৭১৯০ টাকা
Fifine AM8 :
Mic Type: Dynamic
Polar Pattern: Cardioid
Connectivity: USB-C + XLR
Monitor Jack: 3.5mm Headphone
Controls: Gain K**b, Mute Button
Sample Rate: 48kHz / 16-bit
Body Design: RGB Lighting, Gaming Look
Accessories: Boom Arm, RGB ring
Use Case: Streaming, Gaming
Price: ৳৬৫৯০ টাকা
স্পেসিফিকেশনের দিক থেকে দুটি মাইক্রোফোনই সমান , দুটিই Dynamic মাইক্রোফোন, Cardioid পোলার প্যাটার্ন এবং USB-C + XLR মোড রয়েছে । দুইটিতেই মনিটরিং এর জন্য রয়েছে 3.5mm Headphone জ্যাক এবং Gain K**b ও Mute Button , তবে দুটি মাইক্রোফোনে লুকের দিক থেকে ভিন্নতা রয়েছে। Fifine K688 অনেকটা Studio কোয়ালিটি লুক ও একটি Shock Mount এটাচ করা এবং প্রফেশনাল রেডিও লুক, মেটাল ফিনিশ যা Shure SM7B এর সাথে তুলনা করা যায়।
অপরদিকে, Fifine AM8 অনেকটা গেমিং লুক পাওয়া যায় , RGB গ্লো রিং, গেমারদের জন্য ভিজ্যুয়ালি আকর্ষণীয়, যা গেমারদের জন্য উপযুক্ত । Fifine AM8 এর সাথে একটি ইন-বক্স boom arm পেয়ে যাবেন । যারা ক্যামেরার সামনে মাইক দেখাতে চান (স্ট্রিমার), তাদের জন্য AM8 দেখতে বেশি স্টাইলিশ
Dynamic এবং Condenser মাইক্রোফোন কি ? কোনটি ভালো ?
Dynamic Mic:
মজবুত build কোয়ালিটি, লো maintenance ও কম নয়েজ, Live show বা outdoor কাজের জন্য perfect. High sound pressure handle করতে পারে, no need for extra power.
Condenser Mic:
খুবই Sensitive কিন্তু যার কারনে নয়েজ বেশি, clear sound capture করে। Studio recording, voiceover বা podcast-এর জন্য best. Indoor/studio setup-এ ভালো পারফর্ম করে।
Fifine AM8 vs Fifine K688 : অডিও পারফরম্যান্স
Fifine K688 :
এর অডিও কোয়ালিটি ওয়ার্ম, বেসি সাউন্ড এবং Dynamic মাইক্রোফোন হওয়ায় ব্যাকগ্রাউন্ড নয়েজ খুব কম যা ভয়েসওভার ও ব্রডকাস্টিংয়ের জন্য পারফেক্ট চয়েজ ।
Fifine AM8 :
এর অডিও কোয়ালিটি একটু ফ্রন্টি এবং ক্লিয়ার সাউন্ড যা গেইমিং ও স্ট্রিমিংয়ে ভয়েস প্রেজেন্স বেশি দেয়, কিন্তু সামান্য সিবিল্যান্স (S শব্দের শার্পনেস) একটু বেশি পাওয়া যায়।
Fifine AM8 vs Fifine K688 :ইউজার এক্সপেরিয়েন্স
K688 :
Plug and Play: ✔️
Gain Control: ✔️
Real-time Monitoring: ✔️
Software Needed: ❌
Mount Compatibility: Shock Mount Only
AM8 :
Plug and Play: ✔️
Gain Control: ✔️
Real-time Monitoring: ✔️
Software Needed: ❌
Mount Compatibility: Adjustable Boom Arm
Fifine AM8 vs Fifine K688 : কাদের জন্য কোনটি? ইউজার টাইপ পরামর্শ
Voice-over Artist : K688 (ওয়ার্ম ও ক্লিন সাউন্ড)
YouTuber (Talking Head) : K688 (স্টুডিও লুক)
Streamer / Gamer : AM8 (RGB লুক + Live Setup Ready)
Beginner Content Creator : AM8 (ফুল প্যাকেজ + বুম আর্ম)
যারা XLR Future Plan করছেন দুটোই ভালো, কিন্তু K688-এর সাউন্ড বেশি ভালো পাওয়া যাবে XLR ইন্টারফেসে
Fifine AM8 vs Fifine K688 : আমার পার্সোনাল রেটিং
মডেল ও রেটিং
K688 : 9.2/10 (প্রফেশনাল সাউন্ড, মেটাল বিল্ড)
AM8 : 8.8/10 (RGB লুক, অল-ইন-ওয়ান প্যাকেজ)
Fifine AM8 vs Fifine K688
আপনি যদি ভয়েসওভার বা প্রফেশনাল ইউজে আগ্রহী হন তাহলে Fifine K688 আপনার জন্য সেরা চয়েস।
আর আপনি যদি গেমিং/স্ট্রিমিং করেন এবং RGB লুক পছন্দ করেন তাহলে AM8 হবে আপনার জন্য অল-ইন-ওয়ান সলিউশন। তবে আমার পার্সোনাল মতে আমি Fifine K688 কে এগিয়ে রাখবো । Fifine K688 কে বাজেট ফ্লাগসিপ Maono PD400X এর সাথে তুলনা করা যেতে পারে । আপনি কোনটি চয়েজ করলেন ? কমেন্টে জানাতে ভুলবেন না ।
আর্টিকেলটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ ।
Team TechEssy
#