Mohammed Mahabub Alam

Mohammed Mahabub Alam বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র আদর্শের সৈনিক।

21/05/2025
🗓️ ২৯শে এপ্রিল ২০২৫ইং | প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল📍 স্থান: শেরে-ই-বাংলা নগর, ঢাকাআজ শেরে-ই-বাংলা নগর থানা বিএনপি ও ...
29/04/2025

🗓️ ২৯শে এপ্রিল ২০২৫ইং | প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
📍 স্থান: শেরে-ই-বাংলা নগর, ঢাকা

আজ শেরে-ই-বাংলা নগর থানা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের আয়োজনে একটি প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

🔊 এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল-
✅ খুনি হাসিনা সহ সকল খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি
✅ দেশের গণতন্ত্র, বিচারব্যবস্থা ও সংবিধানবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ

✊ আমরা দৃঢ় কণ্ঠে বলছি- দেশের মানুষ জেগে উঠেছে। গণতন্ত্র ও ইনসাফের জন্য আজকের এই মিছিল ছিল প্রতিরোধের আরেকটি জ্বলন্ত উদাহরণ। অন্যায়, হত্যা, দমন-পীড়নের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবেই।

🇧🇩 বাংলাদেশের জনগণের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ।

#খুনি_হাসিনার_বিচার_চাই

22/04/2025

NCP - জাতীয় নাগরিক পাটি
জীবনটাকে ইংরেজী চলচিত্রে রূপ দিয়েছে

আর এখন সংস্কার নামে চলছে জাতির সংগে প্রতারণা!
18/04/2025

আর এখন সংস্কার নামে চলছে জাতির সংগে প্রতারণা!

 #আমিনুল ভাই একজন আন্দোলন-সংগ্রামের নাম, তিনি সহিংসতায় নয়, তিনি রাজনীতিতে বিশ্বাস করেন নৈতিকতায়।=========ঢাকা মহানগর উত্...
17/04/2025

#আমিনুল ভাই একজন আন্দোলন-সংগ্রামের নাম,
তিনি সহিংসতায় নয়, তিনি রাজনীতিতে বিশ্বাস করেন নৈতিকতায়।
=========

ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম আহ্বায়ক, জাতীয় দলের প্রাক্তন ফুটবলার ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব Aminul Haque আমিনুল হক ভাইয়ের বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নাগরিক কমিটি (NCP) ও বৈষম্য বিরোধী আন্দোলন নামক সংগঠনের পক্ষ থেকে একটি পরিকল্পিত ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে।

আমরা স্পষ্টভাবে বলতে চাই - এইসব মিথ্যা অভিযোগ সম্পূর্ণরূপে ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিকর। #আমিনুল ভাই দীর্ঘদিন ধরে গণমানুষের অধিকার, রাজনৈতিক মুক্তি এবং বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠনের জন্য সংগ্রাম করে আসছেন। যে মানুষটি নিজে নির্যাতিত হয়েছেন, যাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিতে হয়েছিল, যিনি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে মাসের পর মাস কাটিয়েছেন- তিনি কীভাবে আরেকজনের উপর অন্যায় করতে পারেন?

এই দেশ জানে- সেই দুঃসময়ে যাঁরা পাশে ছিলেন, #আমিনুল ভাই তাঁদের প্রতি সবসময় কৃতজ্ঞ ছিলেন এবং থাকবেন।

আমরা বিশ্বাস করি, রাজনৈতিক প্রতিহিংসা ও বিভক্তির রাজনীতিকে উৎসাহিত করতে চায় একটি বিশেষ মহল, যারা বিএনপির জনপ্রিয় নেতাদের বিরুদ্ধে জনগণকে ভুল বার্তা দিতে চায়। এই অপপ্রচারের উদ্দেশ্য একটাই- দলের ভিতরে ও বাইরে বিভ্রান্তি সৃষ্টি করে গঠনমূলক রাজনৈতিক অগ্রযাত্রা থামিয়ে দেওয়া।

আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি- গুজব নয়, সত্যকে গ্রহণ করুন। বিভেদ নয়, ঐক্যের পথে হাঁটুন। আসুন, আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ি যেখানে মতপ্রকাশের স্বাধীনতা থাকবে, কিন্তু তার সীমা থাকবে শালীনতা ও সত্যের ভিতরে।

আমরা বিশ্বাস করি - মিথ্যা যত বড়ই হোক, সত্য একদিন জিতবেই।

#বিএনপি #ঢাকামহানগরউত্তরবিএনপি

এটা সত্য কথা-ইন শাহ আল্লাহ্ বাস্তবতা অনুযায়ী এদেশের উন্নয়ণ হবে।
17/04/2025

এটা সত্য কথা-
ইন শাহ আল্লাহ্ বাস্তবতা অনুযায়ী এদেশের উন্নয়ণ হবে।

03/02/2024

দেশের উদীয়মান ও নতুন উদ্যোক্তাদের এখনই উদ্যোক্তা হওয়ার উপযুক্ত সময়! আপনারা চাইলে আরো ধারনা নিয়ে কথা বলতে পারি- কমেন্টে জানান।

21/06/2023

কথাগুলো শুনা উচিত।

20/06/2023

হিরো আলমের নমিনেশন কেন বাতিল জানালেন আবদুস সালাম

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammed Mahabub Alam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share