ZHIR ZHIR - ঝিড়ঝিড়

ZHIR ZHIR - ঝিড়ঝিড় Zhirzhir is a private limited company that works in Audio, Visuals, Events and Digitals.

19/04/2025

সমুদ্রের নোনা ঘ্রাণ নিয়ে এসে গেছে ঝিড়ঝিড় প্রেজেন্টস ক্যাম্পফায়ার সেশনের নতুন সিজন, পেনোয়ার সাথে।

হলুদ ফুলের রাজ্যের গান শুনতে ঘুরে আসুন আমাদের ইউটিউব চ্যানেলে!

Campfire Session X Penoa:
https://youtu.be/j22l4n-Zqv8?si=yw_fxREzUmgkjZHu

18/04/2025

সমুদ্রপাড়ের হলুদ ফুলের গান নিয়ে আসছে ঝিড়ঝিড় প্রেজেন্টস ক্যাম্পফায়ার সেশনের নতুন সিজন!

চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।

YouTube:
https://youtube.com/?si=ompcBmZIAJ-nWG_q

01/09/2024

THIS SONG WAS WRITTEN AROUND 2017-2018. IT WAS RECORDED ON 2021 USING A ROYALTY FREE MUSIC FOR A DEMO.

IN 2024, ZHIRZHIR EXTRACTED THE VOICE FROM THAT DEMO USING AI AND CREATED THE MUSIC. RAJIB BHAI MAY NOT BE WITH US IN HIS PHYSICAL FORM, BUT HIS CREATIONS WILL KEEP RETURNING LIKE A PHONEIX FROM ITS ASHES IN OUR MEMORIES. THUS, THE MAGIC OF GYPSY ASH.
RAJIB ASHRAF THOUGHT OF IT AS HIS RAPPER NAME.

MUSIC: AKRAM
ARTWORK: TUNAN
VOICE AND LYRICS: GYPSY ASH AKA RAJIB ASHRAF

যাযাবর স্টার্ট দিলো বাংলা রাইমের গাড়ি (গাড়ি)
চলছে যাত্রাবাড়ী
মাল দে তাড়াতাড়ি
সামনে টহল গাড়ি
আর পিছে পুলিশ ফাঁড়ি
আমি কট খাইতে পারি
কট খাইলে জট হইবো
সাথে রিকভারি
রিকভারি পাইলে পুলিশ
হোগায় দিবো বাড়ি
সঙ্গে ফিরি ঝাড়ি
মোটা মানিব্যাগ ভারী
খালি হবে তাড়াতাড়ি
পুলিশের ধরা খাওয়া মানে
খাঙ্গারি
না বাবা না

আমি কি টোকাই নাকি
বেচি ভাঙ্গারি
বাপে আমার সচিব
আর মায়ে মিলিটারি
পুলিশরে পড়ায় দিমু কেজি নার্সারি
সংসদ ভবন দেখায় কমু ঐটা আমগো বাড়ি
তারপর যদি না মানে
পুলিশের কানে কানে
বলবো আমি....

ট্রান্সফার হইতে চাও
ভুরুঙ্গামারি?
নীলফামারী?
হাটহাজারী?
খাগড়াছড়ি?

না বাবা না

আমি কি টোকাই নাকি
বেচি ভাঙ্গারি
বাপে আমার সচিব
আর মায়ে মিলিটারি
পুলিশরে পড়ায় দিমু কেজি নার্সারি
সংসদ ভবন দেখায় কমু ঐটা আমগো বাড়ি
তারপর যদি না মানে
পুলিশের কানে কানে
বলবো আমি...

উল্টাপাল্টা কথা কইয়া
তুলতাছে পুলিশ মুখে
ফ্যানা-না.....
এম্নিতে যায় না
তারপরও প্যাঁচায় ভাইয়া
ত্যানা-না.....
বাপে আমার আঙ্গুল ফুলে কলাগাছ
খাওয়াবো
ব্যানা-না....
দেশের বামুন
একাই আমি
চেহারা আমার
চেনা-না....
পৈতা দিয়া করবা কী আর
দেশটা আমার বাপের টাকায়
কেনা-না....
ঢাকনা খোলা রাখলে দুধে
বসে কী ভাইয়া
মাছি-না...
আব্বুর চেয়ে আম্মু স্ট্রং
আম্মুর নাম আমার........না
দলেবলে কৌশলে
সরকারি দলে ভাইয়া
আছি-না.....

যাযাবর স্টার্ট দিলো বাংলা রাইমের গাড়ি (গাড়ি)
চলছে যাত্রাবাড়ী
মাল দে তাড়াতাড়ি
সামনে টহল গাড়ি
আর পিছে পুলিশ ফাঁড়ি
আমি কট খাইতে পারি
কট খাইলে জট হইবো
সাথে রিকভারি
রিকভারি পাইলে পুলিশ
হোগায় দিবো বাড়ি
সঙ্গে ফিরি ঝাড়ি
মোটা মানিব্যাগ ভারী
খালি হবে তাড়াতাড়ি
পুলিশের ধরা খাওয়া মানে
খাঙ্গারি
না বাবা না

আমি কি টোকাই নাকি
বেচি ভাঙ্গারি
বাপে আমার সচিব
আর মায়ে মিলিটারি
পুলিশরে পড়ায় দিমু কেজি নার্সারি
সংসদ ভবন দেখায় কমু ঐটা আমগো বাড়ি
তারপর যদি না মানে
পুলিশের কানে কানে
বলবো আমি....

15/08/2024


15/08/2024

কোলকাতার আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ডা: মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করছি।

নারী-পুরুষ নির্বিশেষে যেকোনো প্রকার যৌন হয়রানী ও যৌন সহিংসতার প্রতিবাদে আজ রাত ৯টায় মিরপুর-১০ নাম্বার গোলচত্বরে আমরা মোমবাতি প্রজ্বলন করে নীরব প্রতিবাদ জানাবো।

সংহতি জানাতে আপনিও আসুন মিরপুর-১০ গোলচত্বরে, রাত ৯টায়।


Due to the current political situation of the country, We are postponing the event until further notice . We value the s...
16/07/2024

Due to the current political situation of the country, We are postponing the event until further notice . We value the safety of all our supporters and friends and family members. we don't want anyone to face trouble because of the current condition of the city.

And most importantly, We ZHIR ZHIR - ঝিড়ঝিড় and The Rover - দ্যা রোভার stand by the Students of the country and fully support the movement they are standing for. We stand against political violence, oppression and the brutality caused by the power holders.

hence we decided to postpone the celebration and join the students on the streets with our only weapon which is music.
be it shahbag ,tsc or motijheel , we'll be out with our instruments to boost up the public moral and help motivate our brothers and sisters on the street to carry on stronger with the movement.

The Rover - দ্যা রোভার is gonna be releasing their third single "Amar Bhetor Ami" from their album 'Shomodhormita' on th...
12/07/2024

The Rover - দ্যা রোভার is gonna be releasing their third single "Amar Bhetor Ami" from their album 'Shomodhormita' on this 18th of July , 2024.
to celebrate this, The Rover - দ্যা রোভার and ZHIR ZHIR - ঝিড়ঝিড় are hosting a private event with live music , hangout sessions, refreshment sessions, and the release of 'Amar Bhetor Ami' with all our closest friends , family and supporters.

Date : 18/07/24
Time : 7:00pm
Location : Zhir Zhir studio

registration form : https://forms.gle/B9BSzy2NxUiL2qZw6

Long time no see!Well, were back with new stuff! Check out Hasan Joy's new song captured live on campfire session season...
08/04/2024

Long time no see!
Well, were back with new stuff! Check out Hasan Joy's new song captured live on campfire session season 4's 4th episode!
We've one more episode remaining.
See you guys soon.

For now, enjoy Shomantorale!!

Curated & Produced by ZhirZhir Pvt. Ltd.Songwriter: Hasan JoyArtist : Hasan Joy - Vocal and UkuleleMichael Jmb Marchand - KeysZafriye Abedin - BassRubeel Ah...

06/02/2024

গানে গানে শীতকে বিদায় জানাতে ঝিড়ঝিড় ক্যাম্পফায়ার সেশনের শিল্পীরা এসেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে!

বারোমাসি আয়োজিত শৈত্য সংক্রান্তিতে ক্যাম্পফায়ার গাইছে আজ রাতে। সুযোগ থাকলে চলে আসুন গান শুনতে ❤️

Address

364, Shenparaporbota, Mirpur-10
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when ZHIR ZHIR - ঝিড়ঝিড় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ZHIR ZHIR - ঝিড়ঝিড়:

Share