17/04/2025
#আমিনুল ভাই একজন আন্দোলন-সংগ্রামের নাম,
তিনি সহিংসতায় নয়, তিনি রাজনীতিতে বিশ্বাস করেন নৈতিকতায়।
=========
ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম আহ্বায়ক, জাতীয় দলের প্রাক্তন ফুটবলার ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব Aminul Haque আমিনুল হক ভাইয়ের বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নাগরিক কমিটি (NCP) ও বৈষম্য বিরোধী আন্দোলন নামক সংগঠনের পক্ষ থেকে একটি পরিকল্পিত ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে।
আমরা স্পষ্টভাবে বলতে চাই - এইসব মিথ্যা অভিযোগ সম্পূর্ণরূপে ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিকর। #আমিনুল ভাই দীর্ঘদিন ধরে গণমানুষের অধিকার, রাজনৈতিক মুক্তি এবং বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠনের জন্য সংগ্রাম করে আসছেন। যে মানুষটি নিজে নির্যাতিত হয়েছেন, যাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিতে হয়েছিল, যিনি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে মাসের পর মাস কাটিয়েছেন- তিনি কীভাবে আরেকজনের উপর অন্যায় করতে পারেন?
এই দেশ জানে- সেই দুঃসময়ে যাঁরা পাশে ছিলেন, #আমিনুল ভাই তাঁদের প্রতি সবসময় কৃতজ্ঞ ছিলেন এবং থাকবেন।
আমরা বিশ্বাস করি, রাজনৈতিক প্রতিহিংসা ও বিভক্তির রাজনীতিকে উৎসাহিত করতে চায় একটি বিশেষ মহল, যারা বিএনপির জনপ্রিয় নেতাদের বিরুদ্ধে জনগণকে ভুল বার্তা দিতে চায়। এই অপপ্রচারের উদ্দেশ্য একটাই- দলের ভিতরে ও বাইরে বিভ্রান্তি সৃষ্টি করে গঠনমূলক রাজনৈতিক অগ্রযাত্রা থামিয়ে দেওয়া।
আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি- গুজব নয়, সত্যকে গ্রহণ করুন। বিভেদ নয়, ঐক্যের পথে হাঁটুন। আসুন, আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ি যেখানে মতপ্রকাশের স্বাধীনতা থাকবে, কিন্তু তার সীমা থাকবে শালীনতা ও সত্যের ভিতরে।
আমরা বিশ্বাস করি - মিথ্যা যত বড়ই হোক, সত্য একদিন জিতবেই।
#বিএনপি #ঢাকামহানগরউত্তরবিএনপি