BCB TV- বিসিবি টিভি

BCB TV- বিসিবি টিভি Bcb official tv chennel

19/10/2025

Beauty with brain🌷🎀♥️

কালো পিচ নিয়ে ইঙ্গিতপূর্ন পোস্ট মুশফিকুর রহিমের। মিরপুরের উইকেটকেই কি সমালোচনা করলেন মুশি..??  |
19/10/2025

কালো পিচ নিয়ে ইঙ্গিতপূর্ন পোস্ট মুশফিকুর রহিমের। মিরপুরের উইকেটকেই কি সমালোচনা করলেন মুশি..??

|

বাংলাদেশের অ্যাভেঞ্জার্স
19/10/2025

বাংলাদেশের অ্যাভেঞ্জার্স

""চট্টগ্রাম থেকে পরিচালিত আন্তর্জাতিক প****র্ন নেটওয়ার্ক""মানিকগঞ্জ জেলার হরিরামপুরের মেয়ে ২৮ বছর বয়সী নাদিয়া আক্তার ...
18/10/2025

""চট্টগ্রাম থেকে পরিচালিত আন্তর্জাতিক প****র্ন নেটওয়ার্ক""

মানিকগঞ্জ জেলার হরিরামপুরের মেয়ে ২৮ বছর বয়সী নাদিয়া আক্তার বিথী, বিয়ে হয়েছিল মানিকগঞ্জের হরিরামপুরে, বিয়ের ৮ বছর পর শ্বশুর বাড়ি থেকে পালিয়ে যায় চট্টগ্রামে। বর্তমানে নিজেকে সামাজিক যোগাযোগমাধ্যমে “বাংলাদেশের ১ নম্বর মডেল” হিসেবে উপস্থাপন করেন। তবে বাস্তবে, তিনি আন্তর্জাতিক এ-ডা!ল্ট কন"টেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন। বিশ্বের অন্যতম বড় একটি প"""""-র্ণ ওয়েবসাইটে ২০২৫ সালের অক্টোবর মাসের ১৬ তারিখ পর্যন্ত তিনি বিশ্বব্যাপী পারফর্মারদের মধ্যে ৮তম স্থানে রয়েছেন।

তিনি তার প্রথম ভিডিওটি আপলোড করেন ২০২৪ সালের ১৭ মে তারিখে, চলতি অক্টোবর পর্যন্ত তিনি ১১২ টি ভিডিও আপলোড করেছেন, যা একত্রে ২৬৭ মিলিয়ন বেশি ভিউ পেয়েছে।

যেখানে অন্যান্য বাংলাদেশে কনটেন্ট ক্রিয়েটররা মুখ ঢেকে রাখেন, সে জায়গায় তিনি মুখ খুলে রাখেন এবং তার সঙ্গী চট্টগ্রামের এক ছেলে ও মুখ খুলে তার সাথে একত্রে অংশ নেন।

তাদের ভিডিওগুলো একাধিক আন্তর্জাতিক সাইটে প্রকাশিত হচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তারা সেগুলো প্রচার করছেন।

অক্টোবরের প্রথম ২ সপ্তাহে বিভিন্ন ফেসবুক পেইজে অন্তত ৫০টি পোস্ট পাওয়া গেছে।

বাংলাদেশের প""-র্নো গ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী, এই ধরনের কনটেন্ট তৈরি ও বিতরণ একটি ফৌজদারি অপরাধ।

চলতি বছর ২৫ আগস্ট এ মা""দক-সংক্রান্ত একটি মামলায় গ্রে""ফতার হন এবং পরবর্তীতে মুক্তি পান।

বি ও এ-এর যৌথ টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে ২০২৪ সালের মে মাসে, যেখানে প্রায় ২,০০০ সদস্য রয়েছে। সেখানে নিয়মিত কনটেন্ট প্রচার করা হয় এবং নতুন সদস্য যুক্ত করার আহ্বান জানানো হয়।

নাদিয়ার বাবা-মা নাদিয়া কে ত্যাজ্য করেছে। নাদিয়া তাদের কোন কথাই শোনে না। অতিসত্বর বাংলাদেশ থেকে এই ধরনের সাইট বন্ধ উচিত আপনারা কি বলেন?

16/10/2025
ম্যাজিকাল চেয়ার.... ঘুরতেই থাকে..... এর পরেরবার সুযোগ এনামুল হক বিজয়ের
16/10/2025

ম্যাজিকাল চেয়ার.... ঘুরতেই থাকে..... এর পরেরবার সুযোগ এনামুল হক বিজয়ের

Sir Salahuddin has brought another ready product from his Comilla Victorians 🔥
16/10/2025

Sir Salahuddin has brought another ready product from his Comilla Victorians 🔥

13/10/2025
১৪ বছর বয়সে বিশ্ব ক্রিকেটকে তাক লাগিয়ে দেওয়া বৈভব সুরিয়াভানশীর কাঁধে উঠছে অধিনায়কত্বের দায়িত্ব... 🚨
13/10/2025

১৪ বছর বয়সে বিশ্ব ক্রিকেটকে তাক লাগিয়ে দেওয়া বৈভব সুরিয়াভানশীর কাঁধে উঠছে অধিনায়কত্বের দায়িত্ব... 🚨

“এপ্রিল-মে” মাসে বিপিএল চান বরিশাল মালিক..!!বিপিএল আয়োজিত হয় সবসময় ডিসেম্বর-জানুয়ারী। এই একই সময়ে আয়োজন হয় আরো অনেক ফ্র্...
13/10/2025

“এপ্রিল-মে” মাসে বিপিএল চান বরিশাল মালিক..!!

বিপিএল আয়োজিত হয় সবসময় ডিসেম্বর-জানুয়ারী। এই একই সময়ে আয়োজন হয় আরো অনেক ফ্র্যাঞ্চাইজি লীগ- যাদের মান এবং টাকার অংকটা বিপিএল থেকেও উন্নত। ফলে, বিদেশী খেলোয়াড়রাও সেদিকেই ঝুঁকেন। তাই কখনোই মানসম্মত বিদেশী খেলোয়াড় পায় না বিপিএলের দলগুলো।

এই বিষয়টি মাথায় রেখে বিপিএল এপ্রিল-মে মাসে আয়োজনের প্রস্তাব দিয়েছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান।

আপনিও কি চান বিপিএল এপ্রিল-মে মাসে আয়োজিত হোক..??

|

হামজা প্রসঙ্গ নিয়ে আগের মন্তব্য পাল্টালেন না কোচ ওয়েস্টউড।
13/10/2025

হামজা প্রসঙ্গ নিয়ে আগের মন্তব্য পাল্টালেন না কোচ ওয়েস্টউড।

Address

53 Dilkhusha
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when BCB TV- বিসিবি টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category