20/10/2025
পৃথিবীটা দিন দিন বদলাচ্ছে, কিন্তু মানুষ?
মানুষের মুখে হাসি, মনে হিসাব — কে কাকে হারাবে, কে কাকে টপকাবে!
কিন্তু মনে রেখো, শেষমেশ সবাই থেমে যায়—
কেউ কবরের নীরবতায়, কেউ অনুতাপের ভারে।
তাই অহংকার নয়, হৃদয় বড় করো।
কারণ ভালোবাসা ছাড়া মানুষ কেবল “বেঁচে থাকা” শেখে, “জীবন” নয়।