
05/08/2024
>>৫ই আগস্ট ২০২৪ বাংলার ২য় স্বাধীনতা দিবস, স্বৈরাচার মুক্তি দিবস।
>>২৮ অক্টোবরের রক্তে হাত রাঙিয়ে ক্ষমতার মসনদে বসা শেখ হাসিনা হাতের রঙ শুকিয়ে গেলে দেশপ্রেমিক আর্মি অফিসারদের রক্তে পুনরায় হাত রাঙিয়ে নেয়।
এরপর নিয়মিত গুম ও বন্দুকযুদ্ধের নামে জামাত শিবিরের মেধাবী দেশপ্রেমিকদের রক্ত পান করতে লাগলো। যখন তার আরো পিপাসা লাগলো হেফাজতে ইসলামের হাজার হাজার মুজাহিদকে শাপলা চত্বরে ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে পিপাসা মেটালো।
পরিশেষে বহু শিশু কিশোর সহ দেশের বাছাই করা অগণিত মেধাবী তরুন দেশপ্রেমিক শিক্ষার্থী যারা খুব শীঘ্রই পড়ালেখা শেষ করে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে দেশের সমৃদ্ধিতে অংশ নেয়ার কথা ছিল। পরিবারের হাল ধরার কথা ছিল তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করে তাদের রক্ত দিয়ে স্নান করে মোদির ঘরে গিয়ে উঠলো।
তারুণ্যের জয়জয়কার চিরদিন ছিল, থাকবে। তাদের হুংকারেই পৃথিবী পরিবর্তন হতে বাধ্য, ১৯৫২ এর ভাষা আন্দোলন যার উদাহরন। যুগে যুগে বয়স্করা যা করতে পারেনি নতুন কুড়ি থেকে জন্ম নেয়া তরুনরা তাই করে দেখিয়েছে বাংলার বুকে আরেকবার।
সালাম বরকত, রফিকদের মতো এই পৃথিবী যতদিন থাকবে ততদিন আবু সাঈদ, সাব্বির মুগ্ধদের সবাই স্মরণ রাখবে।