16/08/2023
Baby food
আমার মত যারা বাচ্চার মা আছেন এই ভিডিওটা তাদের অনেক উপকারে আসবে।। আমরা মায়েরা সবসময় বাচ্চাদের খাবার নিয়ে খুব চিন্তিত থাকি 🤔কখন বাচ্চাকে কোন খাবারটা দিব কোন খাবারটা দিলে বাচ্চারা পরিপূর্ণ পুষ্টিটা পাবে।। আর যাদের বাচ্চারওজন কম,, বয়স অনুযায়ী তাদের জন্য তো এই রেসিপিটা খুব গুরুত্বপূর্ণ।
আমি আমার বেবিকে সকাল অথবা সন্ধ্যা নাস্তা হিসেবে এই খাবারটা দিয়ে থাকি প্রচুর ফাইবারযুক্ত এবং প্রোটিনযুক্ত
আমরা মায়েরা আসলে প্রতিনিয়ত অনেক ভুল করে থাকি সেটা হচ্ছে বাচ্চাকে প্রতিদিন একই খাবার প্রতিবেলা একই খাবার দেয়া।। এতে বাচ্চার খাবারে অনিহা চলে আসে।। বাচ্চারা খেতে চায় না।। তাই বিভিন্ন সময় বিভিন্ন রেসিপি করে যদি বাচ্চাদেরকে দেওয়া হয় বাচ্চারা খুব মজা করে তা খেয়ে ফেলে। খাবারে অনীহা দেখায় না ।।