Neel's Closet

Neel's Closet This is a place where you can find your desirable products of good quality at a reasonable price.

21/07/2025

বিমান দূর্ঘটনার দায় কার, সেটা হয়তো কখনোই জানা যাবে না।
কিন্তু যে বিমান বিধ্বস্ত হয়েছে, সেটা বহু বছরের পুরোনো বিমান। ৮৪ সালের দিকে বানানো।

এই বিমান দুনিয়াজোড়া উড়ন্ত কফিন বলে। আর আমাদের এটা দিয়ে প্রশিক্ষন চলে।

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training)সদ্য বিবাহিত সে...

সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ। ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড, সেটি'ই প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিং-এর এপর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো-পাইলট বা কোনো প্রকার ইন্সট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন।

যেকোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরেই হয়ে থাকে, তবে সলো ফ্লাইট সাধারণত আর্বান এরিয়াতেই হয়ে থাকে৷ আর আর্বান এরিয়াতে এধরণের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট। তো ট্রেনিংয়ের লক্ষ্যে তৌকির তার এফ-৭ বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন।

এরপর উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা'র আকাশজুড়ে তিনি উড়তে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যা আঁচ করেন। কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে ইন্সট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয়।

কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানা সম্ভব হয়েছে: ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করেছেন বিমান বাচানোর জন্য। তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেসের দিকে ছুটতে থাকেন। এর মধ্যেই কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বি'ধ্ব'স্ত হয়।

এখন পর্যন্ত এতটুকুই জানা গেছে। তবে বিমানের ঠিক কি ধরণের টেকনিক্যাল ফেইলিওরের জন্য এই দুর্ঘটনা ঘটলো, তা কেবলমাত্র ম্যাসিভ ইনভেস্টিগেশন হলেই জানা সম্ভব।

দুনিয়া উলট পালট হয়ে যাচ্ছে আর এইদিকে একদল আছে পানিতে হলুদ মেশানো নিয়ে ব্যস্ত 🙄এই পানিটা পরে কি করেন আপনারা 🤔
21/06/2025

দুনিয়া উলট পালট হয়ে যাচ্ছে আর এইদিকে একদল আছে পানিতে হলুদ মেশানো নিয়ে ব্যস্ত 🙄
এই পানিটা পরে কি করেন আপনারা 🤔

বড় ভাই একটা পারমাণবিক বোম মেরে দে 🫣 পরে বলবি "ভুলে টিপ লেগে  ইজরায়েলের দিকে চলে গেছে, সরি"🤭সবাই জানে তুই পাগল🙄😁পাগলের ক...
20/06/2025

বড় ভাই একটা পারমাণবিক বোম মেরে দে 🫣
পরে বলবি "ভুলে টিপ লেগে ইজরায়েলের দিকে চলে গেছে, সরি"🤭
সবাই জানে তুই পাগল🙄😁

পাগলের কোন বিচার নাই 🚀😂

Available in stock
17/06/2025

Available in stock

Cute Ice Ball
24/05/2025

Cute Ice Ball

24/05/2025

মানুষের ব*দনজর শুধু সম্পর্ক না, শরীর সৌন্দর্য, শান্তি, ক্যরিয়ার, সব ন*ষ্ট করে দিতে পারে।

23/05/2025
23/05/2025
আসসালামু আলাইকুম। শুভ সকাল।সবার দিনটা ভালো কাটুক।
23/05/2025

আসসালামু আলাইকুম। শুভ সকাল।
সবার দিনটা ভালো কাটুক।

৪ পিসের গ্রেটার সেট পেয়ে যাচ্ছেন ১০% ডিসকাউন্ট মূল্যে 😎Multipurpose Grater 4pcs
22/05/2025

৪ পিসের গ্রেটার সেট পেয়ে যাচ্ছেন ১০% ডিসকাউন্ট মূল্যে 😎

Multipurpose Grater 4pcs

Available in stock
22/05/2025

Available in stock

এলোমেলো ইনার সময় মতো খুঁজে না পেলে কেমন রাগ লাগে জানেনই তো।আলমারি অথবা ওয়ার্ডরোবে যারা ইনারগুলো গুছিয়ে রাখতে পারেন না...
22/05/2025

এলোমেলো ইনার সময় মতো খুঁজে না পেলে কেমন রাগ লাগে জানেনই তো।
আলমারি অথবা ওয়ার্ডরোবে যারা ইনারগুলো গুছিয়ে রাখতে পারেন না তাদের জন্যই এই অর্গানাইজার টা।

স্টক সীমিত। জলদি অর্ডার করে ফেলুন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Neel's Closet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share