BCB TV- বিসিবি টিভি

BCB TV- বিসিবি টিভি Bcb official tv chennel

ম্যাচ শেষ হওয়ার ঠিক পরেই শ্রীলঙ্কা দলের ম্যানেজার দুনিথকে জানান যে তার বাবা, সুরাঙ্গা ওয়েলালাগে, কলম্বোতে হঠাৎ হার্ট অ...
18/09/2025

ম্যাচ শেষ হওয়ার ঠিক পরেই শ্রীলঙ্কা দলের ম্যানেজার দুনিথকে জানান যে তার বাবা, সুরাঙ্গা ওয়েলালাগে, কলম্বোতে হঠাৎ হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন।

𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡 𝐦𝐚𝐫𝐜𝐡 𝐢𝐧𝐭𝐨 𝐭𝐡𝐞 𝐒𝐮𝐩𝐞𝐫 𝐅𝐨𝐮𝐫 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐀𝐬𝐢𝐚 𝐂𝐮𝐩 𝟐𝟎𝟐𝟓! 🇧🇩🏆Litton Das & Co. will now face India, Sri Lanka, and Pakis...
18/09/2025

𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡 𝐦𝐚𝐫𝐜𝐡 𝐢𝐧𝐭𝐨 𝐭𝐡𝐞 𝐒𝐮𝐩𝐞𝐫 𝐅𝐨𝐮𝐫 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐀𝐬𝐢𝐚 𝐂𝐮𝐩 𝟐𝟎𝟐𝟓! 🇧🇩🏆

Litton Das & Co. will now face India, Sri Lanka, and Pakistan in the Super Four! 👊

SUPER FOUR! 🔥 Bangladesh storms into the next stage! 🇧🇩🏏
18/09/2025

SUPER FOUR! 🔥 Bangladesh storms into the next stage! 🇧🇩🏏

অস্ট্রেলিয়ার এক ফুটবল মাঠে ডিম পেড়েছে একটি সংরক্ষিত প্রজাতির প্লোভার পাখি। বাচ্চা ফোটার আগ পর্যন্ত যাতে কেউ বিরক্ত না কর...
01/09/2025

অস্ট্রেলিয়ার এক ফুটবল মাঠে ডিম পেড়েছে একটি সংরক্ষিত প্রজাতির প্লোভার পাখি। বাচ্চা ফোটার আগ পর্যন্ত যাতে কেউ বিরক্ত না করে, তাই মাঠটি এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। প্রাণী রক্ষায় এমন মানবিক সিদ্ধান্তে খুশি সবাই, ফুটবল বন্ধ হলেও ভালোবাসা জিতে নিয়েছে প্রকৃতি!

ওয়াশরুমে মোবাইল লুকিয়ে ফি-ক্সি-ং করতেন দুর্বার রাজশাহীর অধিনায়ক!🚨শুধু তথ্য পাচারই নয়, এজেন্ট হিসেবেও কাজ করতেন তিনি। জুন...
30/08/2025

ওয়াশরুমে মোবাইল লুকিয়ে ফি-ক্সি-ং করতেন দুর্বার রাজশাহীর অধিনায়ক!🚨

শুধু তথ্য পাচারই নয়, এজেন্ট হিসেবেও কাজ করতেন তিনি। জুনিয়রদের ফি-ক্সি-ং এর অফার, মাঠে অন্য খেলোয়াড়দের পরামর্শ না নিয়েই নিজের মন মত ফিল্ডিং সাজানোর মত কাজও করতেন। এমনকি বোলারদের পরামর্শও নিতেন না।

জানা গেছে, শীগ্রই এই ক্রিকেটারের বিরুদ্ধে বড় ধরনের সিদ্ধান্ত নিতে চলেছে বিসিবি।

(চুল বড় বড়,ঘরোয়া লিগের কিং,আন্তঃর্জাতিক ম্যাচে বিলাই)

শাস্তি হিসেবে কী চান আপনি....??

সোর্স: খেলা ৭১

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ ব্রডকাস্টারসদের তালিকা
30/08/2025

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ ব্রডকাস্টারসদের তালিকা

৪৫/৫ থেকে ৪৮/১০!জাতীয় দলের তারকায় ঠাসা উইমেনস রেড দলকে ৪৮ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ক্রিকেট দল।সাবাশ বেটার...
24/08/2025

৪৫/৫ থেকে ৪৮/১০!

জাতীয় দলের তারকায় ঠাসা উইমেনস রেড দলকে ৪৮ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ক্রিকেট দল।

সাবাশ বেটারা....

19/08/2025

কোচ গদা সূজন, পেসার আলাউদ্দীন বাবু,স্পিনার সানজামুল, ব্যাটসম্যান এনামুল।

মিরপুরে খেলা চলাকালীন আশপাশের বাড়ির ছাদ ভাড়া এক লাখ টাকা, নিয়ন্ত্রণ জুয়াড়িদের হাতে
19/08/2025

মিরপুরে খেলা চলাকালীন আশপাশের বাড়ির ছাদ ভাড়া এক লাখ টাকা, নিয়ন্ত্রণ জুয়াড়িদের হাতে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত ১০ আসরে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের তিনটি ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হয়েছে। তবে আসন্ন আসরে এই ৩ ...
18/08/2025

বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত ১০ আসরে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের তিনটি ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হয়েছে। তবে আসন্ন আসরে এই ৩ ভেন্যুর বাইরে আরও দুটি ভেন্যুতে খেলা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

সেই পরিকল্পনা বাস্তবায়নে উত্তরবঙ্গ থেকে রাজশাহী স্টেডিয়াম এবং দক্ষিণবঙ্গ থেকে বরিশাল ও খুলনা স্টেডিয়ামকে প্রস্তুত করা হচ্ছে।

(এডমিন)

বিপিএলে এক ম্যাচ হারার জন্য দেয়া হয়েছিলো ৪০০ কোটি টাকা..!! বিপিএলের দশম আসরে মাত্র একটি ম্যাচকে কেন্দ্র করে ৪০০ কোটি টাক...
18/08/2025

বিপিএলে এক ম্যাচ হারার জন্য দেয়া হয়েছিলো ৪০০ কোটি টাকা..!!

বিপিএলের দশম আসরে মাত্র একটি ম্যাচকে কেন্দ্র করে ৪০০ কোটি টাকার অফার করা হয়েছিলো একটি দলকে। ম্যাচ হারার জন্য এই অফার করা হয়েছিলো। এবং যেইদলকে এই অফার করা হয়েছিলো, সেই ম্যাচ তারা হেরেছিলো।

ভাবতে পারেন.? একটা ম্যাচ হারার জন্য ৪০০ কোটি.?

|

ঢাকা, সিলেট, রাজশাহীর বিরুদ্ধে স্পট ফি*ক্সিংয়ের প্রমান পেয়েছে বিসিবি..🚨সবশেষ বিপিএলে সমালোচিত নাম দুর্বার রাজশাহী। টিম ব...
18/08/2025

ঢাকা, সিলেট, রাজশাহীর বিরুদ্ধে স্পট ফি*ক্সিংয়ের প্রমান পেয়েছে বিসিবি..🚨

সবশেষ বিপিএলে সমালোচিত নাম দুর্বার রাজশাহী। টিম বাস থেকে শুরু করে টিম হোটেল, খেলোয়াড়দের পেমেন্ট। সবকিছুতেই বকেয়া এই দলটির। এবার এই দলটির বিরুদ্ধে স্পট-ফি*ক্সিংয়ের প্রমান পেয়েছে বিসিবির তদন্ত কমিটি।

এছাড়াও শাকিব খানসহ ঢালিউডের গ্লেমারকে মিশিয়ে দেশী বড় বড় ক্রিকেটার আর বিদেশীদের মিশেলে বেশ ভালো দলই গড়েছিলো ঢাকা ক্যাপিটালস। তবে, হারের পর হার দলটির প্রতি সন্দেহের তীর লেগেছে। অবশেষে তাদের বিরুদ্ধেও স্পট, ফি*ক্সিংয়ের প্রমান মিলেছে।

সিলেট স্ট্রাইকার্সের অভ্যন্তরীণ কোন্দল যেন শেষই হবার নয়। যার ফলে, আসন্ন আসরে মালিকানা বদল করার সিদ্ধান্তও নিয়েছে বিসিবি। তবে, গত আসরে তাদের বিরুদ্ধেও ফিক্সিংয়ের প্রমান পেয়েছে তদন্ত কমিটি।

|

Address

53 Dilkhusha
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when BCB TV- বিসিবি টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category